বাংকার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র 'অগ্নি-৫' তৈরি করছে ভারত

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৩ ১৭:০২:০২
বাংকার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র 'অগ্নি-৫' তৈরি করছে ভারত

সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে নির্মিত বাংকার বিধ্বংসী (বাংকার বাস্টার) ক্ষেপণাস্ত্র ‘অগ্নি-৫’ তৈরি করছে ভারত। দেশের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও (DRDO) এই অত্যাধুনিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (ICBM) প্রস্তুত করছে। কেবল শত্রু ঘাঁটি ধ্বংস নয়, মাটির গভীরে লুকানো কমান্ড সেন্টার, অস্ত্রভাণ্ডার, এমনকি পরমাণু অস্ত্রের সুরক্ষিত ভাণ্ডারকে ধ্বংস করার সক্ষমতা থাকবে এই মিসাইলে।

‘অগ্নি-৫’-এর দুটি সংস্করণ থাকবে। প্রথম সংস্করণটি ২,৫০০ কিলোমিটার দূরত্বের মধ্যে সাড়ে সাত হাজার কিলোগ্রাম বিস্ফোরক বহন করে বাংকার গুঁড়িয়ে দিতে পারবে। এটি সুপারসনিক, অর্থাৎ শব্দের চেয়ে অনেক দ্রুতগতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানবে। দ্বিতীয় সংস্করণটি ৫,০০০ কিলোমিটারের বেশি দূরবর্তী লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানতে পারবে। এই মিসাইল মাটির প্রায় ৮০ থেকে ১০০ মিটার গভীরে ঢুকে কংক্রিটের আস্তরণ ভেদ করে বিস্ফোরণ ঘটাতে পারবে।

বিশ্লেষকদের মতে, এই মিসাইল যুক্তরাষ্ট্রের বিখ্যাত বাংকার বাস্টার বোমা GBU-57-এর সমতুল্য। সম্প্রতি ইরানের একটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের এই বোমা ব্যবহারে যে ধ্বংসযজ্ঞ দেখা গেছে, তেমন ধ্বংসের ক্ষমতা ভারতের এই অস্ত্রেরও থাকবে বলে দাবি করছে ডিআরডিও।

ভারতীয় সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য বলেন, “এই অস্ত্র ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থায় এক যুগান্তকারী সংযোজন। এটা শত্রুর মনে ভীতি সঞ্চার করবে এবং কৌশলগতভাবে ভারতের শক্তি বহুগুণে বাড়াবে। মাটির গভীরে থাকা অবকাঠামোর বিরুদ্ধে কার্যকর হামলা চালাতে গেলে এমন অস্ত্রের বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “এই ক্ষেপণাস্ত্র একাধিক ধাপে বিস্ফোরণ ঘটাতে পারে। প্রথমে মাটির উপরের স্তরে, পরে গভীরে প্রবেশ করে আবার বিস্ফোরণ ঘটায়। এতে নির্দিষ্ট লক্ষ্যবস্তুর ওপর ভয়াবহ ধ্বংস নেমে আসে। এই প্রক্রিয়ায় কোণের সঠিক হিসাব খুব গুরুত্বপূর্ণ, যা সফল আঘাত নিশ্চিত করে।”

এই অস্ত্রের প্রয়োজনীয়তা প্রসঙ্গে প্রবীণ প্রতিরক্ষা বিশ্লেষক জয়ন্ত রায়চৌধুরী বলেন, “পাকিস্তান ও চীন ইতিমধ্যেই বিপুল বিনিয়োগে মাটির নিচে কমান্ড পোস্ট, মিসাইল সাইলো এবং অস্ত্র ভাণ্ডার নির্মাণ করেছে। চীনের ডিএফ-১৫ বাংকার বাস্টার যেমন ভারতকে চাপে রাখে, তেমনি অগ্নি-৫ পাল্টা প্রতিরোধ গড়তে সক্ষম। এতে ভারতীয় প্রতিরক্ষা আরও ভারসাম্যপূর্ণ ও ভয়ঙ্কর হয়ে উঠবে।”

বাংকার বাস্টার ক্ষেপণাস্ত্রকে আধুনিক যুদ্ধে অত্যন্ত কৌশলগত অস্ত্র হিসেবে ধরা হয়। কারণ এখন অধিকাংশ উচ্চমানের সামরিক অবকাঠামো যেমন কন্ট্রোল সেন্টার, পরমাণু অস্ত্রভাণ্ডার, জ্বালানি ডিপো ইত্যাদি মাটির গভীরে নির্মিত হয়। এগুলোতে আঘাত হানতে শুধু প্রচলিত মিসাইল নয়, বিশেষভাবে তৈরি বাংকার বিধ্বংসী অস্ত্র প্রয়োজন হয়। ‘অগ্নি-৫’ সেই শূন্যতা পূরণ করতে চলেছে ভারতের অস্ত্রভাণ্ডারে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