আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ১৭ ০৯:১৮:৪৩
আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ
ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকার ব্যস্ততম বাণিজ্যিক এলাকাগুলোতে কেনাকাটা বা অন্য কোনো প্রয়োজনীয় কাজে বের হওয়ার আগে সংশ্লিষ্ট এলাকার সাপ্তাহিক ছুটির দিনটি জেনে নেওয়া নগরবাসীর জন্য অত্যন্ত জরুরি। অনেক ক্ষেত্রে দীর্ঘ যানজট ও ভোগান্তি পেরিয়ে গন্তব্যে পৌঁছানোর পর যদি দেখা যায় সেখানকার কার্যক্রম বন্ধ, তবে তা সাধারণ মানুষের জন্য সময়ের অপচয় ও বাড়তি বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।

আজ শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬; সাপ্তাহিক ছুটির এই দিনে রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকার দোকানপাট, পাইকারি বাজার এবং দর্শনীয় স্থানগুলো তাদের নিয়মিত ব্যবসায়িক ও দাপ্তরিক কর্মকাণ্ড বন্ধ রাখবে। বিশেষ করে পুরান ঢাকা এবং এর আশেপাশের একটি বিশাল অংশের বাণিজ্যিক কেন্দ্রগুলো আজ ছুটির আওতাভুক্ত থাকবে।

শনিবারের এই সাপ্তাহিক ছুটির কারণে আজ দিনভর বন্ধ থাকবে শ্যামবাজার, বাংলাবাজার, চানখাঁরপুল এবং গুলিস্তানের দক্ষিণ অংশের সব ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান। এছাড়া জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর এবং মীরহাজারীবাগ এলাকার দোকানপাটগুলো আজ বন্ধ থাকবে।

কেনাকাটা বা বাণিজ্যিক প্রয়োজনে ধোলাইপাড়, ধোলাইখাল, জয়কালী মন্দির এবং যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশে যাওয়ার পরিকল্পনা থাকলে তা পরিবর্তনের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, নবাবপুর, সদরঘাট এবং তাঁতীবাজারের মতো গুরুত্বপূর্ণ পাইকারি ও খুচরা বিক্রয় কেন্দ্রগুলো আজ তাদের কার্যক্রম স্থগিত রাখবে।

লক্ষ্মীবাজার, দয়াগঞ্জ, ওয়ারী ও স্বামীবাগ এলাকার পাশাপাশি পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান যেমন আহসান মঞ্জিল ও লালবাগ কেল্লা সংলগ্ন এলাকাগুলোতেও আজ দোকানপাট বন্ধ থাকবে। একই সঙ্গে কোতোয়ালি, বংশাল, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ এবং শাঁখারী বাজারের সরু গলির দোকানগুলো আজ ছুটির তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।

মার্কেটের ক্ষেত্রেও আজ বেশ কিছু বড় ও ঐতিহ্যবাহী বাণিজ্যিক কেন্দ্র বন্ধ থাকবে। এর মধ্যে অন্যতম হলো নয়াবাজার এবং ইসলামপুরের সুপরিচিত কাপড়ের বাজার। এছাড়া ফরাশগঞ্জ টিম্বার মার্কেট এবং শ্যামবাজারের পাইকারি আড়ত ও দোকানগুলো আজ খুলবে না। আজিমপুর সুপার মার্কেট, কাপ্তান বাজার এবং রাজধানী সুপার মার্কেটেও আজ সাপ্তাহিক ছুটি পালন করা হচ্ছে।

এছাড়া দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ছোট কাটরা ও বড় কাটরা হোলসেল মার্কেট এবং গুলিস্তান হকার্স মার্কেটের ক্রেতা-বিক্রেতারা আজ বিরতিতে থাকবেন। সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট এবং দয়াগঞ্জ বাজারের ব্যবসায়িক লেনদেন আজ বন্ধ থাকবে। এছাড়া ধূপখোলা মাঠবাজার, চকবাজার এবং ফুলবাড়িয়া মার্কেটে কেনাকাটার উদ্দেশ্যে বের না হওয়াই ভালো হবে। সান্দ্রা সুপার মার্কেট, বাবুবাজার এবং শরিফ ম্যানসনের মতো বড় বিপণিবিতানগুলো আজ শনিবারের ছুটির তালিকায় রয়েছে। তাই বের হওয়ার আগে এই তালিকাটি দেখে নেওয়া আপনার যাত্রা ও সময়কে কার্যকর করতে সহায়তা করবে।


কুমিল্লা মুরাদনগরে ৬ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ১৭ ০৯:০৪:৫৮
কুমিল্লা মুরাদনগরে ৬ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

