সাগরে মাছ ধরতে গিয়ে বিপদ: ট্রলারসহ ১৬ জেলে এখন আরাকান আর্মির কব্জায়

মিয়ানমারের রাখাইন রাজ্যের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার অভিযোগে তিনটি বাংলাদেশি ট্রলারসহ মোট ১৬ জন জেলেকে আটক করেছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। আটককৃতদের মধ্যে রোহিঙ্গা জেলেরাও রয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার বিকেলে রাখাইনভিত্তিক একটি ওয়েবসাইটের মাধ্যমে আরাকান আর্মি আনুষ্ঠানিকভাবে এই আটকের তথ্য নিশ্চিত করেছে।
এই ঘটনার বিষয়ে টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাট বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ জানান, সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় একটি ট্রলার আটক করা হয়। টেকনাফ পৌরসভার কলেজপাড়া এলাকার বাসিন্দা জাকিরের মালিকানাধীন ওই ট্রলারে থাকা ৬ জন রোহিঙ্গা জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। তিনি আরও জানান, আরাকান আর্মির হেফাজতে আরও দুটি ট্রলার ও ১০ জন জেলে আটক থাকার খবর পাওয়া গেলেও, এখন পর্যন্ত ওই ট্রলারগুলোর মালিক বা জেলেদের পরিবারের পক্ষ থেকে কেউ যোগাযোগ করেননি। তবে তাদের বিষয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
মিয়ানমারের রাখাইনভিত্তিক সংবাদমাধ্যম ‘গ্লোবাল আরাকান নেটওয়ার্ক’ জানিয়েছে, বাংলাদেশি মাছ ধরার নৌকাগুলোর অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ‘আরাকান কোস্টাল সিকিউরিটি পেট্রোল’ নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছে। তাদের দেওয়া তথ্যমতে, গত মঙ্গলবার বিকেলে মংডু টাউনশিপের থাওয়াইং চাউং গ্রামের পশ্চিম দিকের সাগর থেকে ৬ জন জেলের একটি দলকে ট্রলারসহ আটক করা হয়। একই দিনে রাথেডং টাউনশিপের উপকূল থেকে প্রায় ৩.৫৮ কিলোমিটার দূরে আরেকটি পৃথক অভিযানে আরও দুটি ট্রলারসহ ১০ জন জেলেকে আটক করা হয়। এ সময় ট্রলারগুলোতে থাকা মাছ ধরার জাল, ধৃত মাছ এবং অন্যান্য সরঞ্জামও জব্দ করা হয়।
আরাকান আর্মির হাতে আটক হওয়া তিনটি ট্রলার এবং ১৬ জন জেলেকে জব্দকৃত মালামালসহ তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্লোবাল আরাকান নেটওয়ার্ক দাবি করেছে, আরাকান অঞ্চলের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। প্রসঙ্গত, এর আগে ২০২৫ সালের ১৮ জানুয়ারি থেকে ১৮ জুলাই পর্যন্ত দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির স্বার্থে আরাকান কর্তৃপক্ষ ১৮৮ জন বাংলাদেশি জেলে এবং ৩০টি নৌকা মুক্ত করে দিয়েছিল। তবে আরাকান আর্মির অভিযোগ, বাংলাদেশি কর্তৃপক্ষের কাছ থেকে এ বিষয়ে প্রত্যাশিত সাড়া বা প্রতিক্রিয়া না পাওয়ায় সাম্প্রতিক সময়ে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে তারা কঠোর অবস্থান নিতে বাধ্য হচ্ছে।
আমরা থানা পুড়িয়েছি ও এসআইকে জ্বালিয়ে দিয়েছি: বৈষম্যবিরোধী নেতা
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় এক ছাত্রলীগ কর্মীকে ছাড়িয়ে নিতে গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব মাহদী হাসানের প্রকাশ্যে বাগবিতণ্ডা ও হুমকিমূলক বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে মাহদী হাসানকে অত্যন্ত মারমুখী ভঙ্গিতে বলতে শোনা যায়, ‘আমরা আন্দোলন করে গভমেন্ট রিফর্ম করেছি। আমরা বানিয়াচং থানা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম।’ প্রকাশ্যে পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার সামনে এমন সহিংসতার স্বীকারোক্তি দেশজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
