জুলাইয়ে হামলায় জড়িত ৪০৩ ছাত্রলীগ নেতাকে শোকজ নোটিশ দিল ঢাবি

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মোট ৪০৩ জন শিক্ষার্থীর সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে চিহ্নিত এই বিপুল সংখ্যক 'নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে' কারণ দর্শাও নোটিশ (Show Cause Notice) দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নোটিশে বলা হয়েছে, সাত কার্যদিবসের মধ্যে জবাব দিতে ব্যর্থ হলে অভিযুক্তদের বিরুদ্ধে একতরফা ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া, যাদের ছাত্রত্ব ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, তাদের সনদ বাতিলের জন্য সুপারিশ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। গত ২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং জুলাই আন্দোলনে ক্যাম্পাসে সংঘটিত বেআইনী ও সহিংস ঘটনার তদন্ত কমিটির সদস্যসচিব সাইফুদ্দীন আহমেদ স্বাক্ষরিত এই নোটিশটি জারি করা হয়।
তালিকাভুক্তদের মধ্যে শীর্ষ নেতারা
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ক্যাম্পাসে সংঘটিত বেআইনী ও সহিংস ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে গঠিত তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে প্রথমে ১২৮ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে অধিকতর তদন্তের জন্য গঠিত কমিটির দ্বিতীয় সভায় ১২৮ জনসহ সর্বমোট ৪০৩ জন শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পাওয়া যায়।
তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, অভিযুক্তদের তালিকায় রয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ সব হল ও হল শাখার সভাপতি এবং সাধারণ সম্পাদকদের নাম। এর মধ্যে বিভিন্ন হলের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নামও রয়েছে, যেমন—স্যার এ. এফ. রহমান হলের রিয়াজুল ইসলাম ও মুনেম শাহরিয়ার মুন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আযহারুল ইসলাম মামুন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের কামাল উদ্দীন রানা ও মিশাত সরকার, হাজী মুহম্মদ মুহসীন হলের শহিদুল হক শিশির ও মোহাম্মদ হোসেন, সলিমুল্লাহ মুসলিম হলের তানভীর শিকদার এবং বিজয় একাত্তর হলের সজীবুর রহমান ও আবু ইউনুস।
ছাত্রী হলগুলোর মধ্যে রোকেয়া হলের সভাপতি অন্তরা দাস পৃথা ও সাধারণ সম্পাদক আতিকা বিনতে হোসাইন, শামসুন নাহার হলের খাদিজা আক্তার উর্মি ও নুসরাত রুবাইয়াত নীলা, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের কোহিনূর আক্তার রাখি ও সানজিনা ইয়াসমিন, বেগম সুফিয়া কামাল হলের পূজা কর্মকার ও সভাপতি রিমা আক্তার ডলি, কুয়েত-মৈত্রী হলের সভাপতি রাজিয়া সুলতানা কথা ও সাধারণ সম্পাদক জান্নাতুল হাওয়া আঁখি জান্নাতুল হাওয়া আখি উল্লেখযোগ্য। এছাড়াও ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভার নামও তালিকায় রয়েছে। তবে জিয়াউর রহমান হলের সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম শান্তর নাম এই তালিকায় আসেনি।
জবাব না দিলে একতরফা ব্যবস্থা
বিজ্ঞপ্তিতে অভিযুক্ত শিক্ষার্থীদের সতর্ক করে বলা হয়েছে, কৃত অপরাধের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না—তার কারণ দর্শিয়ে লিখিত জবাব বিজ্ঞপ্তি প্রকাশের সাত কার্যদিবসের মধ্যে প্রক্টর অফিসে লিখিতভাবে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো। অন্যথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক অভিযুক্তদের বিরুদ্ধে একতরফা ব্যবস্থা গ্রহণ করা হবে। নোটিশটি মঙ্গলবার থেকে কার্যকর হবে বলে জানান প্রক্টর সাইফুদ্দীন আহমেদ।
প্রক্টর সাইফুদ্দীন আহমেদ সংবাদ সংস্থা সমকালকে নিশ্চিত করে বলেন, যাদের ছাত্রত্ব শেষ হয়েছে, তাদের সনদ বাতিলের জন্য সুপারিশ করা হবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট নেবে।
এ প্রসঙ্গে ছাত্রদলের ঢাবি শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, "যারা শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালিয়েছে, সবার বিচার আমাদের চাওয়া ছিল। ছাত্রলীগের চিহ্নিত অপরাধীদের তালিকা এমনই হবে, আমরা পরবর্তীতে তালিকা দেখে জানাব।"
