অ্যাটলাস আসছে: চ্যাটজিপিটি এখন ব্রাউজারে, নিজেই করবে আপনার সব কাজ

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার গুগল ক্রোমের একাধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালিত নতুন ওয়েব ব্রাউজার 'অ্যাটলাস' উন্মোচন করেছে চ্যাটজিপিটির নির্মাতা কোম্পানি ওপেনএআই। এআই-এর ক্রমবর্ধমান ব্যবহারকে কাজে লাগিয়ে আয় বাড়ানো এবং ব্যবহারকারীদের অনলাইন জীবনে আরও গভীরে প্রবেশ করার লক্ষ্য নিয়ে অ্যাটলাস বাজারে আনা হয়েছে।
ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান সম্প্রতি জানান, চ্যাটজিপিটির সাপ্তাহিক ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে ৮০০ মিলিয়নে পৌঁছেছে, যা গত ফেব্রুয়ারি মাসে ছিল মাত্র ৪০০ মিলিয়ন। অ্যাটলাসের মাধ্যমে এই বিপুল সংখ্যক ব্যবহারকারীর ব্রাউজিং সংক্রান্ত তথ্য সংগ্রহ করে ব্যবহারকারীর অনলাইন জীবনের আরও গভীরে প্রবেশ করতে চাইছে এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
অ্যাটলাসের মূল বৈশিষ্ট্য:
অ্যাটলাসের প্রধান লক্ষ্য হলো দৈনন্দিন ব্রাউজিং অভিজ্ঞতাকে এআই-কেন্দ্রিক করে তোলা। মি. অল্টম্যানের ভাষ্যমতে, ব্রাউজারটি প্রচলিত অ্যাড্রেস বারকে সরিয়ে দিয়ে 'চ্যাটজিপিটিকে কেন্দ্র করে সাজানো হয়েছে'। ব্যবহারকারীরা যেকোনো ওয়েব পেজে চ্যাটজিপিটির সাইডবার খুলে বিষয়বস্তু সংক্ষিপ্ত করতে, বিভিন্ন পণ্যের তুলনা করতে বা কোনো তথ্য বিশ্লেষণ করতে পারবেন।
অ্যাটলাসে অর্থের বিনিময়ে 'এজেন্ট মোড' কেনার সুযোগও থাকছে। এই বিশেষ মোড চ্যাটজিপিটিকে ব্যবহারকারীর পক্ষে ওয়েবসাইট অনুসন্ধান ও তথ্য আদান-প্রদানের সুযোগ দেবে। এমনকি ভ্রমণ পরিকল্পনা করা বা অনলাইনে কেনাকাটার মতো কাজগুলোও এটি পরিচালনা করতে পারবে।
গত মঙ্গলবার ওপেনএআই-এর ডেভেলপাররা এক প্রদর্শনীতে দেখান যে কীভাবে অ্যাটলাস একটি রান্নার রেসিপি খুঁজে নিয়ে মুদি সামগ্রী সরবরাহকারী মার্কিন প্রতিষ্ঠান ইন্সটাকার্টের মাধ্যমে প্রয়োজনীয় উপকরণ কিনেছে। ওপেনএআই ইতোমধ্যে এটসি, শপিফাইয়ের মতো ই-কমার্স প্ল্যাটফর্ম এবং এক্সপেডিয়া, বুকিং ডটকমের মতো ভ্রমণ সেবাদানকারী প্ল্যাটফর্মের সঙ্গে অংশীদারত্ব ঘোষণা করেছে।
কিংস কলেজ লন্ডনের ইন্সটিটিউট অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রধান অধ্যাপক এলেনা সিমপার্ল বলেন, "অ্যাটলাস খুবই সুবিধাজনক, কারণ এটি বিভিন্ন লিংকে না গিয়ে ওয়েবপেজগুলোর প্রাসঙ্গিক সংক্ষিপ্তসার ব্যবহারকারীর সামনে হাজির করে।"
নির্ভুলতা ও নিরাপত্তা ঝুঁকি:
অধ্যাপক সিমপার্ল অবশ্য সতর্ক করে দিয়েছেন যে, অ্যাটলাসের তৈরি করা সংক্ষিপ্তসারগুলির নির্ভুলতা প্রশ্নবিদ্ধ হতে পারে। তিনি উল্লেখ করেন, "প্রত্যেক চ্যাটবটেরই একটি সমস্যা হল, এই নতুন ধরনের এআই ব্রাউজারটি নির্ভরযোগ্য ও অনির্ভরযোগ্য সূত্রের লেখার মধ্যে আসলে পার্থক্য করতে পারে না।"
