আজ পবিত্র হজ

ধর্ম ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ০৫ ০৯:১২:৩২
আজ পবিত্র হজ

আজ বৃহস্পতিবার, ৯ জিলহজ—বিশ্বজুড়ে সামর্থ্যবান মুসলমানদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত পবিত্র হজ পালিত হচ্ছে। মক্কার উপকণ্ঠে অবস্থিত ঐতিহাসিক আরাফাতের ময়দান আজ মুখরিত হচ্ছে লাখো হাজির কণ্ঠে উচ্চারিত তাওহিদের ঘোষণা—“লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক” ধ্বনিতে।

সাদা ইহরামে আবৃত হাজিরা আজ অবস্থান করছেন আরাফাত ময়দানে, জাবালে রহমতের পাদদেশ ও মসজিদে নামিরার আশপাশে। এখানেই স্মৃতিবিজড়িত বিদায় হজের ভাষণ দিয়েছিলেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)। আজকের এই আরাফার দিনকে হজের মূল ও কেন্দ্রীয় আনুষ্ঠানিকতা বলা হয়। মহানবী (সা.) বলেছেন—“আল-হাজ্জু আরাফাহ”, অর্থাৎ আরাফাতের ময়দানে অবস্থান করাই হজ।

হাজিরা গতকাল মিনায় পৌঁছান। আজ আরাফাতে অবস্থান করবেন সূর্যাস্ত পর্যন্ত। সেখানে তারা ফজরের পর জোহর ও আসরের নামাজ একত্রে আদায় করবেন এবং আল্লাহর কাছে জীবনের গুনাহ মাফের জন্য কাকুতি-মিনতি করবেন। বিভিন্ন কর্নারে বসে দোয়া করবেন তারা, একা একা আল্লাহর কাছে প্রার্থনায় মগ্ন থাকবেন।

সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই তারা রওনা হবেন মুযদালিফার উদ্দেশ্যে, মাগরিব নামাজ আদায় না করে। মুযদালিফায় পৌঁছে মাগরিব ও এশার নামাজ এক আজানে, দুই একামতে আদায় করা হবে। তারপর খোলা আকাশের নিচে রাত্রিযাপন করবেন এবং পরদিনের জামারাতে নিক্ষেপের জন্য এখান থেকেই ছোট ছোট কঙ্কর সংগ্রহ করবেন।

১০ জিলহজ মিনায় ফিরে হাজিরা বড় জামারাতে সাতটি কঙ্কর নিক্ষেপ করবেন, তারপর পশু কোরবানি ও মাথা মুণ্ডন করে ইহরাম থেকে মুক্ত হবেন। তিন দিনের মধ্যে মক্কায় ফিরে ফরজ তাওয়াফ সম্পন্ন করতে হবে। ১১ ও ১২ জিলহজ তিনটি জামারাতে মোট ২১টি কঙ্কর নিক্ষেপ করবেন হাজিরা। কেউ চাইলে ১২ জিলহজ সূর্যাস্তের আগেই মিনা ত্যাগ করতে পারবেন।

শেষে বিদায়ী তাওয়াফ আদায় করে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তারা।

আরাফাতের ময়দান ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ এখানেই জান্নাত থেকে বিচ্ছিন্ন হয়ে পৃথিবীতে নেমে আসার পর বাবা আদম ও মা হাওয়া (আ.)-এর পুনর্মিলন ঘটেছিল। এই ময়দানেই আল্লাহ তাদের ক্ষমা করেছিলেন। এই স্মৃতিকে অম্লান রাখতেই প্রতিবছর সারা দুনিয়ার মুসলমানরা এখানে সমবেত হন।

আজকের দিনটি ইসলামী ইতিহাসের এক অনন্য তাৎপর্যময় দিন। পবিত্র হজ শুধু শারীরিক ও আর্থিক সক্ষমতা থাকলেই হয় না; এটি আত্মার পরিশুদ্ধি, ত্যাগ, ধৈর্য, সহনশীলতা ও আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ আত্মসমর্পণের এক মহামিলন। হাজিদের জন্য আজকের দিনটি জীবনের শ্রেষ্ঠ দিনগুলোর একটি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