ভোগান্তি এড়াতে দেখুন আজকের মার্কেট বন্ধ তালিকা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ০৯ ০৯:৫১:১৭
ভোগান্তি এড়াতে দেখুন আজকের মার্কেট বন্ধ তালিকা
ছবি: সংগৃহীত

দৈনন্দিন কেনাকাটার প্রয়োজন মেটাতে রাজধানীর বিভিন্ন মার্কেট বা দোকানপাটে আমাদের প্রায়ই যেতে হয়। তবে কোথাও যাওয়ার আগে সংশ্লিষ্ট এলাকার সাপ্তাহিক ছুটির দিন সম্পর্কে ধারণা না থাকলে অযথা ভোগান্তিতে পড়তে হয়। তাই মঙ্গলবার (আজ) রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট বন্ধ আছে তা জানা সবসময়ই গুরুত্বপূর্ণ।

আজ মঙ্গলবার রাজধানীর বেশ কিছু এলাকায় দোকানপাট সাপ্তাহিক ছুটির কারণে সারাদিন বন্ধ থাকবে। এসব এলাকায় অপ্রয়োজনে গিয়ে বিপাকে পড়া এড়াতে আগেই তালিকাটি দেখে নেওয়া প্রয়োজন।

আজ বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট

আজ কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া অ্যাভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কাওরান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা এবং লালমাটিয়া এলাকার দোকানপাট পুরোদিন বন্ধ থাকবে।

আজ যে মার্কেটগুলো বন্ধ থাকবে

সাপ্তাহিক বন্ধের অংশ হিসেবে আজ বসুন্ধরা সিটি, মোতালিব প্লাজা, ইস্টার্ন প্লাজা, সেজান পয়েন্ট, নিউ মার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউসিয়া, ধানমন্ডি হকার্স মার্কেট, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অর্চিড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমন্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, কাওরান বাজার ডিআইটি মার্কেট এবং অর্কিড প্লাজা বন্ধ থাকবে।

দোকানপাট ও শপিং মল বন্ধের এই তথ্য জানা থাকলে অযথা পথে নেমে হতাশ হওয়ার ঝুঁকি কমে যায় এবং সময় পরিকল্পনাও সহজ হয়।

-রফিক


আজ রাজধানীতে রাজনৈতিক-সরকারি নানা কর্মসূচি

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ০৯ ০৯:৪৫:৩৩
আজ রাজধানীতে রাজনৈতিক-সরকারি নানা কর্মসূচি
ছবি: সংগৃহীত

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিদিন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের নানা কর্মসূচির কারণে সড়কে যানজট সৃষ্টি হয় এবং নাগরিকদের নানামাত্রিক ভোগান্তি পোহাতে হয়। প্রতিদিনের মতো আজও শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিভিন্ন আয়োজন থাকায় সকালেই এসব তথ্য জেনে নেওয়া প্রয়োজন হয়ে পড়ে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিনের শুরুতে রাজধানীতে যে উল্লেখযোগ্য কর্মসূচিগুলো থাকবে, সেগুলো সম্পর্কে সংশ্লিষ্ট দফতর ও সংগঠনগুলো আগাম জানিয়ে দিয়েছে।

অর্থ উপদেষ্টার কর্মসূচি

বিকেল সাড়ে ৩টায় সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থিত থাকবেন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। গুরুত্বপূর্ণ এ সভায় ক্রয়নীতি ও বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হবে।

বিএনপির কর্মসূচি

বিকেল ৪টায় খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে ‘বিএনপির দেশগড়া’র পরিকল্পনা’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।এর আগে সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে অধ্যাপক ড. মাহবুব উল্লাহর লেখা চারটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ ছাড়াও সন্ধ্যা ৭টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। সভায় উপস্থিত থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।

এনসিপির কর্মসূচি

বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে ‘বেগম রোকেয়ার ভাবনা ও সাম্প্রতিক প্রাসঙ্গিকতা’ শীর্ষক আলোচনায় অংশ নেবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। অনুষ্ঠানে বক্তারা রোকেয়ার চিন্তাধারা এবং সমকালীন সমাজে তার প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করবেন।


সর্বনিম্ন তাপমাত্রায় স্থবির তেঁতুলিয়ার জনজীবন

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ০৯ ০৯:৩৭:৩১
সর্বনিম্ন তাপমাত্রায় স্থবির তেঁতুলিয়ার জনজীবন
ছবি: সংগৃহীত

