জুলাই পরবর্তী ষড়যন্ত্রে আনিস ও শাওনের নাম

রাজধানীর উত্তরা পশ্চিম থানায় জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর এবং অভিনেত্রী শাওন আফরোজসহ মোট চারজনের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগপত্রে নাম উল্লেখ করা অন্য দুই অভিযুক্ত ব্যক্তি হলেন মারিয়া কিসপট্টা ও ইমতু রাতিশ ইমতিয়াজ যাদের বিরুদ্ধে জুলাই পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে নানামুখী চক্রান্তের অভিযোগ আনা হয়েছে। জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ গত রোববার রাতে থানায় উপস্থিত হয়ে এই অভিযোগটি পেশ করেন যা বর্তমানে পুলিশি যাচাই-বাছাইয়ের প্রক্রিয়ার মধ্যে রয়েছে।
অভিযোগকারী তার এজাহারে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন ঘটলেও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুসারীরা গোপনে সংঘবদ্ধ হয়ে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করার পাঁয়তারা করছে। আরিয়ান আহমেদের দাবি অনুযায়ী অভিযুক্ত চারজন ব্যক্তি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং তারা বিভিন্ন কৌশলে দেশে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে। এদিকে এই অভিযোগের সূত্র ধরেই সাংবাদিক আনিস আলমগীরকে গতকাল সন্ধ্যায় জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে ডেকে নেওয়া হয় এবং সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তিনি ডিবি হেফাজতেই রয়েছেন।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন যে আনিস আলমগীর এখনও মিন্টো রোডের ডিবি কার্যালয়ে অবস্থান করছেন এবং জিজ্ঞাসাবাদের পর তার বিষয়ে পরবর্তী আইনানুগ সিদ্ধান্ত গ্রহণ করা হবে। অন্যদিকে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোহাম্মদ রফিক আহমেদ জানিয়েছেন যে তারা সাইবার অপরাধ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছেন তবে এটি এখনও আনুষ্ঠানিক মামলা হিসেবে রেকর্ড করা হয়নি। পুলিশ কর্মকর্তারা বর্তমানে অত্যন্ত সতর্কতার সঙ্গে অভিযোগটির সত্যতা ও আইনি ভিত্তি যাচাই-বাছাই করছেন এবং প্রাথমিক তদন্ত শেষে এটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হবে কি না সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
গরিবের হক মেরে বিত্তবানদের পেট ভরাচ্ছে ভিডব্লিউবি কার্ড
আর্থিকভাবে সচ্ছল এবং পাকা বাড়িতে বসবাস করার পরও দুস্থ ও অরক্ষিত নারীদের তালিকায় নাম উঠেছে বিত্তশালী পরিবারের সদস্যদের। স্বামী সন্তান প্রবাসে থাকা সত্ত্বেও সরকারি ভিডব্লিউবি বা ভালনারেবল ওমেন বেনিফিট কর্মসূচির চাল তুলছেন সাকি বেগম নামের এক নারী। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের কুড়িকাহনিয়া গ্রামে। শুধু সাকি বেগমই নন একই গ্রামের সচ্ছল গরু ব্যবসায়ী প্রদীপ চন্দ্র বিশ্বাসের স্ত্রী রীনা রানী বিশ্বাসের নামও রয়েছে এই তালিকায়।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে প্রতি দুই বছরের জন্য এই কর্মসূচির সুবিধাভোগীদের তালিকা করা হয়। নিয়ম অনুযায়ী স্বামী পরিত্যক্তা স্বামী নিখোঁজ প্রতিবন্ধী নারী প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অতিদরিদ্র পরিবারের নারীদের এই তালিকায় অগ্রাধিকার পাওয়ার কথা। অথচ বাস্তব চিত্র সম্পূর্ণ উল্টো।
২০২৫-২৬ অর্থবছরের তালিকায় নাম ওঠা সাকি বেগম কুড়িকাহনিয়া গ্রামের শামসুদ্দিনের স্ত্রী। তার স্বামী ও সন্তান বিদেশে কর্মরত এবং তিনি গ্রামে পাকা বাড়িতে বসবাস করেন। অন্যদিকে রীনা রানী বিশ্বাসও আর্থিকভাবে যথেষ্ট সচ্ছল। নিয়ম বহির্ভূতভাবে এই দুই নারী গত জুলাই আগস্ট সেপ্টেম্বর ও অক্টোবর মাসে মোট ১২০ কেজি করে ২৪০ কেজি চাল উত্তোলন করে নিয়েছেন।