ঘটনাটি ঘটে শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে শায়েস্তাগঞ্জ থানায়। পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে এনামুল হাসান নয়ন নামে এক ছাত্রলীগ কর্মীকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এই খবর পেয়ে মাহদী হাসানের নেতৃত্বে একদল ছাত্র থানায় গিয়ে নিজেদের ‘জুলাই যোদ্ধা’ দাবি করে এবং নয়নকে ছেড়ে দেওয়ার জন্য ওসির ওপর প্রবল চাপ সৃষ্টি করে। পুলিশ প্রথমে অস্বীকৃতি জানালে মাহদী ক্ষিপ্ত হয়ে ওসির সঙ্গে তর্কে জড়ান এবং জুলাই বিপ্লবের সময়কার সহিংসতার উদাহরণ টেনে পুনরায় একই ধরণের পরিস্থিতির হুমকি দেন। শেষ পর্যন্ত চাপের মুখে পুলিশ ওই ছাত্রলীগ কর্মীকে ছেড়ে দিতে বাধ্য হয়।
মাহদী হাসানের এই ‘স্বীকারোক্তিমূলক’ বক্তব্যকে আইনের দৃষ্টিতে অত্যন্ত সংবেদনশীল বলে মনে করছেন আইনজ্ঞরা। হবিগঞ্জ আদালতের সিনিয়র আইনজীবীদের মতে, জনসমক্ষে দেওয়া এই বক্তব্য ভবিষ্যতে বানিয়াচং থানা পুড়ানো এবং এসআই সন্তোষ হত্যার মামলায় সরাসরি প্রমাণ হিসেবে ব্যবহৃত হতে পারে। যদিও অভিযোগের বিষয়ে মাহদী হাসান দাবি করেছেন, রাগের মাথায় ‘স্লিপ অব টাং’ বা মুখ ফসকে তিনি এমন কথা বলে ফেলেছেন। তবে ভিডিওতে তাঁর শরীরী ভাষা ও বাচনভঙ্গি কোনোভাবেই অনিচ্ছাকৃত মনে হয়নি বলে নেটিজেনদের অভিমত।
হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন জানিয়েছেন যে তিনি ভিডিওটি দেখেছেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন। তাঁর ভাষ্যমতে, নয়ন নামের যে ব্যক্তিকে আটক করা হয়েছিল, ছাত্রনেতারা তাঁর আন্দোলনের পক্ষে থাকার কিছু প্রমাণ দেখানোর পর কথাবার্তা হয়। তবে একজন ছাত্রনেতা হয়ে ওসির সঙ্গে এমন আচরণ এবং স্পর্শকাতর বিষয়ে হুমকিমূলক বক্তব্য দেওয়ার বিষয়টি বিভাগীয় ও আইনি পর্যবেক্ষণে রয়েছে। এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে—একদিকে প্রশাসনের অসহায়ত্ব এবং অন্যদিকে জুলাই আন্দোলনের নাম ভাঙিয়ে আইনের শাসনের ওপর হস্তক্ষেপের বিষয়টি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
আজ শনিবার ঢাকার যেসব মার্কেট বন্ধ থাকবে
প্রতিদিনের কর্মব্যস্ত জীবনে কেনাকাটা কিংবা প্রয়োজনীয় কাজে আমাদের প্রায়ই বিভিন্ন মার্কেটে যেতে হয়। তবে সঠিক তথ্য না জেনে বের হলে অনেক সময় হানা দিতে পারে চরম ভোগান্তি। আজ শনিবার (৩ জানুয়ারি) রাজধানীর বিশেষ করে পুরান ঢাকা এবং এর পার্শ্ববর্তী বেশ কিছু এলাকার মার্কেট ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সাপ্তাহিক ছুটিতে বন্ধ থাকবে। সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে ঢাকার বাণিজ্যিক এলাকার এই ছুটির তালিকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আজকের এই সাপ্তাহিক ছুটির আওতায় পুরান ঢাকার শ্যামবাজার, বাংলাবাজার, সদরঘাট এবং নবাবপুরের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকাগুলো বন্ধ থাকছে। এ ছাড়া তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারী বাজার এবং ওয়ারী এলাকার সব ধরনের দোকানপাটও আজ খুলবে না। গেণ্ডারিয়া, ধোলাইখাল, ধোলাইপাড় এবং যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশের বাসিন্দাদের কেনাকাটার পরিকল্পনা থাকলে আজ বিকল্প জায়গা বেছে নিতে হবে। আহসান মঞ্জিল ও লালবাগ সংলগ্ন এলাকাগুলোও আজ এই ছুটির অন্তর্ভুক্ত।
