বুয়েটে ‘কমপ্লিট শাটডাউন’, ফাঁকা ক্যাম্পাসে বন্ধ ক্লাস–পরীক্ষা

তিন দফা দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। এই কর্মসূচির কারণে আজ বৃহস্পতিবার সকাল থেকে বুয়েটের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে।
গতকাল বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘প্রকৌশল অধিকার আন্দোলন’ এই কর্মসূচি ঘোষণা করে। ঘোষণা অনুযায়ী, বুয়েটসহ দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে এই শাটডাউন পালিত হওয়ার কথা রয়েছে।
সকাল ১০টায় সরেজমিনে বুয়েটের বিভিন্ন বিভাগ ঘুরে দেখা যায়, কোনো শিক্ষার্থী ক্যাম্পাসে আসেননি। নিরাপত্তারক্ষীরা জানান, প্রতিদিন সকাল আটটা থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসা শুরু করলেও আজ কেউ আসেননি। তবে কিছু বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা কাজে এসেছেন। বুয়েটের একজন নিরাপত্তাকর্মী মাসুদ রানা বলেন, “শাটডাউন চলছে। এ জন্য শিক্ষার্থীরা আসেননি।”
গত মঙ্গলবার বিকেল থেকে বুয়েটের শিক্ষার্থীরা তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন। গতকাল বেলা ১১টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা শাহবাগ মোড় অবরোধ করেন। একপর্যায়ে বেলা দেড়টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে পদযাত্রা শুরু করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল ও জলকামান ব্যবহার করে। লাঠিপেটার ঘটনায় অনেক শিক্ষার্থী আহত হন।
পুলিশের হামলার পর শিক্ষার্থীরা আবার শাহবাগে জড়ো হন এবং রাত সাড়ে ১০টার পর তারা মোড় ছেড়ে চলে যান। রাতেই ‘প্রকৌশল অধিকার আন্দোলনের’ সভাপতি ওয়ালী উল্লাহ জনভোগান্তির কথা বিবেচনা করে আপাতত কর্মসূচি স্থগিত রাখার কথা জানান। তবে বুয়েটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জুবায়ের আহমেদ বলেন, “আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। সে জন্য আজ থেকে সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন অব ইঞ্জিনিয়ার্স ঘোষণা করা হলো।”
আন্দোলনরত শিক্ষার্থীদের প্রধান তিনটি দাবি হলো:
নবম গ্রেড সহকারী প্রকৌশলী পদে নিয়োগের ক্ষেত্রে শুধু পরীক্ষার মাধ্যমে যোগ্যদের নেওয়া হবে এবং ন্যূনতম যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ার থাকতে হবে।
দশম গ্রেডে ডিপ্লোমাধারীদের পাশাপাশি উচ্চ ডিগ্রিধারী (বিএসসি ইঞ্জিনিয়ার) শিক্ষার্থীরাও যেন আবেদন করতে পারেন, সে ব্যবস্থা করা।
শুধু যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করবেন, তারাই যেন নামের সঙ্গে ‘প্রকৌশলী’ (ইঞ্জিনিয়ার) পদবি ব্যবহার করতে পারেন।
এই সংকট সমাধানের জন্য সরকার চারজন উপদেষ্টার সমন্বয়ে ৮ সদস্যের একটি কমিটি গঠন করেছে, যা প্রকৌশল পেশায় বিএসসি ও ডিপ্লোমাধারী ব্যক্তিদের দাবির যৌক্তিকতা পরীক্ষা করে সুপারিশ দেবে।
কোরআন অবমাননা: নর্থ সাউথ থেকে শিক্ষার্থী অপূর্ব পাল স্থায়ীভাবে বহিষ্কার
পবিত্র কোরআন অবমাননা করায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অপূর্ব পাল নামের এক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে মামলা করবে বলেও সিদ্ধান্ত নিয়েছে।
রোববার (৫ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক সৈয়দ মানসুর হাশিমের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ঘটনার বিবরণ ও প্রশাসনের পদক্ষেপ
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শনিবার অপূর্ব পাল নামে একজন শিক্ষার্থীকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পবিত্র কোরআন অবমাননারত অবস্থায় প্রত্যক্ষদর্শীরা দেখতে পান। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা বিভাগ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বহিষ্কার ও মামলা: এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে শৃঙ্খলা কমিটি। বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে মামলা করারও সিদ্ধান্ত নিয়েছে।
গ্রেপ্তার: ইতোমধ্যে পুলিশ অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে।
শিক্ষার্থীর পরিচয়: অপূর্ব নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষার্থী ছিলেন। শৃঙ্খলা ভঙ্গের কারণে এর আগে তিনি বিভাগ থেকে সাময়িক বহিষ্কার ছিলেন।
বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাধারণ শিক্ষার্থীদের ধৈর্যের প্রশংসা করে বলেছে, তারা সম্প্রীতি, সৌহার্দ্য ও সহাবস্থানের পরিবেশ প্রশংসনীয়ভাবে রক্ষা করেছেন।