বিজয় দিবস নিয়ে মোদির মন্তব্যে ফুঁসে উঠল ঢাবি শিক্ষার্থী
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের মহান বিজয় দিবসকে নিজেদের ঐতিহাসিক বিজয় হিসেবে উল্লেখ করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী এবং এর প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় ক্যাম্পাসে তার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক মধুর ক্যান্টিনের সামনে ‘আধিপত্যবাদবিরোধী’ ব্যানারের নিচে জড়ো হয়ে শিক্ষার্থীরা এই কর্মসূচির আয়োজন করেন যেখানে তারা মোদির বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে স্লোগান দেন এবং কুশপুত্তলিকায় আগুন ধরিয়ে নিজেদের ঘৃণা প্রকাশ করেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযোগ করেন যে ভারতের প্রধানমন্ত্রীর এমন একপাক্ষিক ও বিতর্কিত মন্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বকে অবজ্ঞা করার পাশাপাশি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত এই মহান বিজয়কে অস্বীকার করার শামিল।
সমাবেশে উপস্থিত ছাত্ররা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন যে বাংলাদেশের ইতিহাস ও বিজয়ের ওপর কোনো প্রকার বহিঃশক্তির হস্তক্ষেপ বা ইতিহাস বিকৃতির চেষ্টা ছাত্রসমাজ কখনোই মেনে নেবে না। অবিলম্বে এই বিতর্কিত মন্তব্য প্রত্যাহারের দাবি জানানোর পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের কাছে কঠোর কূটনৈতিক বার্তা পাঠানোর জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। উল্লেখ্য যে এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নরেন্দ্র মোদি ১৬ ডিসেম্বরকে ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ হিসেবে অভিহিত করেন এবং বিস্ময়করভাবে সেই পোস্টে একবারের জন্যও বাংলাদেশের নাম উল্লেখ করেননি যা মুহূর্তের মধ্যেই দেশের সাধারণ মানুষ ও ছাত্রসমাজের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার করে এবং তারই বহিঃপ্রকাশ হিসেবে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
নির্ধারিত সূচিতে জবি ভর্তি পরীক্ষা, কাল ‘ই’ ইউনিট
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল শনিবার দিয়ে। এবারের ভর্তি পরীক্ষার সূচনা হচ্ছে চারুকলা অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষাটি সম্পন্ন করা হবে।
এ বছর ‘ই’ ইউনিটে মোট পরীক্ষার্থী ১ হাজার ২৫১ জন। ভর্তি পরীক্ষার কাঠামো অনুযায়ী পরীক্ষায় মোট ৭২ নম্বর থাকবে, যার মধ্যে ৪৫ নম্বর ব্যবহারিক পরীক্ষার জন্য নির্ধারিত এবং অবশিষ্ট ২৭ নম্বর বহুনির্বাচনী প্রশ্নে অন্তর্ভুক্ত থাকবে।
চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহা. আলপ্তগীন জানান, পরীক্ষাটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ একাডেমিক ভবনে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের বাইরে অন্য কোনো কেন্দ্রে ‘ই’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে না বলেও তিনি স্পষ্ট করেন।
ভর্তি পরীক্ষা নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট অনুষদ কর্তৃপক্ষ।
এদিকে অন্যান্য ইউনিটের পরীক্ষার তারিখও ইতোমধ্যে নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৭ ডিসেম্বর বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ জানুয়ারি একই সময়সূচিতে।
কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী ৩০ জানুয়ারি দুপুর ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
জানা গেছে, চলতি শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হয় ২০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত। এ সময়ে বিভিন্ন ইউনিটে বিপুলসংখ্যক আবেদন জমা পড়ে।
পরিসংখ্যান অনুযায়ী, বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে আবেদন জমা পড়ে ৭২ হাজার ৪৬৩টি। কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে আবেদনকারীর সংখ্যা ৭৯ হাজার ৭৯৬ জন। ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে আবেদন করেন ২০ হাজার ৬৮৪ জন, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে ২৫ হাজার ৮২০ জন এবং চারুকলা অনুষদভুক্ত ‘ই’ ইউনিটে আবেদন করেন ১ হাজার ২৫১ জন।
