বাংলাদেশের কোচ ফিল সিমন্সের সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর নেদারল্যান্ডসের কোচ রায়ান কুককে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। ডাচ মিডিয়া ম্যানেজার কোরেভ রুডগার্ভস মজার ছলে বলেন, “আমি এরই মধ্যে তিন কিলোমিটার হেঁটেও কোচকে পাচ্ছি না। কেউ দেখেছেন নাকি?” এ কথা শুনে আশেপাশের সবাই হেসে উঠলেও, এই ঘটনা টি-টোয়েন্টি ক্রিকেটের বিনোদনমূলক দিকটিকেই তুলে ধরে। আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই উপভোগের মন্ত্র নিয়েই নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়।
নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজকে বাংলাদেশ দল তাদের আসন্ন এশিয়া কাপের প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছে। সিলেটের ব্যাটিং সহায়ক উইকেটকে আবুধাবির কন্ডিশনের মতোই বিবেচনা করছেন অধিনায়ক লিটন দাস। তিনি আশা করছেন, এই সিরিজে বড় স্কোর করার অভ্যাস গড়ে তুলবে বাংলাদেশ।
ডাচদের লক্ষ্যও একই, সুযোগ কাজে লাগিয়ে নিজেদের প্রমাণ করা। তবে বাংলাদেশ কোচ ফিল সিমন্স প্রতিপক্ষকে দুর্বল দল হিসেবে দেখতে নারাজ। তিনি বলেন, “আন্তর্জাতিক ক্রিকেটে ছোট দল বলে কিছু নেই। বাংলাদেশ অতীতে অনেক দলের বিপক্ষে হেরেছে, এটা নতুন কিছু নয়।”
বাংলাদেশ দল নিয়ে আলোচনা খুব বেশি না থাকলেও, সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে হারের পর শ্রীলঙ্কা ও দেশের মাটিতে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। এই সিরিজেও তারা ভালো ক্রিকেট খেলার দিকেই মনোযোগ দিচ্ছে। দলে ফেরা নুরুল হাসান সোহান ও সাইফ হাসানকে নিয়েই শুধু কিছু কৌতূহল আছে।
কোচ ফিল সিমন্স বলেন, “হারলে সমালোচনা তো হবেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে গেলে আমাদের সমালোচনা হয়। তাই নিচের দিকে থাকা দলের বিপক্ষে হেরে যাওয়া খারাপ কিছু নয়। কারণ, আমরা যদি ভালো না খেলি, তাহলে সমালোচনা আমাদের প্রাপ্য। আমরা কীভাবে খেলি এবং কী মান নির্ধারণ করতে চাই, তা নিয়ে ভাবি। আমি নিশ্চিত যে আমরা যদি সেই স্তরে খেলি, তাহলে জিতব।”
ট্রফি উন্মোচনের জন্য ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস আগেই অপেক্ষায় ছিলেন। এরপর লিটন দাসও তার পেছনে সতীর্থদের অনুশীলনে রেখে চলে আসেন। দুই অধিনায়ক হাসিমুখে মাঠের মধ্যেই ট্রফি উন্মোচন করেন। ট্রফি উন্মোচনের মাঝেই মাঠের দিকে চোখ পড়লে দেখা যায়, জাকের আলী অনিক বড় বড় ছক্কা হাঁকাচ্ছেন। তার ছক্কার আওয়াজে শোনা যায়, ‘বল আসছে, সাবধান!’
সাধারণত সিলেটে বৃষ্টির পূর্বাভাস দেওয়া কঠিন, তবে আজ সামান্য বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।
/আশিক