নীলক্ষেতে ডাকসুর ব্যালট ছাপানোর কথা স্বীকার করলেন উপাচার্য
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ব্যালট পেপার রাজধানীর নীলক্ষেতে ছাপানো হয়েছিল বলে স্বীকার করেছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। তবে তিনি দৃঢ়ভাবে দাবি করেছেন, ব্যালট ছাপানোর স্থান বা সংখ্যা নির্বাচনের ফলকে কোনোভাবেই প্রভাবিত করেনি।
রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নীলক্ষেতে ছাপানোর কারণ
উপাচার্য জানান, একটি অভিজ্ঞ প্রতিষ্ঠানকে প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে ব্যালট পেপার ছাপানোর দায়িত্ব দেওয়া হয়। পরে ভোটার ও প্রার্থীর সংখ্যা বেশি হওয়ায় মূল ভেন্ডরের অনুমতিতে একটি সহযোগী প্রতিষ্ঠানকে একই টেন্ডারের আওতায় কাজের সঙ্গে যুক্ত করা হয়। এই সহযোগী প্রতিষ্ঠান নীলক্ষেতে ব্যালট ছাপালেও বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করেনি। সংশ্লিষ্ট ভেন্ডর এটিকে ‘ব্যস্ততার কারণে ভুলে যাওয়ার’ কথা বলে স্বীকার করেছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দেওয়া ব্যাখ্যায় সহযোগী প্রতিষ্ঠান জানায়, নীলক্ষেতে ২২ রিম কাগজ ব্যবহার করে মোট ৮৮ হাজার ব্যালট ছাপা হয়। এর মধ্যে প্রিন্টিং, কাটিং ও ওএমআর প্রি-স্ক্যানসহ অন্যান্য প্রক্রিয়া শেষে ৮৬ হাজার ২৪৩টি ব্যালট চূড়ান্তভাবে সিলগালা করে সরবরাহ করা হয়। অতিরিক্ত ব্যালট প্রচলিত নিয়ম অনুযায়ী ধ্বংস করা হয়।
নিরাপত্তা ও স্বচ্ছতার দাবি
উপাচার্য দাবি করেন, ব্যালট প্রস্তুতের পুরো প্রক্রিয়ায় নিরাপত্তা বজায় রাখা হয়েছে এবং সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ব্যালট ছাপা শেষ হওয়ার পর তা নির্দিষ্ট পরিমাপে কাটিং, সুরক্ষা কোড আরোপ, ওএমআর স্ক্যান, প্রধান রিটার্নিং কর্মকর্তার সই ও সিলসহ কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তার সই যুক্ত না হলে, সেই ব্যালট ভোটগ্রহণের জন্য উপযুক্ত হয় না।
তিনি আরও জানান, নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৮৭৪ জন। মোট ২ লাখ ৩৯ হাজার ২৪৪টি ব্যালট প্রস্তুত করা হলেও, ভোট দিয়েছেন ২৯ হাজার ৮২১ জন এবং ব্যবহার হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৯২৬টি ব্যালট। অবশিষ্ট রয়েছে ৬০ হাজার ৩১৮টি।
নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে বিভিন্ন প্যানেল ব্যালট ছাপানোর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললে উপাচার্য বলেন, কেউ যদি সুনির্দিষ্ট সময় বা ঘটনার ভিত্তিতে সিসিটিভি ফুটেজ বা ভোটারদের স্বাক্ষরিত তালিকা দেখতে চান, তাহলে যথাযথ প্রক্রিয়ায় আবেদন করলে তা দেখার সুযোগ থাকবে।
ডাকসু নির্বাচন: প্রশাসনের গড়িমসির অভিযোগ আনলেন তিন ভিপি প্রার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে একাধিক ‘অসঙ্গতি’ থাকা সত্ত্বেও প্রশাসন তা নিয়ে গড়িমসি করছে বলে অভিযোগ তুলেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদের এবং স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের উমামা ফাতেমাসহ একাধিক প্রার্থী।
মঙ্গলবার তারা উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদও উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে সংবাদ সম্মেলনে প্রার্থীরা জানান, গত ৭ সেপ্টেম্বর গাউসুল আজম মার্কেটের একটি ছাপাখানায় ডাকসু নির্বাচনের ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় পাওয়া যায়। এ বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা চাওয়া হলেও প্রশাসন সন্তোষজনক উত্তর দিতে পারেনি।
এছাড়া নির্বাচনে যে ভোট টার্নআউট দেখানো হয়েছে, তা বাস্তবে মাঠপর্যায়ে দেখা যায়নি বলে দাবি করেন তারা। এ জন্য ভোটারদের স্বাক্ষর তালিকা প্রকাশের দাবি জানান প্রার্থীরা।
উমামা ফাতেমা বলেন, “ভোটারের তালিকা আগেও প্রকাশিত হয়েছে, যেখানে স্বাক্ষর রয়েছে। কে কাকে ভোট দিয়েছেন, তা উল্লেখ নেই। সুতরাং এখানে ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ণ হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু প্রশাসন তালিকা প্রকাশে অনীহা দেখাচ্ছে।”
তিনি আরও অভিযোগ করেন, বিশেষ করে সার্জেন্ট জহুরুল হক হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ঘোষিত ভোট টার্নআউট বাস্তবের সঙ্গে মেলে না।