কুমিল্লার মুরাদনগরে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় মূল ঘাতককে এলাকাবাসী আটকের পর পুলিশে সোপর্দ করেছে। শুক্রবার মুরাদনগর উপজেলার মোচাগড়া গ্রামে এ ঘটনা ঘটে। আটক রাসেল মিয়া একই গ্রামের রবি মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে রাসেল ওই শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে বের করে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে শিশুটিকে অমানুষিক নির্যাতন করা হয়। পরে শিশুটির চিৎকার থামাতে একপর্যায়ে গলা টিপে হত্যা করা হয়। তার হাত-পা ও মুখ বেঁধে বাড়ির পাশেই পরিত্যক্ত একটি সেপটিক ট্যাংকের ভেতরে লাশ ফেলে দেওয়া হয়।

শিশুটি নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় রাসেলও তাদের সঙ্গে শিশুটিকে খুঁজতে থাকে এবং এলাকায় মাইকিং করার পরামর্শ দেয়। তার আচরণ সন্দেহজনক মনে হলে এলাকাবাসী তাকে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে সে হত্যার কথা স্বীকার করে। উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

শিশুর দাদি ও পরিবার সূত্রে জানা যায়, তাদের মধ্যে কোনো পারিবারিক বিরোধ ছিল না। নিখোঁজের প্রায় এক ঘণ্টা পর সেপটিক ট্যাংকের ভেতর থেকে লাশ উদ্ধার করা হয়।মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান বলেন, এ ঘটনায় মূল ঘাতককে আটক করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন


কুমিল্লার বরুড়ায় জমি বিরোধে সংঘর্ষ, দুইজন নিহত

Mashud Rana
Mashud Rana
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ১৬ ১৯:২৪:৩৪
কুমিল্লার বরুড়ায় জমি বিরোধে সংঘর্ষ, দুইজন নিহত
ছবি: সংগৃহীত

কুমিল্লার বরুড়া উপজেলায় দীর্ঘদিনের জমি বিরোধকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরও অন্তত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার সকালে উপজেলার ভবানীপুর ইউনিয়নের জালগাঁও গ্রামে এই রক্তক্ষয়ী ঘটনা ঘটে, যা এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্কের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নিহত ব্যক্তিরা হলেন জালগাঁও গ্রামের আব্দুস সাত্তার (৬২) এবং খোরশেদ আলম (৩৫)। আহতদের মধ্যে রয়েছেন খোরশেদ আলমের আত্মীয় মো. জহির, মো. জয়নাল এবং মো. মোর্শেদ। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খলিলুর রহমান জানান, নিহত আব্দুস সাত্তারের একটি জমিকে কেন্দ্র করে প্রতিবেশী জয়নাল ও তার ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে। এই বিরোধই শেষ পর্যন্ত প্রাণঘাতী সংঘর্ষে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শুক্রবার সকালে আব্দুস সাত্তার নিজ জমিতে কাজ করতে গেলে জয়নাল, খোরশেদ, মোর্শেদ ও জহির তাকে বাধা দেন। এ সময় কথাকাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, তখন আব্দুস সাত্তার তার সঙ্গে থাকা একটি ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন।

এই হামলায় চারজন গুরুতর আহত হন। আহত খোরশেদ আলমকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও পথেই তার মৃত্যু হয়।

খোরশেদের মৃত্যুর খবর গ্রামে ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। ক্ষুব্ধ হয়ে জয়নালের পক্ষের লোকজন ঘটনাস্থলে এসে আব্দুস সাত্তারের ওপর পাল্টা হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরুড়া থানা–এর ওসি মো. ফিরোজ হোসেন জানান, জমি সংক্রান্ত বিরোধ থেকেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরও জানান, নিহত দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল–এর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

ঘটনার পর জালগাঁও গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং নতুন করে সহিংসতা এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।


শুক্রবার ঢাকায় যেসব দর্শনীয় স্থান এবং মার্কেট বন্ধ জেনে নিন

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ১৬ ১১:৫৫:২১
শুক্রবার ঢাকায় যেসব দর্শনীয় স্থান এবং মার্কেট বন্ধ জেনে নিন
ছবি: সংগৃহীত

নিত্যপ্রয়োজন হোক বা অবসর বিনোদন, রাজধানী ঢাকায় বসবাসকারীদের প্রায় প্রতিদিনই কোনো না কোনো প্রয়োজনে বাজার কিংবা শপিং এলাকায় যেতে হয়। তবে ঢাকা শহরের বাস্তবতায় সপ্তাহের ভিন্ন ভিন্ন দিনে ভিন্ন ভিন্ন এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকে। অনেক সময় তীব্র যানজট পেরিয়ে গন্তব্যে পৌঁছে যদি দেখা যায় পুরো মার্কেটই বন্ধ, তাহলে সময় ও শ্রম দুটোই বিফলে যায়।

বিশেষ করে শুক্রবার এ বিষয়টি আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ এটি সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় অনেকেই কেনাকাটা কিংবা পরিবার নিয়ে ঘুরতে বের হন। তাই অপ্রয়োজনীয় ভোগান্তি এড়াতে শুক্রবার কোন কোন এলাকায় দোকানপাট ও শপিংমল বন্ধ থাকে এবং কোন কোন বিনোদনকেন্দ্র খোলা বা বন্ধ থাকে, তা আগেভাগেই জেনে নেওয়া জরুরি।

