ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সিনেমা হল

ঈদে সিনেমার হাটে ‘বরবাদ’, ‘দাগি’ ও ‘জংলি’র আধিপত্য, বাকিরা কোথায়?

২০২৫ এপ্রিল ১৮ ১৭:১৩:২২
ঈদে সিনেমার হাটে ‘বরবাদ’, ‘দাগি’ ও ‘জংলি’র আধিপত্য, বাকিরা কোথায়?

সত্য নিউজ: এবারের ঈদুল ফিতরে মোট ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে দেশের প্রেক্ষাগৃহে। এই তালিকায় রয়েছে ‌‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’, ‘জ্বীন-৩’, ‘চক্কর ৩০২’ এবং ‘অন্তরাত্মা’। মুক্তির পর ক’দিন যেতে না যেতেই স্পষ্ট হয়ে গেছে—এই ছয়টির মধ্যে আলোচনার কেন্দ্রে রয়েছে মাত্র তিনটি: ‘বরবাদ’, ‘দাগি’ এবং ‘জংলি’।

শাকিব খানের ‘বরবাদ’: দাপটের সঙ্গে হাউজফুল

সর্বাধিক ১২০টি সিনেমা হলে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ও মেহেদি হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’। সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে সিনেমাটি ঈদের দিন থেকে প্রতিদিন প্রায় ৫০০টি শো-তে প্রদর্শিত হচ্ছে। রাজধানীর যমুনা ব্লকবাস্টার সিনেমাসে শুরুর ৩টি শো এখন বেড়ে ৯টি শোতে উন্নীত হয়েছে। একইভাবে লায়ন সিনেমাতেও চারটি শো থেকে বেড়ে ৯টি শোতে চলছে ‘বরবাদ’।

এই রিভেঞ্জ থ্রিলারধর্মী সিনেমায় শাকিব খানের বিপরীতে রয়েছেন ভারতের ইধিকা পাল। আরও অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু প্রমুখ। রক্তাক্ত মুখে চুপ করানোর ইঙ্গিত—‘অ্যানিমেল’-এর ববি দেওলের দৃশ্যের অনুপ্রেরণায় তৈরি শাকিব খানের টিজারটিও সমালোচনার জন্ম দিয়েছে। নির্মাতা মেহেদি হাসান হৃদয় অবশ্য খোলাখুলিই স্বীকার করেছেন সিনেমাটিতে দক্ষিণী নির্মাতার প্রভাব রয়েছে।

দুই বছর পর আফরান নিশো, ‘দাগি’ হাউজফুল

ঈদে আলোচনায় থাকা দ্বিতীয় সিনেমাটি ‘দাগি’। শিহাব শাহীন পরিচালিত সিনেমাটি মুক্তি পেয়েছে ১৬টি হলে। প্রথম দিন থেকেই সিনেপ্লেক্সগুলোতে হাউজফুল যাচ্ছে। প্রযোজনা সংস্থা আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল জানিয়েছেন, “ঈদের দিন থেকেই মাল্টিপ্লেক্সে ৩৪টি শো চলছিল। একদিনেই আরও ১০টি শো বাড়ানো হয়েছে।”

সিনেমাটিতে আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা, রয়েছেন সুনেরাহ বিনতে কামাল। গল্পের প্রেক্ষাপট নিয়েও দর্শকের আগ্রহ স্পষ্ট—টিজারে দেখা গেছে, জেল খাটা এক যুবকের প্রতিশোধপরায়ণ হয়ে ওঠার আভাস। নিশো ও তমার এটাই বড় পর্দায় দ্বিতীয় জুটি, আগেরবারের মতো এবারও তাদের কেমিস্ট্রি প্রশংসিত হচ্ছে।

‘জংলি’: তৃতীয় দিনে গিয়েও শো হাউজফুল

ঈদে মুক্তি পাওয়া তৃতীয় আলোচিত সিনেমা ‘জংলি’। এম রাহিম পরিচালিত সিনেমাটি শুরুতে ১১টি হলে মুক্তি পেলেও এখন চলছে মোট ১৮টি শো। স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় চলছে একাধিক শো—পান্থপথ, মিউজিয়াম, সীমান্ত সম্ভার, উত্তরা ও চট্টগ্রামে প্রতিদিন তিনটি করে শো। ব্লকবাস্টার ও লায়ন সিনেমায়ও রয়েছে তিনটি করে প্রদর্শনী।

প্রিয়জন হারানোর প্রতিশোধ নিতে বেপরোয়া হয়ে ওঠা এক যুবকের গল্প নিয়ে নির্মিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম বুবলি ও দীঘি। শিশু চরিত্রে অভিনয় করেছেন নৈঋতা। অন্য অভিনেতাদের মধ্যে রয়েছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু প্রমুখ।