ধনীরা যখন গরিবের হক কেড়ে নিচ্ছেন তখন প্রকৃত দুস্থরা রয়েছেন চরম হতাশায়। কুড়িকাহনিয়া গ্রামের দরিদ্র নারী সাদিয়া খাতুন জানান তারা গরিব মানুষ। কার্ডের আশায় অনেকবার আবেদন করেছেন কিন্তু নাম তালিকায় আসে না। তার অভিযোগ ধনীরা কার্ড পায় তাই এখন আর তিনি আবেদনই করেন না। স্থানীয়রা বলছেন ভালোভাবে খোঁজ নিলে এই তালিকায় আরও সচ্ছল পরিবারের নারীদের নাম পাওয়া যাবে বলে তারা বিশ্বাস করেন।
কীভাবে সাকি ও রীনা এই তালিকায় অন্তর্ভুক্ত হলেন তার সুস্পষ্ট কোনো ব্যাখ্যা সংশ্লিষ্টদের কাছে নেই। এ বিষয়ে পাইকুরাটি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন এ রকম হওয়ার তো কথা নয়। সংশ্লিষ্ট ইউপি সদস্যরা তালিকায় নাম দেন। বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।
স্থানীয় সচেতন মহলের দাবি সচ্ছল নারীদের নাম শনাক্ত করে তাদের তালিকা থেকে বাদ দিলে প্রকৃত অসচ্ছল ও দরিদ্র নারীদের এই কর্মসূচির আওতায় যুক্ত হওয়ার সুযোগ তৈরি হবে।
সোমবার ঢাকায় কী কী কর্মসূচি? এক নজরে বিস্তারিত
রাজধানী ঢাকায় প্রতিদিনই রাষ্ট্রীয় কার্যক্রম, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের নানামুখী কর্মসূচি অনুষ্ঠিত হয়। আজ সোমবারও তার ব্যতিক্রম নয়। অর্থনীতি, রাজনীতি, পরিবেশ ও ছাত্র আন্দোলন–সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ আয়োজনকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে সরব দিন কাটাতে যাচ্ছে। দিনের শুরুতেই এসব উল্লেখযোগ্য কর্মসূচির সংক্ষিপ্ত চিত্র তুলে ধরা হলো।
সকালে অর্থনৈতিক বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সকাল ১১টায় তিনি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় উপস্থিত থাকবেন। সভাটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের নবনির্মিত ভবন-১ এর ৪০০ নম্বর কক্ষে। দেশের চলমান অর্থনৈতিক পরিস্থিতি, নীতিগত সিদ্ধান্ত ও সামগ্রিক আর্থিক ব্যবস্থাপনা নিয়ে এই বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে।
একই দিন বেলা সাড়ে ১১টায় সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং সারাদেশে আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা দেশের চলমান রাজনৈতিক বাস্তবতা ও প্রশাসনিক পরিস্থিতি নিয়ে তাদের অবস্থান তুলে ধরবেন বলে জানা গেছে।
দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির গুরুত্বপূর্ণ রাজনৈতিক আয়োজন। মহান বিজয় দিবস উপলক্ষে দলটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা শুরু হবে দুপুর ২টায়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির শীর্ষ নেতাদের উপস্থিতিতে এই সভা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে বিকেলে পরিবেশ ও গণমাধ্যম সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশ নেবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুর ২টা ৩০ মিনিটে তথ্য ভবনের সম্মেলন কক্ষে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আওতায় অনুদানের চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন গণমাধ্যমকর্মীদের কল্যাণমূলক সহায়তা প্রদান করা হবে।
সব মিলিয়ে রাষ্ট্রীয় নীতি নির্ধারণ, রাজনৈতিক বক্তব্য, ছাত্র সংগঠনের প্রতিবাদী অবস্থান এবং গণমাধ্যমকর্মীদের কল্যাণমূলক উদ্যোগ–এই চারটি ক্ষেত্রেই আজ রাজধানীতে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
-রফিক
বুধবার ঢাকার যেসব মার্কেট ও এলাকা বন্ধ থাকবে
