সূত্র : ইসলামিক রিসার্চ সেন্টার, বসুন্ধরা, ঢাকা।
নামাজের সময়সূচি: ১৬ জানুয়ারি ২০২৬

আজ শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬। বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী আজ ২ মাঘ ১৪৩২, আর হিজরি হিসাবে দিনটি ২৬ রজব ১৪৪৭। ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য আজকের দিনটি গুরুত্বপূর্ণ হওয়ায় রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার নামাজের সময়সূচি জেনে নেওয়া প্রয়োজন।
ঢাকা ও এর পার্শ্ববর্তী অঞ্চলে আজ জুমার নামাজের সময় শুরু হবে দুপুর ১২টা ১২ মিনিটে। মুসল্লিদের সময়মতো মসজিদে উপস্থিত থাকার জন্য এ সময়ের প্রতি খেয়াল রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
আজ আসরের নামাজের সময় শুরু হবে বিকেল ৩টা ৫৭ মিনিটে। এরপর সূর্যাস্তের পর মাগরিবের নামাজ আদায় করা যাবে সন্ধ্যা ৫টা ৩৭ মিনিট থেকে।
রাতের নামাজ হিসেবে এশার সময় শুরু হবে সন্ধ্যা ৬টা ৫৪ মিনিটে। মুসল্লিরা এই সময়ের পর এশার নামাজ আদায় করতে পারবেন।
পরবর্তী দিনের সূচি অনুযায়ী, আগামীকাল শনিবার ফজরের নামাজের সময় শুরু হবে ভোর ৫টা ২৮ মিনিটে। ইবাদতের প্রস্তুতির জন্য আগেভাগে সময় জেনে রাখা গুরুত্বপূর্ণ।
আজ রাজধানী ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে, আর আগামীকাল সূর্যোদয় ঘটবে সকাল ৬টা ৪৩ মিনিটে। দিন ও রাতের এই সময়সূচি রোজকার ইবাদত ও দৈনন্দিন কার্যক্রম পরিকল্পনায় সহায়ক হবে।
কেন শুক্রবার মুসলমানদের জন্য ব্যতিক্রম ও শ্রেষ্ঠ: জুমার দিনের ফজিলত, আমল ও তাৎপর্য এক নজরে
শুক্রবার কি শুধু সপ্তাহের আরেকটি দিন, নাকি মুসলমানদের জন্য আল্লাহ নির্ধারিত এক বিশেষ রহমতের সময়? হাদিস ও কোরআনের আলোকে দেখা যায়, জুমার দিন কেবল একটি সাপ্তাহিক ইবাদতের দিন নয়; বরং এটি এই উম্মতের জন্য এক অনন্য পরিচয়, সম্মান ও আখিরাতমুখী সৌভাগ্যের প্রতীক। দুনিয়ার সময়ক্রমে যেমন শুক্রবারের অবস্থান আলাদা, তেমনি কেয়ামতের দিনও এই উম্মতের অবস্থান হবে অগ্রগণ্য।
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ (সা.) স্পষ্টভাবে জানিয়েছেন, আল্লাহ তায়ালা পূর্ববর্তী উম্মতদের জুমার দিনের জ্ঞান থেকে বঞ্চিত রেখেছিলেন। ইহুদিদের জন্য নির্ধারিত ছিল শনিবার, খ্রিষ্টানদের জন্য রবিবার। এরপর আল্লাহ তায়ালা এই উম্মতকে দুনিয়ায় পাঠিয়ে শুক্রবারকে ফজিলতপূর্ণ দিন হিসেবে দান করেন। পৃথিবীর সময়ধারায় যেমন শনিবার ও রবিবার শুক্রবারের পরে এসেছে, তেমনি কেয়ামতের দিনেও ইহুদি ও খ্রিষ্টানরা মুসলমানদের পরে থাকবে, যদিও দুনিয়াতে মুসলমানরা এসেছে সর্বশেষ (সহিহ মুসলিম: ১৪৭৩)।
রাসূলুল্লাহ (সা.) আরও বলেন, পৃথিবীতে সূর্য উদিত হওয়া সব দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার। এই দিনেই হজরত আদম (আ.)-কে সৃষ্টি করা হয়েছে, জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং আবার জান্নাত থেকে পৃথিবীতে অবতরণ করানো হয়েছে। এমনকি কেয়ামতও সংঘটিত হবে এই শুক্রবারেই (সহিহ মুসলিম: ৮৫৪)। এ কারণেই ইসলামি দৃষ্টিতে শুক্রবার কেবল ইবাদতের দিন নয়, বরং মানব ইতিহাস ও ভবিষ্যতের সঙ্গে গভীরভাবে যুক্ত একটি দিন।
হাদিসে শুক্রবারকে মুসলমানদের ঈদের দিন হিসেবে আখ্যায়িত করা হয়েছে। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, আল্লাহ তায়ালা জুমার দিনকে এই উম্মতের জন্য ঈদের দিন বানিয়েছেন (সহিহ ইবনে মাজাহ: ৯০৮)। ঈদের মতোই এ দিন পরিচ্ছন্নতা, উত্তম পোশাক, সুগন্ধি ব্যবহার এবং সম্মিলিত ইবাদতের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
জুমার দিনের আরেকটি বড় বৈশিষ্ট্য হলো গুনাহ মাফের সুযোগ। যে ব্যক্তি জুমার দিন গোসল করে, পরিষ্কার পোশাক পরে, সুগন্ধি ব্যবহার করে, আগে আগে মসজিদে আসে, অন্য মুসল্লিদের কষ্ট না দিয়ে মনোযোগসহকারে খুতবা শোনে এবং অনর্থক কথা থেকে বিরত থাকে, তার আগের জুমা থেকে পরের জুমা পর্যন্ত সব সগিরা গুনাহ মাফ করে দেওয়া হয় (আবু দাউদ: ৩৪৩)।
