ইরানি ক্ষেপণাস্ত্রে কাঁপছে ইসরায়েল

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ১৮ ১৫:৫২:০৬
ইরানি ক্ষেপণাস্ত্রে কাঁপছে ইসরায়েল

গত ছয় দিনে ইসরায়েলি জনসাধারণ এমন এক অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে, যা তাদের ইতিহাসে একেবারেই নতুন একটি সুসংগঠিত রাষ্ট্রীয় সেনাবাহিনী তাদের শহর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।

ইসরায়েলের আবাসিক ভবন ধ্বংসের দৃশ্য ইতোমধ্যে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে সম্প্রতি সেনা সূত্রের তথ্য ফাঁসের মাধ্যমে জানা যাচ্ছে, দেশটির বেশ কিছু স্পর্শকাতর সামরিক ও কৌশলগত স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আজই প্রথমবারের মতো ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে, তাদের একটি হারমেস গোয়েন্দা ড্রোন ইরানের ভেতরে গুলি করে নামানো হয়েছে।

অন্যদিকে, ইরানে সংঘটিত ধ্বংসযজ্ঞের ছবি যেমন ইসরায়েলিরা দেখছে, তেমনি নিজেদের আঙিনাতেও এখন চোখে পড়ছে ধ্বংসপ্রাপ্ত ভবনের সারি। ইতোমধ্যে অর্ধশতাধিক ভবন ‘অবাসযোগ্য’ ঘোষণা করে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এখন পর্যন্ত প্রায় ১,৩০০ ইসরায়েলি নাগরিককে অস্থায়ীভাবে হোটেলে আশ্রয় নিতে হয়েছে, কারণ ক্ষেপণাস্ত্র হামলায় তাদের বাড়িঘর বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।

১৮,০০০-এর বেশি ক্ষতিপূরণের আবেদন জমা পড়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। এ সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে।

ইসরায়েলি জনগণের কাছে এই পরিস্থিতি একেবারেই অপরিচিত। অতীতে হামাস ও হিজবুল্লাহর মতো গেরিলা সংগঠনের সঙ্গে সংঘর্ষ চললেও, তা ছিল সীমিত ও একতরফা ধ্বংসযজ্ঞের বাইরে। যদিও হিজবুল্লাহর আক্রমণ ছিল তুলনামূলক ভয়াবহ, কিন্তু বর্তমান সংকট যেন এক নতুন বাস্তবতার জন্ম দিয়েছে।

এই নতুন বাস্তবতায় ইসরায়েলি জনজীবনের ওপর যেভাবে প্রভাব পড়ছে যেমন, স্কুল বন্ধ, ব্যবসা-বাণিজ্যে ধস, নিরাপত্তা ঘাটতি এবং আশ্রয়কেন্দ্রের ওপর নির্ভরতা তা ইসরায়েলিদের জন্য একেবারেই নজিরবিহীন।

এ যেন এক কৌশলগত ও মনস্তাত্ত্বিক রূপান্তর, যেখানে ইসরায়েল আর একচ্ছত্র নিরাপত্তার বলয়ে নেই। সেই পুরনো আত্মবিশ্বাসে চিড় ধরেছে, আর ভবিষ্যতের নিরাপত্তা নীতি এখন এক নতুন অনিশ্চয়তার মুখোমুখি।

সূত্র: আল জাজিরা

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