আকাশে আগুন! উড্ডয়নের পরই বিপদ

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২০ ১২:৪৮:০৯
আকাশে আগুন! উড্ডয়নের পরই বিপদ

সত্য নিউজ: ঢাকা থেকে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে উড্ডয়ন করা তার্কিশ এয়ারলাইনসের TK-713 ফ্লাইটটি উড্ডয়নের কিছুক্ষণ পরই বিপদে পড়ে। আকাশে উঠেই একটি ইঞ্জিনে আগুন দেখা গেলে জরুরি পরিস্থিতিতে বিমানটি ঘুরে আসে ঢাকায়।

মঙ্গলবার সকাল ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয় এয়ারবাস A330-303 মডেলের বিমানটি। কিন্তু মাত্র ১৫ মিনিট পর পাইলট ইঞ্জিনে স্পার্ক দেখতে পান। ধারণা করা হচ্ছে, বার্ড হিটের কারণেই এই সমস্যা দেখা দিয়েছে।

বিপদ ঠেকাতে পাইলট এক ঘণ্টারও বেশি সময় আকাশে চক্কর দিয়ে অবশেষে সকাল ৮টা ১৫ মিনিটে সফলভাবে বিমানটি অবতরণ করান। বিমানে থাকা ২৯০ যাত্রীর সবাই নিরাপদে রয়েছেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের প্লেন থেকে নামিয়ে হোটেলে নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী ফ্লাইটে তাদের গন্তব্যে পাঠানো হবে।

এ ঘটনায় আতঙ্ক ছড়ালেও বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে এটি সাম্প্রতিক সময়ের দ্বিতীয় বড় বিমান সংক্রান্ত সতর্কতা। এর আগে ১৬ মে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বাংলাদেশ বিমানের ফ্লাইট উড্ডয়নের সময় একটি চাকা খুলে নিচে পড়ে যায়। সেখানেও পাইলটের দক্ষতায় ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