এই দিনের প্রতিটি আমলের সওয়াবও অসাধারণ। রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন ভালোভাবে গোসল করে হেঁটে মসজিদে যায়, ইমামের কাছাকাছি বসে মনোযোগ দিয়ে খুতবা শোনে এবং অনর্থক কাজ থেকে বিরত থাকে, আল্লাহ তায়ালা তার প্রতি কদমের বিনিময়ে এক বছরের রোজা ও এক বছরের নামাজের সওয়াব দান করেন (তিরমিজি: ৪৫৬)।
হাদিসে আরও এসেছে, কোনো মুসলমান যদি শুক্রবার দিনে বা রাতে ইন্তেকাল করে, আল্লাহ তায়ালা তাকে কবরের আজাব থেকে রক্ষা করেন (তিরমিজি: ১০৭৪)। এ কারণেও শুক্রবারকে রহমত ও নিরাপত্তার দিন হিসেবে বিবেচনা করা হয়।
জুমার দিনের বিশেষ কিছু আমল কোরআন ও হাদিসে গুরুত্বসহকারে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে জামাতে ফজরের নামাজ আদায়, গোসল করা, উত্তম পোশাক পরা, সুগন্ধি ব্যবহার, আগেভাগে মসজিদে যাওয়া এবং খুতবা চলাকালে সম্পূর্ণ নীরব থাকা। কোরআনে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, জুমার দিনে আজান দেওয়া হলে আল্লাহর স্মরণের দিকে দ্রুত ধাবিত হতে হবে এবং বেচাকেনা বন্ধ রাখতে হবে (সুরা জুমা: ৯)।
এ দিন সূরা কাহাফ তেলাওয়াতের বিশেষ ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ (সা.) বলেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পাঠ করবে, তার জন্য দুই জুমার মধ্যবর্তী সময় নূরে আলোকিত করা হবে (আমালুল ইয়াওমি ওয়াল লাইল: ৯৫২)। পাশাপাশি বেশি বেশি দরুদ শরিফ পাঠ করার ওপরও জোর দেওয়া হয়েছে। কারণ জুমার দিনে পাঠ করা দরুদ সরাসরি রাসূলুল্লাহ (সা.)-এর নিকট পেশ করা হয় (আবু দাউদ: ১০৪৭)।
জুমার খুতবা ও নামাজের শৃঙ্খলা ইসলামি সমাজব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ দিক। খুতবার সময় কথা বলা তো দূরের কথা, কাউকে চুপ থাকতে বলাও অনর্থক কাজ হিসেবে গণ্য করা হয়েছে (বুখারি: ৯০৬)। তাফসিরবিদরা বলেন, সুরা জুমার আগের সুরা ‘সফ’ এবং পরের সুরা ‘মুনাফিকুন’। এতে ইঙ্গিত রয়েছে যে, জুমার নামাজে কাতারবদ্ধ হওয়া ঈমানি ঐক্যের প্রতীক এবং জুমা পরিত্যাগ করা কপটতার লক্ষণ।
রাসূলুল্লাহ (সা.) কঠোরভাবে সতর্ক করেছেন, বিনা কারণে যারা ধারাবাহিকভাবে জুমা পরিত্যাগ করে, আল্লাহ তাদের অন্তরে মোহর এঁটে দেন এবং তারা গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে যায় (সহিহ মুসলিম)। এমনকি তিন জুমা অবহেলা করলে অন্তর সিলমোহর হয়ে যাওয়ার কথাও হাদিসে এসেছে (তিরমিজি)।
সব মিলিয়ে শুক্রবার মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, সামষ্টিক ইবাদত, দোয়া কবুলের বিশেষ সময় এবং ঈমান নবায়নের এক অনন্য সুযোগ। নারী-পুরুষ সবার জন্যই শুক্রবারের আমল সমানভাবে প্রযোজ্য। তাই এই দিনের ফজিলত উপলব্ধি করে সচেতনভাবে আমল করাই একজন মুমিনের দায়িত্ব।
মহান আল্লাহ আমাদের সবাইকে জুমার দিনের মর্যাদা উপলব্ধি করে কোরআন ও সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।
২০২৬ সালের রমজান ও ঈদ নিয়ে সম্ভাব্য সময়সূচি
মুসলিম উম্মাহর জন্য সংযম, আত্মশুদ্ধি ও ইবাদতের মাস পবিত্র রমজান ক্রমেই ঘনিয়ে আসছে। বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে ইতোমধ্যে সিয়াম সাধনার প্রস্তুতি ও আগ্রহ বাড়তে শুরু করেছে। বিভিন্ন দেশের ইসলামিক ক্যালেন্ডার বিশ্লেষণ করে রমজান শুরুর সম্ভাব্য সময়কাল নিয়ে আলোচনা শুরু হয়েছে।
দুবাইয়ের Islamic Affairs and Charitable Activities Department প্রকাশিত ২০২৬ সালের সরকারি ছুটি ও ধর্মীয় ইভেন্টের ক্যালেন্ডার অনুযায়ী, আগামী বছরের ফেব্রুয়ারি মাসের ১৭ থেকে ১৯ তারিখের মধ্যে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, রমজানের সম্ভাব্য প্রথম দিন হতে পারে ১৮ ফেব্রুয়ারি। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করায় এ তারিখ চূড়ান্ত নয়।
ইসলামি শরিয়ত অনুযায়ী, রমজান মাসের সূচনা নির্ধারিত হয় শাবান মাসের শেষের চাঁদ দেখার মাধ্যমে। সে কারণে নতুন চাঁদের দৃশ্যমানতার ওপর ভিত্তি করে রোজা এক দিন আগে বা পরে শুরু হতে পারে। ফলে মুসলিম বিশ্ব তাকিয়ে থাকবে সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার দিকে।
