এনসিপিকে ঘিরে যৌন হয়রানির ইঙ্গিত, রুমিনের মন্তব্যে আলোচনার ঝড়

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৫ ২০:২৬:০২
এনসিপিকে ঘিরে যৌন হয়রানির ইঙ্গিত, রুমিনের মন্তব্যে আলোচনার ঝড়

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে ইঙ্গিত করে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, “১০ জন নেতার একটি দলেও এমন অভিযোগ পাওয়া যাচ্ছে, যেখানে দলের একজন নারী নেত্রী নিজ দলের পরিচিত নেতার যৌন হয়রানির শিকার হচ্ছেন।”

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। আলোচনায় এনসিপির অন্যতম নেতা আরিফুল ইসলাম আদীবের প্রশ্নের জবাবে তিনি কথাগুলো বলেন।

আলোচনার একপর্যায়ে ব্যারিস্টার রুমিন বলেন, “বিএনপিকে খারাপ বলা হচ্ছে— মারামারি, চাঁদাবাজি, নির্বাচনে কারসাজি— এই ধরনের অভিযোগ করা হচ্ছে। অথচ যারা এসব বলছেন, তাদের দলের অবস্থা জনগণের অজানা নয়। বিএনপির অতীত ও কর্মকাণ্ড জনগণের সামনে স্পষ্ট, তাদের নিজস্ব মূল্যায়ন রয়েছে।”

তিনি আরও বলেন, “নতুন দল হিসেবে নিজেকে বিকল্প শক্তি হিসেবে উপস্থাপন করতে হলে দলীয় শুদ্ধতা, মূল্যবোধ ও নেতৃত্বের স্বচ্ছতা থাকতে হয়। যেখানে দলীয় নারীনেত্রীকেই নিরাপত্তাহীনতায় থাকতে হয়, সেখানে বড় কথা বলা উচিত নয়।”

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে এনসিপির ভেতরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠে এসেছে। যদিও দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যৌন হয়রানির অভিযোগ নিয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সত্য প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