মার্কেটের তালিকায় আজ বড় ধরনের বন্ধ দেখা যাবে ইসলামপুর কাপড়ের বাজার এবং নয়াবাজারে। এ ছাড়া গুলিস্তান হকার্স মার্কেট, রাজধানী সুপার মার্কেট, চকবাজার এবং কাপ্তান বাজার আজ সম্পূর্ণ বন্ধ থাকবে। পাইকারি ব্যবসার বড় কেন্দ্র বাবুবাজার, ছোট কাটরা এবং বড় কাটরা হোলসেল মার্কেটেও আজ কোনো লেনদেন হবে না। রাজধানীর এই বিশেষ এলাকাগুলোতে যারা কেনাকাটার জন্য যাওয়ার কথা ভাবছেন, তাদের আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে অথবা খোলা থাকা অন্য এলাকার মার্কেটগুলোতে যেতে হবে।
আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সুনামগঞ্জের শান্তিগঞ্জে বিদ্যুৎ লাইন রক্ষণাবেক্ষণ ও বার্ষিক মেরামত কাজের জন্য আজ শনিবার (৩ জানুয়ারি) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শান্তিগঞ্জ পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিস গতকাল শুক্রবার সন্ধ্যায় এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহকদের এই তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, সুনামগঞ্জ গ্রিডের ১৩২/৩৩ কেভি সুইচিং স্টেশনের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই বিরতি কার্যকর থাকবে।
তীব্র শীতের মৌসুমে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শান্তিগঞ্জ এলাকার সাধারণ গ্রাহকদের মধ্যে চরম ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে রান্নাবান্না ও পানি উত্তোলনের কাজে বিদ্যুৎ নির্ভর বাসিন্দারা আজ দিনভর বিপাকে পড়তে পারেন। শান্তিগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিস জানিয়েছে যে, সুনামগঞ্জ গ্রিড স্টেশনের কার্যক্ষমতা বজায় রাখতে এই বার্ষিক রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি। তবে কাজ শেষ হওয়ার সাথে সাথেই অগ্রাধিকার ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে আশ্বস্ত করেছে কর্তৃপক্ষ।
বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য শান্তিগঞ্জ পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিস আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। তীব্র শীতের সকালে হুট করে বিদ্যুৎ বন্ধ হয়ে যাওয়ার এই বিজ্ঞপ্তিতে স্থানীয়দের আগেভাগেই প্রয়োজনীয় কাজ গুছিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিকেল ৫টার পর থেকে শান্তিগঞ্জের সকল ফিডারে বিদ্যুৎ সরবরাহ আবার সচল হওয়ার কথা রয়েছে।
গ্যাস সরবরাহে সাময়িক বিঘ্ন, সতর্কবার্তা তিতাসের
রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় আজ শুক্রবার গ্যাস সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটতে যাচ্ছে। জরুরি পাইপলাইন পুনর্বাসন কার্যক্রমের কারণে নির্দিষ্ট সময়জুড়ে গ্যাসের চাপ উল্লেখযোগ্যভাবে কম থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এতে আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব শ্রেণির গ্রাহক প্রভাবিত হবেন।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানায়, ডেমরা সিজিএস থেকে তেজগাঁও টিবিএস অভিমুখে সংযোগকারী প্রধান গ্যাস পাইপলাইনের একটি অংশ মানিকদিয়া এলাকায় উন্মুক্ত হয়ে পড়েছে। প্রায় ৫৮০ ফুট দীর্ঘ এই পাইপলাইনের নিরাপত্তা ও স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে পুনর্বাসন কাজ গ্রহণ করা হয়েছে।