২০২৬ সালের ক্যালেন্ডার বিশ্লেষণে আরও দেখা যায়, পবিত্র রমজান মাসের সম্ভাব্য শেষ দিন হতে পারে ১৯ মার্চ, যা বৃহস্পতিবারে পড়তে পারে। সে হিসেবে পরদিন অর্থাৎ ২০ মার্চ মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রমজান মাস ২৯ অথবা ৩০ দিনের হলে ঈদের তারিখ এক দিন এগিয়ে বা পিছিয়েও যেতে পারে।
হিজরি বর্ষপঞ্জি সম্পূর্ণভাবে চন্দ্রচক্রের ওপর নির্ভরশীল। প্রতিটি হিজরি মাস সাধারণত ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। বর্তমানে হিজরি ক্যালেন্ডার অনুযায়ী চলছে পবিত্র রজব মাস, যা রমজানের প্রস্তুতির গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচিত। রজব ও শাবান মাসকে মুসলমানরা আত্মশুদ্ধি ও ইবাদতের প্রস্তুতির সময় হিসেবে দেখেন।
বিশ্বের বিভিন্ন মুসলিমপ্রধান দেশে ইতোমধ্যে রমজানকে সামনে রেখে ধর্মীয়, সামাজিক ও প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে। মসজিদগুলোতে তারাবির নামাজ, ইফতার কার্যক্রম এবং দান-সদকার আয়োজনকে ঘিরে ব্যস্ততা বাড়ছে। পবিত্র রমজান মুসলিম সমাজে কেবল ইবাদতের মাস নয়, বরং আত্মসংযম, সহমর্মিতা ও নৈতিক পুনর্জাগরণের একটি গুরুত্বপূর্ণ সময় হিসেবেও বিবেচিত।
-রফিক
আজকের নামাজের সময়সূচি: ১৫ জানুয়ারি ২০২৬
ইসলামের পাঁচটি মূল রুকন বা স্তম্ভের মধ্যে নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা পঞ্চস্তম্ভের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ইমান বা বিশ্বাসের পর একজন মুসলমানের জন্য নামাজই হলো ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং কিয়ামতের দিন ইবাদতের মধ্যে প্রথম হিসাব নেওয়া হবে এই নামাজের। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি ইসলামে ওয়াজিব, সুন্নত ও নফল নামাজেরও বিধান রয়েছে। দৈনন্দিন জীবনের যতই ব্যস্ততা থাকুক না কেন, নির্দিষ্ট ওয়াক্ত অনুযায়ী ফরজ নামাজ আদায় করাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ কাজ হিসেবে বিবেচনা করা হয়।
আজ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ইংরেজি তারিখটি বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী ১ মাঘ ১৪৩২ এবং হিজরি ক্যালেন্ডার মতে ২৫ রজব ১৪৪৭।
রাজধানী ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে আজ জোহর নামাজের ওয়াক্ত শুরু হবে দুপুর ১২টা ১০ মিনিটে।
দিনের পরবর্তী গুরুত্বপূর্ণ ইবাদত আসর নামাজের সময় নির্ধারিত হয়েছে বিকেল ৩টা ৫৫ মিনিটে।
সূর্যাস্তের সাথে সাথে মাগরিবের ওয়াক্ত শুরু হবে বিকেল ৫টা ৩১ মিনিটে এবং দিনের শেষ ফরজ ইবাদত এশা নামাজের সময় হবে সন্ধ্যা ৬টা ৫১ মিনিটে।
এছাড়া আগামীকালের অর্থাৎ শুক্রবারের ফজরের নামাজের সময় শুরু হবে ভোর ৫টা ২৪ মিনিটে।
রাজধানী ঢাকার সময়ের সাথে দেশের অন্যান্য বিভাগীয় শহরের মুসল্লিদের নামাজের সময়ে কিছুটা পার্থক্য রয়েছে, যা ভৌগোলিক অবস্থানের কারণে কয়েক মিনিট আগে বা পরে হয়ে থাকে।
বিশেষ করে চট্টগ্রামের মুসল্লিদের ঢাকার নির্ধারিত সময় থেকে ৫ মিনিট এবং সিলেটের মুসল্লিদের ৬ মিনিট সময় বিয়োগ করতে হবে। অর্থাৎ এই দুই বিভাগে ঢাকার চেয়ে কিছুটা আগেই নামাজের ওয়াক্ত শুরু হবে। অন্যদিকে দেশের পশ্চিমাঞ্চল ও দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে ঢাকার সময়ের সাথে কয়েক মিনিট যোগ করে নামাজের সময় নির্ধারণ করতে হয়।
বিভাগীয় শহরগুলোর মধ্যে খুলনার মুসল্লিদের ঢাকার সময়ের সাথে ৩ মিনিট এবং বরিশালের মুসল্লিদের ১ মিনিট সময় যোগ করতে হবে। এছাড়া উত্তরাঞ্চলের বিভাগগুলোর মধ্যে রাজশাহীতে ৭ মিনিট এবং রংপুরে ৮ মিনিট সময় যোগ করে নামাজের সঠিক ওয়াক্ত নির্ণয় করার পরামর্শ দেওয়া হয়েছে। সঠিক সময়ে ইবাদত সম্পন্ন করার জন্য এই সময়সূচিটি অনুসরণ করা মুমিনদের জন্য সহায়ক হবে, যা তাদের ধর্মীয় অনুশাসন পালনে বিশেষ ভূমিকা রাখবে।