সংবাদ সম্মেলনে আব্দুল কাদের বলেন, “গাউসুল আজম মার্কেটে ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় পাওয়া গেলেও প্রশাসন বিষয়টি এড়িয়ে যাচ্ছে। ভোট কাস্টিং তালিকা প্রকাশেও তারা গড়িমসি করছে, যা আমাদের সন্দেহ বাড়িয়ে দিচ্ছে।”
আবিদুল ইসলাম খান বলেন, “নির্বাচনের প্রতি দায়বদ্ধতা থেকেই আমরা এসব কনসার্ন জানিয়েছি। কিন্তু প্রশাসনের উদাসীনতা উদ্বেগ বাড়াচ্ছে।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল মনোনীত প্যানেলের জিএস প্রার্থী তানভীর বারী হামিম, স্বতন্ত্র প্যানেলের জিএস প্রার্থী আরাফাত চৌধুরী এবং ছাত্রদলের এজিএস প্রার্থী শেখ তানভীর আল হাদী মায়েদ প্রমুখ।
উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে কথা বলতে রাজি হননি প্রক্টর সাইফুদ্দীন আহমেদ।
চাকসু ও রাকসু নির্বাচনে নতুন সময়সূচি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তারিখ পেছাল। এখন নির্বাচন ১২ অক্টোবরের পরিবর্তে ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। প্রার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
চাকসু নির্বাচনের নতুন তারিখ ও প্রার্থী সংখ্যা
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিব অধ্যাপক একেএম ফরিফুল হক সিদ্দিকী এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
উল্লেখ্য, চাকসু নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে ২৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ২২ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) ২২ জন, খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক ১২ জন, সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক ১৫ জন, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক ১৮ জন, সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক ১৬ জন, দপ্তর সম্পাদক ১৮ জন, সহ-দপ্তর সম্পাদক ১৪ জন প্রার্থিতা করবেন।
এছাড়া ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক (নারী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত) ১২ জন, সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক (নারী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত) ১১ জন, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক ১১ জন, গবেষণা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক ১৩ জন, সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক ২০ জন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ১৭ জন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ১৭ জন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ১৬ জন, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ২০ জন সহ-যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ১৪ জন, আইন ও মানবাধিকার ১১ জন, পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক ২১ জন এবং নির্বাহী সদস্য ৫টি পদের বিপরীতে ৮৪ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
রাকসু নির্বাচনও পিছিয়েছে ‘শাটডাউন’ কর্মসূচির কারণে
এর আগে, রাকসু নির্বাচন পেছানোর ঘোষণা দেয় রাজশাহী বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাকসু নির্বাচন আগামী ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাকসু নির্বাচন কমিশন ২০২৫-এর পূর্ণাঙ্গ সভায় আগামী ২৫ সেপ্টেম্বর তারিখে অনুষ্ঠিতব্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনপূর্ব উদ্ভূত পরিস্থিতির বিস্তারিত পর্যালোচনা করা হয়। এ সভা লক্ষ্য করে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিরাজমান পরিস্থিতি কোনো অবস্থাতেই রাকসু নির্বাচন অনুষ্ঠানের অনুকূলে নয়।
এজন্য দুটি কারণ উল্লেখ করে রাবি প্রশাসন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলছে এবং নির্বাচনে দায়িত্ব পালনে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর অংশগ্রহণ নিশ্চিত করা যায়নি।
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাটডাউন: শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা মুখোমুখি অবস্থানে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা ইস্যুতে চরম অচলাবস্থা বিরাজ করছে। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছেন। জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম লাঞ্ছনার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকাল ক্লাস–পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে, অন্যদিকে বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতি ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ডাক দিয়েছে। ফলে টানা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে কার্যত ফাঁকা হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