কনকনে হিমেল বাতাসে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্বাভাবিক জীবনের গতি থমকে গেছে। টানা চার দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়ই রেকর্ড হচ্ছে, যা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার উপক্রম। কঠোর শীতের প্রভাবে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন দিনমজুর, মাঠ–ঘাটের শ্রমিক এবং দৈনিক আয়ের ওপর নির্ভরশীল মানুষজন।

মঙ্গলবার ভোর ৬টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে দাঁড়ায় ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে, যেখানে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল প্রায় ৯৯ শতাংশ। এর আগের দিন সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি শীত মৌসুমে এ পর্যন্ত সর্বনিম্ন হিসেবে চিহ্নিত হয়েছে।

দিনের উষ্ণতার ক্ষেত্রেও বড় ধরনের তারতম্য দেখা গেছে। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, আর তার আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

শীতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেড়েছে সাধারণ মানুষের কষ্টও। রাস্তার ধারে, বাড়ির সামনে কিংবা চায়ের দোকানের পাশে অনেকে আগুন জ্বালিয়ে হাত-পা গরম রাখার চেষ্টা করছেন। আর নিম্নআয়ের মানুষদের ক্ষেত্রে সকাল-বিকেল কুয়াশা ও ঠান্ডা হাওয়ার সঙ্গে লড়াই যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত কয়েকদিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাঘুরি করছে। ডিসেম্বরের শুরুতেই এমন পরিস্থিতি বিরাজ করায় সামনে আরও তীব্র শৈত্যপ্রবাহ নেমে আসার সম্ভাবনা রয়েছে বলেও তিনি সতর্ক করেন।

-শরিফুল


যানজট এড়াতে বাসা থেকে বের হওয়ার আগে জেনে নিন আজ রাজধানীর কোথায় কী?

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ০৮ ০৯:১৯:২২
যানজট এড়াতে বাসা থেকে বের হওয়ার আগে জেনে নিন আজ রাজধানীর কোথায় কী?
ছবি : সংগৃহীত

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয় এবং বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সপ্তাহের প্রথম কর্মদিবসের পর সোমবার ৮ ডিসেম্বর সকালে বাসা থেকে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি রয়েছে তা জেনে নেওয়া জরুরি। এদিন রাজনৈতিক দলগুলোর গুরুত্বপূর্ণ বৈঠকের পাশাপাশি সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানও পরিচালিত হবে।

রাজনৈতিক কর্মসূচি বিএনপির দেশগড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভা সকাল সাড়ে ১০টায় খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে শুরু হবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া সকাল ১০টায় সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়ে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প শুরু হবে যেখানে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

জামায়াতে ইসলামীর জন্য দিনটি বেশ গুরুত্বপূর্ণ। বেলা ১১টায় দলটির আমির ডা. শফিকুর রহমান একটি প্রতিনিধি দল নিয়ে ইউরোপীয় ইউনিয়নের ঢাকাস্থ দূতাবাসে সৌজন্য সাক্ষাতে যাবেন এবং সাক্ষাৎ শেষে সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য রাখবেন। অন্যদিকে বেলা সাড়ে ১১টায় দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগারগাঁওয়ের কার্যালয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে মিলিত হবেন।

সিটি করপোরেশনের অভিযান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার অবৈধ ব্যানার ফেস্টুন লিফলেট বিজ্ঞপ্তি ও বিলবোর্ড অপসারণ কার্যক্রম পরিচালনা করা হবে। সকাল ১০টা থেকে সায়েন্স ল্যাবরেটরি বা সিটি কলেজ মোড় এলাকায় এই অভিযান চলবে। ফলে এই ব্যস্ততম মোড়টিতে যানজটের আশঙ্কা রয়েছে।

সরকারি ও অন্যান্য অনুষ্ঠান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সকাল সাড়ে ৯টায় ডব্লিউসিএস বাংলাদেশ ও ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ আয়োজিত হেলদি ওশেন প্রকল্পের ইনসেপশন ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এছাড়া সাধারণ রোগেও ওষুধ কাজ না করা এবং অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারের ভয়াবহতা তুলে ধরে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্টেন্স রিপোর্ট ২০২৪ ও ২০২৫ প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সকাল ১০টায় শহীদ ডা. মিল্টন হলে। এতে প্রধান অতিথি থাকবেন বিএমইউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।


