‘চুক্তি না বদলালে সিন্ডিকেট ভাঙা যাবে না’—উপদেষ্টার খোলামেলা বক্তব্য

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০২ ১৫:০৪:৪৭
‘চুক্তি না বদলালে সিন্ডিকেট ভাঙা যাবে না’—উপদেষ্টার খোলামেলা বক্তব্য

মালয়েশিয়ায় ১০ থেকে ১২ লাখ কর্মী পাঠানো হবে—সম্প্রতি এমন ‘হাইপ’ তৈরি হলেও বাস্তবচিত্র একেবারেই ভিন্ন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

বুধবার (৩ জুলাই) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মন্ত্রণালয় আয়োজিত ‘জাপানের শ্রমবাজার: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে তিনি বলেন, “আমি মালয়েশিয়া ঘুরে এসেছি। আগামী এক বছরে বাংলাদেশ থেকে খুব বেশি হলে ৩০ থেকে ৪০ হাজার কর্মী নেবে তারা। লাখ লাখ কর্মী নেওয়ার যে কথাবার্তা, তা ভিত্তিহীন।”

তিনি আরও জানান, “আগের সরকার মালয়েশিয়ার সঙ্গে একটি আনুষ্ঠানিক চুক্তি করেছে, যেখানে রিক্রুটিং এজেন্সির তালিকা মালয়েশিয়া দেবে, আর বাংলাদেশ বাছাই করবে। এটিই মূলত ‘সিন্ডিকেট’ হিসেবে পরিচিত। আমরা দায়িত্ব নেওয়ার পর সিন্ডিকেট বিরোধী অবস্থান নিয়েছি। কিন্তু চুক্তি না বদলে সেই সিন্ডিকেট ভাঙা সম্ভব নয়। চুক্তি পরিবর্তন তো চাপিয়ে দেওয়া যাবে না, বরং আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে হবে।”

এই অবস্থায় উপদেষ্টা জানান, দুইটি পথ খোলা—এক, আগের চুক্তি অনুযায়ী সীমিতসংখ্যক এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানো। দুই, একেবারে কর্মী না পাঠানো। “কিন্তু কর্মী না পাঠালে ৩০-৪০ হাজার লোকের সুযোগ নষ্ট হবে, যার প্রভাব পড়বে এক থেকে দুই লাখ পরিবারের ওপর,” বলেন তিনি।

জাপানের শ্রমবাজার নিয়ে আলোচনা করতে গিয়ে আসিফ নজরুল বলেন, “জাপানে কর্মীর চাহিদা আছে, কিন্তু আমাদের অদক্ষ কর্মীদের দক্ষতায় রূপান্তর করতে হবে। ভাষা শেখার পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা দরকার।”

তিনি জানান, “আমরা জাপান সেল চালু করেছি। একটি ডেডিকেটেড ওয়েবসাইট তৈরি করা হচ্ছে, যেখানে কোনো মধ্যস্থতাকারী ছাড়াই নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে। এছাড়া দক্ষতা উন্নয়নে প্রাইভেট-পাবলিক পার্টনারশিপ (PPP) চালুর পরিকল্পনা রয়েছে।”

অন্য এক প্রস্তাবে তিনি বলেন, “আস-সুন্নাহ ফাউন্ডেশনের সঙ্গে পার্টনারশিপ ভাবা হচ্ছে। প্রবাসী কল্যাণ ব্যাংক বর্তমানে প্রবাসীদের ঋণ দিলেও, স্টুডেন্ট ভিসাধারীদের জন্যও ঋণের সুযোগ রাখার চিন্তা চলছে।”

সত্য প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