ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান করল দিল্লি, পাল্টাপাল্টি বিবৃতিতে উত্তাপ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ১৪ ১৯:১৩:০৩
ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান করল দিল্লি, পাল্টাপাল্টি বিবৃতিতে উত্তাপ
ছবি : সংগৃহীত

ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড দ্রুত বন্ধ চায় ঢাকা। আজ রোববার ১৪ ডিসেম্বর সকালে ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে এই কঠোর বার্তা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে রাজনৈতিক নেতা শরীফ ওসমান হাদির হত্যাচেষ্টার সঙ্গে জড়িত সন্দেহভাজনরা ভারতে প্রবেশ করলে তাদের গ্রেপ্তারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। তবে ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ প্রত্যাখ্যান করেছে দিল্লি।

তলব ও ঢাকার উদ্বেগ

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয় রোববার সকালে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে সরকারের গভীর উদ্বেগের কথা জানানো হয়। ঢাকার অভিযোগ আসন্ন সংসদীয় নির্বাচনকে বাধা দিতে পলাতক শেখ হাসিনা ভারত থেকে নিজ সমর্থকদের বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে আহ্বান জানিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়া অব্যাহত রেখেছেন এবং ভারত তা হতে দিচ্ছে।

বিচার বিভাগের দেওয়া সাজা ভোগের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দ্রুত সময়ের মধ্যে প্রত্যর্পণ করার আবারও আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

হাদি হত্যাচেষ্টা ও পলাতক সন্ত্রাসীদের প্রসঙ্গ

আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করতে বাংলাদেশের অভ্যন্তরে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য পরিকল্পনা ও সহায়তা করার মতো বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ভারতে অবস্থানরত পলাতক আওয়ামী লীগের সদস্যদের কার্যক্রমের প্রতিও রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় ভারতকে এই ফ্যাসিবাদী সন্ত্রাসীদের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া এবং যত দ্রুত সম্ভব তাদের বাংলাদেশে প্রত্যর্পণ করার আহ্বান জানানো হয়েছে।

বিশেষ করে শরীফ ওসমান হাদির হত্যাচেষ্টার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের ভারতে পালাতে রোধে ভারতের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। পাশাপাশি তারা যদি ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে তাহলে অবিলম্বে তাদের গ্রেপ্তার ও প্রত্যর্পণ নিশ্চিত করার জন্যও সহযোগিতা চেয়েছে ঢাকা।

তলবের সময় জোর দিয়ে বলা হয় প্রতিবেশী হিসেবে ন্যায়বিচার সমুন্নত রাখা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষায় বাংলাদেশের জনগণের পাশে ভারত দাঁড়াবে বলে প্রত্যাশা করে ঢাকা।

ভারতের প্রতিক্রিয়া ও অবস্থান

বৈঠকে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জোর দিয়ে বলেন বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে ভারত। পাশাপাশি সব ধরনের সহযোগিতার জন্য ভারত প্রস্তুত বলেও তিনি জানান।

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দাবি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। এতে বলা হয় আমরা ধারাবাহিকভাবে বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের পক্ষে আমাদের অবস্থান পুনর্ব্যক্ত করে আসছি। ভারত কখনই তার ভূখণ্ডকে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণের স্বার্থবিরোধী কার্যকলাপের জন্য ব্যবহার করতে দেয় না।

ভারত আশা প্রকাশ করে যে অন্তর্বর্তী সরকার শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানসহ অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।


কর্মচারীর ভুলেই খাঁচার বাইরে সিংহী

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ১৪ ১৪:৪০:৩৫
কর্মচারীর ভুলেই খাঁচার বাইরে সিংহী
ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় সিংহীর খাঁচা থেকে বেরিয়ে পড়ার ঘটনায় দায়িত্বশীল এক কর্মচারীর বড় ধরনের গাফিলতির প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। তদন্তে উঠে এসেছে আবু বক্কর নামে ওই কর্মচারী সিংহীর খাঁচা লক করতে ভুলে গিয়েছিলেন যার ফলে এমন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।