শুক্রবার যেসব শপিং সেন্টার ও বাজার বন্ধ থাকে

শুক্রবার রাজধানীর বেশ কিছু পুরোনো ও পাইকারি বাজারে দোকানপাট বন্ধ থাকে। এর মধ্যে রয়েছে আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজারের পাইকারি দোকানপাট, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চক বাজার, বাবু বাজার, নয়া বাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর এলাকার কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট এবং সান্দ্রা সুপার মার্কেট।

এই এলাকাগুলোতে মূলত পাইকারি বাণিজ্য ও পুরোনো বাজারকেন্দ্রিক ব্যবসা পরিচালিত হয়। তাই শুক্রবার এসব এলাকায় যাওয়ার পরিকল্পনা থাকলে আগেই বিকল্প ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিচ্ছেন নিয়মিত ক্রেতারা।

শুক্রবার বন্ধ থাকে যেসব দর্শনীয় স্থান

শুক্রবার রাজধানীর কিছু জনপ্রিয় দর্শনীয় স্থান ও জাদুঘরও বন্ধ থাকে, যা অনেকেই না জেনে গিয়ে বিড়ম্বনায় পড়েন।

সামরিক জাদুঘর বিজয় সরণিতে অবস্থিত। এটি সাধারণত প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকে। তবে সাপ্তাহিক ছুটি হিসেবে বৃহস্পতিবার ও শুক্রবার জাদুঘরটি বন্ধ থাকে।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আগারগাঁও এলাকায় অবস্থিত। এই জাদুঘরটিও বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক ছুটির জন্য বন্ধ থাকে। শনি থেকে বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে। এখানে প্রবেশমূল্য জনপ্রতি ৫ টাকা। পাশাপাশি শনি ও রবিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ১০ টাকার টিকিটে টেলিস্কোপের মাধ্যমে আকাশ পর্যবেক্ষণের সুযোগ রয়েছে।

শিশু একাডেমি জাদুঘর সাপ্তাহিক ছুটি হিসেবে শুক্রবার ও শনিবার বন্ধ থাকে। এটি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে।

ভ্রমণপ্রত্যাশীদের জন্য পরামর্শ

শুক্রবার দিনটি ছুটির হওয়ায় পার্ক, জাদুঘর ও বিনোদনকেন্দ্রগুলোতে সাধারণত ভিড় বেশি থাকে। তবে কোথাও যাওয়ার আগে সংশ্লিষ্ট স্থানের সাপ্তাহিক ছুটি ও সময়সূচি যাচাই করে নেওয়া হলে অপ্রয়োজনীয় ভোগান্তি এড়ানো সম্ভব।

-রাফসান


আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ১৬ ১১:৫১:৩০
আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ শুক্রবার দুপুর পর্যন্ত তাপমাত্রা প্রায় একই রকম থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, এ সময়ের মধ্যে দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টা পর্যন্ত ঢাকাসহ পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ পরিষ্কার থাকবে। এই সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, যা শীতকালীন স্বাভাবিক আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

পূর্বাভাসে আরও উল্লেখ করা হয়, উত্তর-পশ্চিম অথবা পশ্চিম দিক থেকে ঘণ্টায় আনুমানিক ৫ থেকে ১০ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে। বাতাসের এই গতি তাপমাত্রায় বড় কোনো প্রভাব ফেলবে না বলেও জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অফিস জানায়, দিনের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। ফলে দুপুর পর্যন্ত ঠান্ডা ও শুষ্ক আবহাওয়া বিরাজ করবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, আজ সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল প্রায় ৭০ শতাংশ, যা সকালের শীতল অনুভূতি বাড়িয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে প্রায় ১৬ ডিগ্রি সেলসিয়াসে। শীতের এই পরিস্থিতি দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, বড় কোনো লঘুচাপ বা আবহাওয়াগত পরিবর্তন না থাকায় আজ দিনের প্রথমার্ধে আবহাওয়া স্থিতিশীল থাকার সম্ভাবনাই বেশি।

-রাফসান


শুক্রবার রাজধানীতে কোথায় কোন রাজনৈতিক কর্মসূচি

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ১৬ ১১:৪৭:০১
শুক্রবার রাজধানীতে কোথায় কোন রাজনৈতিক কর্মসূচি
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা সহ সারাদেশে প্রতিদিন সরকারি দফতর, রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক সংগঠনের নানামুখী কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচির কারণে অনেক সময় গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং নগরবাসীকে নানাবিধ ভোগান্তির মুখে পড়তে হয়। তাই দিনের শুরুতে কোথায় কোন কর্মসূচি রয়েছে, তা জানা থাকলে যাতায়াত পরিকল্পনা করা তুলনামূলক সহজ হয়।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীতে একাধিক রাজনৈতিক কর্মসূচি ঘোষিত রয়েছে। দিনের শুরুতেই এসব কর্মসূচির সময় ও স্থান সম্পর্কে জেনে নেওয়া নগরবাসীর জন্য সহায়ক হতে পারে।