রাজধানী ঢাকায় সাপ্তাহিক ছুটির নির্ধারিত রুটিন অনুযায়ী সপ্তাহের বিভিন্ন দিনে বিভিন্ন এলাকার দোকানপাট ও শপিংমল বন্ধ থাকে। সেই ধারাবাহিকতায় বুধবারও রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ আবাসিক ও বাণিজ্যিক এলাকায় কেনাকাটার কার্যক্রম বন্ধ থাকবে। ফলে প্রয়োজনীয় কেনাকাটার পরিকল্পনা করার আগে কোন কোন এলাকা ও মার্কেট বন্ধ থাকবে তা জেনে নেওয়া নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বুধবার রাজধানীর উত্তর ও পূর্বাঞ্চলের বেশ কিছু এলাকায় সাধারণ দোকানপাট বন্ধ থাকবে। এসব এলাকার মধ্যে রয়েছে বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ-১ ও নিকুঞ্জ-২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক এলাকা এবং উত্তরা থেকে টঙ্গী সেতু পর্যন্ত বিস্তৃত অঞ্চল। এসব এলাকায় বুধবার দিনভর অধিকাংশ খুচরা দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
এছাড়া রাজধানীর বেশ কয়েকটি জনপ্রিয় শপিংমল ও বাণিজ্যিক কমপ্লেক্সও বুধবার সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকবে। বন্ধ থাকা মার্কেটগুলোর তালিকায় রয়েছে দেশের অন্যতম বৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স এবং মাসকট প্লাজা।
ব্যবসায়ীরা জানান, সাপ্তাহিক ছুটির দিন নির্ধারণের মূল উদ্দেশ্য কর্মীদের বিশ্রাম নিশ্চিত করা এবং বিদ্যুৎ ও অন্যান্য সেবার চাপ কমানো। তবে ক্রেতাদের জন্য আগাম তথ্য জানা না থাকলে ভোগান্তি তৈরি হয়। তাই বুধবার কেনাকাটায় বের হওয়ার আগে বিকল্প দিন বা খোলা মার্কেটের তালিকা যাচাই করে নেওয়ার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।
-রফিক
রাতে জিম থেকে সাংবাদিক আনিস আলমগীরকে নিয়ে গেল ডিবি
বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আনিস আলমগীরকে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা বা ডিবি পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। আজ রোববার রাত ৮টার দিকে তাকে ধানমন্ডি এলাকার একটি ব্যায়ামাগার থেকে ডিবি পরিচয়ে নিয়ে আসা হয় বলে জানা গেছে।
কীভাবে নিয়ে যাওয়া হলো
ঘটনার সময় তিনি ধানমন্ডির ওই জিমে অবস্থান করছিলেন। আনিস আলমগীরের ঘনিষ্ঠজনরা এবং ফেসবুকে দেওয়া বিভিন্ন পোস্ট থেকে জানা গেছে ডিবির একটি টিম সেখানে উপস্থিত হয়ে জানায় ডিবি প্রধান তার সঙ্গে কথা বলবেন। এই কথা বলে তাকে সেখান থেকে মিন্টো রোডের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। আনিস আলমগীর নিজেও কয়েকজনের সঙ্গে ফোনে কথা বলে বিষয়টি নিশ্চিত করেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে।
কর্মকর্তাদের নীরবতা
এই বিষয়ে বিস্তারিত জানতে ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের একাধিকবার ফোন করা হলেও তারা সাড়া দেননি। ফলে তাকে কেন নেওয়া হয়েছে বা তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ আছে কি না তা এখনো স্পষ্ট নয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া
আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নেওয়ার বিষয়টি জানাজানি হওয়ার পর ফেসবুকে অনেকেই এ নিয়ে পোস্ট দিয়েছেন এবং উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের কেউ কেউ দাবি করেছেন আটকের ঠিক আগমুহূর্তে বা গাড়িতে তোলার সময় আনিস আলমগীর তাদের ফোনে বিষয়টি জানিয়েছেন। বর্তমানে তিনি ডিবি হেফাজতেই আছেন বলে ধারণা করা হচ্ছে।
ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান করল দিল্লি, পাল্টাপাল্টি বিবৃতিতে উত্তাপ
ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড দ্রুত বন্ধ চায় ঢাকা। আজ রোববার ১৪ ডিসেম্বর সকালে ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে এই কঠোর বার্তা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে রাজনৈতিক নেতা শরীফ ওসমান হাদির হত্যাচেষ্টার সঙ্গে জড়িত সন্দেহভাজনরা ভারতে প্রবেশ করলে তাদের গ্রেপ্তারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। তবে ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ প্রত্যাখ্যান করেছে দিল্লি।
তলব ও ঢাকার উদ্বেগ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয় রোববার সকালে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে সরকারের গভীর উদ্বেগের কথা জানানো হয়। ঢাকার অভিযোগ আসন্ন সংসদীয় নির্বাচনকে বাধা দিতে পলাতক শেখ হাসিনা ভারত থেকে নিজ সমর্থকদের বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে আহ্বান জানিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়া অব্যাহত রেখেছেন এবং ভারত তা হতে দিচ্ছে।
বিচার বিভাগের দেওয়া সাজা ভোগের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দ্রুত সময়ের মধ্যে প্রত্যর্পণ করার আবারও আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
হাদি হত্যাচেষ্টা ও পলাতক সন্ত্রাসীদের প্রসঙ্গ
আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করতে বাংলাদেশের অভ্যন্তরে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য পরিকল্পনা ও সহায়তা করার মতো বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ভারতে অবস্থানরত পলাতক আওয়ামী লীগের সদস্যদের কার্যক্রমের প্রতিও রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় ভারতকে এই ফ্যাসিবাদী সন্ত্রাসীদের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া এবং যত দ্রুত সম্ভব তাদের বাংলাদেশে প্রত্যর্পণ করার আহ্বান জানানো হয়েছে।
বিশেষ করে শরীফ ওসমান হাদির হত্যাচেষ্টার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের ভারতে পালাতে রোধে ভারতের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। পাশাপাশি তারা যদি ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে তাহলে অবিলম্বে তাদের গ্রেপ্তার ও প্রত্যর্পণ নিশ্চিত করার জন্যও সহযোগিতা চেয়েছে ঢাকা।
তলবের সময় জোর দিয়ে বলা হয় প্রতিবেশী হিসেবে ন্যায়বিচার সমুন্নত রাখা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষায় বাংলাদেশের জনগণের পাশে ভারত দাঁড়াবে বলে প্রত্যাশা করে ঢাকা।
ভারতের প্রতিক্রিয়া ও অবস্থান
বৈঠকে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জোর দিয়ে বলেন বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে ভারত। পাশাপাশি সব ধরনের সহযোগিতার জন্য ভারত প্রস্তুত বলেও তিনি জানান।
এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দাবি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। এতে বলা হয় আমরা ধারাবাহিকভাবে বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের পক্ষে আমাদের অবস্থান পুনর্ব্যক্ত করে আসছি। ভারত কখনই তার ভূখণ্ডকে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণের স্বার্থবিরোধী কার্যকলাপের জন্য ব্যবহার করতে দেয় না।
ভারত আশা প্রকাশ করে যে অন্তর্বর্তী সরকার শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানসহ অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।
কর্মচারীর ভুলেই খাঁচার বাইরে সিংহী
রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় সিংহীর খাঁচা থেকে বেরিয়ে পড়ার ঘটনায় দায়িত্বশীল এক কর্মচারীর বড় ধরনের গাফিলতির প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। তদন্তে উঠে এসেছে আবু বক্কর নামে ওই কর্মচারী সিংহীর খাঁচা লক করতে ভুলে গিয়েছিলেন যার ফলে এমন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।