কর্মবিরতি ও ফাঁকা ক্যাম্পাস
সোমবার (২২ সেপ্টেম্বর) প্রশাসন ভবনসহ বিভিন্ন দপ্তর ও একাডেমিক ভবনে তালা ঝুলছে। বাস চললেও শিক্ষার্থী নেই। ফাঁকা দোকানপাটে কেউ বসে নেই। সকালে গেটগুলোয় দেখা গেছে বাড়িমুখী শিক্ষার্থীদের ভিড়।
বাংলা বিভাগের ছাত্রী জান্নাতুল মাওয়া বলেন, “আমরা এখানে পড়াশোনার জন্য এসেছি, কিন্তু ক্যাম্পাসে উত্তেজনা ও সংঘাতের কারণে পড়াশোনা ব্যাহত হচ্ছে। ক্লাস-পরীক্ষা হয়নি, শিক্ষক-কর্মকর্তারা লাগাতার কর্মবিরতিতে রয়েছেন। সামনে রাকসু নির্বাচন হবে কি না, সেটাও আমাদের কাছে অস্পষ্ট। আমরা চাই দ্রুত সব কিছু স্বাভাবিক হোক।”
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, “ক্যাম্পাসে অস্থির পরিস্থিতি বিরাজ করছে। শিক্ষক-কর্মকর্তাদের আন্দোলন ও শঙ্কাজনক পরিস্থিতির কারণে সাধারণ শিক্ষার্থীরাও বিভ্রান্ত। রাকসু নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আমাদের ভাবিয়ে তুলেছে—নির্বাচন হবে কি, বা কবে হবে, তা বোঝা যাচ্ছে না।”
রাকসু নির্বাচন ও শিক্ষার্থীদের প্রতিক্রিয়া
ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “পোষ্য কোটা বাতিল ও ২৫ সেপ্টেম্বর নির্বাচনের দাবিতে আমরা অনড় আছি। কিন্তু নির্বাচন নিয়ে শঙ্কা দেখছি। শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা যদি নির্বাচনে সহযোগিতা না করেন, তাহলে নির্বাচন খুবই কষ্টকর হবে।” তিনি অভিযোগ করেন, ২০ তারিখের ঘটনায় সব প্যানেলের প্রচারে ভাটা পড়েছে এবং অনেক শিক্ষার্থী বাড়ি চলে গেছেন।
ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর বলেন, “আমরা পোষ্য কোটা বাতিলের পক্ষে। কিন্তু গুটিকয় শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী বেশি তৎপর, তারা নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে। এই পরিস্থিতিতে ঝড়ঝাপটা বেড়ে গেছে। এই মুহূর্তে আসলে নির্বাচন সম্ভব নয়। সেক্ষেত্রে আমরা চাই, পূজার ছুটির পরেই নির্বাচন অনুষ্ঠিত হোক।”
‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’ প্যানেলের ভিপি প্রার্থী ফুয়াদ রাতুল বলেন, “এই পরিস্থিতিতে অংশগ্রহণমূলক নির্বাচন হবে না। অনেক শিক্ষার্থী বাড়ি চলে গেছেন। আর পোষ্যকোটা নিয়ে প্রশাসন শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছে।”
রাকসুর ইতিহাসে প্রথম নারী ভিপি প্রার্থী তাসিন খান বলেন, “বর্তমানে ক্যাম্পাসে স্থিতিশীল পরিস্থিতি নেই। প্রশাসন যদি স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে তাহলে ২৫ তারিখেই রাকসু হোক। পরিস্থিতি স্বাভাবিক না করে রাকসু দিলে সেটার আমরা বৈধতা দেব না।”
ঘটনার সূত্রপাত
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপ-উপাচার্য (প্রশাসন) প্রশাসন ভবন থেকে বের হলে শিক্ষার্থীরা তাকে আটকে দেন। পরে তার বাসভবনে তালা ঝোলানো হয়। এরপর জুবেরী ভবনে ঢুকতে গেলে শিক্ষার্থীরা বাধা দিলে শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে হাতাহাতি হয়। উপ-উপাচার্যসহ কর্মকর্তাদের আটকে রেখে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। রাত ১টার দিকে উপাচার্য ড. সালেহ্ হাসান নকীব পোষ্যকোটা পুনর্বহালের সিদ্ধান্ত স্থগিত করেন।
কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনে উত্তাপ রাবি: পোষ্য কোটা নিয়ে জটিলতা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা বহাল না রাখার সিন্ডিকেট সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার (২২ সেপ্টেম্বর) থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। তবে রাকসু নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রম, পানি, বিদ্যুৎ ও পরিবহন সেবা এই শাটডাউনের আওতামুক্ত থাকবে।
‘সব বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা সুবিধা রয়েছে’
রোববার (২১ সেপ্টেম্বর) রাবি অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা সুবিধা রয়েছে। অথচ রাবিতে এই সুবিধা না থাকায় আমরা হতাশ। ফলে আন্দোলনের অংশ হিসেবে কমপ্লিট শাটডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
সিন্ডিকেট সিদ্ধান্তে যা জানা গেল