এই কারিগরি সংস্কার কার্যক্রমের জন্য শুক্রবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা রাজধানীর বিস্তীর্ণ এলাকায় গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকবে। কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী ও তেজগাঁওসহ নগরীর উত্তর ও মধ্যাঞ্চলের একাধিক এলাকায় এই স্বল্পচাপ বিরাজ করবে।
এ ছাড়া নন্দীপাড়া, বাসাবো, খিলগাঁও, বনশ্রী এবং রামপুরা ব্রিজ থেকে মালিবাগ চৌধুরীপাড়া পর্যন্ত বিস্তৃত এলাকায় গ্যাস সরবরাহে চাপ কমে যেতে পারে। একই সঙ্গে মুগদা, মান্ডা, মানিকনগর (ধলপুর), শাহজাহানপুর ও গোপীবাগ এলাকার গ্রাহকরাও এই সাময়িক সমস্যার আওতায় পড়বেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, পুনর্বাসন কাজ শেষ হলে দ্রুত স্বাভাবিক সরবরাহ চালু করা হবে। গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য সংস্থাটির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং সবাইকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ ও সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
-রফিক
আওয়ামী লীগ থেকে জামায়াতে এলে সব দায়িত্ব নেব: জামায়াত নেতা
চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য লতিফুর রহমানের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার ফাটাপাড়া মদনমোড় এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে তিনি ঘোষণা দেন যে, আওয়ামী লীগ থেকে কেউ জামায়াতে যোগ দিলে তাঁদের জেল-জরিমানা ও প্রশাসনিক সকল দায়দায়িত্ব দল বহন করবে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হলে তিনি তাঁর বক্তব্যের সত্যতা স্বীকার করেছেন।
ভাইরাল হওয়া ভিডিওতে লতিফুর রহমানকে বলতে শোনা যায়, "আগামী দিনের বাংলাদেশে একটা পরিবর্তন হতে চলেছে। আপনারা আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, আপনাদের সব দায়দায়িত্ব আমরা নেব। জেলখানা, নবাবগঞ্জ থানা বা যে-কোনো সমস্যা আমরা ইনশাআল্লাহ দেখে নেব।" তিনি আরও দাবি করেন যে, বর্তমানের জামায়াত আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং এখন নবাবগঞ্জের ডিআইজি, এসপি ও ওসি সাহেবরা তাঁর কথা শোনেন। তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দ্বিধায় জামায়াতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে কোর্ট-কাচারি ও থানার সমস্যা সমাধানের আশ্বাস দেন।
লতিফুর রহমান তাঁর বক্তব্যে ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে বলেন, মানুষের গড়া দল ত্যাগ করে আল্লাহর দলে আসতে হবে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, তিনি শুধু আওয়ামী লীগ নয়, বিএনপির লোকজনকেও ইসলামের পথে তথা জামায়াতে আসার আহ্বান জানিয়েছেন। তবে এখন পর্যন্ত আওয়ামী লীগের বড় পর্যায়ের কোনো নেতা জামায়াতে যোগ দেননি বলে তিনি নিশ্চিত করেছেন। জামায়াত নেতার এমন প্রকাশ্য ঘোষণা এবং আইন-আদালত নিজের নিয়ন্ত্রণে রাখার দাবি স্থানীয় প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
বৃহস্পতিবার ঢাকার যেসব মার্কেট বন্ধ থাকবে জেনে নিন আগেই
বিস্তারিত সংবাদ