বিএনপির কর্মসূচি

আজ সকাল ১১টায় সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম–এর সমাধিস্থলে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা-ভ্যান-অটোচালক দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া–এর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ–এর।

একই সময় সকাল ১১টায় রাজধানীর গুলশান-২ এলাকার শাহাবুদ্দিন আহমেদ পার্কে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে আলোকচিত্র ও তথ্যচিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

এ ছাড়া দুপুর ২টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন ও সংগ্রাম স্মরণে একটি নাগরিক শোক সভা অনুষ্ঠিত হবে। এই কর্মসূচিকে কেন্দ্র করে সংসদ ভবন সংলগ্ন এলাকায় জনসমাগম এবং যান চলাচলে সাময়িক চাপ সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মসূচি

অন্যদিকে, বিকাল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। এতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলটির নির্বাচনী সমঝোতা ও রাজনৈতিক অবস্থান সম্পর্কে বক্তব্য উপস্থাপন করা হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

নগরবাসীর জন্য সতর্কতা

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় একাধিক কর্মসূচি থাকায় আজ কিছু সড়কে যানজটের আশঙ্কা রয়েছে। তাই নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহারের পাশাপাশি যাতায়াতে বাড়তি সময় হাতে রেখে বের হওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

-রফিক


জুলাই অভ্যুত্থানে লুণ্ঠিত অস্ত্র কুমিল্লায় উদ্ধার

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ১৬ ১০:৪৪:৫৩
জুলাই অভ্যুত্থানে লুণ্ঠিত অস্ত্র কুমিল্লায় উদ্ধার

জুলাই অভ্যুত্থানের সময় লুণ্ঠিত অস্ত্র যে এখনও দেশের বিভিন্ন এলাকায় নিরাপত্তার জন্য নীরব হুমকি হয়ে আছে, তারই নতুন প্রমাণ মিলেছে কুমিল্লায়। জেলার মুরাদনগর উপজেলায় হাইওয়ে পুলিশের একটি লুণ্ঠিত অস্ত্রসহ দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাটি নির্বাচনপূর্ব নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগের ইঙ্গিত দিচ্ছে।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে মুরাদনগর উপজেলার লাজৈর এলাকার একটি ডোবা থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র দুটি উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লাস্থ র‍্যাবের একটি বিশেষ দল। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার বিভিন্ন এলাকায় অবৈধ ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার গভীর রাতে লাজৈর এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় সড়কের পাশে একটি ডোবা থেকে কসটেপে মোড়ানো অবস্থায় দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে একটি চাইনিজ রাইফেল রয়েছে, যা হাইওয়ে পুলিশের ব্যবহৃত অস্ত্র বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি জুলাই অভ্যুত্থান আন্দোলনের সময় পার্শ্ববর্তী ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা থেকে লুণ্ঠিত হয়েছিল। অন্য অস্ত্রটির উৎস ও ব্যবহারের বিষয়ে তদন্ত চলছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্রগুলো কীভাবে ওই এলাকায় পৌঁছাল, কারা এতে জড়িত এবং আরও অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মুরাদনগর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিরাপত্তা সংশ্লিষ্টদের মতে, নির্বাচনকে সামনে রেখে লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের অভিযান অব্যাহত থাকলে কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অপরাধ ও সহিংসতার ঝুঁকি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।


ঢাকায় ব্যারিস্টার নাজির আহমদ এর দুটি গ্রন্থের মোড়ক উম্মোচন অনুষ্ঠিত

শ‌হিদুল ইসলাম
শ‌হিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ১৫ ২১:৪৪:২৪
ঢাকায় ব্যারিস্টার নাজির আহমদ এর দুটি গ্রন্থের মোড়ক উম্মোচন অনুষ্ঠিত
ব্যারিস্টার নাজির আহমদের দুই বইয়ের মোড়ক উন্মোচন/ছবি : শ‌হিদুল ইসলাম