গাফিলতির প্রমাণ ও শাস্তিমূলক ব্যবস্থা

ঘটনার দিন ৫ ডিসেম্বর জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে ডেইজি নামের সিংহীটি বেরিয়ে পড়লে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির নেতৃত্ব দেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. মো. বয়জার রহমান। গত বুধবার ১০ ডিসেম্বর তারা প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন।

চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম শনিবার রাতে গণমাধ্যমকে জানান তিনি জেনেছেন তদন্ত প্রতিবেদন মহাপরিচালকের কাছে জমা দেওয়া হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে স্থায়ী দৈনিক শ্রমিক আবু বক্কর সিংহীর খাঁচা বন্ধ করতে ভুলে গিয়েছিলেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে।

ভবিষ্যৎ নিরাপত্তা ও সুপারিশ

তদন্ত প্রতিবেদনে নিরাপত্তা জোরদার করতে একাধিক গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো ডাবল চেক বা দ্বৈত যাচাই পদ্ধতি চালু করা। সুপারিশে বলা হয়েছে ভবিষ্যতে যিনি খাঁচার দরজা বন্ধ করবেন তার পাশাপাশি অন্য একজন কর্মচারী তা পরীক্ষা করে দেখবেন দরজাটি ঠিকভাবে লক হয়েছে কি না।

এছাড়া ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে জনবল বাড়ানোর সুপারিশ করা হয়েছে। পাশাপাশি কর্মচারীদের জন্য নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে জাতীয় চিড়িয়াখানার বেশিরভাগ খাঁচা পুরোনো হওয়ায় সেগুলো দ্রুত সংস্কারের প্রয়োজন রয়েছে।

ঘটনার পেছনের কথা

গত ৫ ডিসেম্বর শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে সিংহী ডেইজি খাঁচা থেকে বেরিয়ে পড়লে চিড়িয়াখানায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত দর্শনার্থীদের চিড়িয়াখানা থেকে বের করে দেওয়া হয়। তবে স্বস্তির বিষয় হলো এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার প্রায় পৌনে দুই ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ট্রানকুইলাইজার গান ব্যবহার করে সিংহীটিকে অচেতন করা হয় এবং সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাকে নিরাপদে আবার খাঁচায় ফিরিয়ে নেওয়া হয়।


একাত্তরের সেই কালরাত্রি ও রাও ফরমান আলীর নীল নকশার ইতিহাস

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ১৪ ০৯:১১:৩১
একাত্তরের সেই কালরাত্রি ও রাও ফরমান আলীর নীল নকশার ইতিহাস
ছবি : সংগৃহীত

আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। এ দেশের স্বাধীনতা ও মুক্তিসংগ্রামের ইতিহাসের অন্যতম শোকাবহ ও মর্মন্তুদ একটি দিন। বিজয়ের ঠিক আগমুহূর্তে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হারানোর দুঃসহ যন্ত্রণার দিন আজ। তবে এবারের শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে এক ভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে।

ভিন্ন প্রেক্ষাপট ও নতুন প্রত্যাশা

ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এখন দেশ পরিচালনার দায়িত্বে। দায়িত্ব নেওয়ার ১৬ মাসের মাথায় বহুল আকাঙ্ক্ষিত নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের মাধ্যমে জাতি নতুন এক গণতান্ত্রিক অভিযাত্রা শুরু করবে বলে আশা করা হচ্ছে। একাত্তরের বিজয়ের ঊষালগ্নে জীবন উৎসর্গকারী শহীদ বুদ্ধিজীবীদের যে আকাঙ্ক্ষা ছিল তা বাস্তবায়নে রাষ্ট্র সংস্কার প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হয়েছে। এই বিবেচনায় এবারের শহীদ বুদ্ধিজীবী দিবসে জনগণ গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার প্রত্যাশা করছে।

