‘ওয়ান্টেড’ নেতানিয়াহু! হোয়াইট হাউস ঘিরে বিক্ষোভ

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৭ ১৭:২৮:৩১
‘ওয়ান্টেড’ নেতানিয়াহু! হোয়াইট হাউস ঘিরে বিক্ষোভ

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের প্রতিবাদে ওয়াশিংটনের হোয়াইট হাউসের সামনে রোববার (স্থানীয় সময়) জড়ো হয়ে বিক্ষোভ করেছে ফিলিস্তিনপন্থী বিভিন্ন সংগঠন। ফিলিস্তিনি পতাকা হাতে শত শত বিক্ষোভকারী ‘ফ্রি, ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন এবং ‘ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করো’, ‘ফিলিস্তিন দীর্ঘজীবী হোক’, ‘ওয়ান্টেড: নেতানিয়াহু’ লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন। চলমান গাজা আগ্রাসন ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরকে মানবাধিকার সংগঠনগুলো ‘নৈতিক দেউলিয়াত্ব’ হিসেবে অভিহিত করেছে।

এই সফরটি গত ছয় মাসে নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রে তৃতীয় আগমন হলেও, এবারের সফর ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে বিতর্ক আরও গভীরতর হয়েছে। বিক্ষোভ আয়োজনে নেতৃত্ব দেয় ‘আমেরিকান মুসলিমস ফর প্যালেস্টাইন’ (AMP), ‘জুইশ ভয়েস ফর পিস’ এবং ‘কোড পিঙ্ক’-এর মতো সংগঠনগুলো। তারা সোমবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে, যেখানে নেতানিয়াহুর সফরের নিন্দা জানানোর পাশাপাশি গাজায় ইসরায়েলি অভিযান বন্ধে ওয়াশিংটনের সমর্থন প্রত্যাহারের আহ্বান জানানো হবে।

বিক্ষোভের ঠিক আগের দিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানান, গাজায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও বন্দিমুক্তির বিষয়ে একটি চুক্তি সম্পন্ন হওয়ার ‘ভালো সম্ভাবনা’ রয়েছে। তিনি বলেন, “আমরা ইসরায়েলের সঙ্গে অনেক বিষয়ের সমাধান নিয়ে কাজ করছি। এর একটি হচ্ছে ইরানের সঙ্গে একটি স্থায়ী চুক্তি।” সফরকালে নেতানিয়াহু ট্রাম্প ছাড়াও ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের শীর্ষ কংগ্রেস সদস্য এবং মার্কিন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় ৫৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে ইসরায়েলি সেনাবাহিনী এখনো গাজায় অভিযান চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি) নেতানিয়াহু ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্তের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলার ভিত্তিতে আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে ‘গণহত্যা’ অভিযোগে বিচার কার্যক্রম চলছে।

এমন পটভূমিতে নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরকে অনেকেই দেখছেন কূটনৈতিকভাবে নিজেকে বৈধতা দেওয়ার চেষ্টা হিসেবে। তবে ওয়াশিংটনের রাজপথে ফিলিস্তিনপন্থীদের প্রতিবাদ এই বার্তা দিচ্ছে যে, আন্তর্জাতিক অপরাধে অভিযুক্ত একজন নেতার সফরকে নৈতিকভাবে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত রয়েছে সচেতন নাগরিক সমাজ। বিশ্লেষকদের মতে, এই বিক্ষোভ মার্কিন প্রশাসনের ওপর জনমতভিত্তিক চাপ তৈরি করছে এবং ওয়াশিংটনের দীর্ঘমেয়াদি ভূরাজনৈতিক স্বার্থ বনাম মানবাধিকারের দায়বদ্ধতার প্রশ্নকে আবারও সামনে নিয়ে এসেছে।

-রফিক, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