ওপেনএআই জানিয়েছে, অ্যাটলাসে সুরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু তারা স্বীকার করেছে যে, ব্যবহারকারীর হয়ে পদক্ষেপ নিতে সক্ষম এই 'এজেন্ট ফিচার'-এ এখনো কিছু ঝুঁকির কারণ রয়েছে। সুরক্ষার অংশ হিসেবে ব্রাউজারটি কোড চালাতে, ফাইল ডাউনলোড করতে বা অন্যান্য অ্যাপে যেতে পারবে না এবং ব্যাংকের মতো সংবেদনশীল সাইটগুলিতে এটি স্বয়ংক্রিয়ভাবে থেমে যাবে। ব্যবহারকারীরা চাইলে লগ-আউট করেও এজেন্ট ফিচারটি চালাতে পারবেন, যাতে ডেটার সংস্পর্শ সীমিত থাকে।
তবে ওপেনএআই সতর্ক করে বলেছে যে, ক্ষতিকর নির্দেশাবলী ওয়েবপেজ বা ইমেইলে লুকিয়ে থাকতে পারে, যা অনিচ্ছাকৃত পদক্ষেপ বা ডেটা চুরি ঘটাতে পারে। অধ্যাপক সিমপার্লও গোপনীয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, "আমরা অনেক ব্যক্তিগত তথ্য প্রম্পট হিসেবে দিচ্ছি যা ব্রাউজিং হিস্ট্রিতে থাকছে, সেটি এমন একটি কোম্পানির হাতে যাচ্ছে যাদের মানুষের গোপনীয়তা রক্ষা এবং ডেটা সুরক্ষিত রাখার প্রমাণিত রেকর্ড নেই।"
অ্যাটলাসে একটি 'ব্রাউজার মেমোরি' ফিচার রয়েছে, যা ব্রাউজিং ইতিহাস মনে রাখে, তবে ওপেনএআই নিশ্চিত করেছে এটি 'সম্পূর্ণ ঐচ্ছিক' এবং ব্যবহারকারীর হাতেই এর নিয়ন্ত্রণ থাকে।
গুগলের জন্য চ্যালেঞ্জ:
গুগলের চিরাচরিত কি-ওয়ার্ডভিত্তিক ফলাফলের বদলে চ্যাটজিপিটির মতো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) থেকে সমন্বিত উত্তর পেতে ব্যবহারকারীরা ক্রমশ আলাপচারিতার টুলগুলোর দিকে ঝুঁকছেন। গবেষণা প্রতিষ্ঠান দাতোস জানিয়েছে, ২০২৫ সালের জুলাই পর্যন্ত ডেস্কটপ ব্রাউজিং অনুসন্ধানের ৫.৯৯ শতাংশ এলএলএম-এর মাধ্যমে হয়েছে, যা এক বছর আগের তুলনায় দ্বিগুণেরও বেশি।
তবে গুগলও এআইতে প্রচুর বিনিয়োগ করেছে এবং ইতোমধ্যে তাদের জেমিনি এআই মডেলকে ক্রোমের সাথে সমন্বয় করেছে।
মুর ইনসাইট ও স্ট্র্যাটেজির সিইও প্যাট মুরহেড মনে করেন, অ্যাটলাস বাজারে এলে প্রাথমিক ব্যবহারকারীরা এটিকে যাচাই করে দেখবেন। তবে তিনি এই ব্রাউজারের ক্রোম বা মাইক্রোসফট এজের মতো বড় ব্রাউজারগুলোর সঙ্গে প্রতিযোগিতা করার সক্ষমতা নিয়ে সন্দিহান। কারণ সাধারণ ব্যবহারকারীরা তাদের পরিচিত ব্রাউজারেই এআই ফিচারের জন্য অপেক্ষা করবেন।
স্ট্যাট কাউন্টারের হিসাব অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বরেও গুগল ক্রোম বৈশ্বিক ব্রাউজিং মার্কেটের ৭১.৯ শতাংশের আধিপত্য ধরে রেখেছে। কিন্তু বিশ্লেষকরা মনে করেন, ওপেনএআই-এর এই নতুন ব্রাউজারটি অনলাইন বিজ্ঞাপনের বাজারে নতুন প্রতিযোগিতা সৃষ্টি করতে পারে। আর্থিক সেবাদানকারী কোম্পানি ডি. এ. ডেভিডসনের বিশ্লেষক গিল লুরিয়া বলেন, ওপেনএআই একবার বিজ্ঞাপন বিক্রি শুরু করলে তা গুগলের সার্চ বিজ্ঞাপনের বড় অংশ দখল করতে পারে, যেখানে গুগলের দখলে রয়েছে ৯০ শতাংশ।