হিমালয়ের কনকনে হাওয়ায় কাঁপছে পঞ্চগড়

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ০৮ ০৮:৪৬:৪৪
হিমালয়ের কনকনে হাওয়ায় কাঁপছে পঞ্চগড়
কুয়াশা ও উত্তরের হিমেল বাতাসে বিপর্যস্ত তেঁতুলিয়ার জনজীবন। ছবি : কালবেলা

টানা দুই দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে পুরো পঞ্চগড় জেলা। উত্তর হিমালয় অঞ্চল থেকে বয়ে আসা হিমশীতল বাতাস ও কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে এখানকার জনজীবন। হালকা কুয়াশা ও উত্তরের হিমেল বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। এ জেলায় সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ।

সোমবার ৮ ডিসেম্বর সকাল ৬টায় আবহাওয়া অফিসের তথ্যে দেখা গেছে পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে রবিবার সকাল ৯টায় তা ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের সহকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান সোমবার সকালে বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ এবং উত্তর পশ্চিম দিক থেকে বয়ে আসা হিমেল হাওয়ায় কনকনে শীত অব্যাহত রয়েছে যা সামনে আরও বাড়তে পারে।

টানা দুই দিনের মৃদু শৈত্যপ্রবাহে জবুথবু হয়ে পড়েছে পঞ্চগড়ের মানুষ। সন্ধ্যার পর থেকেই বাড়ছে শীতের তীব্রতা এবং কুয়াশার কারণে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। সন্ধ্যার পরে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ। ছিন্নমূল আর গ্রামীণ মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ কারণ মাঠে কৃষিকাজ প্রায় হচ্ছেই না।

শহরের রৌশনাবাগ এলাকার রাজমিস্ত্রি আক্তার হোসেন আক্ষেপ করে বলেন রাত থেকে প্রচণ্ড শীত আর ঠান্ডা বাতাস বইছে তাই সকালে কাজ করা মুশকিল হয়ে পড়েছে। তীব্র ঠান্ডায় হাত একদম বরফ হয়ে যাচ্ছে কিন্তু কাজ না করতে পারলে কী খাব সেই চিন্তায় পরিবারের কথা ভেবে কাজ করতে হচ্ছে। উপজেলা সদরের ভ্যানচালক জাফর আলী জানান সকালে ভ্যান নিয়ে বের হওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে এবং কনকনে হিমেল বাতাসের কারণে ভ্যান চালানো যাচ্ছে না।

এছাড়া মৃদু শৈত্যপ্রবাহের কারণে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। একটানা শীতের কারণে মানুষ শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে বেশি যার মধ্যে শিশু এবং বয়স্কদের সংখ্যাই বেশি। চিকিৎসকরা এ সময়ে সতর্কতার সঙ্গে গরম কাপড় পরা এবং গরম ও শাকসবজি খাওয়ার পরামর্শ দিয়েছেন।


আজ থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য মোবাইল দোকান বন্ধের ঘোষণা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ০৭ ১১:০২:২৫
আজ থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য মোবাইল দোকান বন্ধের ঘোষণা
ছবি : সংগৃহীত

দাবি আদায় না হলে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি কার্যালয় ঘেরাওয়ের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মোবাইল ব্যবসায়ীরা। বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটির বা এমবিসিবির সেক্রেটারি আবু সায়ীদ পিয়াস গণমাধ্যমকে জানিয়েছেন দাবির প্রতি সমর্থন জানাতে রোববার ৭ ডিসেম্বর সকাল থেকেই সারাদেশে দোকান বন্ধ রেখে রাজধানীর বিটিআরসি কার্যালয়ের সামনে জড়ো হবেন সাধারণ ব্যবসায়ীরা। সেখানে তাঁরা অবস্থান কর্মসূচি পালন করবেন বলে নিশ্চিত করা হয়েছে।

ব্যবসায়ীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে সিন্ডিকেট প্রথা বাতিল করা এনইআইআর সংস্কার এবং মোবাইল ফোন আমদানির সুযোগ সবার জন্য উন্মুক্ত করা। তাঁদের অভিযোগ এনইআইআর বা ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার বাস্তবায়ন হলে লাখো ব্যবসায়ী ও তাঁদের পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ব্যবসায়ীরা দাবি করছেন নতুন এই নিয়ম কার্যকর হলে একটি নির্দিষ্ট গোষ্ঠীই লাভবান হবে এবং বাড়তি করের বোঝা চাপবে সাধারণ মানুষের ওপর যার ফলে গ্রাহক পর্যায়ে মোবাইলের দামও বেড়ে যাবে।

