ট্রাম্পের জরুরি ফোনালাপ: থাইল্যান্ড–কম্বোডিয়া উত্তেজনা প্রশমনে মার্কিন হস্তক্ষেপ

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ১৫ ১১:১৭:৪৫
ট্রাম্পের জরুরি ফোনালাপ: থাইল্যান্ড–কম্বোডিয়া উত্তেজনা প্রশমনে মার্কিন হস্তক্ষেপ
ছবিঃ সংগৃহীত

দক্ষিণ-পূর্ব এশিয়ার দুটি প্রতিবেশী দেশ—থাইল্যান্ড ও কম্বোডিয়া—এর মধ্যে নতুন উত্তেজনা দেখা দেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তিচুক্তির স্থায়িত্ব রক্ষায় সরাসরি হস্তক্ষেপ করেছেন। শুক্রবার ট্রাম্প জানান, তিনি দুই দেশের নেতাদের সঙ্গে ফোনালাপ করেছেন এবং তাদেরকে শান্তিচুক্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

গত ২৬ অক্টোবর এশিয়া সফরকালে ট্রাম্প দুই দেশের মধ্যে কো-সাইন করেন একটি যুদ্ধবিরতি চুক্তি, যেটিকে তিনি তাঁর বৈশ্বিক শান্তি প্রচেষ্টার অন্যতম সাফল্য হিসেবে তুলে ধরেছিলেন। সেই সময় তিনি দাবি করেছিলেন, সারা বিশ্বের বিভিন্ন সংঘাত মীমাংসায় তাঁর ভূমিকা তাঁকে নোবেল শান্তি পুরস্কারের দাবিদার করে তুলেছে।

তবে চুক্তি সইয়ের মাত্র কয়েকদিন পর পরিস্থিতি আবারও অস্থিতিশীল হয়ে ওঠে। সোমবার থাইল্যান্ড চুক্তি স্থগিত করে, অভিযোগ করে যে সীমান্ত এলাকায় একটি স্থলমাইন বিস্ফোরণে তাদের সেনারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর বুধবার দুই দেশের মধ্যে নতুন সংঘর্ষের অভিযোগ উঠে, যেখানে কম্বোডিয়ার পক্ষ থেকে দাবি করা হয় যে গোলাগুলিতে এক বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

ফ্লোরিডাগামী এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, দুই দেশের নেতাদের তিনি ইতোমধ্যে ফোনে কথা বলেছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, “আমি আজই একটি যুদ্ধ থামিয়েছি—শুল্ক ও শুল্কের হুমকি ব্যবহার করে।” তাঁর বক্তব্যে স্পষ্ট ছিল, বিষয়টি তিনি সরাসরি নিজের কূটনৈতিক দক্ষতা ও চাপ প্রয়োগের কৌশলের সফল উদাহরণ হিসেবে দেখাতে চান।

হোয়াইট হাউস জানায়, মালয়েশিয়ার সঙ্গেও ট্রাম্প যোগাযোগ করেছেন, যারা থাইল্যান্ড–কম্বোডিয়া সংঘাত নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকায় ছিল। কুয়ালালামপুরেই চুক্তিটি যৌথভাবে সই করা হয়েছিল।

এই উত্তেজনার পটভূমি বহু পুরনো। ফ্রান্সের ঔপনিবেশিক আমলে তৈরি সীমান্ত মানচিত্র নিয়ে শতবর্ষের বিরোধ নতুন করে উসকে দেয় দুই দেশের মধ্যে অবিশ্বাস। সীমান্তবর্তী কয়েকটি মন্দিরকে কেন্দ্র করে মালিকানা বিতর্কই সংঘাতের মূল কেন্দ্রবিন্দু। গত গ্রীষ্মে পাঁচ দিনের লড়াইয়ে ৪৩ জন নিহত হয় এবং প্রায় তিন লাখ মানুষ বাস্তুচ্যুত হয়—যা পরিস্থিতির ভয়াবহতার এক কঠিন স্মারক হয়ে আছে।

বিশ্লেষকদের মতে, সাময়িক যুদ্ধবিরতির চেয়ে গুরুত্বপূর্ণ হলো দুই দেশের ইতিহাস, সীমান্তব্যবস্থা ও রাজনৈতিক অবস্থানের দীর্ঘমেয়াদি সমাধান। নতুবা যে কোনো সময় ছোট একটি ঘটনার সূত্র ধরে বড় সংঘাতে রূপ নিতে পারে পরিস্থিতি। এই প্রেক্ষাপটে ট্রাম্পের ফোনালাপ ও মধ্যস্থতা পরিস্থিতি শান্ত করতে সহায়তা করতে পারে, তবে প্রকৃত সমাধান নির্ভর করছে সীমান্ত বিরোধ নিষ্পত্তির বাস্তব অগ্রগতির ওপর।

-নাজমুল হাসান


নিরাপত্তা পরিষদে সোমবার ভোট: ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা ঘিরে উত্তেজনা

