ভারতে ২,৩৬০ বাংলাদেশি অনিবন্ধিত, ফেরাতে চাপ দিচ্ছে ভারত সরকার

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৩ ০৯:৫৬:৪৬
ভারতে ২,৩৬০ বাংলাদেশি অনিবন্ধিত, ফেরাতে চাপ দিচ্ছে ভারত সরকার

সত্য নিউজ: ভারতে বসবাসরত অনিবন্ধিত বাংলাদেশি নাগরিকদের দ্রুত ফেরত পাঠাতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ভারত। বৃহস্পতিবার (২২ মে) এক সাংবাদিক সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল জানান, ইতোমধ্যে বাংলাদেশি নাগরিকদের একটি তালিকা ঢাকায় পাঠানো হয়েছে এবং সেখানে অন্তত ২,৩৬০ জনের তথ্য এখনো যাচাই প্রক্রিয়ায় রয়েছে।

জয়সওয়াল বলেন, “যেসব বিদেশি নাগরিক ভারতে অবৈধভাবে অবস্থান করছেন, তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানিয়েছি যেন তারা দ্রুত এসব ব্যক্তির জাতীয়তা যাচাই সম্পন্ন করে।” দিল্লি থেকে পাওয়া পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, তালিকাভুক্ত ২,৩৬৯ জন বাংলাদেশির নাম ও অন্যান্য তথ্য সংবলিত একটি আনুষ্ঠানিক চিঠি বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

ভারতজুড়ে সম্প্রতি অনিবন্ধিত অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। ২১ মে উড়িশ্যার আইনমন্ত্রী পৃত্বিরাজ হরিচন্দন জানিয়েছেন, রাজ্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে যেন অনিবন্ধিত বাংলাদেশিদের সনাক্ত করে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়। এর আগে ১৪ মে রাজস্থানের মন্ত্রী যোগারাম প্যাটেল জানান, প্রাথমিক তদন্তে রাজ্যে প্রায় ১,০০০ সন্দেহভাজন বাংলাদেশি অভিবাসী বসবাস করছে বলে উঠে এসেছে। একইভাবে, ১০ মে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, সীমান্তবর্তী এলাকাগুলোতে ‘পুশ ব্যাক’ কৌশল বাস্তবায়ন করা হচ্ছে, যার মাধ্যমে আইনি প্রক্রিয়া ছাড়াই অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হবে।

বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও শেখ হাসিনা সরকারের পতনের পরবর্তী পরিস্থিতি ভারতের নিরাপত্তা মহলে উদ্বেগ তৈরি করেছে। সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর দেশটির নিরাপত্তা সংস্থাগুলো অনিবন্ধিত অভিবাসীদের ওপর আরও কঠোর নজরদারির পক্ষে অবস্থান নিয়েছে। ভারত সরকার মনে করছে, এসব অভিবাসীদের মধ্যে কিছু উপাদান দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