বিদেশে শ্রমিক পাঠানোয় শৃঙ্খলা জরুরি, ‘কয়েকজনের অপরাধে ক্ষতিগ্রস্ত হাজারো প্রবাসী’-আসিফ নজরুল

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৩ ১০:৩৭:৩০
 বিদেশে শ্রমিক পাঠানোয় শৃঙ্খলা জরুরি, ‘কয়েকজনের অপরাধে ক্ষতিগ্রস্ত হাজারো প্রবাসী’-আসিফ নজরুল

দেশের ভাবমূর্তি রক্ষায় দক্ষ ও সম্মানজনক পন্থায় প্রবাসী শ্রমিক পাঠানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার (৩ জুলাই) এক বক্তব্যে তিনি বলেন, “মাত্র ১০ জনের অপরাধের দায় ১০ হাজার ভালো মানুষকে বইতে হয়।”

আসিফ নজরুল জানান, তিনি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সফরে গিয়ে পুলিশ ও প্রশাসনের কাছ থেকে জানতে পেরেছেন, “সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ার কিছু লোক প্রবাসে গিয়ে ঘোষণাদিয়ে মারামারি করে।” সৌদি আরবের একটি নির্দিষ্ট জায়গার কথা উল্লেখ করে তিনি বলেন, “সেখানে কিছু বাংলাদেশি মাস্তান ছিনতাই করে, হাত কেটে ফেলে। এসব গুজব নয়, বাস্তব ঘটনা।”

তিনি বলেন, “যেসব প্রবাসী শ্রমিক এসব অপরাধের শিকার হন, তারা পুলিশের কাছে যান না, কারণ অভিযোগ জানালেই নির্দোষদেরও দেশে ফেরত পাঠানো হয়।”

বাহরাইনে এক মালিককে হত্যার পর সেখানকার শ্রমবাজার বন্ধ হয়ে যাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, “সরকারকে দোষারোপ করা সহজ, কিন্তু যারা অপরাধ করে, তাদের আচরণ কি আমরা প্রশ্ন করি?”

মালয়েশিয়ার প্রসঙ্গে তিনি সতর্ক করেন, “১২ লাখ লোক নেওয়ার কথা বলা হলেও বাস্তবে হয়তো ৩০-৪০ হাজার নেওয়া হবে।” তিনি জানান, মালয়েশিয়ার আগের সরকারের সঙ্গে করা চুক্তি অনুযায়ী, রিক্রুটিং এজেন্সির মধ্য থেকে বাছাই করার ফলে সিন্ডিকেট তৈরি হয়, যা শ্রমবাজারের স্বচ্ছতা নষ্ট করে।

তিনি আরও বলেন, “সৌদি আরবে কোনো সিন্ডিকেট নেই, কিন্তু মানুষ ৬-৭ লাখ টাকা দিয়ে যাচ্ছে। কেন? কারণ ‘মধ্যসত্ত্বভোগী’ নামে একটি শ্রেণি আছে, যারা শুধু টাকা কামায়। অথচ এই টাকায় দেশে উদ্যোক্তা তৈরি করা যেত।”

বিদেশে সম্মানহানিকর কাজ করার বিষয়েও উদ্বেগ প্রকাশ করে আসিফ নজরুল বলেন, “অনেক বাংলাদেশি বিদেশে গিয়ে বাথরুম পরিষ্কার করছে, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। ভাষা ও দক্ষতা ছাড়া বিদেশে যাওয়া মানেই সম্পদের অপচয় ও জীবন দুর্বিষহ করা।”

তিনি জানান, “জাপান ও কোরিয়ার মতো উন্নত দেশে দক্ষ কর্মী পাঠাতে পারলে ২ লাখ লোকের কর্মসংস্থান সম্ভব, যার প্রভাব পড়বে অন্তত ১০ লাখ পরিবারের জীবনে।”

আসিফ নজরুলের প্রস্তাবিত করণীয়:

সিন্ডিকেট ছাড়াই স্বচ্ছ প্রক্রিয়ায় প্রবাসী শ্রমিক নিয়োগ

ভাষা ও কারিগরি প্রশিক্ষণের ওপর জোর

সম্মানজনক ও নিরাপদ কর্মসংস্থানে মনোযোগ

প্রশাসনের জটিলতা কমিয়ে প্রবাসী কল্যাণে উদার নীতি গ্রহণ

তিনি বলেন, “আমরা সম্মানজনকভাবে দক্ষ কর্মী পাঠিয়ে দেশের ভাবমূর্তি রক্ষা করতে চাই। এটাই হবে শান্তির পথ।”

সত্য প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