রাজধানী ঢাকায় প্রতিদিনের জীবনযাত্রায় কেনাকাটা ও ঘোরাঘুরি একটি অবিচ্ছেদ্য অংশ। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কেনা থেকে শুরু করে অফিস-পরবর্তী সময় কাটানো কিংবা অবসর বিনোদনের উদ্দেশ্যে নগরবাসীকে প্রায়ই বিভিন্ন মার্কেট ও বাণিজ্যিক এলাকায় যেতে হয়। তবে অনেক সময় গন্তব্যে পৌঁছে দোকানপাট বা মার্কেট বন্ধ দেখতে পেলে ভোগান্তির শিকার হতে হয় সাধারণ মানুষ। এতে একদিকে যেমন সময় নষ্ট হয়, অন্যদিকে প্রয়োজনীয় কেনাকাটাও বিঘ্নিত হয়।
এই ভোগান্তি এড়াতে বাসা থেকে বের হওয়ার আগেই জেনে নেওয়া জরুরি বৃহস্পতিবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও শপিংমল বন্ধ থাকবে। সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠন ও স্থানীয় সূত্র অনুযায়ী, সপ্তাহের নির্ধারিত ছুটির কারণে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় এদিন দোকানপাট বন্ধ থাকবে।
বৃহস্পতিবার মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মালিবাগের একাংশ, শাজাহানপুর, আদাবর, শ্যামলী, মোহাম্মাদপুর, গাবতলী, মিরপুর-১, মিরপুর স্টেডিয়াম, চিড়িয়াখানা এলাকা, টেকনিক্যাল মোড়, কল্যাণপুর ও আসাদগেট অঞ্চলের অধিকাংশ দোকান বন্ধ থাকবে। পাশাপাশি শান্তিনগর, ইস্কাটন, শহীদবাগ, শান্তিবাগ, ফকিরাপুল, পল্টন, মতিঝিল, টিকাটুলি, আরামবাগ, কাকরাইল, বিজয়নগর ও সেগুনবাগিচা এলাকাতেও দোকানপাট খোলা থাকবে না।
এছাড়া প্রশাসনিক ও শিক্ষাপ্রতিষ্ঠানসংলগ্ন এলাকায় অবস্থিত দোকানগুলোও বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে হাইকোর্ট ভবন এলাকা, রমনা শিশু পার্ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা।
একই সঙ্গে রাজধানীর বেশ কয়েকটি পরিচিত ও ব্যস্ত শপিংমল ও মার্কেট বৃহস্পতিবার বন্ধ থাকবে। বন্ধ থাকা মার্কেটগুলোর মধ্যে রয়েছে শাহ আলী সুপার মার্কেট, মিরপুর স্টেডিয়াম মার্কেট, মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, আয়েশা শপিং কমপ্লেক্স, কর্নফুলি গার্ডেন সিটি, কনকর্ড টুইন টাওয়ার, ইস্টার্ন প্লাস ও সিটি হার্ট।
এছাড়া মোহাম্মাদপুর টাউন হল মার্কেট, কৃষি মার্কেট, আড়ং, বিআরটিসি মার্কেট, শ্যামলী হল মার্কেট, মিরপুর মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, মাজার ক-অপারেটিভ মার্কেট ও মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সও এদিন বন্ধ থাকবে।
এর বাইরে জোনাকি সুপার মার্কেট, গাজী ভবন, পল্টন সুপার মার্কেট, গুলিস্তান কমপ্লেক্স, স্টেডিয়াম মার্কেট-১ ও ২, রমনা ভবন, খদ্দর মার্কেট, পীর ইয়ামেনি মার্কেট, বাইতুল মোকাররম মার্কেট, আজিজ কো-অপারেটিভ মার্কেট ও সাকুরা মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
-রফিক
১৭ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি
খ্রিষ্টীয় নতুন বছরের প্রথম দিনেই তীব্র শীতের কবলে পড়েছে বাংলাদেশের ১৭টি জেলা। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, দিনাজপুর ও পঞ্চগড়সহ দেশের দক্ষিণ ও উত্তরাঞ্চলের বিশাল এলাকাজুড়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। কনকনে ঠান্ডা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তবে আগামীকাল শুক্রবার থেকে কিছু কিছু এলাকায় শীতের এই তীব্রতা কমে আসার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে জানানো হয়েছে, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, খুলনা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া এবং বরিশাল ও ভোলা জেলার ওপর দিয়েও শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার দাপট এতটাই বেশি যে সারা দেশে মধ্যরাত থেকে সকাল এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা অব্যাহত থাকতে পারে। এই ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে সতর্ক করেছে অধিদপ্তর।