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ১৫ ১১:০৮:১৭
নিরাপত্তা পরিষদে সোমবার ভোট: ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা ঘিরে উত্তেজনা
ছবিঃ সংগৃহীত

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজা প্রশ্নে আগামী সোমবার একটি গুরুত্বপূর্ণ ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। কূটনীতিকদের মতে, এই ভোটের লক্ষ্য হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনাকে আনুষ্ঠানিক সমর্থন দেওয়া এবং দুই বছরের সংঘাত–পরবর্তী শান্তি প্রক্রিয়ায় একটি নতুন ধাপ স্থাপন করা।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের সঙ্গে টানা আলোচনার মাধ্যমে এমন একটি প্রস্তাবের খসড়া তৈরি করে, যা যুদ্ধবিরতি বজায় রাখা, গাজার নিরাপত্তা কাঠামো পুনর্গঠন এবং মানবিক সহায়তা নির্বিঘ্নে পৌঁছানোর জন্য একটি সমন্বিত নীতি প্রণয়ন করে। খসড়ায় গাজার পুনর্গঠন, জরুরি সেবা ব্যবস্থাপনা, এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ ব্যবস্থার মতো বিষয়গুলোকে গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রস্তাবের অন্যতম দিক হচ্ছে একটি আন্তর্জাতিক স্থায়ী নিরাপত্তা ও পর্যবেক্ষণ ব্যবস্থার ধারণা, যা গাজার অভ্যন্তরে অস্ত্রবিরতি তদারকি করবে এবং মানবিক সহায়তার পথ খুলে দেবে। একই সঙ্গে, ভবিষ্যৎ প্রশাসনিক কাঠামো ও পুনর্গঠন কার্যক্রমে আন্তর্জাতিক অংশীদারদের ভূমিকা সুসংহত করার কথাও এতে রয়েছে।

এই উদ্যোগকে সমর্থন জানিয়ে দ্রুত ভোট আয়োজনের পক্ষে রয়েছে একাধিক আরব ও মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশ — বিশেষ করে মিশর, সৌদি আরব ও তুরস্ক। তাদের মতে, যুদ্ধবিরতির পর গাজায় স্থায়ী শান্তি নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা এখন অপরিহার্য।

তবে নিরাপত্তা পরিষদের সব সদস্য দেশ সমানভাবে এই প্রস্তাবে সন্তুষ্ট নয়। কেউ কেউ অভিযোগ করছেন, পরিকল্পনাটি এখনও পুরোপুরি ভারসাম্যপূর্ণ নয় এবং গাজার রাজনৈতিক বাস্তবতা ও জনমতের বিষয়টি যথেষ্ট প্রতিফলিত হয়নি। তাই ভোটের আগে পরিষদের অভ্যন্তরে মতানৈক্য দূর করার জন্য চলছে নিবিড় কূটনৈতিক তৎপরতা।

বিশ্লেষকদের মতে, এই ভোট গাজার ভবিষ্যৎ রাজনৈতিক পথনির্ধারণে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। প্রস্তাবটি গৃহীত হলে তা কেবল যুদ্ধবিরতিকে দীর্ঘস্থায়ী করতেই নয়, বরং গাজায় নতুন প্রশাসনিক কাঠামো ও মানবিক পুনর্গঠনের ভিত্তি স্থাপন করতেও ভূমিকা রাখতে পারে। তবে ব্যর্থ হলে তা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও আন্তর্জাতিক কূটনীতির জন্য আরেকটি হারানো সুযোগ হিসেবে চিহ্নিত হবে।

-নাজমুল হাসান


জম্মু-কাশ্মীরের শ্রীনগরের থানায় ভয়াবহ বিস্ফোরণ

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ১৫ ০৯:১৫:৫৬
জম্মু-কাশ্মীরের শ্রীনগরের থানায় ভয়াবহ বিস্ফোরণ
ছবিঃ সংগৃহীত

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের শ্রীনগরে একটি থানায় ভয়াবহ বিস্ফোরণে নয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৯ জন।

শনিবার ১৫ নভেম্বর মধ্যরাতে নোগাম থানায় জব্দ করা বিস্ফোরকের নমুনা পরীক্ষা করার সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

নিহতদের বেশিরভাগই পুলিশ সদস্য এবং ফরেনসিক টিমের সদস্য। বিস্ফোরণে গুরুতর আহত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। নিহতদের মধ্যে শ্রীনগর প্রশাসনের দুজন কর্মকর্তাও রয়েছেন।

বিস্ফোরণে আহতদের দ্রুত সেনাবাহিনীর ৯২ বেস হাসপাতাল ও শের-ই-কাশ্মির ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পরই পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা নোগাম থানায় ছুটে যান এবং পুরো এলাকা ঘিরে ফেলা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নোগাম থানায় জব্দ করা বিস্ফোরকের নমুনা পরীক্ষা করার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ফরেনসিক বিশেষজ্ঞদের উপস্থিতিতে এই পরীক্ষা চলছিল।


