চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনে সাবেক ছাত্রলীগ নেতা মামুনকে মারধর

সত্য নিউজ:চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ প্রতীক্ষিত সমাবর্তন অনুষ্ঠান পরিণত হলো উত্তেজনাকর এক ঘটনার সাক্ষী। সাবেক ছাত্রলীগ নেতা মো. মামুনকে ক্যাম্পাসেই প্রকাশ্যে মারধর করা হয়েছে। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে এ ঘটনা ঘটে, যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বিশ্ববিদ্যালয় রাজনীতির পুরনো দ্বন্দ্ব এখনও কতটা তীব্র।
মারধরের শিকার মো. মামুন ২০০৭-০৮ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি রাজনীতি ছেড়েছেন প্রায় ৮ বছর আগে, পরিবারের ভাষ্য মতে।
সমাবর্তনের অংশ হিসেবে অন্যান্য প্রাক্তনদের মতো মামুনও সনদ নিতে ক্যাম্পাসে যান। সেখানেই ঘটনার সূত্রপাত।
প্রত্যক্ষদর্শীরা দাবি করছেন, হামলায় জড়িত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের কিছু নেতা–কর্মী। শিবিরের বর্তমান শাখা সেক্রেটারি মোহাম্মদ আলী নিজেই স্বীকার করেছেন, মামুনকে তাঁদের “সাবেক দুই নেতার হত্যার সঙ্গে জড়িত” মনে করা হয়। তাঁর ভাষায়:
“তিনি আমাদের মাসুদ বিন হাবিব এবং মুজাহিদুল ইসলাম ভাইয়ের হত্যাকারী। পুরনো নেতারা তাঁকে চিনে ফেলায় চড়-থাপ্পড় দিয়েছেন। পরে আমরাই মেডিকেলে নিয়ে যাই।”
অন্যদিকে মামুনের ভাই মো. মাসুম বলেন,
“আমার ভাই বহু আগেই রাজনীতি থেকে সরে এসেছে। সে শুধু সমাবর্তনে সনদ নিতে গিয়েছিল। এখন আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি।”
এই গুরুতর ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি। প্রক্টর তানভীর মো. হায়দার আরিফ-এর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি।
বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রলীগের দীর্ঘদিনের দ্বন্দ্ব নতুন কিছু নয়। তবে সমাবর্তনের মতো একটি গুরুত্বপূর্ণ, রাষ্ট্রীয় নিরাপত্তা ঘেরা আয়োজনে এমন হামলা বড় ধরনের প্রশ্ন তুলেছে নিরাপত্তা ব্যবস্থার ওপর।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মাহফুজ আলমের ফেইসবুক পোস্ট: কি বার্তা দিলেন?
- “ইশরাককে দায়িত্ব দাও, শহর বাঁচাও!”- কেন এই স্লোগান!
- আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গ: জনগণের সিদ্ধান্তের সঙ্গেই থাকবে বিএনপি
- ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: কাগজে শান্তি, মাটিতে অনিশ্চয়তা
- ভারত-পাকিস্তান সাম্প্রতিক সংঘাত: কারও প্রকৃত বিজয় নেই, শুধু দাবির প্রতিযোগিতা
- চীনের কৌশলগত সহায়তায় পাকিস্তানের সামরিক শক্তির উত্থান: আঞ্চলিকশক্তির নতুন বিন্যাস
- ১০৩ বছরের নীরবতা ভাঙল এল ক্লাসিকো, দেখল অভাবনীয় গোলবন্যা!
- তারেক রহমানের প্রশ্ন: অন্তর্বর্তী সরকার কি স্বৈরাচারের পুনর্বাসন করছে?
- হবিগঞ্জে সংঘর্ষে আহত অন্তত ৪০, কয়েকটি বাড়িঘর ভাঙচুর
- কম খরচে উচ্চশিক্ষার সুযোগ: সহজ এবং সাশ্রয়ী ভিসা প্রক্রিয়ার মাধ্যমে যেখানে পড়াশোনা করা সম্ভব
- নেইমার কিনলেন ১৫ কোটি টাকার ফেরারি: কারন শুনলে অবাক হবে
- আ.লীগ নিষিদ্ধে বিএনপি কি দ্বিধায়?
- যুদ্ধবিরতিতে কাশ্মীরের কী বার্তা?
- আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইন সংশোধন: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত
- ভারত-পাকিস্তান সম্মত যুদ্ধবিরতিতে