বাথরুমে একা থাকলেও কি সতর ঢাকা জরুরি? যা বলছে ইসলাম
মানুষের প্রাত্যহিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হলো শারীরিক পরিচ্ছন্নতা ও পবিত্রতা। ইসলাম ধর্মে এই পবিত্রতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ তায়ালা ঘোষণা করেছেন, “নিশ্চয়ই আল্লাহ পবিত্রতা রক্ষা করতে ভালোবাসেন।” (সুরা তাওবা : ১০৮)।
তবে দৈনন্দিন পবিত্রতা অর্জনের অন্যতম প্রধান মাধ্যম ‘গোসল’ করার ক্ষেত্রে অনেক সময় কিছু সাধারণ প্রশ্ন দেখা দেয়। বিশেষ করে ঘর বা বাথরুমে একাকী থাকা অবস্থায় একদম নগ্ন বা উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ কি না এবং এতে গুনাহ হবে কি না—তা নিয়ে জনমনে কৌতূহল রয়েছে। এই বিষয়ে শরীয়তের সুনির্দিষ্ট বিধান ও হাদিসের নির্দেশনা নিয়ে কথা বলেছেন ধর্মতত্ত্ববিদরা।
গাজীপুরের বোর্ডবাজারস্থ মাদ্রাসা মারকাযুন নূর-এর পরিচালক মুফতি রিজওয়ান রফিকী এই প্রসঙ্গে ইসলামি শরীয়তের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি জানান, বাথরুমে সম্পূর্ণ উলঙ্গ হয়ে গোসল করা মৌলিকভাবে ‘জায়েজ’ বা অনুমোদিত হলেও, এটি অনুত্তম। ইসলামের দৃষ্টিতে অত্যন্ত নির্জনেও সম্পূর্ণ নগ্ন থাকা সমীচীন নয়।
সতর রক্ষার গুরুত্ব বোঝাতে মুফতি রফিকী প্রখ্যাত হাদিস গ্রন্থ জামে তিরমিজির একটি বর্ণনা তুলে ধরেন। হযরত মুআবিয়া (রা.) থেকে বর্ণিত, তিনি রাসুলুল্লাহ (সা.)-কে প্রশ্ন করেছিলেন যে, নির্জনে থাকার সময়ও সতর বা লজ্জাস্থান কতটুকু ঢেকে রাখা প্রয়োজন। উত্তরে বিশ্বনবী (সা.) বলেন, “তোমার স্ত্রী ও দাসী ছাড়া সকলের কাছ থেকে তোমার সতরের হিফাজত করবে।”
যখন মুআবিয়া (রা.) পুনরায় প্রশ্ন করেন যে, যদি কোনো ব্যক্তি সম্পূর্ণ একাকী থাকে তবে কী হবে? তখন রাসুল (সা.) অত্যন্ত তাৎপর্যপূর্ণ এক জবাব দেন। তিনি বলেন, “লজ্জা করার ক্ষেত্রে তো আল্লাহ তায়ালা অধিক হকদার।” অর্থাৎ মানুষের অনুপস্থিতিতেও মহান আল্লাহর প্রতি বিনয় ও লজ্জা বজায় রাখা মুমিনের বৈশিষ্ট্য। (জামে তিরমিজি : ২৭৬৯)।
অন্য একটি হাদিসে রাসুলুল্লাহ (সা.) আরও স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, “আল্লাহ তায়ালা ও পরকালের প্রতি যে লোক ইমান রাখে, সে যেন ইযার (লুঙ্গি বা নিম্নাংশ আবৃতকারী পোশাক) পরিহিত অবস্থা ছাড়া গোসলখানায় প্রবেশ না করে।” (জামে তিরমিজি : ২৮০১, নাসাঈ : ৪০১)। এই হাদিসটি নির্দেশ করে যে, জনসমক্ষে তো বটেই, এমনকি বদ্ধ গোসলখানাতেও ন্যূনতম পোশাক পরিধান করা অধিকতর তাকওয়া ও শিষ্টাচারের পরিচয়।
নগ্নতা বর্জনের ক্ষেত্রে ইসলামের আরও একটি সুক্ষ্ম দিক রয়েছে, যা ফেরেশতাদের প্রতি সম্মানের সঙ্গে সম্পৃক্ত। ইবনে উমর (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ (সা.) উম্মতকে সতর্ক করে বলেছেন, “তোমরা নগ্নতা হতে বেঁচে থাকো। কেননা তোমাদের এমন সঙ্গী আছেন (কিরামান-কাতিবিন ফেরেশতা) যারা প্রস্রাব-পায়খানা ও স্বামী-স্ত্রীর সহবাসের সময় ছাড়া অন্য কোনো সময় তোমাদের হতে আলাদা হন না। সুতরাং তাদের লজ্জা করো এবং সম্মান করো।” (তিরমিজি : ২৮০০)।
সার্বিকভাবে ইসলামি আইনজ্ঞদের অভিমত হলো, বাথরুম বা বদ্ধ ঘরে একা থাকলে উলঙ্গ হয়ে গোসল করা হারাম বা নিষিদ্ধ নয়, তবে এটি ইসলামের পছন্দনীয় আদর্শ বা ‘সুন্নাহ’ নয়। নূন্যতম সতর (নাভি থেকে হাঁটু পর্যন্ত) ঢেকে গোসল করা উত্তম এবং আল্লাহর প্রতি লজ্জাশীলতার পরিচায়ক।
আজকের নামাজের সময়সূচি: ১৪ জানুয়ারি ২০২৬
ইসলামের পাঁচটি মূল রুকন বা স্তম্ভের মধ্যে অন্যতম হলো নামাজ। ইমান বা বিশ্বাসের পর এটিই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত এবং কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজেরই হিসাব নেওয়া হবে। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি ওয়াজিব, সুন্নত ও নফল নামাজের বিধান থাকলেও নির্দিষ্ট সময়ে ফরজ নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের জন্য অত্যন্ত জরুরি। শত ব্যস্ততার মাঝেও সময়মতো নামাজ আদায় করা ঈমানি দায়িত্ব।