একাত্তরের সেই নৃশংস হত্যাযজ্ঞ

১৯৭১ সালের ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের শেষলগ্নে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় সহযোগী রাজাকার আলবদর ও আলশামস বাহিনী দেশের বুদ্ধিজীবীদের নিধনে মেতে ওঠে। পরাজয় নিশ্চিত জেনে তারা বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য ষড়যন্ত্র বাস্তবায়ন করে। ১০ ডিসেম্বর থেকেই মূলত এই অপকর্ম শুরু হয় এবং ১৪ ডিসেম্বর তা চূড়ান্ত রূপ নেয়। পাকিস্তানি জেনারেল রাও ফরমান আলীর নীল নকশায় শিক্ষক সাংবাদিক চিকিৎসক প্রকৌশলী ও সাহিত্যিকদের চোখ বেঁধে ধরে নিয়ে গিয়ে রায়েরবাজার ও মিরপুর বধ্যভূমিতে নৃশংসভাবে হত্যা করা হয়। ১৬ ডিসেম্বর বিজয়ের পর মিরপুরের ডোবা নালা ও রায়েরবাজার ইটখোলায় তাদের ক্ষতবিক্ষত নিথর দেহ পাওয়া যায় যা পুরো বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছিল।

রাষ্ট্রীয় কর্মসূচি

শোকের আবহে আজ সারাদেশে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং শোকের প্রতীক কালো পতাকাও উড়ছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সকাল ৭টা ৫ মিনিটে এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সকাল ৭টা ৬ মিনিটে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজমের নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করবেন।

রাজনৈতিক দলগুলোর কর্মসূচি দিবসটি পালনে বিভিন্ন রাজনৈতিক দল দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।

বিএনপি

সকাল ৬টায় কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিতকরণ দিয়ে দিনের শুরু করেছে। সকাল ৯টায় মিরপুর ও রায়েরবাজারে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর ২টায় রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা করবে দলটি।

জামায়াতে ইসলামী

বিকেল ৩টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছে।

অন্যান্য দল

জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি গণতান্ত্রিক যুক্তফ্রন্ট বাম গণতান্ত্রিক জোট ও গণতন্ত্র মঞ্চসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করবে।

এছাড়া মসজিদ মন্দির গির্জা ও প্যাগোডাসহ সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হবে।


রোববার ঢাকায় যেসব কর্মসূচি, বের হওয়ার আগে যা জানা জরুরি

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ১৪ ০৯:০২:৪৭
রোববার ঢাকায় যেসব কর্মসূচি, বের হওয়ার আগে যা জানা জরুরি
ছবি : সংগৃহীত

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক ও সরকারি কর্মসূচিকর কারণে প্রায়ই স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই আজ রোববার ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীতে কী কী কর্মসূচি রয়েছে এবং কোথায় ভিড় হতে পারে তা জেনে নেওয়া জরুরি।

উপদেষ্টা রিজওয়ানার কর্মসূচি

সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ব্যস্ত সময় পার করবেন। তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং এর অধীন দপ্তর বা সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় করবেন।

বিএনপির কর্মসূচি

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিএনপির বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে।

সকাল ৯টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতারা এবং ঢাকা মহানগর ও অঙ্গসংগঠনের নেতারা শ্রদ্ধা নিবেদন করবেন।

বেলা ১১টায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে মুক্তিযোদ্ধা দলের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সন্ধ্যা ৭টায় গুলশানের হোটেল লেকশোরে পেশাজীবী ও বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এই সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জামায়াতের কর্মসূচি

বাংলাদেশ জামায়াতে ইসলামী বিকেল সাড়ে ৩টায় রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট হলরুমে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে। ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

কর্মসূচিগুলোর কারণে মিরপুর রোড ফার্মগেট এবং গুলশান এলাকায় সাময়িক যানজটের সম্ভাবনা থাকায় নগরবাসীকে সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত বিদ্যুৎহীন যেসব এলাকা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ১৪ ০৮:৫৬:১৪
রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত বিদ্যুৎহীন যেসব এলাকা
ছবি : সংগৃহীত