ভূমধ্যসাগর আবারও মৃত্যুকূপ-এক বছরে এক হাজার প্রাণহানি

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ১৪ ১১:১৪:২৪
ভূমধ্যসাগর আবারও মৃত্যুকূপ-এক বছরে এক হাজার প্রাণহানি
ছবি: সংগৃহীত

ভূমধ্যসাগর আবারও অভিবাসীদের জন্য ভয়ংকর মৃত্যুকূপে পরিণত হয়েছে। বিপজ্জনক এই রুট পাড়ি দিতে গিয়ে চলতি বছর মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম। সংস্থাটি সতর্ক করে বলেছে, প্রতিটি নতুন দুর্ঘটনার সঙ্গে মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে, আর এই রুটের ঝুঁকি আগের যেকোনো সময়ের তুলনায় ভয়াবহ হয়ে উঠেছে।

সর্বশেষ বড় ট্র্যাজেডিটি ঘটে ৮ নভেম্বর লিবিয়ার উপকূলে। আল-বুরি তেলক্ষেত্রের কাছে ৪৯ জন অভিবাসী ও শরণার্থী নিয়ে ডুবে যায় একটি রাবারের নৌকা। আইওএম জানায়, নৌকাটিতে ছিল ৪৭ জন পুরুষ ও দুই নারী। ৩ নভেম্বর লিবিয়ার জুয়ারা শহর থেকে যাত্রা শুরু হলেও যাত্রার ছয় ঘণ্টা পরই প্রচণ্ড ঢেউয়ের কারণে ইঞ্জিন নষ্ট হয়ে যায়। এরপর ছয় দিন ধরে খোলা সমুদ্রে ভেসে থাকার পর মাত্র সাতজন সুদানের চারজন, নাইজেরিয়ার দুইজন এবং ক্যামেরুনের একজন জীবিত উদ্ধার হন। বাকি ৪২ জন এখনো নিখোঁজ, যাদের সবাইকে মৃত বলে ধারণা করা হচ্ছে।

আইওএম জানিয়েছে, দুর্ঘটনার পর বেঁচে যাওয়া ব্যক্তিদের জরুরি চিকিৎসা, খাবার এবং পানি সরবরাহ করা হয়েছে। সংস্থাটি আরও বলেছে, সুরমান ও ল্যাম্পেডুসার কাছে সাম্প্রতিক কয়েকটি মর্মান্তিক ঘটনার পরবর্তী এই ট্র্যাজেডি আবারও প্রমাণ করছে, মধ্য ভূমধ্যসাগরীয় রুট বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী অভিবাসন পথগুলোর একটি।

আইওএম আঞ্চলিক সহযোগিতা জোরদার, নিরাপদ ও বৈধ অভিবাসন পথ তৈরি এবং শক্তিশালী উদ্ধার অভিযান বাড়ানোর আহ্বান জানিয়েছে, যাতে এই মর্মান্তিক প্রাণহানি রোধ করা যায়।

অন্যদিকে ইউনিসেফের ইউরোপ ও মধ্য এশিয়ার আঞ্চলিক পরিচালক রেজিনা ডি ডোমিনিসিস জানিয়েছেন, ২০২৪ সালেই ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ২ হাজার ২০০ জনের বেশি মানুষ মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। যা এই রুটের মানবিক সংকটকে আরও গভীর করে তুলছে।

-রাফসান


১৩ ঘণ্টার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শুরু

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ১৩ ১৫:২৯:৩১
১৩ ঘণ্টার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শুরু
ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় আবারও শুরু হলো বিশ্বের অন্যতম দীর্ঘ, কঠোর ও মনস্তাত্ত্বিকভাবে চ্যালেঞ্জিং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সুনুং বা সিসেট। বৃহস্পতিবার সকাল ৮টা থেকেই সারাদেশজুড়ে নেমে এসেছে এক বিশেষ নীরবতা। প্রায় ১৩ ঘণ্টাব্যাপী এই পরীক্ষাকে কেন্দ্র করে গোটা দেশ যেন একদিনের জন্য থমকে দাঁড়ায়। শিক্ষার্থীদের মনোযোগে ন্যূনতম ব্যাঘাত না ঘটানোর জন্য পরীক্ষা শুরুর আগে থেকেই রাস্তাঘাটে যান চলাচল সীমিত করা হয়েছে, অনেক এলাকায় সাময়িকভাবে ফ্লাইট ওঠানামাও নিয়ন্ত্রিত হয়। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান এবং নির্মাণকাজ পর্যন্ত বন্ধ রাখা হয় দক্ষিণ কোরিয়ায় প্রচলিত এ ‘পরীক্ষা দিবস’-এ।

এ বছর সাড়ে পাঁচ লাখেরও বেশি শিক্ষার্থী সুনুং পরীক্ষায় অংশ নিচ্ছেন। তাদের এক বছরের প্রস্তুতির চূড়ান্ত মূল্যায়ন হয় এই পরীক্ষায়, যার ওপর নির্ভর করে তাদের ভবিষ্যৎ উচ্চশিক্ষার পথ, চাকরির সুযোগ এবং সামাজিক মর্যাদার অবস্থান। দক্ষিণ কোরিয়ার সমাজে এই পরীক্ষার তাৎপর্য এতটাই গভীর যে, অভিভাবকরা সন্তানদের সফলতার জন্য মন্দিরে প্রার্থনা করেন, শিক্ষকরা স্কুলে বিশেষ কাউন্সেলিং সেশন নেন এবং সমাজের সকল শ্রেণির মানুষ পরীক্ষার্থীদের সহায়তায় নীরবতার এক অলিখিত সামাজিক চুক্তি পালন করেন।