সব মিলিয়ে এবছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৪ জন, যা ভর্তি প্রতিযোগিতার তীব্রতাকে স্পষ্টভাবে তুলে ধরে।
-রাফসান
আইইউবিতে মঞ্চে ইবসেনের ‘হেলেন’, মুগ্ধ দর্শক
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) বৃহস্পতিবার সন্ধ্যায় আন্তর্জাতিক মানের একটি নাট্য অভিজ্ঞতার সাক্ষী হলো। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে নরওয়েজিয়ান নাট্যকার হেনরিক ইবসেনের কিংবদন্তী সৃষ্টি হেডা গ্যাবলার–এর আধুনিক রূপান্তর হেলেন মঞ্চস্থ হয়, যা পুরোপুরি উপস্থাপন করেছেন আইইউবির ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাংগুয়েজেস (ডিইএমএল) বিভাগের শিক্ষার্থীরা।
আইইউবির ইংরেজি সাহিত্যের অধ্যাপক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইবসেন–গবেষক এবং নাটকের পরিচালক ড. আহমেদ আহসানুজ্জামান সমসাময়িক বাংলাদেশের সামাজিক কাঠামো, নারী পরিচয়, মানসিক অস্থিরতা ও স্বাধীনতার সংগ্রামকে নতুন দৃষ্টিকোণে ফুটিয়ে তুলে হেলেন–কে এক অনন্য ব্যাখ্যায় উপস্থাপন করেন। নাটকের প্রতিটি দৃশ্যে আধুনিক জীবনের আবেগ, সামাজিক চাপ এবং নারীর নিজস্ব সত্তার অনুসন্ধান স্পষ্ট হয়ে ওঠে।
প্রদর্শনীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুল্ডব্রান্ডসেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেইন, উপাচার্য অধ্যাপক ম. তামিম এবং উপ–উপাচার্য অধ্যাপক ড্যানিয়েল ডব্লিউ লুন্ড। তারা শিক্ষার্থীদের অভিনয়, কোরিওগ্রাফি, মঞ্চায়ন এবং নাট্যরূপায়নের উচ্চমানের প্রশংসা করেন।
ড. আহমেদ আহসানুজ্জামানের সঙ্গে নাটকের আধুনিক অভিযোজন প্রক্রিয়ায় যুক্ত ছিলেন কানিজা চৌধুরী, কাজী রাইদাহ আফিয়া নুসাইবা এবং নূরজাহান ঐশী। অভিনয়ে অংশ নেন অর্নব সরকার, ফারজানা ফাইজা, এম. রেহনিম সাজিদ রোহান, নূরজাহান ঐশী, সাদিয়া সুলতানা, সৃজন সৈকত, সায়েদা এস. তাহরিন এবং ইয়াশনা জারিন যাদের প্রাণবন্ত অভিনয়ে দর্শকেরা নাটকের গভীর আবেগে ডুবে যান।
নাটকের নৃত্যপরিচালনা করেন রিফাত মুনমুন এবং কোরিওগ্রাফিতে নেতৃত্ব দেন মাহবুবা জাহান আশরাফি। সেট ডিজাইন ও মঞ্চসজ্জায় কাজ করেন আনিকা জাহান আইশি, ইন্দিরা বড়ুয়া, মো. সাফওয়ান ইসলাম, তাহসিন আরা সামান্তা এবং তাশরিহা আব্দুল্লাহ যাদের সৃজনশীলতা নাটকের ভিজ্যুয়াল অভিব্যক্তিকে নতুন উচ্চতায় নিয়ে যায়।
রূপসজ্জা, পোশাক এবং স্টাইলিং–এ সমন্বিতভাবে কাজ করেন আইমান শাহলা, জাফনা বিনতে সাখাওয়াত, তাহসিন আরা সামান্তা, সাদিয়া সুলতানা এবং নুসরাত ইসলাম ইশা। নাটকের প্রকাশনা, নকশা ও সমন্বয়ের দায়িত্বে ছিলেন কানিজা চৌধুরী এবং রাইদাহ জাহিন। গানের কথা ও সঙ্গীতায়োজন করেন মেহেদী হাসান আকাশ, এবং পুরো মঞ্চের আলোকসজ্জা ও কারিগরি ব্যবস্থাপনার তত্ত্বাবধানে ছিলেন সৌহার্দ্য পাল।
মঞ্চায়নের শেষে উপস্থিত অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীরা নাটকটির পেশাদারিত্বপূর্ণ উপস্থাপনা, শক্তিশালী চরিত্র নির্মাণ এবং সামাজিক বাস্তবতাকে নতুন দৃষ্টিকোণে তুলে ধরার প্রচেষ্টার প্রশংসা করেন।
লন্ডন বা দিল্লি বসে আর কোন রাজনীতি চলবে না: সাদিক কায়েম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের বা ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম বলেছেন এই দেশে এসে রাজনীতি করতে হবে। লন্ডন দিল্লি বা পিন্ডিতে বসে আর কোনো রাজনীতি চলবে না। তিনি মন্তব্য করেন আমরা তরুণরা গত ১৬ বছরে ভোট দিতে পারিনি তাই আজকে তরুণদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শনিবার ৬ ডিসেম্বর দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ মিনি স্টেডিয়ামে জামায়াতে ইসলামীর আয়োজনে তারুণ্যের উৎসব সমাবেশে তিনি এসব কথা বলেন।
সাদিক কায়েম বলেন বাংলাদেশে ইনসাফকে ধারণ করে রাজনীতি করতে হবে। নতুন বাংলাদেশে যদি রাজনীতি করতে হয় তবে এদেশের মাটি ও মানুষের ভাষাকে ধারণ করে রাজনীতি করতে হবে এবং এই দেশে এসে রাজনীতি করতে হবে। তিনি বিগত সরকারের কঠোর সমালোচনা করে বলেন গত ১৬ বছর যে ফ্যাসিবাদী কায়েম ছিল সেই ফ্যাসিবাদী কাঠামোর মাধ্যমে আমাদের সব ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। শিক্ষা অর্থ ও সাংস্কৃতিক ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সুতরাং বাংলাদেশকে নতুন করে বিনির্মাণের জন্য ইনসাফের প্রতিনিধিদের বাছাই করতে হবে।