এর আগে এনইআইআর সংস্কারের দাবিতে গত ২৯ নভেম্বর রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মসূচির ঘোষণা দিয়েছিল এমবিসিবি। সেই ঘোষণার ধারাবাহিকতায় গত রোববার ৩০ নভেম্বর সারাদেশে মোবাইল ফোনের দোকান বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছিলেন ব্যবসায়ীরা। এবার আরও কঠোর কর্মসূচির ডাক দিয়ে তাঁরা বিটিআরসি ভবন ঘেরাওয়ের প্রস্তুতি নিচ্ছেন।

ব্যবসায়ীরা মনে করছেন বর্তমান নীতিমালার কারণে বাজারে অসম প্রতিযোগিতা তৈরি হচ্ছে এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা টিকে থাকার সংকটে পড়ছেন। রোববার আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ের সামনে তাদের এই অবস্থান কর্মসূচি থেকে নতুন কোনো ঘোষণা আসে কি না সেদিকেই এখন সবার নজর।


বড় ভাইদের প্রশ্রয়ে চট্টগ্রামে ভিন্ন নামে কিশোর গ্যাংয়ের তাণ্ডব ও আতঙ্ক

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ০৭ ১০:৫৬:২১
বড় ভাইদের প্রশ্রয়ে চট্টগ্রামে ভিন্ন নামে কিশোর গ্যাংয়ের তাণ্ডব ও আতঙ্ক
ছবি : সংগৃহীত

খবর চট্টগ্রাম নগরীতে নতুন নতুন নামে কিশোর গ্যাং গ্রুপ বিভিন্ন এলাকায় আতঙ্ক সৃষ্টির পাশাপাশি চালাচ্ছে তাণ্ডব। চাঁদাবাজি ও ছিনতাই থেকে শুরু করে দখলবাজি ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে তারা। কোনো এলাকায় নতুন ভবন তৈরির কাজ শুরু হলে ভবন মালিক কিংবা ঠিকাদারের কাছে দাবি করা হচ্ছে মোটা অঙ্কের চাঁদা। এমনকি গ্রুপিং দ্বন্দ্বে তাদের মধ্যে নিয়মিত ঘটছে খুনখারাবির ঘটনা।

অভিযোগ রয়েছে বড় ভাইদের প্রশ্রয়ে ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তার সুযোগে নতুন করে ভিন্ন নামে বিভিন্ন গ্রুপে মাথাচাড়া দিয়ে উঠেছে কিশোর গ্যাং গ্রুপের সদস্যরা। একাধিক সূত্রে জানা যায় গ্রুপ ঠিক থাকলেও নাম ও নেতৃত্বের বদল হয়েছে। এক সময়কার নেতৃত্বদানকারীরা এখন লাপাত্তা হওয়ায় অন্য বড় ভাইয়েরা হাল ধরেছে। এই চক্রে যুক্ত হয়েছে নতুন মুখ যারা মূলত মাদক সেবনের টাকা জোগাতে এ পথে আসছে। বিভিন্ন সময়ে অভিযানে কিশোর সদস্যরা গ্রেপ্তার হলেও অধরা থেকে যান মূল হোতা বা বড় ভাইয়েরা। তারা বরং সদস্যদের ছাড়াতে থানায় তদবির করেন এবং আদালতে আইনজীবী নিয়োগ করে জামিনের ব্যবস্থা করেন।

চট্টগ্রাম নগর পুলিশের এক জরিপে দেখা গেছে নগরে প্রায় ২০০টি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে যাদের সদস্য সংখ্যা প্রায় ১ হাজার ৪০০ জন। এসব গ্রুপ বিঙ্গো কমার্ড আয়রন পেটন ও এমবিবিএস সহ নানা অদ্ভুত নামে পরিচিত। গত ছয় বছরে ৫৪৮টি অপরাধের ঘটনায় কিশোর গ্যাং জড়িত ছিল এবং তাদের প্রশ্রয়দাতা হিসেবে ৬৪ জন বড় ভাই রয়েছেন। গত ১৬ মে হালিশহরের নয়াবাজারে দুই কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে ওয়াহিদুল নামের এক কিশোরকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এছাড়া গত বছরের এপ্রিলে ছেলেকে বাঁচাতে গিয়ে দন্তচিকিৎসক কোরবান আলীর মৃত্যুর ঘটনাটি কিশোর গ্যাংয়ের নিষ্ঠুরতার এক বড় উদাহরণ।