আইনশৃঙ্খলা বাহিনীও এই দিনটিকে বিশেষ নিরাপত্তা দিবস হিসেবে বিবেচনা করে। পরীক্ষাকেন্দ্রের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়, প্রতিটি সেন্টারের ভেতরে শব্দ নিয়ন্ত্রণ ও জরুরি সেবা প্রস্তুত রাখা হয়, এবং শিক্ষার্থীরা যেন নিরাপদে ও সময়মতো কেন্দ্রে পৌঁছতে পারে, সেজন্য চলাচল-মূলক সহায়তা প্রদান করা হয়। দক্ষিণ কোরিয়ার জাতীয় জীবনে এই পরীক্ষার অবস্থান কেবল একটি শিক্ষাব্যবস্থার অংশ নয়, বরং এটি এক প্রজন্মের স্বপ্ন, সংগ্রাম ও সামাজিক আকাঙ্ক্ষার প্রতীক।


ট্রাম্পের চিঠি, নেতানিয়াহুকে ক্ষমা করার আহ্বান

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ১৩ ১১:৩৯:০০
ট্রাম্পের চিঠি, নেতানিয়াহুকে ক্ষমা করার আহ্বান
ছবিঃ সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমার আহ্বান জানিয়ে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগকে একটি চিঠি পাঠিয়েছেন। ট্রাম্প নেতানিয়াহুর বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগকে রাজনৈতিক ও অযৌক্তিক বলে অভিহিত করেছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক মাস পর বুধবার (১২ নভেম্বর) ট্রাম্প এই চিঠিটি পাঠান।

চিঠিতে ট্রাম্পের বক্তব্য

ট্রাম্পের চিঠিটি নেতানিয়াহুর প্রতি তাঁর অব্যাহত সমর্থনের ইঙ্গিত দেয়। চিঠিতে তিনি নেতানিয়াহুকে ‘দৃঢ় ও সিদ্ধান্তমূলক যুদ্ধকালীন প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করেন, যিনি এখন ইসরায়েলকে শান্তির পথে নিয়ে যাচ্ছেন।

ক্ষমা এবং শান্তি ট্রাম্প লেখেন, “আমি আপনাকে আহ্বান জানাচ্ছি যেন আপনি বেনিয়ামিন নেতানিয়াহুকে সম্পূর্ণভাবে ক্ষমা করেন।” তিনি আরও দাবি করেন, তিনি ‘কমপক্ষে ৩,০০০ বছরের জন্য’ মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করেছেন।

গাজা যুদ্ধ চিঠিতে ট্রাম্প উল্লেখ করেন, গাজা যুদ্ধে নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েল যে অভিযান চালিয়েছে, তাতে ৬৯ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে অন্তত ২০ হাজার শিশু। তবে তিনি এই যুদ্ধের পরও নেতানিয়াহুর প্রতি সমর্থন জানালেন।

আব্রাহাম চুক্তি ট্রাম্প জানান, তিনি নিজেও মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে কাজ করছেন, যাতে আরও দেশকে ঐতিহাসিক আব্রাহাম চুক্তিতে অন্তর্ভুক্ত করা যায়।

ট্রাম্প সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক অঙ্গনে ডানপন্থি নেতাদের প্রতি সমর্থন বাড়িয়ে চলেছেন।

হারজগের জবাব ও আইনি সীমাবদ্ধতা

ইসরায়েলে রাষ্ট্রপতির পদ মূলত আনুষ্ঠানিক হলেও, রাষ্ট্রপতি ক্ষমা প্রদানের সাংবিধানিক ক্ষমতা রাখেন। তবে নেতানিয়াহুর বিচার কার্যক্রম চলমান থাকায়, রায় ঘোষণার আগে হারজগ কোনো ধরনের ক্ষমা ঘোষণা করতে পারেন না।

বুধবার ট্রাম্পের চিঠির জবাবে প্রেসিডেন্ট হারজগ বলেন, ক্ষমা চাইলে সেটি অবশ্যই নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে।

প্রক্রিয়া মেনে চলার নির্দেশ প্রেসিডেন্টের কার্যালয় জানায়, “প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করেন এবং ইসরায়েলের প্রতি তার অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।” তবে বিবৃতিতে আরও যোগ করা হয়, রাষ্ট্রপতি একাধিকবার স্পষ্ট করে বলেছেন, যে কেউ ক্ষমা চাইবেন, তাকে প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী আনুষ্ঠানিক আবেদন দাখিল করতে হবে।