পূর্বাভাসে আরও বলা হয়েছে যে, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আকাশ আংশিক মেঘলা থাকলেও দেশের সার্বিক আবহাওয়া শুষ্ক থাকবে। আবহাওয়াবিদদের মতে, কুয়াশা কেটে গেলে রোদের প্রখরতা বাড়ার সাথে সাথে শৈত্যপ্রবাহের কবলে থাকা এলাকাগুলোতে পরিস্থিতির উন্নতি হবে। তবে শীতে শিশু ও বৃদ্ধদের বাড়তি সচেতনতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে, কারণ হঠাৎ তাপমাত্রার এই পরিবর্তনের ফলে শীতজনিত রোগের ঝুঁকি বাড়তে পারে।
উৎসবহীন ২০২৬-এর পথচলা: হাড়কাঁপানো ঠান্ডা আর শোকের চাদরে ঢাকা দেশ
পৌষের ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডা ভেদ করে বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোরের যে সোনালি আলো আজ ছড়িয়ে পড়েছে, তা বহন করে এনেছে খ্রিষ্টীয় ২০২৬ সালের নতুন বার্তা। সময়ের অমোঘ নিয়মে ক্যালেন্ডারের পাতা উল্টে বিশ্ববাসী প্রবেশ করেছে নতুন এক বছরে। একই সাথে বাংলাদেশ পা রাখল তাঁর স্বাধীনতার ৫৫তম বছরে। এবারের নববর্ষটি কেবল উৎসবের নয়, বরং এক গভীর আত্মসমালোচনা এবং সম্ভাবনাময় গণতান্ত্রিক উত্তরণের বছর হিসেবে বিবেচিত হচ্ছে।
নতুন বছরের এই সূচনালগ্নে বাংলাদেশের সামনে সবচাইতে বড় ঘটনা হলো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে ঘিরে পুরো জাতির দৃষ্টি এখন একটি সুস্থ, স্থিতিশীল এবং গ্রহণযোগ্য রাজনৈতিক পরিবেশের দিকে। মানুষের হৃদয়ে স্বপ্ন রয়েছে একটি আলোকিত বাংলাদেশের—যেখানে ধ্বংসাত্মক রাজনীতি, হানাহানি আর দুর্নীতির কোনো স্থান থাকবে না। ২০২৬ সাল যেন অনিয়ম ও অগণতান্ত্রিক আচরণ ঝেড়ে ফেলে এক মানবিক ও সহনশীল বাংলাদেশ নির্মাণের বছর হয়, সেটিই এখন সাধারণ মানুষের প্রধান অঙ্গীকার।
বছরের প্রথম দিনেই দেশের প্রায় সাড়ে চার কোটি শিক্ষার্থীর হাতে পৌঁছে যাচ্ছে নতুন পাঠ্যবই। তবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক চলায় এবার কোনো কেন্দ্রীয় 'বই উৎসব' বা আনুষ্ঠানিক জাঁকজমক হচ্ছে না। শোকের গাম্ভীর্য বজায় রেখেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে নিজ নিজ উদ্যোগে বই বিতরণ করা হচ্ছে। শিক্ষা খাতে জিডিপির অন্তত ৬ শতাংশ বরাদ্দের দাবি থাকলেও, নতুন বছরের শুরুতে বই পাওয়াটাই শিক্ষার্থীদের কাছে বড় অর্জন।
অর্থনৈতিক দিক থেকে সাধারণ মানুষের প্রত্যাশা হলো নিত্যপণ্যের অসহনীয় ঊর্ধ্বগতি থেকে মুক্তি। ২০২৬ সালে মেহনতি মানুষ যেন অন্তত খেয়ে-পরে সম্মানে বাঁচতে পারে, রাষ্ট্র যেন সেই নিরাপত্তা নিশ্চিত করে। একই সাথে রাজধানী ঢাকার যানজট নিরসন এবং আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি সভ্য ও গণতান্ত্রিক সমাজ গড়ার প্রত্যাশা প্রতিটি নাগরিকের। সব চড়াই-উতরাই পেরিয়ে ২০২৬ হোক আত্মশুদ্ধি এবং দায়িত্বশীল রাষ্ট্রচিন্তার এক নতুন বছর।
নতুন বছরের শুরুতেই শীতে কাঁপছে পঞ্চগড়, বিপাকে নিম্ন আয়ের মানুষ
