কিভাবে ঘরে বসেই স্টারলিংকের সংযোগ পাবেন?

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২১ ১৭:৩৪:৩৭
কিভাবে ঘরে বসেই স্টারলিংকের সংযোগ পাবেন?

সত্য নিউজ:বিশ্বব্যাপী স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট বিপ্লবের শীর্ষে থাকা ইলন মাস্কের স্টারলিংক এবার বাংলাদেশেও কার্যক্রম শুরু করেছে। মার্কিন এরোস্পেস জায়ান্ট স্পেসএক্স পরিচালিত এই সেবা ইউরোপ, আমেরিকা, এশিয়া, অস্ট্রেলিয়া ও আফ্রিকার শতাধিক দেশে ইতোমধ্যে জনপ্রিয়তা পেয়েছে। এবার বাংলাদেশের গ্রাহকরা ঘরে বসেই এর সুবিধা নিতে পারবেন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে স্টারলিংক রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট নামে দুটি প্যাকেজ চালু করা হয়েছে।

স্টারলিংক রেসিডেন্স: মাসিক খরচ ৬,০০০ টাকা

রেসিডেন্স লাইট: মাসিক খরচ ৪,২০০ টাকা

হার্ডওয়্যার সেটআপ কিট (এককালীন): ৪৭,০০০ টাকা

গ্রাহকরা ৩০০ এমবিপিএস পর্যন্ত গতিতে আনলিমিটেড ডাটা ব্যবহার করতে পারবেন। এ সেবার জন্য কোনো স্পিড বা ডাটা লিমিট নির্ধারিত নেই।

কীভাবে সংযোগ পাবেন?

বাংলাদেশে এখনো স্টারলিংকের নিজস্ব গ্রাউন্ড স্টেশন নির্মিত না হলেও সেবা পাওয়া যাচ্ছে। সংযোগ পেতে হলে গ্রাহককে সরাসরি স্টারলিংকের ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে হবে। সেখান থেকে ‘Residential’ এবং ‘Roam’—এই দুটি অপশন দেখা যাবে। বাংলাদেশ সরকার শুধুমাত্র Residential বা স্থায়ী সংযোগ অনুমোদন দিয়েছে।

অর্ডার করার ধাপগুলো:

ওয়েবসাইটে গিয়ে ‘Order Now’ ক্লিক করুন।

নিজের ঠিকানা দিন এবং চেক করুন সেই এলাকায় সংযোগ সুবিধা আছে কি না।

চেকআউট অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করে অনলাইন পেমেন্ট করুন।

‘Place Order’ ক্লিক করে অর্ডার সম্পন্ন করুন।

৩-৪ সপ্তাহের মধ্যে আপনার ঠিকানায় পুরো হার্ডওয়্যার কিট পৌঁছে যাবে।

কিটে যা থাকছে:

একটি স্যাটেলাইট ডিশ

ওয়াইফাই রাউটার

মাউন্টিং ট্রাইপড

সংযোগের জন্য প্রয়োজনীয় ক্যাবল

ডিশটি খোলা আকাশমুখী জায়গায় স্থাপন করতে হবে যেন এটি স্যাটেলাইট থেকে সিগন্যাল গ্রহণ করতে পারে।

ট্রায়াল সুবিধা:

স্টারলিংক ৩০ দিনের ট্রায়াল সুবিধা দেয়, যেখানে সেবায় অসন্তুষ্ট হলে সম্পূর্ণ টাকা রিফান্ড পাওয়া সম্ভব। তবে বাংলাদেশে এই রিফান্ড সুবিধা আপাতত চালু হয়নি এই বিষয়ে বিস্তারিত জানতে কোম্পানির ওয়েবসাইট বা সাপোর্ট সেন্টারে যোগাযোগ করতে হবে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