সিলেট নগরীর বিদ্যুৎ গ্রাহকদের জন্য একটি জরুরি খবর রয়েছে। জরুরি মেরামত ও সংরক্ষণমূলক কাজের জন্য আজ রোববার ১৪ ডিসেম্বর নগরীর বেশ কয়েকটি এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ ১ এর নির্বাহী প্রকৌশলী এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য আগেই জানিয়েছিলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয় রোববার সকাল ৮টা থেকে সকাল ১১টা পর্যন্ত ৩ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বেশ কিছু এলাকায়। এর মধ্যে রয়েছে ৩৩/১১ কেভি লাক্কাতুড়া উপকেন্দ্রের আওতাধীন কাকুয়ারপাড় এয়ারপোর্ট থানা বাইশটিলা ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস ধোপাগুল বনশ্রী বাদামবাগিচা পাহাড়িকা ও বড়বাজার এলাকা।

এছাড়া লাক্কাতুড়া স্টেডিয়াম ফিডারের আওতাধীন লাক্কাতুড়া বাজার মুসলিমপাড়া মালনীছড়া বাঁশবাড়ী গলির মুখ আঙ্গুর মিয়ার গলির মুখ রূপসা আবাসিক এলাকা খাসদবির প্রাইমারি স্কুল ইসরাইল মিয়ার গলি দারুস সালাম মাদ্রাসা রোড বড়শালা মসজিদের আশপাশ পর্যটন ফরিদ্বাবদ সিলভার সিটি ও কেওয়াছড়া এলাকাতেও বিদ্যুৎ থাকবে না। হিলুয়াছড়া চা বাগান মহালদিক উমদারপাড়া আলাইবহর লিলাপাড়া দাপনাটিলা সাহেবের বাজার কালাগুল লালবাগ পীরেরগাঁও ছালিয়া রঙ্গিটিলা ও সালুটিকরঘাট এলাকাও এই তালিকার অন্তর্ভুক্ত।

অন্যদিকে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অর্থাৎ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে লাক্কাতুড়া উপকেন্দ্রের বড় বাজার বনশ্রী এবং বাদামবাগিচা ফিডারের আওতাধীন এলাকাগুলোতে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ইলাশকান্দি উদয়ন আনার মিয়ার গলি সৈয়দ মুগনি চৌকিদেখী বাঁশবাড়ি গলি সিলসিলা গলি রূপসা গলি মোল্লাপাড়া গলি এবং বড় বাজার ও তৎসংলগ্ন এলাকা।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে ট্রান্সফরমারের জরুরি মেরামত বিদ্যুৎ লাইনের উন্নয়ন ও গাছপালার শাখা প্রশাখা কাটার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাজ শেষ হওয়া মাত্রই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে আশ্বস্ত করেছে কর্তৃপক্ষ। সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখপ্রকাশ করে সহযোগিতা চেয়েছে বিদ্যুৎ বিভাগ।


খুলনায় জোড়াগেটে অস্ত্রের কারখানার সন্ধান 

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ১৩ ২০:৪৩:১২
খুলনায় জোড়াগেটে অস্ত্রের কারখানার সন্ধান 
ছবি : সংগৃহীত

খুলনা মহানগরীর ব্যস্ততম এলাকা জোড়াগেটে একটি অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। শনিবার ১৩ ডিসেম্বর সন্ধ্যায় এইচআরসি ভবনের পাশের গলিতে অবস্থিত ওই কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। শহরের একেবারে মধ্যবর্তী ও জনবসতিপূর্ণ স্থানে এমন একটি অস্ত্রের কারখানা আবিষ্কার হওয়ায় স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জোড়াগেট এলাকার দোহা আয়রন ফাউন্ডার নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালায়। সেখানে লোহার কারখানার আড়ালে গোপনে আগ্নেয়াস্ত্র তৈরি করা হচ্ছিল।

পুলিশের অভিযানে কারখানাটি থেকে অস্ত্র তৈরির ছাঁচ সীসা ট্রিগার ও ট্রিগার গার্ডসহ অন্তত ৩০ থেকে ৩৫টি আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসব সরঞ্জাম দিয়ে বড় ধরনের নাশকতার জন্য অস্ত্র তৈরি করা হচ্ছিল বলে ধারণা করছে পুলিশ।

ঘটনাস্থল থেকে পুলিশ তিনজনকে আটক করেছে। আটককৃতরা হলেন দোহা আয়রন ফাউন্ডার কারখানার মালিক নজরুল এবং তার দুই কর্মচারী শহিদুল ও আকবর আলী। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা খুঁজে বের করার চেষ্টা চলছে।