গাফিলতির প্রমাণ ও শাস্তিমূলক ব্যবস্থা
ঘটনার দিন ৫ ডিসেম্বর জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে ডেইজি নামের সিংহীটি বেরিয়ে পড়লে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির নেতৃত্ব দেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. মো. বয়জার রহমান। গত বুধবার ১০ ডিসেম্বর তারা প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন।
চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম শনিবার রাতে গণমাধ্যমকে জানান তিনি জেনেছেন তদন্ত প্রতিবেদন মহাপরিচালকের কাছে জমা দেওয়া হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে স্থায়ী দৈনিক শ্রমিক আবু বক্কর সিংহীর খাঁচা বন্ধ করতে ভুলে গিয়েছিলেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে।
ভবিষ্যৎ নিরাপত্তা ও সুপারিশ
তদন্ত প্রতিবেদনে নিরাপত্তা জোরদার করতে একাধিক গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো ডাবল চেক বা দ্বৈত যাচাই পদ্ধতি চালু করা। সুপারিশে বলা হয়েছে ভবিষ্যতে যিনি খাঁচার দরজা বন্ধ করবেন তার পাশাপাশি অন্য একজন কর্মচারী তা পরীক্ষা করে দেখবেন দরজাটি ঠিকভাবে লক হয়েছে কি না।
এছাড়া ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে জনবল বাড়ানোর সুপারিশ করা হয়েছে। পাশাপাশি কর্মচারীদের জন্য নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে জাতীয় চিড়িয়াখানার বেশিরভাগ খাঁচা পুরোনো হওয়ায় সেগুলো দ্রুত সংস্কারের প্রয়োজন রয়েছে।
ঘটনার পেছনের কথা
গত ৫ ডিসেম্বর শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে সিংহী ডেইজি খাঁচা থেকে বেরিয়ে পড়লে চিড়িয়াখানায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত দর্শনার্থীদের চিড়িয়াখানা থেকে বের করে দেওয়া হয়। তবে স্বস্তির বিষয় হলো এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার প্রায় পৌনে দুই ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ট্রানকুইলাইজার গান ব্যবহার করে সিংহীটিকে অচেতন করা হয় এবং সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাকে নিরাপদে আবার খাঁচায় ফিরিয়ে নেওয়া হয়।
একাত্তরের সেই কালরাত্রি ও রাও ফরমান আলীর নীল নকশার ইতিহাস
আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। এ দেশের স্বাধীনতা ও মুক্তিসংগ্রামের ইতিহাসের অন্যতম শোকাবহ ও মর্মন্তুদ একটি দিন। বিজয়ের ঠিক আগমুহূর্তে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হারানোর দুঃসহ যন্ত্রণার দিন আজ। তবে এবারের শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে এক ভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে।
ভিন্ন প্রেক্ষাপট ও নতুন প্রত্যাশা
ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এখন দেশ পরিচালনার দায়িত্বে। দায়িত্ব নেওয়ার ১৬ মাসের মাথায় বহুল আকাঙ্ক্ষিত নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের মাধ্যমে জাতি নতুন এক গণতান্ত্রিক অভিযাত্রা শুরু করবে বলে আশা করা হচ্ছে। একাত্তরের বিজয়ের ঊষালগ্নে জীবন উৎসর্গকারী শহীদ বুদ্ধিজীবীদের যে আকাঙ্ক্ষা ছিল তা বাস্তবায়নে রাষ্ট্র সংস্কার প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হয়েছে। এই বিবেচনায় এবারের শহীদ বুদ্ধিজীবী দিবসে জনগণ গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার প্রত্যাশা করছে।
একাত্তরের সেই নৃশংস হত্যাযজ্ঞ