ফিলিস্তিন ভূখণ্ডে জার্মানির নিরস্ত্র পুলিশ কর্মকর্তা মোতায়েন

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ১৩ ০৯:৪৭:২৪
ফিলিস্তিন ভূখণ্ডে জার্মানির নিরস্ত্র পুলিশ কর্মকর্তা মোতায়েন
ছবিঃ সংগৃহীত

ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ কর্মকর্তাদের মোতায়েন করেছে জার্মানি। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা আনতে এই পদক্ষেপ নিয়েছে দেশটি। জেরুজালেমে অবস্থান করা এই দলটি স্থানীয় নিরাপত্তা বাহিনী পুনর্গঠনে সহায়তা করবে বলে জানিয়েছেন জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডব্রিন্ডট।

বুধবার (১২ নভেম্বর) বার্তাসংস্থা আনাদোলু এই তথ্য জানিয়েছে।

শান্তির জন্য অপরিহার্য কার্যকর পুলিশ বাহিনী

জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডব্রিন্ডট দেশটির সংবাদ সংস্থা ডিপিএ-কে বলেন, “মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তির জন্য একটি কার্যকর পুলিশ বাহিনী অপরিহার্য।” তিনি জানান, এই কারণে ফেডারেল পুলিশের উচ্চপর্যায়ের একটি দলকে জেরুজালেমে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সহায়তা এই কর্মকর্তারা জেরুজালেমে অবস্থিত অফিস ফর সিকিউরিটি (ওএসসি) থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে স্থানীয় পুলিশ ও নিরাপত্তা বাহিনী পুনর্গঠনে সহায়তা করছেন।

মিশনের উদ্দেশ্য সংবাদ সংস্থার তথ্যমতে, চার সদস্যের এই দলটি প্রায় দুই সপ্তাহ আগে ফিলিস্তিন এলাকায় পৌঁছেছে। তাদের মূল দায়িত্ব হলো ফিলিস্তিনের বেসামরিক নিরাপত্তা বাহিনীকে শক্তিশালী করার জন্য জার্মানির দীর্ঘদিনের সহায়তা কর্মসূচিকে আরও সম্প্রসারিত করা।

দীর্ঘদিনের প্রচেষ্টা ডব্রিন্ডট বলেন, “গত ১৫ বছরের বেশি সময় ধরে জার্মান পুলিশ ফিলিস্তিন বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে। নতুন এই মিশন সেই প্রচেষ্টারই ধারাবাহিক অংশ।”


গাজায় ইসরাইলি যুদ্ধযন্ত্রে টাটার জড়িত থাকার চাঞ্চল্যকর তথ্য ফাঁস

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ১৩ ০৭:৫৭:৩৭
গাজায় ইসরাইলি যুদ্ধযন্ত্রে টাটার জড়িত থাকার চাঞ্চল্যকর তথ্য ফাঁস
ছবি: সংগৃহীত

ভারতের পুঁজিবাদের ইতিহাসে টাটা গ্রুপকে সবসময় দেখা হয়েছে একটি নীতিনিষ্ঠ ও মানবিক কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতীক হিসেবে। ‘টাটা’ নামটি লাখো ভারতীয়ের কাছে আস্থা, দায়িত্ববোধ ও জনকল্যাণের প্রতিশব্দ। কিন্তু এই উজ্জ্বল ভাবমূর্তির আড়ালে লুকিয়ে আছে এক জটিল, অন্ধকার ও রাজনৈতিকভাবে বিস্ফোরক বাস্তবতা। যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন সালাম–এর বিশদ অনুসন্ধান বলছে, টাটা গ্রুপ ফিলিস্তিনের গাজায় ইসরাইলের সামরিক দখলদারি ও গণহত্যার প্রক্রিয়ায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত—এবং বছরের পর বছর ধরে তারা যুদ্ধযন্ত্রকে সরবরাহ করে চলেছে মূল প্রযুক্তি, অস্ত্রাংশ এবং নজরদারি অবকাঠামো।

সালাম রিপোর্টে টাটা গ্রুপকে “ভারত–ইসরাইল সামরিক জোটের হৃদপিণ্ড” বলা হয়েছে। টাটার সহায় প্রতিষ্ঠান টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড (TASL) বহু বছর ধরে ইসরাইল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (IAI)–এর সাথে বারাক–৮ ক্ষেপণাস্ত্রের মূল অংশ তৈরি করছে যে মিসাইল গাজায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। শুধু তাই নয়, TASL F–16 যুদ্ধবিমানের এয়ারফ্রেম এবং অ্যাপাচি হেলিকপ্টারের ফিউজলেজও তৈরি করে এগুলো পশ্চিম তীরে দমন–অভিযানে ইসরাইলের সবচেয়ে ব্যবহৃত যুদ্ধযান।