চ্যাটজিপিটি অ্যাটলাস বর্তমানে অ্যাপলের ম্যাক অপারেটিং সিস্টেমের ফ্রি, প্লাস, প্রো এবং গো ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। উইন্ডোজ, অ্যাপল অপারেটিং সিস্টেম এবং অ্যান্ড্রয়েডের জন্য এটি পরে চালু করা হবে বলে জানিয়েছে ওপেনএআই।
সূত্র: বিবিসি
ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করলেই বিপদ: জানুন কেন
ডিজিটাল বিপ্লবের এই যুগে সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের পারস্পরিক যোগাযোগ ব্যবস্থাকে সহজ ও দ্রুততর করলেও এর অন্তরালে ক্রমশই দীর্ঘ হচ্ছে অনলাইন প্রতারণার কালো ছায়া। প্রযুক্তির আশীর্বাদকে পুঁজি করে এক শ্রেণির সংঘবদ্ধ প্রতারক চক্র ভার্চুয়াল জগতকে অপরাধের নতুন চারণক্ষেত্রে পরিণত করেছে যেখানে অপরিচিত ব্যক্তির সঙ্গে গড়ে ওঠা সাধারণ সখ্যতা শেষ পর্যন্ত বাস্তবে বড় ধরনের আর্থিক ও মানসিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। সাম্প্রতিক সময়ের ঘটনাগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে প্রতারকরা ফেসবুক ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে অত্যন্ত সুচতুরভাবে প্রবাসী ব্যবসায়ী কিংবা উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার ভুয়া পরিচয় দিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করছে। কখনো বন্ধুত্ব আবার কখনো বিয়ের প্রলোভন দেখিয়ে তারা ভুক্তভোগীদের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলে যা আসলে এক গভীর ষড়যন্ত্রের অংশ মাত্র।
বিশেষজ্ঞরা এই ধরনের অপরাধের মনস্তত্ত্ব বিশ্লেষণ করে জানিয়েছেন যে প্রতারকরা এখন আর তাড়াহুড়ো করে না বরং তারা দীর্ঘ সময় ধরে নিয়মিত যোগাযোগের মাধ্যমে ভুক্তভোগীর মনে এমনভাবে বিশ্বাস স্থাপন করে যাতে সন্দেহের কোনো অবকাশ না থাকে। সম্পর্কের এক পর্যায়ে তারা হঠাৎ করে নিজের মিথ্যা অসুস্থতা ব্যবসায়িক বড় ক্ষতি বা আইনি জটিলতার মতো জরুরি পরিস্থিতির দোহাই দিয়ে বিপুল অঙ্কের অর্থ সহায়তা চেয়ে বসে এবং বিশ্বাসযোগ্যতা বাড়াতে ভুয়া নথিপত্র ছবি বা ভিডিও পাঠাতেও দ্বিধা করে না। প্রতারণার আরেকটি মোক্ষম হাতিয়ার হিসেবে তারা ভিডিও কলকে বেছে নিচ্ছে যার মাধ্যমে ভুক্তভোগীদের মানসিকভাবে দুর্বল করে ফেলা হয় এবং পরবর্তীতে ব্যক্তিগত স্পর্শকাতর তথ্য হাতিয়ে নিয়ে বা আর্থিক লেনদেন সম্পন্ন করে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাইবার ইউনিটের কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে অনলাইন প্রতারণার শিকার হওয়া ব্যক্তিদের একটি বড় অংশই প্রাথমিক পর্যায়ে বিষয়টিকে গুরুত্ব দেন না বা লজ্জায় এড়িয়ে যান যার ফলে অপরাধীরা আরও বেশি বেপরোয়া হয়ে ওঠার সুযোগ পায়। পুলিশের পক্ষ থেকে অপরিচিত কারও অনুরোধে হুট করে অর্থ পাঠানো ব্যক্তিগত গোপনীয় তথ্য শেয়ার করা কিংবা যাচাই না করে কোনো সন্দেহজনক লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকার জন্য কঠোর পরামর্শ দেওয়া হয়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করেন অনলাইনে পরিচয় হওয়াটা দোষের কিছু না হলেও বাস্তব জীবনে সেই ব্যক্তির পরিচয় ও পটভূমি যাচাই না করে কোনো প্রকার আর্থিক লেনদেন বা গভীর সম্পর্কে জড়ানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাই একমাত্র সচেতনতাই পারে এই ডিজিটাল ফাঁদ থেকে মানুষকে রক্ষা করতে।
