ছাত্রশিবিরের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা, ‘জুলাই সনদ’ বাস্তবায়নের আহ্বান

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ৩০ ২১:৫২:২৯
ছাত্রশিবিরের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা, ‘জুলাই সনদ’ বাস্তবায়নের আহ্বান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক মধুর ক্যান্টিনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ৩৬ দিনব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে। ‘সততা ও দক্ষতায় প্রজন্ম গড়ার প্রতিজ্ঞায় জুলাই জাগরণ, নব উদ্যমে বিনির্মাণ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারা ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি স্মরণ করছে।

সোমবার (৩০ জুন) বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন। তার সঙ্গে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ— সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম, দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী, মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলাম প্রমুখ।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—সেমিনার, সিম্পোজিয়াম, সাহিত্য ও স্মৃতিলিখন প্রতিযোগিতা, আলোকচিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনী, ‘জুলাই দ্রোহ’ শীর্ষক বিক্ষোভ মিছিল, শহীদদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ, কালচারাল ফেস্ট, ‘Think Back to 36 July’ নামের অনলাইন ক্যাম্পেইন, শহীদদের নামে পাঠাগার স্থাপন ও বিশেষ প্রকাশনা।

জাহিদুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, “২০২৪ সালের জুলাই-আগস্টে রাষ্ট্রীয় ফ্যাসিবাদ, জুলুম ও বৈষম্যের বিরুদ্ধে ছাত্র-জনতার রক্তঝরা প্রতিরোধই ছিল ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান। শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, শান্ত ও আলী রায়হান— এই তরুণদের আত্মত্যাগ একটি নতুন ইতিহাস রচনা করেছে।”

তিনি বলেন, “জুলাই অভ্যুত্থান কোনো দলীয় বিষয় নয়— এটি গোটা জাতির স্বপ্ন ও আকাঙ্ক্ষার প্রতিফলন। আজ আমরা সেই স্পিরিট নিয়ে এগোতে চাই একটি ইনসাফভিত্তিক, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে।”

ছাত্রশিবির সভাপতি সরকারকে আহ্বান জানান, অবিলম্বে ‘জুলাই সনদ’ ঘোষণা করে শহীদদের স্বীকৃতি ও গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। একইসঙ্গে শিক্ষাঙ্গনে ছাত্র সংসদভিত্তিক রাজনীতি পুনঃচালুর মাধ্যমে গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি ফিরিয়ে আনার জোর দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, জুলাই আন্দোলনের আত্মা ছিল ‘জালেমের বিরুদ্ধে মজলুমের ঐক্য’। কিন্তু বর্তমান সময়ে দায়িত্ব এড়ানোর প্রবণতা, বিভক্তি ও রাজনৈতিক নিষ্ক্রিয়তা সেই ঐক্যবদ্ধ স্বপ্ন বাস্তবায়নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