আইনশৃঙ্খলা বাহিনীর মতে চট্টগ্রামের স্কুলগুলোয় অনুপস্থিত থাকা ৫৪ শতাংশ শিক্ষার্থীর বড় একটি অংশই এসব অপরাধে জড়িয়ে পড়েছে। ১৬ থেকে ১৭ বছর বয়সী এই কিশোররা পর্নোগ্রাফি সাইবার অপরাধ ও অনলাইন জুয়ার মতো অপরাধে জড়াচ্ছে এবং এর জন্য তারা মূলত স্কুলের সময়টাকেই বেছে নেয়। সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে চরম উদ্বেগ বিরাজ করছে। হামজারবাগ এলাকার ভাড়াটিয়া মো. সাদিক হোসেন জানান কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়ে যাওয়ায় সন্তানদের নিরাপত্তা নিয়ে সবসময় টেনশনে থাকতে হয়।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার আমিনুর রশিদ জানিয়েছেন নগরীতে কিশোর গ্যাং থানাভিত্তিক এবং সিএমপির প্রতিটি থানায় এই গ্রুপগুলোর তালিকা আছে। কিশোর গ্যাংয়ের অপরাধ দমন ও গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে। আসন্ন নির্বাচন ঘিরে কোনো দলের ব্যানারে তারা সক্রিয় হতে পারে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এ ধরনের কোনো তথ্য তাদের কাছে নেই। তবে রাজনৈতিক নেতারা মিছিল মিটিংয়ে শিশু কিশোরদের ব্যবহার করলেও পুলিশ অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি বজায় রাখবে।

সূত্র:কালবেলা


কুয়াশা আর ভোরের ঠান্ডা বাতাসে কাঁপছে উত্তরের জনপদ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ০৭ ০৯:৪৫:০০
কুয়াশা আর ভোরের ঠান্ডা বাতাসে কাঁপছে উত্তরের জনপদ
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত। ছবি : কালবেলা

হিমালয় ও কাঞ্চনজঙ্ঘা পর্বতের কাছাকাছি অবস্থিত হওয়ায় হিমেল হাওয়ায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত। যদিও তাপমাত্রা শনিবারের তুলনায় সামান্য বেড়েছে তবুও কুয়াশা আর ভোরের ঠান্ডা বাতাসে শীতের দাপট বিন্দুমাত্র কমেনি। রবিবার ৭ ডিসেম্বর সকাল ৬টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ।

এর আগে শনিবার ৬ ডিসেম্বর সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস যা চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানা গেছে। আবহাওয়া অফিস বলছে তাপমাত্রার এ পতন মৌসুমের মৃদু শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিচ্ছে। ভোর থেকেই জেলায় হালকা কুয়াশা ছিল এবং পরে সূর্যের দেখা মিললেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় শীতের অনুভূতি ছিল তীব্র। তবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে।

স্থানীয় দিনমজুর করিম আলী জানান হঠাৎ ঠান্ডা অনেক বেড়ে গেছে। তিনি বলেন সকালবেলা কাজ করতে নামলেই হাত পা জমে আসে তবে বেলা বাড়লে আবহাওয়া কিছুটা গরম থাকে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান রবিবার সকালে বাতাসের আর্দ্রতা ১০০ শতাংশ ছিল এবং তাপমাত্রার এই পতন মৃদু শৈত্যপ্রবাহের ঘরে পড়েছে। তিনি আরও বলেন হিমালয় থেকে নেমে আসা ঠান্ডা বাতাসের কারণে আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে। ভোররাত ও সকাল বেলায় কুয়াশা ঘন হবে এবং শীতের তীব্রতাও বাড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।


রোববার সকালে বের হওয়ার আগে জেনে নিন ঢাকার আজকের গুরুত্বপূর্ণ কর্মসূচি

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ০৭ ০৯:৩৬:৫৯
রোববার সকালে বের হওয়ার আগে জেনে নিন ঢাকার আজকের গুরুত্বপূর্ণ কর্মসূচি
ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। আজ রবিবার ৭ ডিসেম্বর সপ্তাহের প্রথম কার্যদিবস হওয়ায় রাজধানীর বিভিন্ন প্রান্ত কর্মচাঞ্চল্য ও ব্যস্ততায় পূর্ণ থাকবে। দিনের শুরুতেই দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা যা নগরবাসীর চলাচলে প্রভাব ফেলতে পারে।

সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১২তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই মেলা ঘিরে শেরেবাংলা নগর এলাকায় দর্শনার্থী ও যানবাহনের চাপ বাড়তে পারে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। একই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

