মৎস্য উপদেষ্টার কড়া সিদ্ধান্ত, চা বাগানের জন্য হালদা নয়

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০১ ২০:০৪:২৭
মৎস্য উপদেষ্টার কড়া সিদ্ধান্ত, চা বাগানের জন্য হালদা নয়

চট্টগ্রামের হালদা নদীর পাড়ে তামাক চাষ, রাবার ড্যাম ও শিল্পবর্জ্য দূষণ—সবকিছুর বিরুদ্ধে সরব হয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

তিনি বলেন, “হালদা নদীর পাশে তামাক চাষ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যারা তামাক চাষ করছেন, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা সহযোগিতা করব। তবে হালদার পাড়ে তামাক চাষ অবিলম্বে বন্ধ করতে হবে।”

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে চট্টগ্রামের রাউজানে মোবারকখীল এলাকায় হালদার অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাবার ড্যাম প্রসঙ্গে তিনি বলেন, “এই ড্যাম কৃষকদের নয়, চা বাগানের কাজে ব্যবহার হচ্ছে। আমরা হালদাকে চা বাগানের বলি হতে দেব না। রাবার ড্যাম ও পরিত্যক্ত গেটওয়ে তুলে নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “আমি নিজের চোখে হালদার পানিতে কালচে রঙ ও বুড়িগঙ্গার মতো দুর্গন্ধ পেয়েছি। এ দূষণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শিল্প মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মিলে এই দূষণ রোধে আমি সরাসরি কথা বলব।”

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ। উপস্থিত ছিলেন হালদা গবেষক ড. মো. মনজুরুল কিবরিয়া, সাবেক মুখ্য সচিব আবদুল করিম, সাংবাদিক মো. আলী, নৌপুলিশের পুলিশ সুপার নিজাম উদ্দিনসহ বিভিন্ন জেলার মৎস্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে হালদার পরিবেশ রক্ষায় চারটি অত্যাধুনিক ড্রোন উদ্বোধন করা হয়, যা দিয়ে ১২টি টিম নদীর পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করবে। প্রতিটি ড্রোনের মূল্য সাত লাখ টাকা। এছাড়া হ্যাচারিতে উৎপাদিত রুই জাতীয় মাছের পোনা নদীতে অবমুক্ত করেন ফরিদা আখতার।

সকালে হ্যাচারি পরিদর্শন ও নদীর ২০ কিলোমিটার এলাকা সরেজমিনে ঘুরে দেখেন উপদেষ্টা। সভায় স্থানীয় জেলে, তামাকচাষি ও সাংবাদিকরাও তাদের মতামত তুলে ধরেন।

সত্য প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