ব্রিটেনের উচ্চ আদালতের প্র্যাকটিসিং ব্যারিস্টার, বিশিষ্ট লেখক ও সংবিধান বিশেষজ্ঞ, রাষ্ট্রচিন্তক, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ও লন্ডন বারা অব নিউহ্যামের টানা তিনবারের সাবেক ডেপুটি স্পিকার ব্যারিস্টার নাজির আহমদের লিখিত দুটি গ্রন্থের প্রকাশনা মোড়ক উম্মোচন উপল‌ক্ষ্যে ১৫ জানুয়া‌রি ২০২৬, বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ ইমান আলী বলেন, আইনের শাসন হলো গণতন্ত্রের মেরুদণ্ড। মেরুদণ্ড ছাড়া যেমন মানুষ দাঁড়াতে পারে না, ঠিক তেমনি আইনের শাসন ছাড়া গণতন্ত্র মূখ থুবড়ে পড়ে। আইনের শাসন থাকলে দেশ উন্নত হবে, সবার উপকার হবে, আসবে বিদেশী বিনিয়োগ। স্বচ্চতা, জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা গড়ে তুলতে না পারলে আইনের শাসন শুধু কেতাবেই সীমাবদ্ধ থাকবে। বাস্তবে তার প্রয়োগ আমরা দেখতে পাব না। গণতন্ত্রের মেরুদন্ডসদৃশ আইনের শাসন প্রতিষ্ঠায় ব‍্যারিস্টার নাজির আহমদের সাহসী ও শক্তিমান ক্রিটিক্যাল লেখালেখি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি আরো বলেন, উচ্চ আদালতে প্রায় পঞ্চাশ লাখের মতো মামলা পেন্ডিং আছে। এতে পাঁচ হাজারের মতো বিচারক নিয়োগ দিলেও রাতারাতি মামলাগুলোর নিষ্পতি হবে না। এক যুগের উপরে সময় লাগবে। এজন‍্য বিকল্প বিরোধ মিমাংসা পদ্ধতির দিকে সংশ্লিষ্টদের সক্রিয় নজর দিতে হবে। প্রচলিত ব‍্যবস্থায় মামুলি বিষয়ে করা মামলার নিষ্পত্তিতে বরং বিবাদ ও কলহ আরো বাড়ায়, সৃষ্টি হয় তিক্ততার। একে অন্যের মুখ দেখাদেখি বন্ধ হয়। অপরদিকে মিডিয়েশন ও আর্বিট্রেশন সংশ্লিষ্টদের জন্য “উইন-উইন” ফলাফল নিয়ে আসে।

বই দুটির লেখক সম্পর্কে বিচারপতি মোহাম্মদ ইমান আলী বলেন, ব‍্যারিস্টার নাজির আহমদ একজন মেধাবী ও জ্ঞানী ব‍্যক্তি। তিনি বহুমুখী প্রতিভার অধিকারী। দেশ ও দেশের বাহিরে বিভিন্ন বিষয়ে ও ইস‍্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছেন। দেশ ও সমাজের অনেক অসঙ্গতি ও সত‍্য কথা তার বইতে অত্যন্ত সাহসের সাথে উচ্চারণ করেছেন। তার সৎ সাহসের প্রশংসা করতে হয়। প্রবাসীদের দাবি-দাওয়ার ব‍্যাপারে তিনি সবসময় সোচ্চার। এক কথায় ব‍্যারিস্টার নাজির আহমদ সমাজের এক গুণী ব্যক্তি, দেশের সম্পদ।

“আইন, সংবিধান ও নাগরিক অধিকার” ও “একটি মানবিক বাংলাদেশের প্রত্যাশায়” এর প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক জেলা ও দায়রা জজ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার জেনারেল বিচারক ইকতেদার আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ ইমান আলী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক সিনিয়র বিচারপতি এএফএম আব্দুর রহমান।

সাংবাদিক ও আবৃত্তিকারক মো: মঞ্জুর হোসাইন এশার সঞ্চালনায় প্রকাশনা অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত ও স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এটিএম মিজানুর রহমান, লেখক ও সাহিত্যিক আমিনুল ইসলাম, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এডভোকেট ব‍্যারিস্টার মোজাক্কির হোসাইন ও এডভোকেট পারভেজ হোসেন, শিক্ষাবিদ ড. এম এ আজিজ, বইয়ের প্রকাশক আসাদুজ্জামান সরকার প্রমূখ। বিভিন্ন পেশার ব‍্যক্তিত্বদের উপস্থিতিতে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হল ছিল কানায় কানায় ভর্তি। প্রধান অতিথি বিশেষ অতিথি, সভাপতি ও বইয়ের লেখককে নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন করেন।

বিশেষ অতিথির বক্তব্যে বিচারপতি এ এফ এম আব্দুর রহমান বলেন, অনেক ক্ষেত্রে বাংলাদেশ থেকে মানবিকতা উদাও হয়েছে। সত্যিকারের মানবিক বাংলাদেশ গঠনে বই দুটি খুবই সহায়ক হবে। বই দুটিতে ব‍্যারিস্টার নাজির আহমদ চমৎকারভাবে বাংলাদেশের আর্ত-সামাজিক অবস্থা, সংবিধান, রাষ্ট্র এবং সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরেছেন। আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি, সমাজে ও রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে তা ঢুকে পড়েছে। তিনি বলেন, কোর্টের স্ট‍্যাম্পে “আসুন দুর্নীতিকে ঘৃনা করি” লেখার মাধ‍্যমে আমরা রাষ্ট্রীয়ভাবে স্বীকার করছি যে দুর্নীতি আজ আমাদের জাতীয় সমস‍্যা। দুর্নীতির এ পাদূর্ভাব থেকে বাঁচতে হলে সকলের সামগ্রিক উদ্যোগ ও প্রচেষ্টা প্রয়োজন। বিশেষ করে আসন্ন নির্বাচনে দুর্নীতিমুক্ত ব‍্যক্তিদের নির্বাচিত করার জন্য তিনি আহ্বান জানান।