জাগুয়ার ল্যান্ড রোভার, আরেক টাটা সহযোগী প্রতিষ্ঠান, MDT ডেভিড নামের ইসরাইলি সাঁজোয়া যানটির চ্যাসিস সরবরাহ করে যা পশ্চিম তীরে প্রতিনিয়ত টহল ও অভিযান চালাতে ব্যবহৃত হয়। টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) ইসরাইলের সরকারি নজরদারি অবকাঠামোতেও যুক্ত, বিশেষ করে বিতর্কিত প্রজেক্ট নিম্বাস যা গুগল, অ্যামাজন ও ইসরাইলি সরকারের যৌথ ক্লাউড–সিস্টেম, এবং ফিলিস্তিনিদের নজরদারি আরও কঠোর করছে।

টাটা তাদের বিজ্ঞাপনে মানবতা, সততা, গান্ধীর অহিংস আদর্শ ও সামাজিক দায়বদ্ধতার কথা বলে। কিন্তু সালাম রিপোর্ট বলছে, এই নীতিকথা কেবলই কর্পোরেট–জাতীয়তাবাদের আড়াল। টাটা তার প্রতিরক্ষা খাতে আয় কত তা কখনো প্রকাশ করে না। জাতিসংঘের মানবাধিকার নীতিমালা অনুযায়ী তাদের সম্মতি ব্যবস্থা নেই, নেই কোনো ইনডিপেনডেন্ট অডিট। তারা যুদ্ধযন্ত্রের অংশ হয়েও জবাবদিহিতার বাইরে রয়ে গেছে।

নরেন্দ্র মোদীর আমলে ভারত–ইসরাইল সম্পর্ক জ্যামিতিক হারে গভীর হয়েছে। ভারত এখন ইসরাইলি অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা ইসরাইলের প্রতিরক্ষা রপ্তানির ৪০–৪৫ শতাংশই যায় ভারতে। এতে টাটা হয়ে উঠেছে রাষ্ট্র–কর্পোরেট অংশীদারিত্বের প্রতীক ফিলিস্তিনে যে প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে, তা একইভাবে ভারত জম্মু–কাশ্মীরে প্রয়োগ করছে। ফলে দুই অঞ্চলের দমন–ব্যবস্থা একধরনের ‘দ্বিপাক্ষিক দখলদারি মডেলে’ যুক্ত হয়ে গেছে।

ভারতীয় মূলধারার মিডিয়া টাটার বিরুদ্ধে তদন্তমূলক প্রতিবেদন প্রকাশ করে না। নাগরিক সমাজও নীরব যে ভারত একসময় ফিলিস্তিনের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়াত, আজ সেখানে ভয়, চুপচাপ সমর্থন ও দখলদারিত্বের স্বাভাবিকীকরণ। বিশ্ববিদ্যালয়গুলো যেখানে একসময় দখল-রাজনীতি নিয়ে আলোচনা হতো, এখন সেসব নিষিদ্ধপ্রায়।

আন্তর্জাতিক আইনে বলা আছে কোনো কোম্পানি যদি জেনে–বুঝে এমন পণ্য বা প্রযুক্তি সরবরাহ করে যা যুদ্ধাপরাধ সংঘটনে ব্যবহৃত হতে পারে, সেই কোম্পানিও আইনের চোখে অপরাধে জড়িত। তাই গাজায় ব্যবহৃত অস্ত্রের উপাদান তৈরি করার অভিযোগের প্রেক্ষিতে টাটার বিরুদ্ধে আন্তর্জাতিক তদন্তের দাবি উঠছে।


গাজার নিয়ে ট্রাম্পের গোপন ফন্দি: ইসরায়েলকে বাদ দিয়েই গাজায় নামছে ওয়াশিংটন

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ১২ ২০:৫২:৩৩
গাজার নিয়ে ট্রাম্পের গোপন ফন্দি: ইসরায়েলকে বাদ দিয়েই গাজায় নামছে ওয়াশিংটন
ছবিঃ সংগৃহীত

ফিলিস্তিনের গাজা সীমান্তে একটি সামরিক ঘাঁটি বানানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সি এই চাঞ্চল্যকর তথ্যটি জানিয়েছে। এতে মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

বিশাল অঙ্কের বিনিয়োগ ও সেনা মোতায়েন

এই ঘাঁটি নির্মাণে যুক্তরাষ্ট্র ৫০ কোটি ডলার (৫০০ মিলিয়ন মার্কিন ডলার) খরচ করতে পারে বলে জানা গেছে।

এছাড়া ঘাঁটিটিতে ১০ হাজারেরও বেশি সেনা ও ভারী অস্ত্র রাখতে চায় ওয়াশিংটন।

এই ঘাঁটি পরিচালনায় ইসরায়েলের কোনো সংশ্লিষ্টতা রাখতে চায় না যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে ইসরায়েলের সেনাবাহিনীর সঙ্গে আমেরিকার একটি প্রতিনিধিদল সম্ভাব্য স্থান নিয়ে আলোচনাও করেছে। ইসরায়েলি গণমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ এটিকে ইসরায়েলি ভূখণ্ডে প্রথম বৃহৎ আকারের মার্কিন সামরিক স্থাপনা হিসেবে উল্লেখ করেছে।

