পাকিস্তানের কাছে তথ্য পাচারের অভিযোগ ভারতীয় ইউটিউবারের উপর

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২০ ১৭:৫৩:৫৫
পাকিস্তানের কাছে তথ্য পাচারের অভিযোগ ভারতীয় ইউটিউবারের উপর

সত্য নিউজ:ভারতের জনপ্রিয় ভ্রমণ ব্লগার ও ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করেছে হরিয়ানা পুলিশ। ‘ট্রাভেল উইথ জেও’ নামে ইউটিউব চ্যানেল পরিচালনা করতেন তিনি, যার সাবস্ক্রাইবার ৩.৭৭ লক্ষেরও বেশি এবং ইনস্টাগ্রামে ফলোয়ার ১.৩৩ লক্ষ।

হরিয়ানার নিউ আগরসাইন এক্সটেনশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে "অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট" এবং ভারতীয় দণ্ডবিধির অধীনে মামলা করা হয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, মালহোত্রা নিয়মিত পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ রাখতেন এবং বিভিন্ন প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও স্ন্যাপচ্যাট ব্যবহার করে সংবেদনশীল তথ্য আদান-প্রদান করতেন। এসব যোগাযোগে তিনি হ্যান্ডলারদের ফোন নম্বর ছদ্ম নামে, যেমন ‘জাট রান্ধোয়া’, সেভ করে রাখতেন।

তার ইউটিউব চ্যানেলে থাকা “ইন্ডিয়ান গার্ল ইন পাকিস্তান”, “ইন্ডিয়ান গার্ল এক্সপ্লোরিং লাহোর”, “ইন্ডিয়ান গার্ল অ্যাট কাতাস রাজ টেম্পল”, এবং “ইন্ডিয়ান গার্ল রাইডস লাক্সারি বাস ইন পাকিস্তান” শিরোনামের ভিডিওগুলো তার পাকিস্তান সফরের প্রমাণ হিসেবে তুলে ধরা হয়েছে।

পুলিশের এফআইআরে উল্লেখ আছে, ২০২৩ সালে তিনি প্রথমবার একটি প্রতিনিধিদলের অংশ হয়ে পাকিস্তান যান এবং সেখানে আহসানুর রহিম ওরফে দানিশ নামে এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তীতে তিনি আবারও পাকিস্তান সফর করেন এবং সেখানে আলী হাসানের মাধ্যমে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন। এরপর থেকেই তিনি ভারতের জাতীয় নিরাপত্তা সম্পর্কিত তথ্য পাচার শুরু করেন।

পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন নজরদারির পর মালহোত্রাকে গ্রেপ্তার করা হয় এবং তিনি নিজের দোষ আংশিক স্বীকার করেছেন। তিনি জানান, পাকিস্তানের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় কাজ করতেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