রোববার বিকেলে উপাচার্যের বাসভবনে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় রাবিতে পোষ্য কোটা স্থগিত রাখার পূর্বের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। একই সঙ্গে শনিবার (২০ সেপ্টেম্বর) শিক্ষকদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তও গৃহীত হয়।
রাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ইফতেখারুল আলম মাসউদ জানান, “সিন্ডিকেট শিক্ষার্থীদের আন্দোলনের পর গত জানুয়ারিতে ঘোষণা দেওয়া পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্তকে সমর্থন করেছে। পাশাপাশি শিক্ষক লাঞ্ছনার ঘটনায় পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি এবং বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্তও হয়েছে।” সিন্ডিকেট শনিবার রাবির জুবেরী ভবনে এক উপ-উপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনায় নিন্দা জানিয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কেউ দায়ী কি না, তা নির্ধারণ করা হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রাকসু নির্বাচন ও পোষ্য কোটা বিতর্ক
সিন্ডিকেটের পক্ষ থেকে রাকসু (রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচনে সকলের সহযোগিতা চাওয়া হয়েছে। রেজিস্ট্রার বলেন, “রাকসু নির্বাচন গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষক ও কর্মকর্তারা বিভিন্ন কর্মসূচি পালন করলেও, নির্বাচন কার্যক্রম যেন নির্বিঘ্নে চলে, সেটাই আমাদের প্রত্যাশা।”
রাবিতে আগে থেকেই কর্মরতদের সন্তানদের ভর্তির জন্য ৪ শতাংশ পোষ্য কোটা চালু ছিল। কিন্তু ২০২৫ সালের ২ জানুয়ারি শিক্ষার্থীদের দাবির মুখে এই কোটা বাতিল করা হয়। এরপর থেকে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা এটিকে ‘প্রাতিষ্ঠানিক সুবিধা’ হিসেবে পুনরায় চালুর দাবিতে আন্দোলন করে আসছিলেন। গত ১৭ সেপ্টেম্বর দেওয়া এক চিঠিতে তারা জানান, দাবি মানা না হলে ২১ সেপ্টেম্বর থেকে পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। যদিও প্রশাসন জরুরি একাডেমিক সভায় ১০ শর্তে প্রাতিষ্ঠানিক সুবিধা চালুর ঘোষণা দেয়, কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তা বাস্তবায়ন হয়নি।
জাবি নিয়ে আমির হামজার বিতর্কিত মন্তব্য, প্রশাসনের কঠোর প্রতিবাদ
আলোচিত ইসলামি বক্তা ও জামায়াতে ইসলামী নেতা মুফতি আমির হামজা দাবি করেছিলেন যে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তি হয়েছিলেন এবং আবাসিক হলে সকালে শিক্ষার্থীদের ‘মদ’ দিয়ে কুলি করতে দেখেছেন। এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার এই দাবি ও বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জাবি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
‘আমির হামজার কোনো বক্তব্যই সত্য নয়’
রোববার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “আমির হামজা তার বক্তব্যে দাবি করেছেন, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তি হয়েছিলেন এবং আবাসিক হলে সকালে শিক্ষার্থীদের ‘মদ’ দিয়ে কুলি করতে দেখেছেন।”
আমির হামজা আরও বলেছিলেন, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শিক্ষকদের লাঠি দিয়ে পেটায়। জাবি প্রশাসন স্পষ্ট করে জানিয়েছে, “প্রকৃতপক্ষে তার কোনো বক্তব্যই সত্য নয়।”
মিথ্যাচারের প্রমাণ
জাবি প্রশাসন আরও জানিয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১১ সালে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ চালু হয় এবং ২০১১-১২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে এই বিভাগে প্রথম শিক্ষার্থী ভর্তি করানো হয়। সুতরাং, আমির হামজা জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তি হওয়ার যে তথ্য প্রকাশ করেছেন, তা সত্য নয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আবাসিক হলগুলোয় সকালে ‘মদ’ দিয়ে কুলি করার প্রত্যক্ষ করার বর্ণনাটিও তার মনগড়া ও অসত্য। প্রমাণসহ এমন নজির প্রশাসনের কাছে নেই। ছাত্ররা শিক্ষকদের লাঠি দিয়ে পেটানোর তার বক্তব্যটিও সত্যের অপলাপ মাত্র।
‘বস্তুনিষ্ঠ হওয়ার আহ্বান’
জাবি প্রশাসন আমির হামজাকে বস্তুনিষ্ঠ হওয়ার আহ্বান জানিয়ে বলেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো জাতীয় প্রতিষ্ঠান সম্পর্কে মনগড়া ও উদ্দেশ্যমূলক বক্তব্য শুধু অগ্রহণযোগ্যই নয়, অপ্রত্যাশিত ও দুঃখজনক। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমির হামজাকে এ ধরনের ভিত্তিহীন বক্তব্য প্রদানে সতর্ক ও বস্তুনিষ্ঠ হওয়ার আহ্বান জানাচ্ছে।