স্থানীয়রা জানান দোহা আয়রন ফাউন্ডারে সাধারণত লোহালক্কড়ের কাজ হতো বলে তারা জানতেন। কিন্তু এর ভেতরে যে মারণাস্ত্র তৈরি হতো তা তাদের কল্পনারও বাইরে ছিল। শহরের এমন গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রশাসনের নাকের ডগায় কীভাবে এতদিন ধরে এই অবৈধ কার্যক্রম চলছিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।


আইনি লড়াই শেষে এবার ভোটের মাঠে নামছেন অ্যাটর্নি জেনারেল

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ১৩ ২০:২২:০৪
আইনি লড়াই শেষে এবার ভোটের মাঠে নামছেন অ্যাটর্নি জেনারেল
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ছবি : কালবেলা

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলাকারীর শেকড় যতই শক্তিশালী হোক না কেন তা টেনে উপড়ে ফেলা হবে। শনিবার ১৩ ডিসেম্বর বিকেলে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মালিথীয়া গ্রামে এক অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন খুব শিগগির অ্যাটর্নি জেনারেলের পদ ছেড়ে তিনি সংসদ সদস্য পদে নির্বাচন করবেন।

হাদির ওপর হামলার বিষয়ে কঠোর অবস্থান ব্যক্ত করে মো. আসাদুজ্জামান বলেন হাদির ওপর আক্রমণ যে বা যারাই ঘটাক আইন তার নিজস্ব গতিতে চলবে। অপরাধীর যত শেকড় থাক না কেন সমস্ত শেকড় টেনে তুলে ফেলা হবে। তিনি উল্লেখ করেন বাংলাদেশে যারা গণতন্ত্র ফিরিয়ে এনেছে এবং যারা জুলাই গণঅভ্যুত্থান ঘটিয়েছে তাদের মধ্যে অন্যতম অগ্রদূত ছিল শরিফ ওসমান হাদি। হাদি আততায়ীর গুলিতে আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তাই তার সুস্থতার জন্য তিনি বিশেষ প্রার্থনার আহ্বান জানান।

অনুষ্ঠানে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বড় ঘোষণা দেন রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা। তিনি বলেন আগামী দিন আপনাদের সঙ্গে খুব অচিরেই দেখা হবে। আমি সবকিছু ছেড়ে এবং বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে আপনাদের কাছে আবার ফিরে আসব। একজন ভোটপ্রার্থী হিসেবে যখন ফিরে আসব আপনাদের সঙ্গে আবার আমার কথা হবে। সুখ দুঃখের কথা হবে এবং আনন্দের কথা হবে। আমি যেন আপনাদের মাঝে এসে আমার সততা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে আপনাদের সেবা করতে পারি।

আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করার জন্য সরকার ও নির্বাচন কমিশন বদ্ধপরিকর। যত বাধা বা প্রাচীর আসুক নির্বাচন কমিশন নির্বাচনের দিকে এগিয়ে যাবে।

সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওই বিশেষ প্রার্থনা সভায় আরও উপস্থিত ছিলেন ধলহরাচন্দ্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল বারী মোল্লা খুলনা বিভাগীয় কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ওসমান আলী বিশ্বাস মাগুড়ার শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম হিরো শৈলকুপা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসেন ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।


রোহিঙ্গা ক্যাম্পে মাদকের ভয়াবহ বিস্তারে চরম নিরাপত্তা ঝুঁকিতে বাংলাদেশ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ১৩ ১২:২০:৫২
রোহিঙ্গা ক্যাম্পে মাদকের ভয়াবহ বিস্তারে চরম নিরাপত্তা ঝুঁকিতে বাংলাদেশ
ছবি : সংগৃহীত

