‘জুলাই গণঅভ্যুত্থান’ এখন ইতিহাসের অংশ—সরকারি প্রজ্ঞাপন জারি

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০২ ১৫:৫৫:০৭
‘জুলাই গণঅভ্যুত্থান’ এখন ইতিহাসের অংশ—সরকারি প্রজ্ঞাপন জারি

প্রতিবছর ৫ আগস্ট পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’—এই দিনটি থাকবে জাতীয় দিবসের তালিকায় এবং সারাদেশে থাকবে সাধারণ ছুটি। এমনই সিদ্ধান্ত নিয়েছে দেশের অন্তর্বর্তীকালীন সরকার।

বুধবার (২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস (সাধারণ ছুটিসহ)’ হিসেবে ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক দিবস সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের পূর্বের পরিপত্রে এ দিনটিকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ সিদ্ধান্তের ফলে ৫ আগস্ট শুধু প্রতীকী নয়, প্রশাসনিকভাবেও একটি জাতীয় মর্যাদাপূর্ণ দিবস হিসেবে প্রতিষ্ঠা পেল।

কী ঘটেছিল জুলাইয়ে?

এ বছর জুলাই মাসজুড়ে দেশের রাজপথে রাজনৈতিক উত্তাপ ছিল তুঙ্গে। বিশেষ করে শিক্ষার্থী, তরুণ সমাজ ও বিভিন্ন পেশাজীবী গোষ্ঠীর অংশগ্রহণে ব্যাপক গণজাগরণ সৃষ্টি হয়। দেশের ইতিহাসে এই ‘জুলাই গণঅভ্যুত্থান’ একটি উল্লেখযোগ্য মাইলফলক হয়ে ওঠে—যা সরকারের পরিবর্তন, সংস্কার ও নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরিতে বড় ভূমিকা রাখে।

নতুন অন্তর্বর্তী সরকার সেই ঘটনার স্বীকৃতি দিতে ৫ আগস্টকে আনুষ্ঠানিকভাবে জাতির স্মরণে রাখার দিন হিসেবে নির্বাচন করেছে।

সত্য প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