চাকসু নির্বাচনে শিবিরের প্যানেল ঘোষণা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনে ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। এই প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে লড়বেন ইব্রাহিম হোসেন রনি, সাধারণ সম্পাদক (জিএস) পদে সাঈদ বিন হাবিব এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে নির্বাচন করবেন সাজ্জাদ হোসাইন মুন্না।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে কেন্দ্রীয় ছাত্রশিবিরের মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলাম এই প্যানেল ঘোষণা করেন।
ঘোষিত প্যানেলে অন্যান্য পদে যারা মনোনীত হয়েছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: মোহাম্মদ শাওন (খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক), হারেসুল ইসলাম (সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক), আব্দুল্লাহ আল নোমান (দপ্তর সম্পাদক), নাহিমা আক্তার দ্বীপা (ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক), আফনান হাসান ইমরান (স্বাস্থ্য বিষয়ক সম্পাদক), এবং ইসহাক ভূঁইয়া (যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক)। এছাড়াও আরও বেশ কিছু পদে প্রার্থী দেওয়া হয়েছে এবং পাঁচজন সদস্য মনোনীত করা হয়েছে।
দীর্ঘ ৩৫ বছর পর আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চাকসু নির্বাচন। এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৬৩৪। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। একই দিনে ভোট গণনাও শুরু হবে।
নির্বাচন বিধিমালা
চাকসু ও হল সংসদ নির্বাচন আচরণবিধি অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় কোনো ধরনের মিছিল বা শোভাযাত্রা করা যাবে না। একই সঙ্গে পাঁচজনের বেশি সমর্থক নিয়ে ফরম জমা দেওয়ারও অনুমতি নেই। ইতোমধ্যে ১৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল। যাচাই-বাছাই হবে ১৮ সেপ্টেম্বর, প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২১ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর।
চবিতে ছাত্রদলের নির্বাচনী প্যানেল ঘোষণা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রদল তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। এই প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে লড়বেন শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়, সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচন করবেন মো. শাফায়াত হোসেন, এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে মনোনীত হয়েছেন আইয়ুবুর রহমান তৌফিক। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির এই প্যানেল ঘোষণা করেন।
ঘোষিত প্যানেলে অন্যান্য পদে যারা রয়েছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: আজহারুল ইসলাম বিপশু (খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক), মো. মোজাম্মেল হক হৃদয় (সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক), তৌহিদুল ইসলাম ভূঁইয়া (দপ্তর সম্পাদক), নুজহাত জাহান (ছাত্রী কল্যাণ সম্পাদক), মো. ওজায়ের হোসেন (বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক), ইমাম হাসান (সমাজসেবা ও পরিবেশ সম্পাদক), এবং মোহাম্মদ আবরার গালিব (স্বাস্থ্য সম্পাদক)। এ ছাড়াও শাহরিয়ার লিমন (মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক), শ্রুতিরাজ চৌধুরী (ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক), মো. সায়েম উদ্দিন আহমেদ (যোগাযোগ ও আবাসন সম্পাদক), আব্দুল্লাহ আল সাকিব (আইন ও মানবাধিকার সম্পাদক), এবং মো. জাবেদ (পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক) এই প্যানেলে অন্তর্ভুক্ত আছেন।
পাঠকের মতামত:
- ১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার: নামাজের সময়সূচি
- সকালের শুরুতে কেন বাদাম খাবেন? জেনে নিন ৫টি স্বাস্থ্যকর কারণ
- দেনমোহর পরিশোধ না করলে স্ত্রীর সঙ্গে থাকা জায়েজ? জেনে নিন শরীয়তের বিধান
- ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম, নতুন রেকর্ড
- ফ্যাসিস্টের দোসর সালাহউদ্দিন পেলেন দেশ ছাড়ার অনুমতি
- খাদ্য নিরাপত্তা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়তে ফোরামে ড. ইউনূসের ৬ প্রস্তাব
- হিটলার কেন ৬০ লাখ ইহুদিকে হত্যা করেছিলেন? নেপথ্যের কারণ কী?
