চুয়াডাঙ্গায় ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ: ৫ জনকে আটক

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২২ ০৮:২১:১৬
চুয়াডাঙ্গায় ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ: ৫ জনকে আটক

সত্য নিউজ:চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে পাঁচ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২১ মে) সকাল ৯টায় জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের বেনীপুর গ্রামের বৃত্তিপাড়ার জামে মসজিদের পাশ থেকে তাদের আটক করা হয়।

মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীন কুসুমপুর বিওপির একটি টহল দল এই অভিযান পরিচালনা করে। ওই দিন রাত ১০টায় বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে আটক করার বিষয়টি নিশ্চিত করে।

বিজিবির তথ্যমতে, আটককৃতদের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন শিশু রয়েছেন। আটক ব্যক্তিদের নাম-পরিচয় হলো; বাগেরহাট জেলার নিশানবাড়ীয়া গ্রামের মৃত ইসমাইল ফকিরের ছেলে আসলাম ফকির (৫৩), বারইখালী গ্রামের আব্দুল কাদের হাওলাদারের ছেলে আলমগীর হোসেন (৪৩), পিরোজপুর জেলার চন্ডিপুর গ্রামের মুদাচ্ছের আলী গাজীর ছেলে নাসির গাজী (৩৭), নড়াইল জেলার চরআড়িয়ারী গ্রামের হান্নান মৃধার ছেলে এবং ভোলা জেলার দালালপুর গ্রামের মো. সুমনের ছেলে।

তারা বিজিবিকে জানিয়েছেন, বিভিন্ন সময় বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত গিয়েছিলেন এবং মুম্বাই শহরে রাজমিস্ত্রির কাজ করতেন। পরে দেশে ফেরার উদ্দেশ্যে একইভাবে সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তারা ধরা পড়েন।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নায়েক মো. জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে কুসুমপুর বিওপির একটি টহল দল জীবননগরের বেনীপুর এলাকায় অভিযান চালিয়ে সকাল ৯টায় রাস্তার ওপর থেকে তাদের আটক করে।

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিজিবি জানিয়েছে।

বাংলাদেশ-ভারত সীমান্তে অবৈধ অনুপ্রবেশ দীর্ঘদিন ধরেই একটি নিরাপত্তাজনিত সমস্যা হিসেবে বিবেচিত হয়ে আসছে। কর্মসংস্থান, দারিদ্র্য এবং দালালচক্রের প্রলোভনে পড়ে অনেক বাংলাদেশি বৈধ কাগজপত্র ছাড়াই সীমান্ত অতিক্রম করে থাকেন। এতে একদিকে যেমন ব্যক্তিগত নিরাপত্তার ঝুঁকি বাড়ে, অন্যদিকে দু’দেশের মধ্যে কূটনৈতিক জটিলতারও সৃষ্টি হয়।

পাঠকের মতামত:

ট্যাগ: বিজিবি

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