গ্রন্থ দুটির লেখক ব্যারিস্টার নাজির আহমদ বলেন, আইন চর্চা হচ্ছে আমার প্রধান পেশা। দীর্ঘ ২৭ বছর ধরে আইনের প্র্যাকটিস করছি। এর বাইরে আমি বাংলাদেশ নিয়ে তন্ময়চিত্তে ভাবি ও পেশোনেটলি লেখালেখি করি। তিনি বলেন, প্রবাসে দীর্ঘদিন ধরে অবস্থান করলেও এই ভূখন্ডের জন্ম নেয়ার জন‍্য এর প্রতি প্রভু পদত্ত তাঁর কর্তব্যবোধ রয়েছে। সংবিধানে লেখা আছে আইনের দৃষ্টিতে সবাই সমান কিন্তু বাস্তবে আমরা দেখি তার উল্টো। এ ধরনের দ্বিচারিতা নিয়ে জাতি খুব বেশি এগুতে পারে না, উন্নতির উচ্চ শিখরে উঠা তো দূরের ব্যাপার। তিনি বলেন, আমরা সত্যিকারের একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই যেখানে নাগরিকরা হবে একে অন‍্যের শুভাকাঙ্খি ও কল‍্যানকামি।

সভাপতির বক্তব্যে বিচারক ইকতেদার আহমেদ বলেন, ব‍্যারিস্টার নাজির আহমদ একজন গুনি মানুষ। তার লেখায় চমৎকারভাবে ফুটে উঠেছে আমাদের ঘুনে ধরা সমাজের চিত্র। বই দুটিতে তিনি সুনিপুণভাবে তুলে ধরেছেন বাংলাদেশকে মানবিক বাংলাদেশ গড়তে ও সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করতে কি কি করতে হবে। তিনি বলেন, পাঠকরা বই দুটি পড়লে নি:সন্দেহে উপকৃত হবেন।

বই দুটির মোড়ক উন্মোচন ও রিফ্রেশমেন্টের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


কুমিল্লা জেলার ১১ আসনে পোস্টাল ব্যালট ভোটার সংখ্যা ১ লাখ ১১ হাজারের বেশি

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ১৫ ২০:৫৬:৩১
কুমিল্লা জেলার ১১ আসনে পোস্টাল ব্যালট ভোটার সংখ্যা ১ লাখ ১১ হাজারের বেশি
পোস্টাল ব্যালটে রেকর্ড কুমিল্লায়/ ছবি: মোঃ মাসুদ রানা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কুমিল্লার ১১ সংসদীয় আসনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের লক্ষ্যে নিবন্ধিত হয়েছেন মোট ১ লাখ ১১ হাজার ৫৫০ জন ভোটার।এসব ভোটারের মধ্যে দেশের বিভিন্ন স্থানে চাকরিরত, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত এবং বিভিন্ন দেশে প্রবাসী রয়েছেন বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. হাবিবুর রহমান।

আসনভিত্তিক পোস্টাল ব্যালটের ভোটারদের মধ্যে কুমিল্লা-১( দাউদকান্দি -মেঘনা) আসনে পোস্টাল ভোটার নিবন্ধন করেছেন ৮ হাজার ৫৯৯ জন যার মধ্য পুরুষ ৭৬৯৯ মহিলা ৯০০,কুমিল্লা -(হোমনা-তিতাস) আসনে পোস্টাল ভোটার নিবন্ধন করেছেন সাত হাজার ২৯০ জন।যার মধ্যে পুরুষ ৬৬৪৫ নারী ৬৪৫ জন,কুমিল্লা – ৩ মুরাদনগর আসনে ৯৪৯৮ যার মধ্যে পুরুষ ৮৯০৭ ও নারী ৫৯১ জন,কুমিল্লা – দেবিদ্বার আসনে ১০১০৫ জন,যার মধ্যে পুরুষ ৯৩৮৯ ও নারী ৭১৬ জন,