- প্রস্রাবে ফেনা কেন হয়? কখন বুঝবেন এটি কিডনি রোগের সংকেত?
- ১৭ কোটি ৩০ লাখ মানুষের খাদ্যের জোগান দিচ্ছে সরকার : ড. ইউনূস
- পূর্বের আটলান্টিস: চীনের সেই ডুবো শহর যেখানে সময় থেমে আছে!
- রক্তস্বল্পতা দূর করা থেকে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি—বিট রুটের ১০ উপকারিতা
- পাকিস্তানে ইসরায়েলবিরোধী বিক্ষোভে ভয়াবহ সংঘর্ষ
- ঢাকা কলেজে শিক্ষক লাঞ্ছনা: এবার সব সরকারি কলেজে নতুন কর্মসূচি ঘোষণা
- পর্যটন খাতে নতুন দিগন্ত: কক্সবাজার বিমানবন্দর পেল আন্তর্জাতিক মর্যাদা
- হাতে-পায়ে চামড়া উঠছে? এটি শুধু শীত নয়, ৫ ভিটামিনের ঘাটতির লক্ষণ
- মৃত্যু যখন সুন্দরের প্রতীক: ভালো মৃত্যুর ১৫টি আলামত
- এইচএসসি ও সমমানের ফল প্রকাশ ১৬ অক্টোবর, জানুন ফলাফল জানার উপায়
- ফোন স্লো হয়ে গেলে কী করবেন? স্টোরেজ খালি করার ১০ সহজ কৌশল
- অর্থনীতিতে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী
- হংকং ম্যাচের আগে ভোগান্তি বাংলাদেশের: বাফুফের ‘অদূরদর্শিতায়’ বাড়তি চাপ
- অতিরিক্ত সিম নিয়ে বিটিআরসির জরুরি বার্তা: কী করতে হবে ৩০ অক্টোবরের মধ্যে?
- মুক্তির পথে ফিলিস্তিনি বন্দীরা: প্রথম বাসটি পৌঁছাল গাজায়
- ৪ দফা দাবি নিয়ে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধারা সচিবালয়ে
- সেনানিবাসের ভবন সাময়িক কারাগার: প্রজ্ঞাপন জারি
- চার কোটি বেকারের সমস্যা সমাধানে অগ্রাধিকার দেবে বিএনপি: মির্জা ফখরুল
- ৭৩৮ দিন পর মুক্ত: হামাস ১৩ জন জিম্মিকে তুলে দিল রেডক্রসের হাতে
- বিনিয়োগকারীদের আস্থায় ভর করে চাঙ্গা রাজধানীর শেয়ারবাজার
- ১৩ অক্টোবরের ডিএসই লেনদেনে শীর্ষ লুজার তালিকা প্রকাশ
- ১৩ অক্টোবরের ডিএসই লেনদেনে শীর্ষ গেইনার তালিকা প্রকাশ
- হামাসের বন্দি মুক্তিতে উল্লাস ইসরায়েলে, শান্তির ইঙ্গিত মধ্যপ্রাচ্যে
- শি জিনপিং: সমাজে প্রকৃত সমতা চাইলে নারীর নেতৃত্ব নিশ্চিত করতে হবে
- এএফসি বাছাইয়ে আজ জর্ডানের মুখোমুখি বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল
- ‘আর ফেরার উপায় নেই’: জলবায়ু সংকটে পৃথিবীর ইকোসিস্টেম বিপন্ন
- পরমাণু ইস্যুতে কঠোর ইরান: আইএইএ-এর সঙ্গে চুক্তি স্থগিত, কারণ কী?