আজ বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ইংরেজি; বাংলা ৩০ পৌষ ১৪৩২ এবং হিজরি ২৪ রজব ১৪৪৭। ইসলামিক ফাউন্ডেশন ও ধর্মীয় বিধান অনুযায়ী আজকের নামাজের সময়সূচি নিচে তুলে ধরা হলো।
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার সময়সূচি
জোহর: দুপুর ১২টা ১০ মিনিট
আসর: বিকেল ৩টা ৫৫ মিনিট
মাগরিব: সন্ধ্যা ৫টা ৩১ মিনিট
এশা: রাত ৬টা ৫১ মিনিট
ফজর (আগামীকাল বৃহস্পতিবার): ভোর ৫টা ২৪ মিনিট
বিভাগীয় সময়ের পরিবর্তন (যোগ-বিয়োগ)
ভৌগোলিক অবস্থানভেদে দেশের বিভিন্ন বিভাগে ঢাকার সময়ের সাথে কিছু মিনিট যোগ বা বিয়োগ করে নামাজের ওয়াক্ত নির্ধারিত হয়। নিচে সেই পরিবর্তনের তালিকা দেওয়া হলো:
যেসব বিভাগে সময় বিয়োগ করতে হবে
সিলেট: ০৬ মিনিট (ঢাকার সময়ের ৬ মিনিট আগে ওয়াক্ত শুরু হবে)
চট্টগ্রাম: ০৫ মিনিট (ঢাকার সময়ের ৫ মিনিট আগে ওয়াক্ত শুরু হবে)
যেসব বিভাগে সময় যোগ করতে হবে
রংপুর: ০৮ মিনিট (ঢাকার সময়ের ৮ মিনিট পরে ওয়াক্ত শুরু হবে)
রাজশাহী: ০৭ মিনিট (ঢাকার সময়ের ৭ মিনিট পরে ওয়াক্ত শুরু হবে)
খুলনা: ০৩ মিনিট (ঢাকার সময়ের ৩ মিনিট পরে ওয়াক্ত শুরু হবে)
বরিশাল: ০১ মিনিট (ঢাকার সময়ের ১ মিনিট পরে ওয়াক্ত শুরু হবে)
শরিয়তের বিধান অনুযায়ী, নামাজের ওয়াক্ত শুরু হওয়ার পর বিলম্ব না করে তা আদায় করা সর্বোত্তম। নামাজের সময়সূচি সম্পর্কে সচেতন থাকা প্রত্যেক মুমিনের কর্তব্য।
আজ ১৩ জানুয়ারি ২০২৬: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি
ইসলামের পাঁচটি রুকনের মধ্যে নামাজ হলো দ্বিতীয় এবং ইমান বা বিশ্বাসের পর এটিই ইসলামের সবথেকে গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে বিবেচিত হয়। পরকালে বা কিয়ামতের দিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে বলে হাদিসে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে। তাই শত ব্যস্ততা ও জাগতিক কাজের মাঝেও সঠিক সময়ে বা ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের জন্য অত্যন্ত জরুরি একটি ইবাদত। আজ মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ইংরেজি তারিখটি বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ২৯ পৌষ ১৪৩২ এবং হিজরি ২৩ রজব ১৪৪৭। মুমিনের জীবনে আল্লাহর ভালোবাসা পাওয়ার কিছু বিশেষ আলামত থাকে যার মধ্যে সঠিক সময়ে ইবাদতে লিপ্ত হওয়া অন্যতম শ্রেষ্ঠ লক্ষণ।
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সূচি
ঢাকার স্থানীয় সময় অনুযায়ী আজকের জোহর নামাজের ওয়াক্ত শুরু হবে দুপুর ১২টা ১০ মিনিটে এবং আসরের নামাজ শুরু হবে বিকেল ৩টা ৫৫ মিনিটে।
দিনের আলো ফুরিয়ে যখন সূর্যাস্ত হবে তখন মাগরিবের ওয়াক্ত শুরু হবে বিকেল ৫টা ৩১ মিনিটে এবং সবশেষে রাতের ইবাদত অর্থাৎ এশার নামাজ শুরু হবে সন্ধ্যা ৬টা ৫১ মিনিটে।
আগামীকাল বুধবারের ফজর নামাজের ওয়াক্ত শুরু হবে ভোর ৫টা ২৪ মিনিটে যা ভোরের প্রশান্তি এবং নতুন দিনের ইবাদতের বার্তা নিয়ে আসবে। এই সময়সূচিটি মূলত রাজধানী ঢাকা ও এর আশপাশের জেলাগুলোর জন্য প্রযোজ্য হবে। ঢাকার বাইরের মুসল্লিদের নিজ নিজ এলাকার সঠিক সময় মিলিয়ে নেওয়ার জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে যাতে ইবাদতে কোনো ত্রুটি না থাকে।
বিভাগীয় শহরের সময়ের পরিবর্তন ও সমন্বয়
ঢাকার বাইরের বিভিন্ন বিভাগীয় শহরে নামাজের সময়সূচিতে কিছুটা তারতম্য লক্ষ্য করা যায় যা ভৌগোলিক অবস্থানের কারণে নির্ধারিত হয়ে থাকে। চট্টগ্রামের মুসল্লিদের ঢাকার নির্ধারিত সময় থেকে ৫ মিনিট এবং সিলেটের জন্য ৬ মিনিট সময় বিয়োগ করে নামাজের ওয়াক্ত নির্ধারণ করতে হবে।
অন্যদিকে পশ্চিমাঞ্চলের খুলনার জন্য ৩ মিনিট, রাজশাহীর জন্য ৭ মিনিট এবং রংপুরের জন্য ৮ মিনিট সময় যোগ করে নিজ নিজ এলাকার ওয়াক্ত মিলিয়ে নিতে হবে। এছাড়া বরিশালের মুসল্লিরা ঢাকার সময়ের সাথে ১ মিনিট যোগ করে তাদের ইবাদত সম্পন্ন করবেন। মাঘের এই শীতের সকালে সঠিক সময়ে ওযু করে পবিত্রতার সাথে আল্লাহর স্মরণে লিপ্ত হওয়াই ঈমানদারের পরম প্রাপ্তি যা পরকালীন জীবনের পাথেয় হিসেবে গণ্য হবে।
