ইন্টারনেটে বিপ্লব: বাংলাদেশে স্টারলিংক চালু

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২০ ০৯:৪০:০৬
ইন্টারনেটে বিপ্লব: বাংলাদেশে স্টারলিংক চালু

সত্য নিউজ: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ইন্টারনেট সেবা চালু করলো এলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান স্পেসএক্স-এর স্যাটেলাইট-নির্ভর ইন্টারনেট সেবা স্টারলিংক। মঙ্গলবার (২০ মে) সকালে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে এ তথ্য জানান।

স্টারলিংক কর্তৃপক্ষ তাকে ফোনে বিষয়টি নিশ্চিত করার পর মঙ্গলবার সকালে তাদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলেও বাংলাদেশের জন্য সেবার বিষয়টি ঘোষিত হয়।

প্রাথমিকভাবে ‘স্টারলিংক রেসিডেন্স’ ও ‘রেসিডেন্স লাইট’ নামে দুটি প্যাকেজ চালু করা হয়েছে। ‘রেসিডেন্স’ প্যাকেজের মাসিক খরচ নির্ধারণ করা হয়েছে ৬,০০০ টাকা এবং ‘রেসিডেন্স লাইট’-এর ৪,২০০ টাকা। উভয় প্যাকেজেই সেটআপ যন্ত্রপাতির জন্য এককালীন ৪৭,০০০ টাকা খরচ হবে।

ফয়েজ তৈয়্যব জানান, গ্রাহকরা কোনো স্পিড বা ডেটা সীমাবদ্ধতা ছাড়াই সর্বোচ্চ ৩০০ এমবিপিএস পর্যন্ত গতির ইন্টারনেট সুবিধা পাবেন। তিনি লেখেন, “খরচ তুলনামূলক বেশি হলেও এটি প্রিমিয়াম গ্রাহকদের জন্য একটি উচ্চমানের, নিরবিচ্ছিন্ন এবং টেকসই ইন্টারনেট সেবার বিকল্প হয়ে উঠবে।”

তিনি আরও বলেন, “এই সেবা দেশের এমন এলাকাগুলোতে ব্যবসা সম্প্রসারণের সুযোগ তৈরি করবে, যেখানে এখনো ফাইবার অপটিক বা ব্রডব্যান্ড পৌঁছেনি। পাশাপাশি এনজিও, ফ্রিল্যান্সার এবং উদ্যোক্তাদের জন্য এটি হবে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগের একটি কার্যকর সমাধান।”

লো-আর্থ অরবিট (LEO) স্যাটেলাইট ব্যবহার করে স্টারলিংক সেবা প্রদান করে থাকে, যার মাধ্যমে দূরদরাজ ও দুর্গম অঞ্চলেও উচ্চগতির ইন্টারনেট পৌঁছানো সম্ভব।

টেলিকম ও প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের প্রেক্ষাপটে, যেখানে দেশের বহু অঞ্চল এখনও ব্রডব্যান্ড বা স্থলভিত্তিক ফাইবার সংযোগের বাইরে রয়েছে, সেখানে স্টারলিংক নতুন প্রযুক্তির এক সম্ভাবনাময় সংযোজন হতে পারে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