নতুন বছরের প্রথম দিনেই কনকনে তীব্র শীতে কেঁপে উঠেছে উত্তরের জেলা পঞ্চগড়। হিমালয়ের কাছাকাছি অবস্থান হওয়ায় গত এক সপ্তাহের আপেক্ষিক উষ্ণতা কাটিয়ে আজ হঠাৎ করেই এই জেলায় তাপমাত্রা বড় ব্যবধানে কমে গেছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে মৌসুমের অন্যতম সর্বনিম্ন ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কনকনে ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে বইছে উত্তুরে হাওয়া, যা জনজীবনকে রীতিমতো বিপর্যস্ত করে তুলেছে।
তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ জানিয়েছেন, গত মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি কমে ৯.৫ ডিগ্রিতে নেমে এসেছে। আজ সকালে বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার। অত্যধিক আর্দ্রতা ও হিমেল বাতাসের কারণে হাড়কাঁপানো শীত অনুভূত হচ্ছে। এর ফলে এ জেলায় এখন মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে।
তীব্র শীতের কারণে পঞ্চগড়ের নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষগুলো চরম বিপাকে পড়েছেন। ভোরে কুয়াশার দাপট আর হিমেল বাতাসে কাজে বের হওয়া কঠিন হয়ে পড়েছে। দিনের বেলা রোদের দেখা মিললেও উত্তুরে হাওয়ার কারণে শীতের অনুভূতি কমছে না। এদিকে শীতজনিত রোগের প্রকোপও বেড়েছে পাল্লা দিয়ে। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের বহির্বিভাগে শিশু ও বৃদ্ধ রোগীদের ভিড় বাড়ছে। বিশেষ করে নিউমোনিয়া, ডায়রিয়া ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে রোগীরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।
পাঠকের মতামত:
- ট্রাম্পের হাতে আটক মাদুরোর গন্তব্য এখন নিউইয়র্ক: সিএনএন
- শীতে মাইগ্রেনের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার সহজ ঘরোয়া উপায় জানুন
- ভাঙনের পথে ভারত ও বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক
- মোস্তাফিজের অপমানে সরব আসিফ, ভারতকে দিলেন কঠোর হুঁশিয়ারি
- মা সবার কাছে ভিন্ন তাৎপর্য বহন করতেন: তারেক রহমান
- চাকরিপ্রত্যাশীদের জন্য বড় সুযোগ, আসছে এনটিআরসিএর গণবিজ্ঞপ্তি
- ভারত মোস্তাফিজকে নিরাপত্তা দিতে ব্যর্থ হলে বিশ্বকাপ দলগুলোকে কীভাবে দেবে
- ঈদ ও রমজান মিলিয়ে টানা লম্বা ছুটি
- মাফিয়া দল আওয়ামী লীগ আবার হত্যাকাণ্ড চালাতে সচেষ্ট: হাফিজ
- ৯ম পে স্কেলে বড় চমক, আসছে নতুন বেতন কাঠামো
- এনবিআরের রাজস্ব আদায়ের চমক,ডিসেম্বরে রেকর্ড সংখ্যক ভ্যাট নিবন্ধন
- এনবিআরের রাজস্ব আদায়ের চমক,ডিসেম্বরে রেকর্ড সংখ্যক ভ্যাট নিবন্ধন
- ষড়যন্ত্র নাকি প্রযুক্তিগত ভুল? মনোনয়নপত্র নিয়ে তাসনিম জারার নতুন বার্তা
- মাদুরো আটক, আন্তর্জাতিক চুক্তির কফিনে শেষ পেরেক
- মাদুরোকে আটকের পর জরুরি অবস্থা জারি: যুদ্ধের দ্বারপ্রান্তে লাতিন
- মোদি কি এখন বিএনপির দিকে ঝুঁকছে? জয়শঙ্করের ঢাকা সফরে কী বার্তা এল
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বড় শিক্ষক নিয়োগ
- ইশরাক হোসেনের মনোনয়নের বৈধতা নিয়ে তথ্য সামনে এল
- ২ লাখ ১২ হাজার টাকায় কেনা যাবে এক ভরি সোনা
- জান্নাতে সব থাকলেও যেসব জিনিস নাই
- হাড়কাঁপানো শীতে রোগ প্রতিরোধে তুলসী চায়ের জাদুকরী সব গুণ
- আইপিএল থেকে মোস্তাফিজ আউট, রেকর্ড দামে দল পেয়েও কেন বাদ মোস্তাফিজ?
- খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমা বেগমের নতুন অধ্যায়
- কাল থেকে শুরু হাড়কাঁপানো শীতের তীব্রতা: কতদিন চলবে এই তাণ্ডব?