রমজানের আগমনী বার্তা: রজব মাস ও মেরাজের তাৎপর্য
ইসলামি বর্ষপঞ্জির সপ্তম মাস রজব মহান আল্লাহতায়ালার পক্ষ থেকে বিশেষ সম্মানপ্রাপ্ত একটি মাস। এই মাসটি মুমিনের হৃদয়ে ইবাদতের আগ্রহ জাগিয়ে তোলে এবং রমজানের জন্য মানসিক ও আত্মিক প্রস্তুতি নিতে সহায়তা করে। গাফিলতির অন্ধকার থেকে আত্মশুদ্ধির আলোয় ফিরে আসার জন্য রজব মাস এক অনন্য সময়। রজব মাস শুরু হলে রাসুলুল্লাহ (সা.) একটি বিশেষ দোয়া পড়তেন, বাংলা অর্থ হলো “হে আল্লাহ! আপনি আমাদের জন্য রজব ও শাবান মাসে বরকত দান করুন এবং আমাদের রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন” (বায়হাকি-ইমান)। এই দোয়ার মাধ্যমে রজব ও শাবানে বরকত লাভ, নেক আমলের তৌফিক বৃদ্ধি এবং সুস্থতার সঙ্গে রমজানে পৌঁছার প্রার্থনা করা হয়েছে।
রজব মাসের মর্যাদা ও কোরআনিক রেফারেন্স
রজব মাস চারটি সম্মানিত মাসের অন্যতম। পবিত্র কোরআনে মহান আল্লাহ ইরশাদ করেন, ‘নিশ্চয়ই আল্লাহর কাছে মাসের সংখ্যা বারো, এর মধ্যে চারটি সম্মানিত মাস’ (সুরা তওবা-৩৬)। হাদিসেও এই চার মাসের মাহাত্ম্য বর্ণিত হয়েছে। রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘বছর বারো মাসে; এর মধ্যে চারটি সম্মানিত, এর একটি হলো মুদার গোত্রের রজব’ (সহিহ বুখারি)। অধিকাংশ আলেমের মতে, এই মাসেই সংঘটিত হয়েছিল মহান মেরাজ—যেখানে রাসুল (সা.) আল্লাহর বিশেষ নৈকট্য লাভ করেন এবং উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে আসেন।
মেরাজ: এক অলৌকিক ও আধ্যাত্মিক সফর
ইসলামের ইতিহাসে মেরাজ অত্যন্ত গৌরবময় ও শিক্ষাপূর্ণ একটি ঘটনা। মক্কা জীবনের অত্যন্ত দুঃখভারাক্রান্ত সময়ে, প্রিয় স্ত্রী খাদিজা (রা.) ও চাচা আবু তালিবের ইন্তেকালের পর, যখন রাসুল (সা.) গভীর শোকে নিমজ্জিত ছিলেন, তখন আল্লাহ তাঁকে এই অনন্য সম্মান দান করেন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, ‘পবিত্র তিনি, যিনি তাঁর বান্দাকে এক রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় ভ্রমণ করিয়েছেন’ (সুরা আল-ইসরা-১)। এই ভ্রমণকে ‘ইসরা’ বলা হয়। সেখানে তিনি সব নবীদের ইমামতি করেন, যা নবুয়তের নেতৃত্বের এক ঐতিহাসিক ঘোষণা।
এরপর শুরু হয় ‘মেরাজ’ বা আসমানে আরোহণ। জিবরাইল (আ.)-এর সঙ্গে রাসুলুল্লাহ (সা.) সাত আসমান অতিক্রম করে আদম (আ.), ঈসা (আ.), ইউসুফ (আ.), মুসা (আ.) ও ইব্রাহিম (আ.)-এর মতো মহান নবীদের সঙ্গে সাক্ষাৎ করেন। সবশেষে তিনি পৌঁছে যান সৃষ্টির সীমান্ত ‘সিদরাতুল মুনতাহায়’। সেখানে তিনি লাভ করেন আল্লাহর সান্নিধ্য এবং লাভ করেন উম্মতের জন্য মেরাজের শ্রেষ্ঠ উপহার—পাঁচ ওয়াক্ত নামাজ।
মেরাজ কেবল একটি অলৌকিক ভ্রমণের কাহিনি নয়; এটি বিশ্বাস, ধৈর্য ও আল্লাহর প্রতি অবিচল আস্থার এক চিরন্তন শিক্ষা। এটি মুসলমানদের স্মরণ করিয়ে দেয় যে, পৃথিবীর সব সীমাবদ্ধতার ঊর্ধ্বে রয়েছে আল্লাহর করুণা ও রহমতের অসীম আকাশ। আল্লাহর ক্ষমতার কাছে অসম্ভব বলে কিছু নেই—এই বিশ্বাসই মুমিনের পাথেয়।
লেখক : গবেষক, ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা, ঢাকা
আজ ১২ জানুয়ারি ২০২৬: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি
সলামের পঞ্চস্তম্ভের মধ্যে নামাজ দ্বিতীয় এবং অতি গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। ইমান বা বিশ্বাসের পর একজন মুসলিমের জীবনে নামাজের গুরুত্ব অপরিসীম। পবিত্র কোরআন ও হাদিসের আলোকে কিয়ামতের দিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। ধর্মীয় বিশেষজ্ঞরা বারবার তাগিদ দেন যে, পার্থিব জীবনের শত ব্যস্ততার মাঝেও নির্ধারিত সময়ে নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। আজ ১২ জানুয়ারি ২০২৬ ইংরেজি তারিখের নামাজের সময়সূচি ঢাকার সময়ের ওপর ভিত্তি করে সাজানো হয়েছে।
আজকের জোহরের সময় শুরু হবে ১২টা ১০ মিনিটে এবং আসরের সময় নির্ধারণ করা হয়েছে ৩টা ৫৫ মিনিটে।