- অর্থ সাশ্রয়ে বিশেষ পদক্ষেপ: জুলাই সনদ ও নির্বাচন একই দিনে করার প্রস্তুতি
- মেক্সিকোর পাহাড়ি জনপদে ভয়াবহ বন্যা: মৃত্যু ৪৭, নিঃস্ব অসংখ্য পরিবার
- ট্রাম্প: ৩ হাজার বছরের ইতিহাসে এই প্রথম ইহুদি-মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ
- ‘সামাজিক ব্যবসা তহবিল’ গঠনের প্রস্তাব দিলেন প্রধান উপদেষ্টা
- সোমবার (১৩ অক্টোবর) ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলের নামাজের সময়সূচি
- কুরআন ও বিজ্ঞানের মহাবিস্ময়: যেভাবে মিলে যাচ্ছে ‘বিগ ক্রাঞ্চ’ তত্ত্ব ও কিয়ামতের ভবিষ্যদ্বাণী!
- সৌদি আরবের মক্কা অঞ্চলে বিশাল সোনার খনি আবিষ্কার
- গ্যাস-কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করবে হার্ভার্ডের চিকিৎসকের পরামর্শ দেওয়া ৭ সুপারফুড
- জুলাই বিপ্লবের চেতনা: ওসমানী উদ্যানে নির্মিত স্মৃতিস্তম্ভের বাজেট নিয়ে বিতর্ক
- ইউটিউবে সাফল্য: আপনার চ্যানেলকে জনপ্রিয় করার ৮টি সহজ টিপস
- দুশ্চিন্তা-উদ্বেগে ভুগছেন? মন শান্ত করতে মেনে চলুন এই ৫ কৌশল
- আমার ছেলেমেয়ে দেশে, একা সেফ এক্সিট নিয়ে কী করব?: স্বরাষ্ট্র উপদেষ্টা
- কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব’ বক্তব্যের ব্যাখ্যা দিলেন সারজিস আলম
- আফগান সীমান্তে পাকিস্তানের সামরিক অভিযান: বড় সংখ্যক তালেবানকে হত্যার দাবি
- ঘুমের মধ্যে ঘন ঘন প্রস্রাব: ডায়াবেটিস ছাড়াও যে ৫ রোগের লক্ষণ হতে পারে
- অস্টিওপোরোসিস থেকে মুক্তি: গর্ভাবস্থায় হাড় শক্ত রাখতে মেনে চলুন এই নিয়ম
- ওয়েস্টফালিয়ার শান্তিচুক্তি ১৬৪৮: যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে আধুনিক রাষ্ট্রব্যবস্থার উত্থান
- মাইগ্রেন বোঝার সহজ পথ: কোন লক্ষণে চিনবেন, কীসে বাড়ে, কীভাবে সামলাবেন
- আন্দেসের হৃদয়ে এক বিপ্লবী দেশ: বলিভিয়ার ইতিহাস, সংস্কৃতি ও ভবিষ্যতের সম্ভাবনা
- স্বনির্ভরতা অর্জনেই জোর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের
- বিশ্বজুড়ে কোরিয়ান ড্রামার ঝড়: যে ১০টি সিরিজ আপনাকে মুগ্ধ করবেই
- জিরো-ওয়েস্ট কুকিং’: সবজির খোসাও হবে সুস্বাদু রেসিপি
- মধু খাঁটি না ভেজাল? আগুন দেওয়া বা পানিতে মেশানো নয়, যা বলছেন গবেষকরা
- কন্যা হত্যা ও গোত্রীয় সংঘাতের যুগে এক বিশ্বস্ত শিশুর বেড়ে ওঠা
- গুমের বিচার শুরু: শেখ হাসিনা ও সাবেক শীর্ষ সেনা–পুলিশ কর্মকর্তারা আসামির তালিকায়
- ডিএসইতে মঙ্গলবার লেনদেন শেষে টপ গেইনার তালিকা প্রকাশ
- হোয়াটসঅ্যাপে আর লাগবে না নম্বর,ইউজার নেম দিয়েই করা যাবে যোগাযোগ
- ১৩ অক্টোবরের ডিএসই লেনদেনে শীর্ষ গেইনার তালিকা প্রকাশ
- স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল মূল্য
- বিনিয়োগকারীদের আস্থায় ভর করে চাঙ্গা রাজধানীর শেয়ারবাজার
- সমুদ্রের মাঝে সভ্যতা: ইতিহাস, ঐতিহ্য, জলবায়ু ও কূটনীতির মিলনে মালদ্বীপের টিকে থাকার গল্প