- হাড়কাঁপানো শীতে ঘর হবে উষ্ণ: জানুন গিজার ও হিটারের বাজারদর
- ব্যাংক হলিডের প্রভাব, বাজারে নেতিবাচক চিত্র
- কনকনে ঠান্ডায় পানিভীতি কাটানোর উপায়: গোসল হবে এখন উপভোগ্য
- শীতের রাতে হঠাৎ শ্বাসকষ্ট: ইনহেলার না থাকলে যা করা জরুরি
- নাগরিকত্ব পেতে চান? জানুন কোন কোন দেশে খুব সহজে নাগরিকত্ব পাওয়া যায়
- শুরু হচ্ছে কৃষি গুচ্ছের ভর্তি যুদ্ধ: শেষ সময়ের প্রস্তুতি জানুন
- তাপবিদ্যুৎ কেন্দ্র চলবে ধার করা কয়লায়, নজিরবিহীন সংকটে পায়রা
- অবহেলার জবাব মাঠেই দিলেন মাহমুদউল্লাহ
- গয়না কেনার আগে দেখে নিন আজ কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে দেশে
- আমরা থানা পুড়িয়েছি ও এসআইকে জ্বালিয়ে দিয়েছি: বৈষম্যবিরোধী নেতা
- শূন্য চেয়ারপারসন পদ: তারেক রহমানই কি এখন বিএনপির নতুন প্রধান?
- আবহাওয়া অফিসের বড় দুঃসংবাদ, ধেয়ে আসছে হাড়কাঁপানো তীব্র শীত
- ভেনেজুয়েলায় মাদুরোকে সরাবার চাল : ইরাকের মতো ডুববে কি আমেরিকা?
- অবশেষে অবসান হলো অপেক্ষার: বিশেষ আহ্বান নিয়ে হাজির ড. ইউনূস
- আজ ৩ জানুয়ারি ২০২৬ ও জেনে নিন পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি
- আজ শনিবার ঢাকার যেসব মার্কেট বন্ধ থাকবে
- জেনে নিন আজকের আবহাওয়ার হালচাল
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- এক লাখ টাকার সঞ্চয়পত্রে মাসিক মুনাফা কমল যত
- শেয়ারবাজারের সাপ্তাহিক পূর্ণাঙ্গ বিশ্লেষণ
- পেটের আলসার: কারণ, চিকিৎসা ও প্রতিরোধ
- সংসদের বেতন ছাড়া কিছুই নেব না: হাসনাত
- বিয়ের আগে পুরুষদের ত্বক উজ্জ্বল রাখার সহজ উপায়
- "স্লো পয়জনিং খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে"
- ২০২৬ ক্রিকেট ক্যালেন্ডার: থামার ফুরসত নেই বাংলাদেশের
- ৯ম পে স্কেলে আমূল পরিবর্তন, সরকারি চাকরিতে বেতনে বড় সুখবর
- ৯ম পে স্কেলে আমূল পরিবর্তন, সরকারি চাকরিতে বেতনে বড় সুখবর
- পাঁচ ব্যাংকের আমানতকারীদের জন্য বড় সুখবর
- এমবিবিএস-বিডিএস ভর্তি পিছাল, নতুন তারিখ ঘোষণা
- সাধারণের নাগালের বাইরে সোনার বাজার: মধ্যবিত্তের সোনা কেনার স্বপ্ন কি তবে শেষ
- আজকের স্বর্ণের দাম: ২৮ ডিসেম্বর ২০২৫
- সোনার বাজারে সুখবর! কমল দাম যত
- ঢাকা-১৫ জামায়াত আমিরের বিপক্ষে নামলেন যে বিএনপি প্রার্থী
- ২০২৬ সালে স্কুলে ছুটি কমলো ১২ দিন, দেখে নিন তালিকা
- হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশা থেকে মুক্তি কবে? যা জানাল আবহাওয়া অফিস
- ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা: আজই দেখে নিন রুটিন
- ই-রিটার্ন দাখিলে আর বাধা নেই: বড় সুখবর দিল রাজস্ব বোর্ড আজ
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় রেট: ৩০ ডিসেম্বর ২০২৫
- ২৯ ডিসেম্বর ডিএসইতে শীর্ষ ১০ দরহারানো শেয়ার
- ২৯ ডিসেম্বরের শেয়ারবাজারের পূর্ণাঙ্গ বিশ্লেষণ
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়