দিনের শেষে মাগরিবের আজান হবে ৫টা ৩১ মিনিটে এবং এশার সময় শুরু হবে সন্ধ্যা ৬টা ৫১ মিনিটে।
আগামীকাল মঙ্গলবার ভোরে ফজরের ওয়াক্ত শুরু হবে ৫টা ২৪ মিনিটে। বর্তমান সময়টি পবিত্র রজব মাসের ২২ তারিখ হওয়ায় মুমিন মুসলমানরা নফল রোজা ও বাড়তি ইবাদতের প্রতিও গুরুত্ব দিচ্ছেন।
উল্লেখ্য যে, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের বিভিন্ন জেলায় নামাজের সময়ের কিছুটা তারতম্য ঘটে থাকে। ঢাকার সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে চট্টগ্রাম বিভাগে ৫ মিনিট এবং সিলেট বিভাগে ৬ মিনিট সময় বিয়োগ করতে হবে।
অন্যদিকে, ঢাকা থেকে পশ্চিমাঞ্চলীয় ও উত্তরাঞ্চলীয় জেলাগুলোর ক্ষেত্রে সময় যোগ করতে হবে। খুলনা বিভাগে ৩ মিনিট, রাজশাহী বিভাগে ৭ মিনিট, রংপুর বিভাগে ৮ মিনিট এবং বরিশাল বিভাগে ১ মিনিট সময় যোগ করে স্থানীয় নামাজের সময় নির্ধারণ করতে হবে। নিখুঁতভাবে ইবাদত সম্পন্ন করতে স্থানীয় মসজিদের আজান অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
আজ ১১ জানুয়ারি ২০২৬: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি
আজ রোববার, ১১ জানুয়ারি ২০২৬ ইংরেজি। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আজ ২৭ পৌষ ১৪৩২ এবং হিজরি ২১ রজব ১৪৪৭। ব্যস্ত জীবনের শত ব্যস্ততার মাঝেও নামাজের ওয়াক্ত সম্পর্কে সচেতন থাকা প্রতিটি মুমিনের দায়িত্ব। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি ইসলামের আরও বিভিন্ন নফল ও সুন্নত নামাজ থাকলেও ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
আজকের দিনের ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য জোহরের ওয়াক্ত শুরু হবে দুপুর ১২টা ১০ মিনিটে।
আসরের নামাজের সময় শুরু হবে বিকেল ৩টা ৫৩ মিনিটে এবং মাগরিবের আজান হবে সন্ধ্যা ৫টা ৩৩ মিনিটে।
এছাড়া এশার নামাজের ওয়াক্ত শুরু হবে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে। আগামীকালের অর্থাৎ সোমবারের ফজরের নামাজের সময় শুরু হবে ভোর ৫টা ২৬ মিনিটে।
নামাজের এই সময়সূচি মূলত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য প্রযোজ্য। তবে ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরগুলোতে এই সময়ের কিছুটা তারতম্য ঘটে।
ঢাকার সময়ের সাথে বেশ কিছু এলাকার সময় বিয়োগ বা যোগ করে নিতে হবে। যেমন চট্টগ্রাম এলাকার বাসিন্দাদের ঢাকার সময় থেকে ৫ মিনিট এবং সিলেট এলাকার জন্য ৬ মিনিট সময় বিয়োগ করতে হবে।
অন্যদিকে ঢাকার সময়ের সাথে কিছু এলাকাকে বাড়তি সময় যোগ করতে হবে। খুলনা বিভাগের জন্য ৩ মিনিট, রাজশাহী বিভাগের জন্য ৭ মিনিট এবং রংপুর বিভাগের জন্য ৮ মিনিট সময় যোগ করা প্রয়োজন।
এছাড়া বরিশাল বিভাগের জন্য ঢাকার সময়ের সাথে অতিরিক্ত ১ মিনিট সময় যোগ করে নামাজের ওয়াক্ত নির্ধারণ করতে হবে।
সঠিক সময়ে নামাজ আদায় করা কেবল ধর্মীয় বাধ্যবাধকতা নয়, এটি মানুষের আত্মিক প্রশান্তি ও শৃঙ্খলারও একটি মাধ্যম। তাই মুসুল্লিদের উচিত নিজ নিজ এলাকার সঠিক সময় অনুযায়ী জামাতে শরিক হওয়া। উল্লিখিত সময়গুলো সূর্য ও ছায়ার অবস্থানের ভিত্তিতে নির্ধারিত হয়, যা ঋতুভেদে প্রতিনিয়ত পরিবর্তিত হয়। তাই নিয়মিত সঠিক সময়সূচি সম্পর্কে অবগত থাকা প্রতিটি সচেতন মুসলিমের জন্য জরুরি। মহান আল্লাহ আমাদের সবাইকে সঠিক সময়ে নামাজ আদায়ের তৌফিক দান করুন।
পাঠকের মতামত:
- নামাজের সময়সূচি: ১৬ জানুয়ারি ২০২৬
- ফেব্রুয়ারিতে সরকারি কর্মচারীদের দুই দফা টানা ছুটি
- জুলাই অভ্যুত্থানে লুণ্ঠিত অস্ত্র কুমিল্লায় উদ্ধার
- নোবেল পদক উপহার, কূটনীতির নতুন বার্তা: ট্রাম্প–মাচাদো বৈঠক ঘিরে ওয়াশিংটনে কী ইঙ্গিত
- কেন শুক্রবার মুসলমানদের জন্য ব্যতিক্রম ও শ্রেষ্ঠ: জুমার দিনের ফজিলত, আমল ও তাৎপর্য এক নজরে
- ঢাকায় ব্যারিস্টার নাজির আহমদ এর দুটি গ্রন্থের মোড়ক উম্মোচন অনুষ্ঠিত
- ভালুকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক
- মহাবিশ্বে রহস্যময় ‘ক্লাউড-৯’: তারাশূন্য এক ব্যর্থ গ্যালাক্সি!