তবে পেন্টাগনের জ্যেষ্ঠ কর্মকর্তারা এই ঘাঁটি নির্মাণের কথা স্বীকার করলেও জোর দিয়ে বলেছেন যে, কোনো মার্কিন সেনা গাজার ভেতরে মোতায়েন করা হবে না। তারা বলছেন, এই স্থাপনাটি মূলত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী বা জয়েন্ট টাস্ক ফোর্সের জন্য তৈরি হচ্ছে, যেখানে মিশর, কাতার ও তুরস্কের প্রতিনিধিরাও থাকবেন।

ট্রাম্পের পুরোনো পরিকল্পনা ও যুদ্ধবিরতি

এর আগে সেপ্টেম্বরে গাজায় যুদ্ধ বন্ধে ২০ দফা প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী এবং ইসরায়েল ওই প্রস্তাব মেনে নিলে গত ৯ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়।

তবে এই যুদ্ধবিরতির আগে এপ্রিলে ট্রাম্প এক গোপন পরিকল্পনা এঁটেছিলেন। তিনি গাজা থেকে ফিলিস্তিনিদের অন্য দেশে সরিয়ে সেখানে স্বপ্নের আবাসন প্রকল্প গড়ে তুলতে চেয়েছিলেন। এই পরিকল্পনার জন্য ট্রাম্প আরব ও মুসলিম বিশ্বের ব্যাপক রোষানলে পড়েন।

নতুন ফন্দি ও বিশ্লেষণ

বিশ্লেষকদের মতে, ইসরায়েল গাজায় যে গণহত্যা চালিয়েছে, তা নিয়ে বিশ্বব্যাপী দেশটির বিরুদ্ধে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ফলে এই পরিস্থিতি থেকে দৃষ্টি ফেরাতে এমন সামরিক পরিকল্পনার খবর প্রকাশ্যে আনা হয়েছে। এছাড়া ইসরায়েল সাময়িকভাবে আন্তর্জাতিক চাপ কমাতে তার মিত্রদের মাধ্যমে নিজের লক্ষ্য পূরণের চেষ্টা করছে বলেও ধারণা করা হচ্ছে।

এদিকে গাজায় ফিলিস্তিনিদের জন্য বাড়িঘর তৈরির পরিকল্পনাও করছে যুক্তরাষ্ট্র। তবে এসব বাড়িঘরে যারা থাকার সুযোগ পাবেন, তাদের ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীবিরোধী হতে হবে বলে শর্ত দেওয়া হয়েছে।


ওয়াশিংটনে সিরীয় প্রেসিডেন্ট: পশ্চিমা দিগন্তে দামেস্কের নতুন অধ্যায়

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ১২ ১১:৩৩:৫৮
ওয়াশিংটনে সিরীয় প্রেসিডেন্ট: পশ্চিমা দিগন্তে দামেস্কের নতুন অধ্যায়
ছবিঃ সংগৃহীত

দীর্ঘ এক দশকেরও বেশি যুদ্ধ ও অবরোধের পর সিরিয়া যেন নতুন এক কূটনৈতিক অধ্যায়ে প্রবেশ করছে। মঙ্গলবার দামেস্কের রাস্তায় সাধারণ মানুষ তাদের নতুন নেতার ওয়াশিংটন সফরকে দেখেছেন পশ্চিমা বিশ্বের প্রতি এক ইতিবাচক মোড় হিসেবে—যা হয়তো যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার পথ খুলে দিতে পারে।

সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা-কে—স্বাধীনতার পর (১৯৪৬) এই প্রথম কোনো সিরীয় রাষ্ট্রপ্রধানের মার্কিন সফর এটি। এক সময় যাকে ওয়াশিংটন সন্ত্রাসবাদের অভিযোগে গ্রেপ্তারের জন্য ১ কোটি ডলারের পুরস্কার ঘোষণা করেছিল, তিনিই এখন কূটনৈতিক ইতিহাসের নতুন অধ্যায় রচনা করেছেন।

দামেস্কের আইন বিভাগের ছাত্রী বুশরা আবদেল বারি বলেন, “আল্লাহর কৃপায় এই সফর হবে সিরিয়ার জন্য এক নতুন সূচনা, বিচ্ছিন্নতার বছরগুলো শেষে বিশ্বের সঙ্গে পুনঃসংযোগের এক সুযোগ।” তিনি আশা প্রকাশ করেন, “এই সফর যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায় সিরিয়ার পুনর্গঠনের পথ সুগম করবে।”

শরার এই ঐতিহাসিক সফরের সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর ঘোষণা করে ‘সিজার অ্যাক্ট’–এর আওতায় সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে—যা পরবর্তীতে কংগ্রেস স্থায়ীভাবে প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করতে পারে। এই আইনটি মূলত বিনিয়োগ ও আর্থিক লেনদেনে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল, আসাদ সরকারের মানবাধিকার লঙ্ঘনের দায়ে সিরিয়াকে বৈশ্বিক ব্যাংকিং ব্যবস্থার বাইরে ঠেলে দিয়েছিল।