১৯৭১ সালের ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের শেষলগ্নে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় সহযোগী রাজাকার আলবদর ও আলশামস বাহিনী দেশের বুদ্ধিজীবীদের নিধনে মেতে ওঠে। পরাজয় নিশ্চিত জেনে তারা বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য ষড়যন্ত্র বাস্তবায়ন করে। ১০ ডিসেম্বর থেকেই মূলত এই অপকর্ম শুরু হয় এবং ১৪ ডিসেম্বর তা চূড়ান্ত রূপ নেয়। পাকিস্তানি জেনারেল রাও ফরমান আলীর নীল নকশায় শিক্ষক সাংবাদিক চিকিৎসক প্রকৌশলী ও সাহিত্যিকদের চোখ বেঁধে ধরে নিয়ে গিয়ে রায়েরবাজার ও মিরপুর বধ্যভূমিতে নৃশংসভাবে হত্যা করা হয়। ১৬ ডিসেম্বর বিজয়ের পর মিরপুরের ডোবা নালা ও রায়েরবাজার ইটখোলায় তাদের ক্ষতবিক্ষত নিথর দেহ পাওয়া যায় যা পুরো বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছিল।
রাষ্ট্রীয় কর্মসূচি
শোকের আবহে আজ সারাদেশে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং শোকের প্রতীক কালো পতাকাও উড়ছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সকাল ৭টা ৫ মিনিটে এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সকাল ৭টা ৬ মিনিটে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজমের নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করবেন।
রাজনৈতিক দলগুলোর কর্মসূচি দিবসটি পালনে বিভিন্ন রাজনৈতিক দল দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।
বিএনপি
সকাল ৬টায় কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিতকরণ দিয়ে দিনের শুরু করেছে। সকাল ৯টায় মিরপুর ও রায়েরবাজারে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর ২টায় রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা করবে দলটি।
জামায়াতে ইসলামী
বিকেল ৩টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছে।
অন্যান্য দল
জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি গণতান্ত্রিক যুক্তফ্রন্ট বাম গণতান্ত্রিক জোট ও গণতন্ত্র মঞ্চসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করবে।
এছাড়া মসজিদ মন্দির গির্জা ও প্যাগোডাসহ সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হবে।
রোববার ঢাকায় যেসব কর্মসূচি, বের হওয়ার আগে যা জানা জরুরি
রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক ও সরকারি কর্মসূচিকর কারণে প্রায়ই স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই আজ রোববার ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীতে কী কী কর্মসূচি রয়েছে এবং কোথায় ভিড় হতে পারে তা জেনে নেওয়া জরুরি।
উপদেষ্টা রিজওয়ানার কর্মসূচি
সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ব্যস্ত সময় পার করবেন। তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং এর অধীন দপ্তর বা সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় করবেন।
বিএনপির কর্মসূচি
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিএনপির বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে।
সকাল ৯টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতারা এবং ঢাকা মহানগর ও অঙ্গসংগঠনের নেতারা শ্রদ্ধা নিবেদন করবেন।
বেলা ১১টায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে মুক্তিযোদ্ধা দলের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সন্ধ্যা ৭টায় গুলশানের হোটেল লেকশোরে পেশাজীবী ও বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এই সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
জামায়াতের কর্মসূচি
