ভারত-পাকিস্তানের সংঘাত

আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত 

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ০৯ ১৪:৪৫:১০
আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত 

সত্য নিউজ: ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষিতে ২০২৫ আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শুক্রবার ভারতের জাতীয় দৈনিক হিন্দুস্তান টাইমস-কে দেওয়া এক বিবৃতিতে বোর্ডের একটি নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, "আমরা আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছি। খেলোয়াড়, সাপোর্ট স্টাফ ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। বর্তমান পরিস্থিতিতে টুর্নামেন্ট চালিয়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। টুর্নামেন্ট পুনরায় শুরু করা যাবে কি না এবং কখন করা যাবে, সে বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত পরে জানানো হবে। এ মুহূর্তে জাতীয় স্বার্থই সর্বাগ্রে।"

পাকিস্তানের মিসাইল হামলা ও ধর্মশালার ম্যাচ বাতিল

বৃহস্পতিবার সন্ধ্যায় পাকিস্তান ভারতীয় সীমান্তবর্তী অঞ্চল জম্মু ও এর আশপাশে একাধিক মিসাইল হামলা চালায়। এর জেরেই ধর্মশালায় চলমান পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি মাঝপথে বন্ধ ঘোষণা করা হয়। ম্যাচটির প্রথম ইনিংস চলাকালীন এয়ার রেইড সতর্কতায় স্টেডিয়ামের ফ্লাডলাইট নিভিয়ে দেওয়া হয়।

ধর্মশালা স্টেডিয়াম জম্মুর সীমান্তবর্তী পাঠানকোট থেকে মাত্র ১০০ কিলোমিটারের কম দূরত্বে অবস্থিত। সেখানেই মিসাইল হামলার পরিপ্রেক্ষিতে সতর্কতা জারি করা হয়। একই সঙ্গে ধর্মশালাসহ আশেপাশের বিমানবন্দরগুলোও বন্ধ ঘোষণা করা হয়।

খেলোয়াড়দের সরিয়ে আনা ও নিরাপত্তা উদ্বেগ

ইএসপিএনক্রিকইনফো এবং ক্রিকবাজ সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সকালে বিশেষ ট্রেনের মাধ্যমে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের খেলোয়াড়দের ধর্মশালা থেকে দিল্লিতে সরিয়ে নেওয়া হয়। যাত্রাপথ এবং নিরাপত্তাব্যবস্থা পুরোপুরি গোপন রাখা হয়। সংশ্লিষ্টদের শুধু হোটেল থেকে বাসে উঠতে বলা হয়; কোথায় ট্রেনে উঠতে হবে, সে তথ্য আগে জানানো হয়নি।

ইন্ডিয়ান এক্সপ্রেস-কে দেওয়া এক খেলোয়াড়ের সাক্ষাৎকার অনুযায়ী, দুই দলের খেলোয়াড়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, বিশেষ করে বিদেশি খেলোয়াড়রা নিজেদের নিরাপত্তা নিয়ে বেশ উদ্বিগ্ন হয়ে পড়েন। ইতোমধ্যে সিডনি মর্নিং হেরাল্ড জানায়, আইপিএলে খেলা অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।

টাইমস অব ইন্ডিয়া সূত্রে জানা গেছে, একাধিক ফ্র্যাঞ্চাইজির বিদেশি খেলোয়াড়দের পক্ষ থেকেও নিরাপত্তাজনিত উদ্বেগ প্রকাশ করা হয়েছে। শুক্রবার লক্ষ্ণৌয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মধ্যকার ম্যাচ হওয়ার কথা থাকলেও বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি নিরাপত্তা আশঙ্কায় তাদের নিজস্ব হোম ভেন্যুতে ফিরতে চায়। মুম্বাই ইন্ডিয়ানস, যারা ইতোমধ্যে আহমেদাবাদে পৌঁছেছে, তারাও হোম ভেন্যুতে ফেরার প্রস্তুতি নিচ্ছে। দিল্লিতে থাকা গুজরাট টাইটানসের ভ্রমণ পরিকল্পনা এখনো অনিশ্চিত।

স্থগিত হওয়ার আগে ম্যাচ পরিসংখ্যান

এবারের আইপিএলে এ পর্যন্ত ৫৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গ্রুপ পর্বে আরও ১২টি ম্যাচ বাকি ছিল। বাকি ম্যাচগুলো লক্ষ্ণৌ ও বেঙ্গালুরুতে দুটি করে, আহমেদাবাদে তিনটি এবং হায়দরাবাদ, দিল্লি, চেন্নাই, মুম্বাই ও জয়পুরে একটি করে আয়োজনের পরিকল্পনা ছিল। প্লে-অফের দুটি ম্যাচ হায়দরাবাদে, একটি ইডেন গার্ডেনে এবং ফাইনাল ম্যাচটিও ইডেন গার্ডেনেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বিসিসিআই দ্রুত একটি আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে আইপিএল স্থগিতের বিষয়টি জনসমক্ষে আনবে বলে জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো। বর্তমান প্রেক্ষাপটে আইপিএলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও বোর্ড পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