- ঝটপট নাশতায় পাউরুটি কি ডেকে আনছে বড় রোগ? জানুন বিশেষজ্ঞদের মত
- মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের চার পাশে থম থমে পরিবেশ
- কুমিল্লা জেলার ১১ আসনে পোস্টাল ব্যালট ভোটার সংখ্যা ১ লাখ ১১ হাজারের বেশি
- প্রতিদিন কয়টি ডিম আপনার স্বাস্থ্যের জন্য নিরাপদ? যা বলছেন বিশেষজ্ঞরা
- এবার লক্ষ্যভ্রষ্ট হবে না: ট্রাম্পকে সরাসরি হত্যার হুমকি
- শুরু হচ্ছে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা: প্রকাশিত হলো পূর্ণাঙ্গ সূচি
- সমঝোতা মানেই পূর্ণ সহযোগিতা: জোটের ভবিষ্যৎ নিয়ে নাহিদ ইসলামের বার্তা
- বিপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত
- বিশ্বকাপে ভারতীয় ভিসা পাচ্ছেন না ইংল্যান্ডের দুই তারকা
- পোস্টাল ব্যালট নিয়ে বিএনপির নতুন প্রস্তাব: সহজ হবে ভোটদান প্রক্রিয়া
- জুলাইয়ের প্রতিরোধকারীদের ঢাল হচ্ছে সরকার: অনুমোদন পেল বিশেষ আইন
- পদ হারাচ্ছেন বিসিবির নাজমুল ইসলাম
- টেবুনিয়া বিএডিসিতে সহকারী পরিচালকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ কবে
- শেয়ারবাজারে ১৫ জানুয়ারির টার্নওভার চিত্র
- ১৫ জানুয়ারি পূর্ণাঙ্গ শেয়ারবাজার বিশ্লেষণ
- ১৫ জানুয়ারি দরপতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জানুয়ারির শীর্ষ ১০ দরবৃদ্ধির তালিকা
- ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা
- দরিদ্র পরিবারে মাসে ৪৫৪০ টাকা দেওয়ার প্রস্তাব
- ভোটপ্রক্রিয়া বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে একটি পক্ষ: মির্জা আব্বাস
- ২০২৬ সালের রমজান ও ঈদ নিয়ে সম্ভাব্য সময়সূচি
- ৩০টির বেশি মিউচুয়াল ফান্ডের এনএভি প্রকাশ, কোথায় সুযোগ
- রেকর্ড ডেট শেষে সরকারি বন্ড ও দুই কোম্পানীর লেনদেন শুরু
- সরকারি বন্ড বাজারে স্থগিতাদেশ ও ডিলিস্টিং একসঙ্গে
- "এবার আর লক্ষ্যভ্রষ্ট হবে না" ট্রাম্পকে গুলি করা নিয়ে ইরানের বার্তা
- ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক আজ, কী আলোচনা হতে যাচ্ছে
- ভোটার তথ্য বিক্রি করে কোটি টাকা আয়, ইসির কর্মী গ্রেফতার
- ওয়াশিংটনের নতুন সমরকৌশলে কাঁপছে মধ্যপ্রাচ্য: যুদ্ধের মেঘ কি তবে সুদূরপ্রসারী?
- ঢাকায় যেদিন হতে যাচ্ছে ‘গণমাধ্যম সম্মিলন ২০২৬’
- জেনে নিন টাকার বিপরীতে আজকের বৈশ্বিক মুদ্রার বিনিময় হার
- নাগরিক ভোটের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করবে গণভোট: আলী রীয়াজ
- মশা তাড়াতে গিয়ে রোগ ডেকে আনছেন না তো? সতর্ক হোন এখনই
- একীভূত পাঁচ ব্যাংকের আমানতে দুই বছর মুনাফা স্থগিত
- দামী ক্রিমের চেয়ে ১০ গুণ বেশি ফল দেবে ঘরোয়া রূপচর্চা!
- একাধিক স্ত্রী গোপন, পটুয়াখালীতে ইউপি সদস্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
- অসহায় জনগণের আর্তনাদ: সংবিধানের ‘মালিক’ এখন গ্যাস ও চালের বাজারে জিম্মি
- বিনিয়োগকারীদের সুরক্ষায় ডিএসইর আইনি সতর্কতা
- সিলেটে ১৩০টি গ্যাস সিলিন্ডার জব্দ
- বাকেরগঞ্জে পোষা বিড়ালকে কুপিয়ে জখম: বিচার চেয়ে থানায় গৃহবধূ
- বিনিয়োগকারী অভিযোগে ডিজিটাল সমাধান জোরদার ডিএসইর
- ডিএসই পরিদর্শন/ডোমিনেজ চালু, অন্য চার কোম্পানির কারখানা বন্ধ
- ঢাকায় ব্যারিস্টার নাজির আহমদ এর দুটি গ্রন্থের মোড়ক উম্মোচন অনুষ্ঠিত
- এসএসসি পরীক্ষায় বড় পরিবর্তন, চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- বাহরাইনের মানামায় বিএনপির নতুন পথচলা: ঘটা করে ঘোষণা হলো নতুন কমিটি
- ডিভিডেন্ড পরিশোধে আনুষ্ঠানিক ঘোষণা তিন প্রতিষ্ঠানের
- টিভির পর্দায় আজকের সব খেলার সূচি
- ডিএসই পরিদর্শন/ডোমিনেজ চালু, অন্য চার কোম্পানির কারখানা বন্ধ
- বিনিয়োগকারীদের সুরক্ষায় ডিএসইর আইনি সতর্কতা
- ১২ জানুয়ারি ডিএসইতে দরপতনের শীর্ষ ১০ কোম্পানি
- কোরআন ও হাদিসে জুমার নামাজের গুরুত্ব ও ফজিলত
- নাসাল স্প্রে কি নাকের বারোটা বাজাচ্ছে? বিশেষজ্ঞদের বড় সতর্কতা
- ৩০টির বেশি মিউচুয়াল ফান্ডের এনএভি প্রকাশ, কোথায় সুযোগ
- সরকারি বন্ড বাজারে স্থগিতাদেশ ও ডিলিস্টিং একসঙ্গে
- আগের দিনের উত্থান মুছে দিল আজকের দরপতন
- রেকর্ড ডেট শেষে সরকারি বন্ড ও দুই কোম্পানীর লেনদেন শুরু
- বিনিয়োগকারী অভিযোগে ডিজিটাল সমাধান জোরদার ডিএসইর