‘অন্তরাত্মা’, ‘জ্বীন ৩’, ‘চক্কর ৩০২’: প্রচারণার ঘাটতিতে পিছিয়ে

এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত অপর তিনটি সিনেমা—‘অন্তরাত্মা’, ‘জ্বীন ৩’ ও ‘চক্কর ৩০২’—প্রচারণা, সংখ্যাগত উপস্থিতি ও আলোচনা সবদিক থেকেই অনেকটাই পিছিয়ে।

  • ‘অন্তরাত্মা’: মুক্তি পেয়েছে ২১টি হলে। শাকিব খান ও দর্শনা বণিক অভিনীত সিনেমাটি প্রচারণার ঘাটতিতে স্টার সিনেপ্লেক্স থেকে কয়েকদিনের মধ্যেই নামিয়ে নেওয়া হয়েছে। পরিচালনায় ছিলেন ওয়াজেদ আলী সুমন।

  • ‘জ্বীন ৩’: জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটি মাত্র দুটি মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে। নুসরাত ফারিয়া ও সজল অভিনীত সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান।

  • ‘চক্কর ৩০২’: সরকারি অনুদানের এই সাইকোলজিক্যাল থ্রিলারে অভিনয় করেছেন মোশাররফ করিম ও রিকিতা নন্দিনী শিমু। শরাফ আহমেদ জীবন পরিচালিত সিনেমাটি কেবল মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে।

পুনরাবৃত্তি, সহিংসতা ও দক্ষিণী প্রভাব

এবারের ঈদের তিন আলোচিত সিনেমাতেই রয়েছে সহিংসতা, রিভেঞ্জ থ্রিলার এবং ‘অ্যাংরি ইয়ং ম্যান’ ঘরানার ছাপ। সিনেমাগুলোর টিজারেই সহিংসতার আভাস স্পষ্ট। নির্মাতারা বলছেন, দর্শকের আগ্রহ বাড়াতে এই ধরনের ‘প্রমিজ’ জরুরি হয়ে দাঁড়িয়েছে। ভারতের ‘অ্যানিমেল’ সিনেমার মতো দৃশ্য থেকে প্রভাব নেওয়া—এটি এখন খোলা চোখেই বোঝা যায়।

ভারতের চলচ্চিত্র নির্মাতা দিবাকর ব্যানার্জির কথায়, “আজকের সিনেমা যেন কারখানার পণ্য—একজন হিট করলে বাকিরা হুবহু সেই ছাঁচে ফেলে সিনেমা বানান।” টিজার দেখে বোঝা যায়, ‘বরবাদ’, ‘দাগি’ ও ‘জংলি’—তিনটিই একই ঘরানার মধ্যে পড়ে। তবে পরিচালকরা বলছেন, টিজার এক জিনিস, পর্দায় পুরো সিনেমায় তার চেয়ে ভিন্ন আবহ পাওয়া যাবে।

গানেই ভরসা

এবারের ঈদের সিনেমাগুলোর গানে রয়েছে বৈচিত্র্য। ‘বরবাদ’-এর ‘দ্বিধা’, ‘জংলি’র ‘বন্ধুগো শোনো’, ‘দাগি’র ‘একটুখানি মন’, ‘জ্বীন ৩’-এর ‘কন্যা’ এবং ‘চক্কর’-এর ‘কাউয়া কমলা’ গানগুলো এরই মধ্যে ইউটিউব ট্রেন্ডিংয়ে জায়গা করে নিয়েছে। রোমান্টিক, ফোক, উৎসবমুখর—প্রতিটি গানের রয়েছে আলাদা ধারা।

শেষ কথা: বৈচিত্র্য কোথায়?

গত বছরের ঈদে ‘প্রিয়তমা’, ‘সুড়ঙ্গ’, ‘রাজকুমার’, ‘ওমর’, ‘জ্বীন ২’ ও ‘কাজলরেখা’র মতো বৈচিত্র্যময় গল্পের সিনেমা দেখা গিয়েছিল। এ বছরের ঈদে যদিও ‘বরবাদ’, ‘দাগি’ ও ‘জংলি’ বক্স অফিসে দাপট দেখাচ্ছে, তবে গল্পের দিক থেকে এক ধরনের পুনরাবৃত্তি চোখে পড়ছে।

তবুও, কয়েক বছরের তুলনায় দর্শকের হলমুখী হওয়া, সিনেপ্লেক্সে বাড়তে থাকা শোর সংখ্যা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাগুলো নিয়ে আলোচনার প্রবণতা—সব মিলিয়ে এবারকার ঈদে দেশীয় সিনেমার হাট বেশ জমজমাট।