ভারত বিরোধী অবস্থান স্পষ্ট করে ডাকসু ভিপি বলেন বিশেষ করে এ অঞ্চলে গত ৫৪ বছরে ভারত যেভাবে আমাদের ওপর নির্যাতন করেছে তার প্রতিবাদ আমাদের ইনসাফের প্রতিনিধিরা করেছে। সেজন্য আমাদের ইনসাফের প্রতিনিধিদের ব্যাপকভাবে বিজয়ী করে আনতে হবে। তিনি বিশ্বাস করেন তরুণরা যে দিকে যাবে বাংলাদেশও সেদিকে যাবে।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন বলেন আমরা দুর্নীতি ও চাঁদাবাজদের কোনো নেতৃত্ব চাই না। আমরা বিশ্ববিদ্যালয় দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজমুক্ত প্রতিনিধি বাছাই করেছি এবং আগামী দিনেও টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত প্রতিনিধি বাছাই করা হবে ইনশাআল্লাহ। তারুণ্য উৎসব ও নির্বাচনী সমাবেশে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের আমির মাওলানা বেলাল উদ্দিন প্রধান সেক্রেটারি মো. আলমগীর হোসেন এবং ঠাকুরগাঁও ২ আসনের প্রার্থী মাওলানা আব্দুল হাকিম প্রমুখ।
সাইবার মামলা তুলে সাদিক কায়েমকে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম ছাত্রদলের
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের বা ডাকসুর ভিপি সাদিক কায়েম কর্তৃক অনলাইনে অপপ্রচার ও সাইবার বুলিংয়ের অভিযোগে কয়েকটি ফেসবুক পেজ ও আইডির বিরুদ্ধে মামলা করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। একইসঙ্গে তাকে আইনি প্রক্রিয়ায় মামলা প্রত্যাহার করে শিক্ষার্থীদের কাছে দুঃখপ্রকাশ করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার ২ ডিসেম্বর জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানান। এর আগে গতকাল সোমবার ১ ডিসেম্বর বিকেলে রাজধানীর শাহবাগ থানায় অনলাইনে অপপ্রচার ও নারী নেত্রীদের সাইবার বুলিংয়ের অভিযোগে ডাকসু কণ্ঠস্বর বঙ্গোগ্রাফ আমার ডাকসু কাঁঠেরকেল্লা ও রৌমারিসহ কয়েকটি ফেসবুক পেজ ও আইডির বিরুদ্ধে মামলা করেন ডাকসু ভিপি আবু সাদিক কায়েম।
বিবৃতিতে ছাত্রদল বলেছে ডাকসুর ভিপি পদধারী কোনো ছাত্রনেতা কর্তৃক শিক্ষার্থীদের বিরুদ্ধে সাইবার মামলা দায়ের করা ন্যক্কারজনক ও নজিরবিহীন ঘটনা। তারা মন্তব্য করে যে সাদিক কায়েম ডাকসুর ভিপি পদকে কলঙ্কিত করেছেন এবং ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার জন্য ফ্রিডম অব অনলাইন এক্সপ্রেশনের অধিকারকে অবজ্ঞা করেছেন।
বিবৃতিতে আরও অভিযোগ করা হয় সাদিক কায়েম সাইবার মামলা করে অনলাইনে মতপ্রকাশের স্বাধীনতা হরণ করেছেন। ছাত্রদলের দাবি দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতিতে জড়িত থেকে বাকস্বাধীনতা হরণের আওয়ামী বাকশালী কৌশল রপ্ত করেছেন সাদিক কায়েম। তাঁর এই মামলা সন্ত্রাস থেকে মিম পেজ ও ট্রল পেজও রেহাই পায়নি। ছাত্রদল নেতারা সাদিক কায়েমের এই কর্মকাণ্ডকে ছাত্রশিবিরের অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ বলে অভিহিত করেছেন।
নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পূর্ববর্তী ফ্যাসিবাদী আমলের সাইবার আইন বিলুপ্ত করে জনগণের মতপ্রকাশের স্বাধীনতার পথ উন্মুক্ত করেছে। বর্তমানে সাইবার আইনে মানহানি সংক্রান্ত কোনো মামলা দায়ের করার সুযোগ নেই। কিন্তু এই আইনের অপব্যবহার করে সাদিক কায়েম শেখ হাসিনার পদাঙ্ক অনুসরণ করেছেন বলে অভিযোগ করেছে ছাত্রদল। বিবৃতিতে দাবি করা হয় সাদিক কায়েম যে বিষয়ে অভিযোগ দায়ের করেছেন তা সাইবার সুরক্ষা আইন বা অন্য কোনো আইনের অধীনে ফৌজদারি অপরাধ হিসেবে সাব্যস্ত হয় না। আইনি প্রক্রিয়াকে অপব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করাই তাঁর উদ্দেশ্য বলে মনে করছে ছাত্রদল।
ভূমিকম্পের পর ঢাবিতে অনলাইন ক্লাস চালু আজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পর্যায়ের শিক্ষাকার্যক্রম স্বাভাবিক রাখতে আজ রবিবার (৩০ নভেম্বর) থেকে অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাম্প্রতিক ভূমিকম্প ও আফটারশকের পর ক্যাম্পাসের একাধিক ভবনে ক্ষতির চিহ্ন দেখা যাওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন আপাতত অনলাইন শিক্ষায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভাগীয় চেয়ারম্যান ও বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালকরা সংশ্লিষ্ট ডিনদের সঙ্গে সমন্বয় করে নিজ নিজ বিভাগ ও ইনস্টিটিউটে অনলাইন ক্লাস পরিচালনা করবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই অনলাইন শিক্ষাক্রম অব্যাহত থাকবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, পরিবর্তিত পরিস্থিতিতেও শিক্ষার্থীদের ক্লাস যাতে বিঘ্নিত না হয়, সে লক্ষ্যে দ্রুত অনলাইন প্ল্যাটফর্মে শিক্ষা কার্যক্রম নিশ্চিত করা হচ্ছে।
