মিরপুরে উচ্ছেদ অভিযানে পানি উন্নয়ন বোর্ডের ১০০ একর জমি উদ্ধার

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২১ ২২:০৫:৪৫
মিরপুরে উচ্ছেদ অভিযানে পানি উন্নয়ন বোর্ডের ১০০ একর জমি উদ্ধার

সত্য নিউজ:ঢাকার মিরপুরের গোড়ান-চটবাড়ি পন্ডিং এলাকায় অবৈধ দখলদারদের উচ্ছেদ করে পানি উন্নয়ন বোর্ডের প্রায় ১০০ একর জমি উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ মে) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ঢাকার অধিগ্রহণকৃত জমিতে পরিচালিত এক অভিযানে এই জমি উদ্ধার করা হয়।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে পাউবো ছাড়াও পুলিশ প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের জন্য অধিগ্রহণকৃত মিরপুর বেড়িবাঁধ সংলগ্ন জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণের লক্ষ্যেই এই অভিযান চালানো হয়। চেইনেজ কিমি ৮.৫০ (পঞ্চবটি) থেকে কিমি ১৪.০০ (গোড়ান-চটবাড়ি ৮ ভেন্ট রেগুলেটর) পর্যন্ত এলাকা জুড়ে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, তাদের নিয়ন্ত্রণাধীন জমি থেকে অবৈধ দখল ও স্থাপনা অপসারণে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে। বাঁধ রক্ষা ও জলাবদ্ধতা নিরসনে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