কুমিল্লা -৫( বুড়িচং -ব্রাহ্মনপাড়া) আসনে ১২৩৩০ জন যার মধ্যে পুরুষ ১১৩০০ ও নারী ১০৩০ জন,কুমিল্লা -৬( আদর্শ সদর- সিটি করপোরেশন – সদর দক্ষিণ) আসনে ১১৯১৬ জন,যার মধ্যে পুরুষ ১০৫৫১ ও নারী ১৩৬৫ জন,কুমিল্লা -৭ চান্দিনা আসনে ৫৭২২ জন,যার মধ্যে পুরুষ ৫৩৯১ জন ও নারী ৩৩১ জন,কুমিল্লা -৮ বরুড়া আসনে ৮৪৪৮ জন,কুমিল্লা -৯ ( লাকসাম -মনোহরগঞ্জ) আসনে ১১১৬৩ জন যার মধ্যে পুরুষ ১০৪৬৯ নারী ৬৯৪ জন,

কুমিল্লা -১০( নাঙ্গলকোট -লালমাই) আসনে ১৩৯৩৮ জন যার মধ্যে পুরুষ ১৩০৯৪ নারী ৮৪৪ ও কুমিল্লা -১১ চৌদ্দগ্রাম আসনে মোট পোষ্টাল ভোটার ১২৫৪১ জন,যার মধ্যে ১১৮১৩ ও নারী ৭২৮ জন।

জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. হাবিবুর রহমান দৈনিক বাংলাবাজার পত্রিকা জানান, নিবন্ধিত ভোটারদের ঠিকানায় ডাকযোগে জাতীয় নির্বাচনের জন্য প্রতীক সম্বলিত ব্যালট পেপার এবং গণভোটের জন্য গোলাপি রঙের আরও একটি ব্যালট পেপার প্রেরণ করবে নির্বাচন কমিশন।পাঠানো নিয়মাবলী অনুসরণ করে ভোট প্রদান শেষে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের ঠিকানায় ডাকযোগে ব্যালট পাঠিয়ে দেবেন। ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের সময় শেষ হলে বিকাল সাড়ে ৪টায় রিটার্নিং অফিসারের দফতরে এজেন্টদের উপস্থিতিতে এসব ব্যালটের ভোট গণনা করা হবে।


টেবুনিয়া বিএডিসিতে সহকারী পরিচালকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

এম এস রহমান
এম এস রহমান
পাবনা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ১৫ ১৫:৩৪:৫৬
টেবুনিয়া বিএডিসিতে সহকারী পরিচালকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ
ছবি: সংগৃহীত

পাবনার টেবুনিয়ায় অবস্থিত বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)–এর বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে সহকারী পরিচালক মাহমুদুল হাসান–এর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, সহকর্মীদের হেনস্তা এবং প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গের একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, বগুড়ায় স্থায়ী বসবাসের প্রভাব দেখিয়ে তিনি নিজেকে কেন্দ্রের একচ্ছত্র নিয়ন্ত্রক হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছেন।

অভিযোগে বলা হয়েছে, তার নির্দেশনা অনুসরণ না করলে কর্মকর্তা ও কর্মচারীদের নানা উপায়ে চাপে রাখা হচ্ছে। এ পরিস্থিতিতে খামারের ভেতরে শ্রমিক ও কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ বাড়ছে এবং স্বাভাবিক কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়েছে।

সাম্প্রতিক সময়ে এক অবসরপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলীর সঙ্গে সংঘর্ষকে কেন্দ্র করে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। অভিযোগ রয়েছে, সহকারী পরিচালক মাহমুদুল হাসান শ্রমিকদের ব্যবহার করে কাজ বন্ধ রেখে ওই প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধনের আয়োজন করেন। এ ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগ, লিখিত দরখাস্ত এবং থানায় সাধারণ ডায়েরি করার ঘটনাও ঘটেছে।

বিএডিসি সূত্রে জানা গেছে, কেন্দ্রটিতে দীর্ঘদিন ধরেই তীব্র জনবল সংকট চলছে। ২৬টি অনুমোদিত পদের বিপরীতে বর্তমানে মাত্র তিনজন কর্মকর্তা দিয়ে কার্যক্রম চালাতে হচ্ছে। এ সংকট মোকাবিলায় অফিসের প্রয়োজনে অবসরপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম–কে দীর্ঘদিন ধরে কাজে যুক্ত রাখা হয়েছে।

গত ৫ জানুয়ারি শ্রমিকদের একটি দাবিকে কেন্দ্র করে ধর্মঘটের ডাক দেওয়া হয়। ওইদিন জাহাঙ্গীর আলম অফিসে গেলে শ্রমিকরা তাকে ভেতরে ঢুকতে বাধা দেন এবং তার সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ ওঠে। পরিস্থিতি তখন থেকেই উত্তপ্ত হতে শুরু করে।

এরপর ১১ জানুয়ারি অফিসে গিয়ে জাহাঙ্গীর আলম দেখতে পান, তার ব্যবহৃত কক্ষ থেকে চেয়ার ও টেবিল সরিয়ে নেওয়া হয়েছে। তিনি অফিস সহায়ক সবুজকে জিজ্ঞাসা করলে জানানো হয়, সহকারী পরিচালক মাহমুদুল হাসানের নির্দেশেই শ্রমিকরা এসব সরিয়ে নিয়েছে। পরে মাহমুদুল হাসান অফিসে এলে এ নিয়ে দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয় এবং এক পর্যায়ে গালিগালাজের অভিযোগ ওঠে। পরিস্থিতি মারমুখী হয়ে উঠলে শ্রমিকরা হস্তক্ষেপ করে দুজনকে আলাদা করেন।

