হজের খুতবা দেবেন শায়েখ সালেহ বিন আব্দুল্লাহ বিন হুমাইদ

ধর্ম ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ০৫ ১৩:২৫:৩০
হজের খুতবা দেবেন শায়েখ সালেহ বিন আব্দুল্লাহ বিন হুমাইদ

চলতি বছরের হজে আরাফাতের দিন মসজিদ আল-নামিরা থেকে হজের খুতবা প্রদান করবেন শায়েখ ড. সালেহ বিন আব্দুল্লাহ বিন হুমাইদ। তাঁকে এই গুরুদায়িত্বে নিযুক্ত করেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ।

বৃহস্পতিবার, ৫ জুন (বাংলাদেশ সময় বিকেল ৩টা), আরাফাতের ময়দানে অবস্থিত মসজিদ আল-নামিরা থেকে হজের খুতবা শুরু হবে। বিশিষ্ট আলেম ও বিচারপতি শায়েখ সালেহ, যিনি মক্কার মসজিদুল হারামের সাবেক ইমাম এবং সৌদির সিনিয়র স্কলার কাউন্সিলের সদস্য, ইসলামী জ্ঞান, দার্শনিকতা ও বিচারিক চিন্তাশক্তির জন্য বিশ্বজুড়ে সম্মানিত।

হজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো আরাফার দিনের খুতবা, যা লাখো হাজির কাছে দিকনির্দেশনামূলক বাণী হিসেবে বিবেচিত হয়। খুতবাটি মুসলিম বিশ্বের নৈতিক, আধ্যাত্মিক ও সামাজিক জীবনে এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।

বিশ্বব্যাপী মুসলিমদের কাছে বার্তাটি পৌঁছে দিতে সৌদি কর্তৃপক্ষ এবার ৩৪টি ভাষায় খুতবাটি অনুবাদ করবে। এর মধ্যে বাংলাও রয়েছে। বাংলায় অনুবাদের দায়িত্বে থাকবেন চারজন বাংলাদেশি ইসলামিক স্কলার—ড. খলীলুর রহমান, আ ফ ম ওয়াহিদুর রহমান মাক্কী, মুবিনুর রহমান ফারুক ও নাজমুস সাকিব—যারা সবাই মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

হজের খুতবাটি সরাসরি সম্প্রচারিত হবে বিভিন্ন আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্মে, যাতে বিশ্বের প্রতিটি প্রান্তের মুসলমানেরা তা অনায়াসে গ্রহণ করতে পারেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