একই সঙ্গে জানানো হয়েছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনগুলো সংস্কারের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রকৌশল দপ্তরের বিশেষজ্ঞদের নিয়ে একটি পরিদর্শন টিম গঠন করা হয়েছে। দলটি প্রতিটি ক্ষতিগ্রস্ত ভবনের ঝুঁকির মাত্রা, কাঠামোগত অবস্থা এবং সংস্কারের প্রয়োজনীয়তা যাচাই করে সুপারিশ দেবে। তাদের মতামতের ভিত্তিতে শীতকালীন ছুটির তারিখ ও সময়সীমা সম্পর্কে সিদ্ধান্ত পরবর্তীতে জানানো হবে।
ভূমিকম্পের পর শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন প্রশাসনের অগ্রাধিকার তাই স্বাভাবিক একাডেমিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠায় সতর্কতার সঙ্গে প্রতিটি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
-শরিফুল
রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদের ভাষায় কথা বলছে: ডাকসু ভিপি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম মন্তব্য করেছেন, রাজনৈতিক দলগুলো এখন 'ফ্যাসিবাদের ভাষায়' কথা বলছে এবং তাদের 'দোসররা' এখনও গুরুত্বপূর্ণ পদে রয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "আপনারা খুনি হাসিনা ও তার দোসরদের মতো ভুল করবেন না।"
শনিবার (১৫ নভেম্বর) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শাখা ছাত্রশিবির আয়োজিত এক নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
সাদিক কায়েম আরও বলেন, "আমরা শহীদদের আকাঙ্ক্ষা ভুলে যাচ্ছি, ছাত্র সংগঠনগুলোতে দেখা দিচ্ছে দাম্ভিকতা।" তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং 'জুলাইয়ের স্পিরিট' ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রতিবাদ ও প্রতিরোধ জারি রাখার আহ্বান জানান।
তিনি বলেন, "বিগত ফ্যাসিবাদী আমলে খুনি হাসিনা, নিষিদ্ধ ছাত্রলীগ ও তাদের দোসররা দেশের প্রতিটি ক্যাম্পাসকে কনসেনট্রেশন ক্যাম্পে পরিণত করেছিল।" তিনি অভিযোগ করেন, "গণরুম-গেস্টরুম কালচারের মাধ্যমে শিক্ষার্থীদের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা হতো। সে সময়ে ক্যাম্পাসে ইসলাম চর্চা করা যেত না; কেউ নামাজ পড়লে বা আল্লাহ-রাসুলের কথা বললে তাকে বিভিন্নভাবে ট্যাগিং করা হতো।"
ডাকসু ভিপি আরও উল্লেখ করেন, "জুলাই বিপ্লব ও অসংখ্য ভাই-বোনের ত্যাগের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পরও আমাদের প্রকৃত মুক্তি আসেনি।"
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মাঈন উদ্দীন। তিনি তার বক্তব্যে বলেন, "অতীতে হলে উঠতে শিক্ষার্থীদের ৮-১০ হাজার টাকা ঘুষ দিতে হতো। কোটি কোটি টাকার সিটবাণিজ্য চলত।" তিনি জানান, "এখন আমরা মেধার ভিত্তিতে সিট বণ্টন চালু করেছি, ফলে সিটবাণিজ্য বন্ধ হয়েছে।"
উপ-উপাচার্য আরও বলেন, "তুচ্ছ কারণে শিক্ষার্থীদের জীবন দিতে হয়েছে অতীতে। পদ্মা সেতুর জন্য অর্থ উত্তোলন করে সেই টাকা ভাগাভাগি নিয়ে মানুষ খুন করা হয়েছিল। আগস্ট বিপ্লবের পরে এসব সংস্কৃতি বদলেছে।" তিনি উল্লেখ করেন, গত সপ্তাহেই প্রক্টোরিয়াল বডি গাঁজাসহ ১০ জনকে আটক করেছে, কারণ এই ক্যাম্পাস একসময় মাদকের আখড়ায় পরিণত হয়েছিল। তিনি নতুন শিক্ষার্থীদের এসব থেকে দূরে থাকার অনুরোধ করেন এবং রাকসুতে জয়ীদের শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণের দায়িত্বের কথা মনে করিয়ে দেন।
অনুষ্ঠানের সভাপতি, রাকসুর ভিপি ও রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, "১৯৮২ সালের ১১ মার্চ রাবি শাখা নবীনবরণ আয়োজন করতে চেয়েছিল।" তিনি সেই সময়ের ঘটনার স্মৃতিচারণ করে বলেন, "কিন্তু অনেকেই জানেন সেদিন কী হয়েছিল— সে ঘটনায় আমাদের চার ভাই সাব্বির, হামিদ, আইয়ুব ও জব্বার শহীদ হন। তারা ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে সারা দেশের প্রথম শহীদ হিসেবে বিবেচিত।" তিনি জানান, তখন থেকে প্রতি বছর ১১ মার্চ 'শহীদ দিবস' হিসেবে পালন করা হয়।