বাংলাদেশ জামায়াতে ইসলামী বিকেল সাড়ে ৩টায় রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট হলরুমে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে। ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
কর্মসূচিগুলোর কারণে মিরপুর রোড ফার্মগেট এবং গুলশান এলাকায় সাময়িক যানজটের সম্ভাবনা থাকায় নগরবাসীকে সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত বিদ্যুৎহীন যেসব এলাকা
সিলেট নগরীর বিদ্যুৎ গ্রাহকদের জন্য একটি জরুরি খবর রয়েছে। জরুরি মেরামত ও সংরক্ষণমূলক কাজের জন্য আজ রোববার ১৪ ডিসেম্বর নগরীর বেশ কয়েকটি এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ ১ এর নির্বাহী প্রকৌশলী এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য আগেই জানিয়েছিলেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয় রোববার সকাল ৮টা থেকে সকাল ১১টা পর্যন্ত ৩ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বেশ কিছু এলাকায়। এর মধ্যে রয়েছে ৩৩/১১ কেভি লাক্কাতুড়া উপকেন্দ্রের আওতাধীন কাকুয়ারপাড় এয়ারপোর্ট থানা বাইশটিলা ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস ধোপাগুল বনশ্রী বাদামবাগিচা পাহাড়িকা ও বড়বাজার এলাকা।
এছাড়া লাক্কাতুড়া স্টেডিয়াম ফিডারের আওতাধীন লাক্কাতুড়া বাজার মুসলিমপাড়া মালনীছড়া বাঁশবাড়ী গলির মুখ আঙ্গুর মিয়ার গলির মুখ রূপসা আবাসিক এলাকা খাসদবির প্রাইমারি স্কুল ইসরাইল মিয়ার গলি দারুস সালাম মাদ্রাসা রোড বড়শালা মসজিদের আশপাশ পর্যটন ফরিদ্বাবদ সিলভার সিটি ও কেওয়াছড়া এলাকাতেও বিদ্যুৎ থাকবে না। হিলুয়াছড়া চা বাগান মহালদিক উমদারপাড়া আলাইবহর লিলাপাড়া দাপনাটিলা সাহেবের বাজার কালাগুল লালবাগ পীরেরগাঁও ছালিয়া রঙ্গিটিলা ও সালুটিকরঘাট এলাকাও এই তালিকার অন্তর্ভুক্ত।
অন্যদিকে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অর্থাৎ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে লাক্কাতুড়া উপকেন্দ্রের বড় বাজার বনশ্রী এবং বাদামবাগিচা ফিডারের আওতাধীন এলাকাগুলোতে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ইলাশকান্দি উদয়ন আনার মিয়ার গলি সৈয়দ মুগনি চৌকিদেখী বাঁশবাড়ি গলি সিলসিলা গলি রূপসা গলি মোল্লাপাড়া গলি এবং বড় বাজার ও তৎসংলগ্ন এলাকা।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে ট্রান্সফরমারের জরুরি মেরামত বিদ্যুৎ লাইনের উন্নয়ন ও গাছপালার শাখা প্রশাখা কাটার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাজ শেষ হওয়া মাত্রই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে আশ্বস্ত করেছে কর্তৃপক্ষ। সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখপ্রকাশ করে সহযোগিতা চেয়েছে বিদ্যুৎ বিভাগ।
পাঠকের মতামত:
- জুলাই পরবর্তী ষড়যন্ত্রে আনিস ও শাওনের নাম
- সৌরজগতের সীমানা পেরিয়ে ঐতিহাসিক মাইলফলকের পথে নাসা
- বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ, সময় শেষ আজ বিকেলে
- ডেট বোর্ডে স্থবিরতা, লেনদেন সীমিত কয়েকটি বন্ডে
- শীতে পুরুষদের স্মার্ট লুকের ৮টি দুর্দান্ত আউটফিট
- শেয়ারবাজারে সতর্কতা, প্রধান তিন সূচকই নিম্নমুখী
- ডিএসই–৩০ সূচকে কোন শেয়ারে বাড়ল লেনদেন
- এক লাফে ভরি প্রতি স্বর্ণের দাম বাড়ল যত
- সিনেমার স্টাইলে পুলিশকে বোকা বানইয়ে পালালো দুই হামলাকারী
- কেমন থাকবে আগামী পাঁচ দিনের আবহাওয়া জানাল অধিদপ্তর
- পুষ্পা টুর রেকর্ড ভাঙল রণবীরের ধুরন্ধর
- শেয়ারহোল্ডারদের জন্য দুঃসংবাদ দিল মাকসন্স স্পিনিং
- স্বর্ণের নতুন বাজার দর: ১৫ ডিসেম্বর ২০২৫
- মেডিকেল ভর্তি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের নিয়ম জানুন
- ডিএসইতে আজ একাধিক ফান্ডের ডেইলি এনএভি ঘোষণা
