ঢাকায় বজ্রবিদ্যুৎসহ ঝড়ো বৃষ্টি,যানজটে নাকাল

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২০ ১৭:৫৭:০০
ঢাকায় বজ্রবিদ্যুৎসহ ঝড়ো বৃষ্টি,যানজটে নাকাল

সত্য নিউজ:দীর্ঘদিনের তীব্র গরম ও শুষ্ক আবহাওয়ার পর অবশেষে ঢাকাসহ দেশের বেশির ভাগ অঞ্চলে বৃষ্টি নামে। আজ সকালে শুরু হওয়া এই বৃষ্টিপাত রাজধানীর আবহাওয়ায় নেমেছে স্বস্তির হাওয়া, তাপমাত্রা কমেছে এবং বাতাসে এল এক সতেজতা।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, ঢাকার আকাশ আজ আংশিকভাবে মেঘলা থেকে পূর্ণ মেঘলা অবস্থায় ছিল এবং দিনের বেলায় বৃষ্টিপাত হয়। এর ফলে অনেকটা কমেছে বায়ুর তাপমাত্রা, যা গরম থেকে কিছুটা মুক্তি দিয়েছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, গত কয়েক সপ্তাহ ধরে দেশের বেশির ভাগ জায়গায় তীব্র গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে মানুষের দুর্ভোগ বেড়ে গিয়েছিল। কিন্তু এবার বর্ষার আগেই এসে পড়া বৃষ্টিপাত গরমের কষ্ট কিছুটা লাঘব করেছে।

সড়কপথে যান চলাচলেও বৃষ্টির কারণে একপর্যায়ে কিছুক্ষণের জন্য দেরি হয়েছে। তবে এই বৃষ্টির কারণে শীতলতা বাড়ায় রাজধানীবাসী বেশ খুশি।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির কারণে কৃষিজমিতে সেচের চাহিদা কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা কৃষকদের জন্য ইতিবাচক খবর।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