মোস্তাকুর রহমান জাহিদ আরও বলেন, "আজ সেই দিন পাল্টে গেছে। যে নবীনবরণে অংশ নিতে গিয়ে আমাদের ভাইদের জীবন দিতে হয়েছিল— আজ আমরা সেই অনুষ্ঠান সুষ্ঠুভাবে আয়োজন করতে পেরেছি।" তিনি দাবি করেন, "১৯৮২ সালের পর এটাই প্রথম ক্যাম্পাসের ভেতরে এত বৃহৎ নবীনবরণ। এর আগে ক্যাম্পাসের বাইরে আয়োজন করলেও আমাদের বোনদের রাখার সুযোগ হতো না; এবার তা সম্ভব হয়েছে— আলহামদুলিল্লাহ।"
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ডাকসু ভিপির পাশাপাশি চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনিও উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন রাবি শিবিরের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল মোহাইমিন, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ইব্রাহিম হোসেন, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, শাখা শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা এবং প্রায় সাড়ে তিন হাজার নবীন শিক্ষার্থী। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উপহার সামগ্রী প্রদান, ক্যারিয়ার গাইডলাইন এবং দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
ঢাবি ক্যাম্পাসে আতঙ্কের রাত: দুই বিস্ফোরণ ঘিরে নানা গুঞ্জন
বুধবার রাত প্রায় ১০টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের টিএসসি এলাকায় পরপর দুটি ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটে। তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা গুরুতর আহতের খবর পাওয়া যায়নি, তবে বিস্ফোরণের তীব্র শব্দে শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থল ঘিরে উত্তেজনা দেখা দেয়। শাহবাগ থানার ওসি খালিদ মনসুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডিউটি অফিসার ও টহল টিম দ্রুত সেখানে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিস্ফোরণের পর কয়েকজনকে দ্রুত সরে যেতে দেখা গেছে, তবে তাদের পরিচয় বা সংখ্যা নিশ্চিত করা যায়নি। একই রাতে ঢাকার বিভিন্ন স্থানে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার ও বিস্ফোরণের ছিটেফোঁটা খবরও আসে, যা আইনশৃঙ্খলা বাহিনী সার্বিকভাবে যাচাই করছে।
প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, নিকটবর্তী সুবিশাল উন্মুক্ত এলাকা সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর দিক থেকে বিস্ফোরক নিক্ষেপ করা হতে পারে। ঘটনাপরবর্তী সময় টিএসসি চত্বর ও আশপাশে সাধারণ শিক্ষার্থীরা নিরাপত্তা নিশ্চিতের দাবিতে তাৎক্ষণিক মিছিল করেন এবং সন্দেহভাজনদের ধরার চেষ্টা চালান, যদিও কেউ ধরা পড়েনি। পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ, স্প্লিন্টার ও অবশিষ্টাংশ জব্দ এবং ফরেনসিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, যাতে বিস্ফোরকের ধরন, তৈরির কৌশল ও সম্ভাব্য রুট শনাক্ত করা যায়।
নভেম্বর জুড়ে রাজধানীর কয়েকটি স্থানে ককটেল ও ক্রুড বোমা উদ্ধার, নিষ্ক্রিয়করণ বা বিস্ফোরণের বিচ্ছিন্ন শিরোনাম আগে থেকেই নজরে আসছিল। ঘটনাগুলোর ভৌগোলিক ছড়িয়ে পড়া ও সময়ের কাছাকাছি সংঘটন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা বাড়ালেও, নিরাপত্তা সংস্থাগুলো বলছে, প্রতিটি ঘটনার আলাদা আলাদা প্রেক্ষাপট ও উদ্দেশ্য থাকতে পারে। তাই টিএসসি এলাকার বিস্ফোরণকে কেন্দ্র করে দ্রুত কেস-লিংক বিশ্লেষণ, রাসায়নিক ট্রেস ও ডিটোনেশন স্বাক্ষর মিলিয়ে দেখা হবে, যাতে কোনো সমন্বিত নেটওয়ার্ক আছে কি না, তা খতিয়ে দেখা যায়।
ঘটনার পরামর্শ ও নিরাপত্তা নির্দেশনা: বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদের ভিড় বা মিছিলের মধ্যে সন্দেহজনক ব্যাগ, প্যাকেট বা ফেলে রাখা বস্তু থেকে দূরে থাকা, তৎক্ষণাৎ ৯৯৯ বা নিকটস্থ থানায় জানানো, এবং ক্যাম্পাসের নির্ধারিত নিরাপত্তা পয়েন্ট দিয়ে যাতায়াতের অনুরোধ জানানো হয়েছে। টিএসসি, দোয়েল চত্বর, গ্রন্থাগার সংলগ্ন এলাকা ও সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে রাতের শিফটে অতিরিক্ত টহল, ভিডিও নজরদারি ও স্ট্যাটিক পোস্ট বসানোর কথাও বিবেচনায় আছে বলে জানা গেছে।
