উপদেষ্টা পরিষদই ছাত্রদের বিপথে ঠেলছে: বিএনপি নেতা হাফিজ

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ০১ ১৮:১৯:৩২
উপদেষ্টা পরিষদই ছাত্রদের বিপথে ঠেলছে: বিএনপি নেতা হাফিজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, বর্তমান উপদেষ্টা পরিষদ ছাত্রদের সঠিক পথের বদলে ভুল পথে পরিচালিত করছে। রোববার (১ জুন) জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলের আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

সভায় তিনি বলেন, "ছাত্রদের উচিত লেখাপড়া শেষ করে শিক্ষিত হয়ে তারপর পেশায় যুক্ত হওয়া। রাজনীতির দরজা তাদের জন্য উন্মুক্ত রয়েছে, তবে সেটি সার্টিফিকেট অর্জনের পর হওয়া উচিত। সচিবালয়ে মব করে, তদবির করে অটোপাসের দাবিতে চাপ সৃষ্টি করা ছাত্রসমাজের জন্য সম্মানজনক নয়।"

উপদেষ্টা পরিষদের বিষয়ে তিনি বলেন, “এই পরিষদ ছাত্রদের লাইসেন্স দিয়ে দিয়েছে। দুই-তিনজন ছাত্র উপদেষ্টা যারা মন্ত্রীর মর্যাদায় ছিলেন, তাদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ এসেছে। আত্মীয়-স্বজনদের মন্ত্রণালয়ে প্রভাব খাটিয়ে সুবিধা দেওয়ার ঘটনায় শুধু দেশেরই নয়, তাদের নিজেদেরও ক্ষতি হয়েছে। উপদেষ্টা পরিষদে ছাত্রদের নেওয়া ছিল এক মারাত্মক ভুল।”

তিনি আরও যোগ করেন, “এই ছাত্রদের দিয়ে নতুন রাজনৈতিক দল গঠন করে তারা নির্বাচনে অংশ নিলে একটি শক্তিশালী রাজনৈতিক বিকল্প তৈরি হতে পারত। কিন্তু অল্প বয়সে মন্ত্রী বানিয়ে তাদের ভবিষ্যৎ নষ্ট করে দেওয়া হয়েছে।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামল নিয়েও সমালোচনা করেন হাফিজ। তিনি বলেন, “হাসিনার আমলে দেশ ভারতের রাজ্যে পরিণত হয়েছিল। দেড় হাজার তরুণের জীবন উৎসর্গ করে দেশ আবার মুক্ত হয়েছে।”

তিনি দাবি করেন, “একটি নবগঠিত দল এখন বলছে, তারা নাকি দেশকে আবার স্বাধীন করেছে। কিন্তু আসলেই গোটা দেশের জনগণ এই পরিবর্তনে অংশ নিয়েছে।”

ড. ইউনূস প্রসঙ্গে হাফিজ বলেন, “ড. ইউনূস দেশের গৌরব হলেও তিনি আমাদের আশাহত করেছেন। জাপানে গিয়ে বলেছেন, বিএনপি ছাড়া কেউ ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় না, অথচ ৪২টি দল তার সামনে নির্বাচন চাওয়ার কথা জানিয়েছিল। এ ধরনের অসত্য কথা বলার জন্য তিনি দুঃখজনকভাবে আমাদের আস্থা হারিয়েছেন।”

তিনি দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে বলেন, “নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই দেশের কাঠামোগত সংস্কার করতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসতিয়াক আজিজ উলফাত। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অ্যাডভোকেট আব্দুস সালাম ও এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