- ডলারসহ বিভিন্ন বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার
- ১৫ ডিসেম্বর গাজীপুর মুক্ত দিবস: একাত্তরের সেই গৌরবোজ্জ্বল ইতিহাস
- সেমাই পিঠা/চুষি পিঠার ঘরোয়া স্বাদের সহজ রেসিপি
- মুখের দুর্গন্ধ দূর করার সহজ উপায়, বিব্রতকর পরিস্থিতি এড়াতে করণীয়
- নজরদারি ফাঁকি দিয়ে ডিজিটাল ধোঁকায় ভারতে পালালেন হাদির হামলাকারীরা
- অস্ট্রেলিয়ার বিচে উৎসবে হামলা, হামলাকারী বাবা ও ছেলের পরিচয় প্রকাশ
- আজকের রাশিফল: জেনে নিন সোমবার কার কেমন কাটবে
- শুক্রাণুর মান ধ্বংস করছে অনিদ্রা ,পুরুষের জন্য বড় সতর্কবার্তা
- পড়ালেখা ও কাজে এআই ব্যবহারের ১০ কার্যকর কৌশল
- সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
- নির্বাচন কমিশনের রিপোর্টে চিহ্নিত ১২ হাজার ঝুঁকিপূর্ণ কেন্দ্র
- গরিবের হক মেরে বিত্তবানদের পেট ভরাচ্ছে ভিডব্লিউবি কার্ড
- সোমবার ঢাকায় কী কী কর্মসূচি? এক নজরে বিস্তারিত
- সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে যাচ্ছেন গুলিবিদ্ধ হাদি
- ঢাকায় আজ আবহাওয়া যেমন থাকতে পারে
- বাংলাদেশ বনাম নেপাল ম্যাচসহ টিভিতে আজকের সব খেলার সময়সূচি
- নিরাপত্তার সংকটে রাজনীতি, প্রার্থীদের মনে চরম আতঙ্ক
- ১৫ ডিসেম্বর ঢাকা ও আশপাশের এলাকার নামাজের সময়সূচি
- বুধবার ঢাকার যেসব মার্কেট ও এলাকা বন্ধ থাকবে
- রাতে জিম থেকে সাংবাদিক আনিস আলমগীরকে নিয়ে গেল ডিবি
- অনিয়ম ঠেকাতে বিচারিক কর্মকর্তাদের মাঠে নামাল ইসি
- টার্গেট কিলিংয়ের জন্য ৭০ জনের তালিকা হয়েছে: মির্জা আব্বাস
- গত বছরের রেকর্ড ভেঙে ডিসেম্বরে রেমিট্যান্স প্রবাহে নতুন গতি
- বিদায়ী অভিভাষণে নিজের ও বিচার বিভাগের ভুল স্বীকার করলেন প্রধান বিচারপতি
- ক্রিকেটারদের সম্মান না দেওয়ায় বিসিবিকে ধুয়ে দিলেন তামিম ইকবাল
- ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান করল দিল্লি, পাল্টাপাল্টি বিবৃতিতে উত্তাপ
- তারুণ্য ধরে রাখা থেকে রোগ নিরাময়ে মেথি শাকের ৭ জাদুকরী গুণ
- বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল ভারতীয় সেনা ও গোয়েন্দাদের ষড়যন্ত্র: গোলাম পরওয়ার
- জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হাদি
- অতীতে কোনো নেতা যা পাননি তারেক রহমানকে তেমন সংবর্ধনা দেবে বিএনপি
- টাকার জন্য পরীক্ষায় বসতে পারল না সপ্তম শ্রেণির হাসিবুল
- মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা জাহাঙ্গীর আলম শান্ত
- মেডিকেলের ফলে নারীদের জয়জয়কার: যেভাবে জানবেন ফলাফল
- ১৪ ডিসেম্বর শেয়ারবাজারের পূর্ণাঙ্গ বিশ্লেষণ
- ১৪ ডিসেম্বর ডিএসইতে শীর্ষ দরপতনের ১০ শেয়ার
- যেভাবে জানা যাবে স্কুল ভর্তি লটারির ফল
- দুইদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়
- স্কুলভর্তির ডিজিটাল লটারি শুরু, ফল প্রকাশের সময় জানা গেল
- শনি-রবিবার বিদ্যুৎ থাকবে না বহু এলাকায়
- চিকিৎসক জানাল ওসমান হাদীর বর্তমান অবস্থা
- মাধ্যমিক স্কুলে ভর্তি শুরুর সময়সূচি প্রকাশ
- রাজশাহীতে নলকূপে আটকে পড়া শিশুকে বের করতে সুরঙ্গ খনন
- দেশে ফেরা নিয়ে যা জানালেন সাকিব আল হাসান
- এমপি হওয়ার আগেই ভিআইপি প্রোটোকল পেলেন হাদি: ডা. মাহমুদা মিতু
- রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত বিদ্যুৎহীন যেসব এলাকা
- তানোরে ৩২ ঘণ্টা পর উদ্ধার শিশুসাজিদ, কেমন আছে সে
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ শুরু, একটি আসনের জন্য লড়াই যতজনের
- শীতে ত্বক শুষ্ক ও র্যাশ কেন হয়, জানুন সমাধান
- দেশের বাজারে স্বর্ণের দামের নতুন রেকর্ড
- সপ্তাহের শুরুতে স্বর্ণের বাজার দর ও বিস্তারিত মূল্য তালিকা