প্রাথমিক চিত্রে যা বোঝা যায়: বিস্ফোরণের সময় নির্বাচনপূর্ব রাজনীতি, ক্যাম্পাসভিত্তিক কর্মসূচি এবং জনসমাগমের ঘনত্ব—সব মিলিয়ে টিএসসি এলাকায় প্রতীকী তৎপরতা দেখাতে কোনো গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে সময় ও স্থান বেছে নিতে পারে। তবে উদ্দেশ্য রাজনৈতিক বার্তা, আতঙ্ক ছড়ানো, নাকি নির্দিষ্ট ব্যক্তিবর্গকে লক্ষ্য করে—এসব বিষয়ে এখনই নিশ্চিত বক্তব্য দেওয়ার মতো পর্যাপ্ত প্রমাণ হাতে নেই। পুলিশ ও ফরেনসিক টিমের প্রাথমিক রিপোর্ট হাতে এলে পরিস্থিতি আরও পরিষ্কার হবে।
আওয়ামী লীগের লকডাউন ঠেকাতে মাঠে ডাকসু ভিপি কায়েমের পাল্টা কর্মসূচি
বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত 'লকডাউন' কর্মসূচি ঠেকাতে নিজেদের পাল্টা কর্মসূচি ঘোষণা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের বা ডাকসু সহ-সভাপতি বা ভিপি আবু সাদিক কায়েম।
বুধবার ১২ নভেম্বর দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকের ভেরিফায়েড পেজ থেকে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি জানিয়েছেন।
ডাকসুর পাল্টা কর্মসূচি
ডাকসু ভিপি জানান, নিষিদ্ধ ও বিতাড়িত ছাত্রলীগের সন্ত্রাসীদের নির্মূল এবং ফ্যাসিবাদী শক্তির মূলোৎপাটনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আজ ও আগামীকাল ১৩ নভেম্বর মাঠে থাকবে ডাকসু।
তিনি কর্মসূচির বিস্তারিত জানিয়েছেন
রাত আটটায় ডাকসু ভবনের সামনে গণজমায়েত এবং রাত নয়টায় বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করা হবে।
আজ রাতে এবং আগামীকাল সন্ত্রাসীদের বিরুদ্ধে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অবস্থান করা হবে।
আবু সাদিক কায়েম বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে "দেশবিরোধী আওয়ামী দুর্বৃত্তদের বিরুদ্ধে দলবেঁধে নেমে আসার" আহ্বান জানিয়েছেন।
ক্যাম্পাসের ভবনে তালা ঝুলানোর ঘটনা
এর আগে মঙ্গলবার ১১ নভেম্বর গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি গুরুত্বপূর্ণ ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়েছিল নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, তালা লাগানোর ঘটনাগুলো ঘটেছে চারুকলা অনুষদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর), পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, কার্জন হল গেট এবং বিজ্ঞান ভবনে। এই ঘটনার পরই ডাকসু ভিপি পাল্টা কর্মসূচি ঘোষণা করলেন।
পাঠকের মতামত:
- জরুরি বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি, সভাপতিত্বে তারেক রহমান
- এবার মুখোমুখি ভারত ও পাকিস্তান
- হাদির আসনে নির্বাচনে নামছেন যিনি
- হাদির জানাজা উপলক্ষে রাজধানীতে বিশেষ ট্রাফিক নির্দেশনা
- মরুভূমির দেশে সাদা চাদর, তুষারে ঢাকল সৌদি পাহাড়
- শনিবারের যে পরীক্ষা বাতিল ঘোষণা
- ওসমান হাদির জানাজা শনিবার জানাজা কোথায় ও কখন
- জুমার দিনে দরুদ পাঠের বিশেষ ফজিলত
- শেয়ারবাজারের সাপ্তাহিক পূর্ণাঙ্গ বিশ্লেষণ
- হাদি হত্যার প্রতিবাদে উত্তাল শাহবাগ: বাড়ছে জনস্রোত
- থামবে বয়সের চাকা: বৃদ্ধ কোষকে তারুণ্য দেবে ‘জাদুকরী ফুল’
- রাজশাহী আ.লীগ অফিস এখন ধ্বংসস্তূপ
- জুমার দিন কেন সেরা? হাদিসে বর্ণিত ৫টি বড় কারণ
- হাসিনার গুলিই দমাতে পারেনি, সন্ত্রাসীদের তোয়াক্কা করি না
- ওষুধের বাজার নিয়ন্ত্রণে নেই সরকারের, ভাঙেনি পুরোনো সিন্ডিকেট
- শুক্রবার সোনার বাজারে কী অবস্থা? জানুন আজকের দর
- হাদির মৃত্যু ঘিরে আন্তর্জাতিক প্রতিক্রিয়া
- বদলে গেল ইতিহাস: পৃথিবীতে প্রাণের জন্ম নিয়ে বিজ্ঞানীদের নতুন দাবি
- প্রতিদিন হত্যার হুমকি পাচ্ছি: হাসনাত আব্দুল্লাহ
- হাড়ের ব্যথায় ভুগছেন? শুধু বয়স নয়, দায়ী আপনার ৫টি অভ্যাস
- লিখিত পরীক্ষা নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তি
- হাদির প্রথম জানাজা কোথায় ও কখন? জানাল ইনকিলাব মঞ্চ
- হাদি মৃত্যুতে জ্বলছে দেশ: মিডিয়া অফিস ও হাই কমিশনে হামলা
- খেলার খবর: বাংলাদেশ-পাকিস্তান ম্যাচসহ আজকের টিভি সূচি
- খুলনায় সাংবাদিককে গুলি করে হত্যা
- ছুটির দিনেও উত্তপ্ত ঢাকা: আজ কোথায় কী কর্মসূচি?