বাংলাদেশে রোহিঙ্গা সংকট এখন আর কেবল মানবিক সমস্যার মধ্যে সীমাবদ্ধ নেই বরং এটি একটি বড় ধরনের সামাজিক ও নিরাপত্তাগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করা রোহিঙ্গা শরণার্থীরা কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নিয়েছে। সেখানে তাদের মানবিক সহায়তা এবং মৌলিক জীবনযাপন নিশ্চিত করা হলেও সম্প্রতি কিছু অশুভ দিক সামনে এসেছে। বিশেষ করে মাদক চর্চা ও ব্যবহারের বিষয়টি এখন অত্যন্ত আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিগত কয়েক বছরে অভিযোগ এসেছে যে রোহিঙ্গা ক্যাম্পে দেদারসে মাদক প্রবেশ করছে এবং ব্যবহার হচ্ছে। এই মাদক মূলত মিয়ানমার থেকে আসে যেখানে তা অবৈধভাবে উৎপাদিত হয়। ইয়াবা ও ক্রিস্টাল মেথসহ বিভিন্ন প্রকার মাদক চোরাচালানের মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে যাচ্ছে। স্থানীয় সূত্র ও মানবাধিকার সংস্থার মতে এই মাদক শুধু রোহিঙ্গাদের জীবনকে ক্ষতিগ্রস্ত করছে না বরং বাংলাদেশের সমাজ ও নিরাপত্তার ওপরও বড় প্রভাব ফেলছে। মিয়ানমারের ইয়াঙ্গুন চায়ংদর এবং রাখাইন রাজ্য থেকে প্রচুর পরিমাণে মাদক রোহিঙ্গা শরণার্থীদের মাধ্যমেই বাংলাদেশে প্রবেশ করছে।

অভ্যন্তরীণ তদন্তে দেখা গেছে ক্যাম্পে মাদকের ব্যবহার মূলত যুবক ও তরুণদের মধ্যে বেশি। এর অন্যতম প্রধান কারণ হলো তাদের মানসিক চাপ হতাশা ও ভবিষ্যতের অনিশ্চয়তা। ক্যাম্পের বদ্ধ জীবনে কর্মসংস্থানহীন তরুণরা হতাশা কাটাতে মাদকের দিকে ঝুঁকছে। এছাড়া অপরাধী চক্রগুলোর প্রলোভনও এখানে কার্যকর ভূমিকা রাখছে। মাদক ব্যবহারের ফলে ক্যাম্পের ভেতরে নানাবিধ সামাজিক সমস্যা দেখা দিয়েছে যা শেষ পর্যন্ত বাংলাদেশের স্থানীয় জনসংখ্যার জন্যও চ্যালেঞ্জ তৈরি করছে।

রোহিঙ্গা ক্যাম্পে মাদক ব্যবহারের প্রত্যক্ষ প্রভাব এখন বাংলাদেশের মূল ভূখণ্ডে পড়ছে। বিশেষ করে কক্সবাজার চট্টগ্রাম ও আশপাশের জেলাগুলোতে অপরাধপ্রবণতা বেড়ে যাচ্ছে। চুরি ছিনতাই ও হেনস্তার মতো ঘটনা বৃদ্ধি পাচ্ছে। মাদক চোরাচালান ও ব্যবহার সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলার ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছে। ক্যাম্পগুলোতে পর্যাপ্ত তদারকি ও নিরাপত্তাব্যবস্থা না থাকায় মিয়ানমার থেকে অবৈধভাবে আসা মাদক খুব সহজেই ছড়িয়ে পড়ছে।

বিশেষজ্ঞরা মনে করেন এই সংকট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য। জাতিসংঘের শরণার্থী সংস্থা বা ইউএনএইচসিআর এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সহায়তা নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মিয়ানমার সরকার ও অন্যান্য সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগ গ্রহণ করতে হবে। আন্তর্জাতিক তদারকি বাড়াতে হবে যাতে ক্যাম্পে মাদক প্রবেশ রুখে দেওয়া যায়। পাশাপাশি রোহিঙ্গা যুবকদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা বাড়াতে হবে এবং ক্যাম্পে স্কুল প্রশিক্ষণ কেন্দ্র খেলাধুলা ও বিনোদনমূলক কার্যক্রম চালু করতে হবে। মানসিক চাপ কমাতে সাইকোলজিক্যাল কাউন্সিলিং এবং সম্প্রদায় ভিত্তিক সহায়তা দেওয়াও জরুরি।

