আসিফ নজরুলের পদত্যাগ চান সারজিস আলম

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২২ ১৩:৪৭:৫৫
আসিফ নজরুলের পদত্যাগ চান সারজিস আলম

সত্য নিউজ:বর্তমান বিচারব্যবস্থা কি আদৌ স্বাধীনভাবে কাজ করছে—এই প্রশ্ন তুলে সরব হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি সরাসরি আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের পদত্যাগ দাবি করেন।

সারজিসের বক্তব্যে উঠে এসেছে বিচার ব্যবস্থার এক অন্ধকার চিত্র। তিনি বলেন, “টাকা আর ক্ষমতাসীনদের সুপারিশেই আজকে খুনের মতো গুরুতর অপরাধেও জামিন মিলছে। অথচ যাদের পকেটে টাকা নেই, পেছনে কোনো রাজনৈতিক দল নেই, তারা বছরের পর বছর ধরে জামিনের জন্য ঘুরছেন—কারো দেখার যেন সময় নেই!”

তিনি আরও অভিযোগ করেন, শাপলা চত্বরের ঘটনায় দায়ের হওয়া ‘মিথ্যা’ মামলায় এখনো বহু আলেম কারাবন্দী। “বিচারহীনতার এই সংস্কৃতি চালিয়ে গেলে সাধারণ মানুষের কী হবে?”—এমন প্রশ্নও তোলেন তিনি।

আসিফ নজরুলের প্রতি সরাসরি ইঙ্গিত করে সারজিস বলেন, “যেখানে বিচার না পেয়ে নিরপরাধরা গুমরে মরছে, সেখানে আপনি কিসের আইন উপদেষ্টা? সরকারের আইন উপদেষ্টা হয়ে কি আপনি এই দায় এড়িয়ে যেতে পারেন?”

সবশেষে তিনি লেখেন, “তাহলে কি আমাদের এখন আসিফ নজরুলের পদত্যাগ দাবি করা উচিত নয়?”

সারজিস আলমের এই বক্তব্য ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে নানা আলোচনা তৈরি করেছে। কেউ একমত, কেউ আবার বিষয়টি দেখছেন রাজনৈতিক চাপ প্রয়োগের কৌশল হিসেবে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