- এবার এনসিপি নেতা হান্নান মাসউদকে মেরে ফেলার হুমকি
- হাদির মৃত্যুতে শায়খ আহমাদুল্লাহ ও আজহারীর আবেগঘন বার্তা
- দিল্লি না ঢাকা? স্লোগানে স্লোগানে কাঁপছে শাহবাগ চত্বর
- শুক্রবার কেমন থাকবে ঢাকার আকাশ? জেনে নিন
- রাজধানীতে আজ কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর
- প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার প্রতিবাদে মির্জা ফখরুল
- ধ্বংস নয়, পুনর্গঠনেই বাঁচবেন হাদি: হাসনাত আবদুল্লাহ
- যুব এশিয়া কাপসহ আজকের পূর্ণ ক্রীড়া সূচি
- আজ বাংলাদেশ–পাকিস্তান সেমিফাইনাল এর সময় জানুন
- আজকের নামাজের সময়সূচি: ১৯ ডিসেম্বর
- যখন দেশে ফিরছে শরিফ ওসমান হাদির মরদেহ
- সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে শরিফ ওসমান হাদি
- ৭১-এর পর ভারতের বড় কৌশলগত চ্যালেঞ্জ এখন বাংলাদেশ
- টাকার চিন্তায় ঘুম নেই জেন-Z প্রজন্মের: গবেষণায় চমকপ্রদ তথ্য
- শীতে হার্ট অ্যাটাকের ঝুঁকি কেন বাড়ে? জানুন বাঁচার উপায়
- বক্স অফিসে রণবীরের তাণ্ডব: আয়ের অংক শুনলে চমকে যাবেন
- সব জুলাইযোদ্ধাকে ঝুলন্ত অবস্থায় দেখছি: সামান্তা শারমিন
- রিজার্ভের নতুন মাইলফলক: একদিনেই বাড়ল বড় অংক
- ১৪ জানুয়ারি ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফি
- তারেক রহমানের ফেরা: ৭ রুটে স্পেশাল ট্রেন চায় বিএনপি
- ২৫ ডিসেম্বর ঐতিহাসিক শোডাউন: অভ্যর্থনার প্রস্তুতি নিয়ে সালাহউদ্দিনের বার্তা
- ভারত থেকে হত্যার হুমকি দিচ্ছেন হাসিনা: আসিফ নজরুল
- দুই দশকের আক্ষেপ ঘুচল: ২৭তম বিসিএসে বড় নিয়োগ
- গুম পরিবারের জন্য ঐতিহাসিক সিদ্ধান্ত: সম্পদ ব্যবহারে বাধা নেই
- বুধবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- চিকিৎসক জানাল ওসমান হাদীর বর্তমান অবস্থা
- শনি-রবিবার বিদ্যুৎ থাকবে না বহু এলাকায়
- মাধ্যমিক স্কুলে ভর্তি শুরুর সময়সূচি প্রকাশ
- এমপি হওয়ার আগেই ভিআইপি প্রোটোকল পেলেন হাদি: ডা. মাহমুদা মিতু
- রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত বিদ্যুৎহীন যেসব এলাকা
- ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ঘোষণা
- বাজুসের নতুন ঘোষণা: আজ থেকে কার্যকর স্বর্ণের বর্ধিত দাম
- দেশের বাজারে স্বর্ণের দামের নতুন রেকর্ড
- শীতে ত্বক শুষ্ক ও র্যাশ কেন হয়, জানুন সমাধান
- ১৬ অক্টোবর ২০২৫: জেনে নিন আজকের মুদ্রা বিনিময় হার
- সিঙ্গাপুরে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ওসমান হাদি
- মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা জাহাঙ্গীর আলম শান্ত
- আগামী ৫ দিনের আবহাওয়ার আগাম বার্তা দিল আবহাওয়া অফিস
- ২৩ ছক্কায় বিধ্বস্ত প্রতিপক্ষ, ঝড় তুললেন এডওয়ার্ডস








