১৭ বছরের অপেক্ষা শেষে ট্রফি, তবু সনের গলায় নেই পদক! কেন?

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২২ ২০:১১:০৩
১৭ বছরের অপেক্ষা শেষে ট্রফি, তবু সনের গলায় নেই পদক! কেন?

সত্য নিউজ:ইউরোপা লিগ জয়ের আনন্দে মেতে উঠেছিল টটেনহাম হটস্পার। ১৭ বছর পর প্রথম কোনো বড় শিরোপা- এই সাফল্যের রাতে অধিনায়ক সন হিয়ুং-মিন ট্রফি উঁচিয়ে ধরলেও এক বিষাদ ছাপ ছিল ছবিতে। কারণ, সনের গলায় ছিল না বিজয়ীর পদক। শুধু সনই নন, একই অবস্থা সহ-অধিনায়ক ক্রিস্টিয়ান রোমেরো ও রদ্রিগো বেনতাঙ্কুরেরও।

গত রাতে স্পেনের বিলবাওয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে ইউরোপা লিগ জেতে টটেনহাম। শিরোপা উদযাপনের মুহূর্তে যখন খেলোয়াড়েরা মঞ্চে উঠছিলেন পদক গ্রহণ করতে, তখন দেখা যায় পদকের ট্রে ফাঁকা। অবাক সবাই, আসলে কী ঘটল?

ঘটনার পরিপ্রেক্ষিতে আয়োজক সংস্থা উয়েফা এক বিবৃতি দিয়ে জানায়, এই বিভ্রান্তির জন্য দায়ী মূলত টটেনহাম নিজেরাই। নিয়ম অনুযায়ী, চ্যাম্পিয়ন দলের জন্য বরাদ্দ ছিল ৫০টি পদক—যার মধ্যে ৩০টি দেওয়া হতো মঞ্চে, বাকি ২০টি পরে হস্তান্তর করা হতো ড্রেসিংরুমে। কিন্তু টটেনহামের পক্ষ থেকে অতিরিক্ত খেলোয়াড়, including চোটগ্রস্ত জেমস ম্যাডিসন, দেয়ান কুলুসেভস্কি এবং লুকাস বের্গভাল মঞ্চে উঠে পড়েন।

ফলে নির্ধারিত ৩০টি পদক শেষ হয়ে যায় এর আগেই। আর শেষদিকে মঞ্চে উঠেন সন, রোমেরো ও বেনতাঙ্কুর তাঁদের কপালে তাই তাৎক্ষণিকভাবে পদক জোটেনি। উয়েফা সভাপতি আলেকসান্দার সেফেরিন তাঁদের আলিঙ্গন করেই বিদায় জানান।

উয়েফা জানায়, "অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, মঞ্চে প্রত্যাশিত সংখ্যার চেয়ে বেশি খেলোয়াড় উঠেছিলেন। ফলে তাৎক্ষণিকভাবে আমরা সবার হাতে পদক তুলে দিতে পারিনি। তবে সব পদকই পরে ড্রেসিংরুমে হস্তান্তর করা হয়েছে।"

টটেনহাম ডিফেন্ডার সের্হিও রেগুইয়োন বলেন, "আমরা ধরেই নিয়েছিলাম ৫০টি পদকই মঞ্চে দেওয়া হবে।" যদিও পদকের অভাব উদযাপনের উচ্ছ্বাস কমাতে পারেনি, তবুও এমন এক ঐতিহাসিক মুহূর্তে অধিনায়ক সনের গলায় পদক না থাকা যেন অপূর্ণতার ছাপ ফেলে গেলো।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