এ ঘটনার পরদিন ১২ জানুয়ারি কেন্দ্রের প্রধান ফটকের সামনে জাহাঙ্গীর আলমের শাস্তি দাবি করে শ্রমিকরা মানববন্ধন করেন। সেখানে তাকে রাজনৈতিক দোসর আখ্যা দিয়ে সহকারী পরিচালকের ওপর হামলার বিচার দাবি করা হয় বলে অভিযোগ রয়েছে।

পরবর্তীতে একই দিন সহকারী পরিচালক মাহমুদুল হাসান ও অবসরপ্রাপ্ত প্রকৌশলী জাহাঙ্গীর আলম পৃথকভাবে টেবুনিয়া কেন্দ্রের যুগ্ম পরিচালক বরাবর লিখিত অভিযোগ দেন। পাশাপাশি মাহমুদুল হাসান সদর থানায় একটি সাধারণ ডায়েরিও করেন।

এ বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, তার চেয়ার ও টেবিল সরিয়ে নেওয়ার বিষয়ে প্রশ্ন করায় সহকারী পরিচালক তাকে অপমানজনক ভাষায় গালিগালাজ করেন, যা তার জন্য মানহানিকর। তিনি দাবি করেন, শ্রমিকদের সঙ্গে তার কোনো বিরোধ নেই, অথচ উদ্দেশ্যমূলকভাবে শ্রমিকদের ব্যবহার করে তার বিরুদ্ধে মানববন্ধন করানো হয়েছে।

এ প্রসঙ্গে টেবুনিয়া বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের যুগ্ম পরিচালক কাজেম আলী বলেন, একজন বয়োজ্যেষ্ঠ ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে অপদস্থ করা গ্রহণযোগ্য নয়। তিনি জানান, উভয় পক্ষের অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, সহকারী পরিচালক মাহমুদুল হাসান দীর্ঘ সময় অফিসে অনুপস্থিত ছিলেন এবং বর্তমানে অনিয়মিতভাবে দায়িত্ব পালন করছেন। তার আচরণে খামারের নিয়মিত কার্যক্রম ব্যাহত হচ্ছে। বীজের মান নিয়ে সিনিয়র কর্মকর্তাদের নির্দেশনা উপেক্ষা করে একক সিদ্ধান্ত নেওয়ার অভিযোগও করেন তিনি।

যুগ্ম পরিচালক আরও জানান, আগামী ২২ জানুয়ারির মধ্যেই আমন বীজ সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ সম্পন্ন করার সময়সীমা থাকলেও শ্রমিকদের কাজে অনীহার কারণে লক্ষ্য পূরণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এতে মানসম্মত বীজ উৎপাদন ও সংরক্ষণ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিএডিসি পাবনার বিপণন বিভাগের উপ-পরিচালক ছাদেক হোসেন অভিযোগ করেন, মাহমুদুল হাসানের আচরণ চরম ঔদ্ধত্যপূর্ণ এবং তিনি সিনিয়রদের নির্দেশনা মানেন না। তার বিরুদ্ধে ইতোমধ্যে একাধিক লিখিত অভিযোগ ও একটি বিভাগীয় মামলার কথাও তিনি উল্লেখ করেন।

টেবুনিয়া খামারের উপ-পরিচালক এস এম মাহবুব অর রশিদ বলেন, সহকারী পরিচালকের কথামতো কাজ না করায় তাকেও বিভিন্নভাবে হেনস্তার শিকার হতে হয়েছে। বিষয়টি তিনি লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।

সব অভিযোগ অস্বীকার করে মাহমুদুল হাসান বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, প্রকৌশলী জাহাঙ্গীর আলম তার ওপর হামলার চেষ্টা করেছিলেন এবং শ্রমিকরা তা প্রতিহত করেছেন। মানববন্ধন শ্রমিকদের স্বতঃস্ফূর্ত সিদ্ধান্তে হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় অফিসে অনুপস্থিত থাকার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অবগতিতেই ছিল এবং তিনি কোনো ক্ষমতার অপব্যবহার করেননি। বিষয়টি নিয়ে প্রশাসনিক তদন্ত হলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

পাঠকের মতামত:

ব্যক্তিগত দায় বনাম প্রাতিষ্ঠানিক দায়: দায়মুক্তির এক রাজনৈতিক সংস্কৃতি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ঘটনা কাগজে পড়লে প্রথমে মনে হয় এটা যেন কোনো যুদ্ধের খবর। এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে হাত–পা প্রায়... বিস্তারিত