পরিবেশ বিষয়ক গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি রয়েছে আগারগাঁওয়ে। সকাল ১০টায় আগারগাঁও পরিবেশ অধিদপ্তরে জাপানের পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে কার্বন ট্রেডিং বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

এছাড়া রাজধানীর গুলশান এলাকায় রাজউকের বিশেষ অভিযান পরিচালিত হবে। সকাল ১০টায় গুলশানে রাজউকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানা গেছে। এসব কর্মসূচির কারণে সংশ্লিষ্ট সড়কগুলোতে বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে।


সিন্ডিকেটের কারসাজি ভাঙতে রোববার থেকে আবারও ভারত থেকে পেঁয়াজ আসার সুযোগ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ০৭ ০৯:১৭:৩০
সিন্ডিকেটের কারসাজি ভাঙতে রোববার থেকে আবারও ভারত থেকে পেঁয়াজ আসার সুযোগ
ছবি : সংগৃহীত

দেশের বাজারে পেঁয়াজের দাম সহনীয় রাখতে রোববার ৭ ডিসেম্বর থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে প্রতিদিন ৫০টি করে ইমপোর্ট পারমিট বা আইপি ইস্যু করা হবে এবং প্রত্যেকটি আইপিতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আমদানির সুযোগ থাকবে।

কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ জাকির হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয় চলতি বছরের ১ আগস্ট থেকে যে সকল আমদানিকারক আমদানি অনুমতির জন্য আবেদন করেছেন তারাই কেবল আবেদন পুনরায় দাখিল করতে পারবেন। তবে একজন আমদানিকারক মাত্র একবারের জন্যই এই আবেদনের সুযোগ পাবেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে পেঁয়াজের বাজার সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।

গত মাসখানেক ধরে হঠাৎ করেই অস্থির হয়ে ওঠে পেঁয়াজের বাজার। মাত্র চার পাঁচ দিনের ব্যবধানে কেজিতে ৪০ টাকার মতো দাম বেড়ে যায়। বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজের দর ১১৫ থেকে ১২০ টাকায় ঠেকেছে। এর আগে সরকার কৃষকদের স্বার্থ রক্ষায় আমদানির অনুমতি বন্ধ রেখেছিল কারণ দেশে পর্যাপ্ত মজুত আছে এবং নতুন পেঁয়াজও বাজারে আসছে। কিন্তু সরকারের এই পদক্ষেপের সুযোগ নিয়ে মজুতদার ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেয় বলে অভিযোগ ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এর আগে ৯ নভেম্বর বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি বলেছিলেন চার পাঁচ দিনের মধ্যে পেঁয়াজের দাম না কমলে আমদানির অনুমোদন দেওয়া হবে। তিনি জানিয়েছিলেন সরকারের কাছে ২ হাজার ৮০০ আবেদন জমা রয়েছে এবং এর মাত্র ১০ শতাংশ অনুমোদন দিলেই দেশে পেঁয়াজে সয়লাব হয়ে যাবে। তবে দাম একেবারে কমে গিয়ে যাতে কৃষক ক্ষতিগ্রস্ত না হয় সে জন্য সরকার ভারসাম্য বজায় রেখে এই সীমিত আমদানির সিদ্ধান্ত নিয়েছে।

বর্তমানে বাজারে নতুন মুড়িকাটা পেঁয়াজ না এলেও পাতাযুক্ত পেঁয়াজ পাওয়া যাচ্ছে যা প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। টিসিবির হিসাবে গত বছরের চেয়ে এখনও ১০ শতাংশ কম দর রয়েছে পেঁয়াজের তবে সাম্প্রতিক মূল্যবৃদ্ধি সাধারণ ক্রেতাদের ভোগান্তিতে ফেলেছে। ব্যবসায়ীরা বলছেন আমদানি শুরুর খবরেই বাজারে এর ইতিবাচক প্রভাব পড়তে শুরু করবে।

পাঠকের মতামত:

ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়তে হলে রাষ্ট্রকে অবশ্যই তার সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা পুনরুদ্ধার করতে হবে

ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়তে হলে রাষ্ট্রকে অবশ্যই তার সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা পুনরুদ্ধার করতে হবে

রাষ্ট্রের ধারণাটি একসময় কেবল প্রশাসনিক ক্ষমতা, আইনের শাসন এবং নিরাপত্তা প্রদানের সঙ্গে সম্পর্কিত ছিল। কিন্তু আধুনিক বিশ্বে রাষ্ট্রের ভূমিকা এখন... বিস্তারিত