ঐতিহাসিকভাবে সিরিয়া বরাবরই ছিল সোভিয়েত ইউনিয়ন এবং পরবর্তীতে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র। সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ-এর ১৩ বছরেরও বেশি সময়ের শাসনামলে রাশিয়াই ছিল প্রধান রক্ষাকবচ। কিন্তু ২০২৪ সালের ডিসেম্বরে আসাদ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা পশ্চিমা দেশ ও উপসাগরীয় রাজতন্ত্রগুলোর সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের উদ্যোগ নেন, যদিও তিনি এখনো মস্কোর সঙ্গে সম্পর্কের সেতুবন্ধন পুরোপুরি ছিন্ন করেননি।

দামেস্কের তরুণ আইন শিক্ষার্থী বারির ভাষায়, “রাশিয়া আমাদের কিছুই দেয়নি, শুধু ধ্বংস আর মৃত্যু।” অন্যদিকে ৩৬ বছর বয়সী মুদ্রণকর্মী ওমর নাসার বলেন, “সিরিয়া অতীতে সমাজতান্ত্রিক শিবিরে যোগদানের মূল্য চুকিয়েছে। সেই ভুলের পরিণতি ছিল দীর্ঘ বিচ্ছিন্নতা। এখন পশ্চিমমুখী নীতি হয়তো আমাদের জন্য অর্থনৈতিক ও কূটনৈতিক পুনর্জাগরণের বার্তা আনবে।”

একই সুরে কফিকিওস্ক মালিক সাদ্দাম হাজ্জার বলেন, “ধীরে ধীরে সবকিছু ভালো দিকে যাচ্ছে। আমরা আশা করি, নতুন মধ্যপ্রাচ্যের অংশ হতে পারব। এত ত্যাগের পর সিরিয়ার মানুষ নিশ্চয়ই একটি ভালো জীবনের প্রাপ্য।”

আসাদ সরকারের পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে ১৩ বছরের ভয়াবহ গৃহযুদ্ধ—যা শুরু হয়েছিল ২০১১ সালে এক শান্তিপূর্ণ গণআন্দোলনের দমন-পীড়ন থেকে। এই যুদ্ধে প্রাণ হারিয়েছে পাঁচ লক্ষাধিক মানুষ, এবং কোটিাধিক সিরীয় ঘরবাড়ি হারিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। অর্থনীতি ভেঙে পড়েছে, অবকাঠামো বিধ্বস্ত, সামাজিক কাঠামো বিপর্যস্ত।

২৫ বছর বয়সী এনজিওকর্মী লায়াল কাদ্দুর এই সফরকে দেখছেন “সাহসী রাজনৈতিক পদক্ষেপ” হিসেবে। তাঁর মতে, “এই সফর সিরিয়ার বিচ্ছিন্নতা ভাঙার প্রতীক। এর ফলে নিষেধাজ্ঞা শিথিল ও নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার খুলতে পারে।” তবে তিনি আশঙ্কাও প্রকাশ করেন—“যদি আন্তর্জাতিক সহায়তার বিনিময়ে সিরিয়া আবার বিদেশি চাপের অধীনে চলে যায়? বিশেষত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার মতো রাজনৈতিক চাপের মুখে?”

সব মিলিয়ে ওয়াশিংটনে সিরীয় প্রেসিডেন্টের এই সফর শুধু কূটনৈতিক অগ্রগতি নয়, বরং মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে সম্ভাব্য নতুন সমীকরণের ইঙ্গিত বহন করছে। যুদ্ধবিধ্বস্ত এক দেশ যখন পুনর্গঠন ও পুনঃসংযোগের স্বপ্ন দেখে, তখন এই সফর হয়তো সেই পরিবর্তনের সূচনাবিন্দু হয়ে থাকবে ইতিহাসে।

-নাজমুল হাসান

পাঠকের মতামত:

ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়তে হলে রাষ্ট্রকে অবশ্যই তার সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা পুনরুদ্ধার করতে হবে

ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়তে হলে রাষ্ট্রকে অবশ্যই তার সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা পুনরুদ্ধার করতে হবে

রাষ্ট্রের ধারণাটি একসময় কেবল প্রশাসনিক ক্ষমতা, আইনের শাসন এবং নিরাপত্তা প্রদানের সঙ্গে সম্পর্কিত ছিল। কিন্তু আধুনিক বিশ্বে রাষ্ট্রের ভূমিকা এখন... বিস্তারিত

উড়ন্ত সরীসৃপের খাদ্যাভ্যাস নিয়ে ধারণা বদল ৩২০টি ফাইটোলিথ পেলেন গবেষকরা

উড়ন্ত সরীসৃপের খাদ্যাভ্যাস নিয়ে ধারণা বদল ৩২০টি ফাইটোলিথ পেলেন গবেষকরা

ডাইনোসরের যুগে আকাশে রাজত্ব করত বিশাল আকৃতির উড়ন্ত সরীসৃপ 'টেরাসর'। এই রহস্যময় প্রাণীদের বিভিন্ন প্রজাতি আবিষ্কৃত হলেও তাদের খাদ্যাভ্যাস নিয়ে... বিস্তারিত