মাদক ব্যবহার রোহিঙ্গা ক্যাম্পে একটি সামাজিক মানবিক এবং নিরাপত্তাগত চ্যালেঞ্জ। এটি শুধু শরণার্থীদের জন্য নয় বরং বাংলাদেশের অর্থনীতি ও সমাজকাঠামোর ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনে বিপুল অর্থ ব্যয় হচ্ছে যা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য একটি বাড়তি চাপ। তাই মাদক প্রতিরোধের জন্য দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে সমস্যার কুফল দেশের মাটিতে আরও গভীরভাবে পড়বে বলে সতর্ক করেছেন সংশ্লিষ্টরা।

লেখক : সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক


ওসমান হাদির বাড়িতেে দুর্ধর্ষ চুরি

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ১৩ ১২:০১:০৭
ওসমান হাদির বাড়িতেে দুর্ধর্ষ চুরি
ছবি : সংগৃহীত

ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জন্য শুক্রবার দিনটি ছিল চরম দুর্ভাগ্যের। রাজধানীর বিজয়নগরে তিনি যখন সন্ত্রাসীদের গুলিতে জীবনমরণ সন্ধিক্ষণে লড়ছেন ঠিক সেই রাতে তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার ১২ ডিসেম্বর রাতে নলছিটি শহরের খাসমহল এলাকায় হাদির পৈতৃক বাড়িতে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম। তিনি জানান হাদির গুলিবিদ্ধ হওয়ার খবর শুনে পরিবারের সদস্যরা বিকেলেই তড়িঘড়ি করে ঢাকায় রওনা দিয়েছিলেন। এই সুযোগে বাসায় কেউ না থাকায় জানালা ভেঙে চোর ঘরে প্রবেশ করে। তবে কী পরিমাণ মালামাল খোয়া গেছে বা ঘর থেকে কী কী নেওয়া হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি আরিফুল আলম জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খুঁজে বের করতে পুলিশ কাজ শুরু করেছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন তিনি।

উল্লেখ্য এর আগে শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকি এলাকায় রিকশায় যাওয়ার সময় ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে করে এসে দুজন তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে পরিবারের ইচ্ছায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি।


গোপালগঞ্জে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ১৩ ১১:০৬:১৬
গোপালগঞ্জে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ
ছবি : সংগৃহীত

গোপালগঞ্জে আদালত ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার ১২ ডিসেম্বর রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও খবর ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামত উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার রাত ৯টার দিকে বিকট শব্দে একই স্থানে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। রাতের নিস্তব্ধতায় এই বিকট শব্দে আশপাশের এলাকায় ভীতি ছড়িয়ে পড়ে।

এদিকে বিস্ফোরণ ঘটানোর একটি ভিডিও ফুটেজ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তিন রাস্তার মোড়ে পরপর দুটি বিস্ফোরণ ঘটানো হয়। মুহূর্তের মধ্যেই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো এলাকা।

ঘটনার পর এক প্রেস নোটের মাধ্যমে পুলিশ জানায় অজ্ঞাতনামা ব্যক্তিরা গোপালগঞ্জ জেলা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনের তিন রাস্তার মোড়ে দুটি হাতে বানানো পটকা সাদৃশ্য বস্তু নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে এলাকায় বিকট আওয়াজের সৃষ্টি হয়। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অবস্থান নেয়। পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে এই ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থল হতে সংগৃহীত আলামত এবং সিসি ক্যামেরা ফুটেজ পর্যবেক্ষণ করে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তকরণের কাজ চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পাঠকের মতামত:

ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়তে হলে রাষ্ট্রকে অবশ্যই তার সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা পুনরুদ্ধার করতে হবে

ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়তে হলে রাষ্ট্রকে অবশ্যই তার সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা পুনরুদ্ধার করতে হবে

রাষ্ট্রের ধারণাটি একসময় কেবল প্রশাসনিক ক্ষমতা, আইনের শাসন এবং নিরাপত্তা প্রদানের সঙ্গে সম্পর্কিত ছিল। কিন্তু আধুনিক বিশ্বে রাষ্ট্রের ভূমিকা এখন... বিস্তারিত