সৌরজগতের সীমানা পেরিয়ে ঐতিহাসিক মাইলফলকের পথে নাসা
মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে এক অভূতপূর্ব মাইলফলক স্পর্শ করতে চলেছে মানবজাতির তৈরি সবচেয়ে দূরবর্তী বস্তু ভয়েজার-১। ১৯৭৭ সালে পৃথিবী ছেড়ে যাওয়া এই মহাকাশযানটি ২০২৬ সালের নভেম্বর মাসে এমন এক মহাজাগতিক অবস্থানে পৌঁছাবে যেখানে আলো বা রেডিও সংকেতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাতে সময় লাগবে পূর্ণ ২৪ ঘণ্টা। বিজ্ঞানের ভাষায় এই বিশাল দূরত্বকে বলা হয় এক লাইট-ডে বা আলোক-দিবস যা প্রায় ১৬ বিলিয়ন মাইল বা ২৬ বিলিয়ন কিলোমিটারের সমান। বর্তমানে পৃথিবী থেকে প্রায় ১৫.৮ বিলিয়ন মাইল দূরে অবস্থান করা এই নভোযানটি আমাদের সূর্যের চৌম্বকক্ষেত্রের সুরক্ষাবলয় বা হেলিওস্ফিয়ার অতিক্রম করে এখন নক্ষত্রমন্ডলীর মধ্যবর্তী বা ইন্টারস্টেলার স্পেসের গভীর অন্ধকারে বিচরণ করছে।
এই বিপুল দূরত্বের কারণে ভয়েজার-১ এর সঙ্গে পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা এখন এক চরম ধৈর্যের পরীক্ষায় পরিণত হয়েছে। প্রকল্প ব্যবস্থাপক সুজি ডড বিষয়টিকে সহজ করে ব্যাখ্যা করতে গিয়ে জানান যে পৃথিবী থেকে কোনো নির্দেশ পাঠালে তা মহাকাশযানে পৌঁছাতে এবং সেখান থেকে উত্তর ফিরে আসতে সময় লাগে প্রায় দুই দিন। উদাহরণস্বরূপ সোমবার সকাল ৮টায় পৃথিবী থেকে শুভ সকাল বার্তা পাঠালে তার প্রতিউত্তরের জন্য বিজ্ঞানীদের অপেক্ষা করতে হয় মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত। মহাকাশযানটি এবং এর যমজ ভয়েজার-২ প্রায় অর্ধশতাব্দী ধরে চালু থাকায় এদের শক্তি ভান্ডার ক্রমশ ফুরিয়ে আসছে যার ফলে প্রকৌশলীরা বাধ্য হয়েই একের পর এক বৈজ্ঞানিক যন্ত্রপাতি বন্ধ করে দিচ্ছেন যাতে ন্যূনতম শক্তিতেও এদের অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব হয়।
ভয়েজার-১ এর বেঁচে থাকার লড়াইটা অত্যন্ত প্রযুক্তিগত ও সূক্ষ্ম কারণ এর অ্যান্টেনাটিকে সবসময় নিখুঁতভাবে পৃথিবীর দিকে তাক করে রাখতে হয়। মহাকাশের চরম ঠান্ডায় যদি জ্বালানি সরবরাহকারী পাইপগুলো জমে যায় এবং অ্যান্টেনার দিক সামান্যতমও সরে যায় তবে পৃথিবীর সঙ্গে এর সংযোগ চিরতরে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং মিশনটি সমাপ্ত বলে গণ্য হবে। এতসব প্রতিকূলতার মধ্যেও মাত্র ১৬০ বিট প্রতি সেকেন্ড গতিতে বা পুরনো আমলের ডায়াল আপ ইন্টারনেটের মতো ধীরগতিতে এটি এখনও হেলিওপজ বা সূর্যের প্রভাবসীমার বাইরের অজানা তথ্য পৃথিবীতে পাঠিয়ে যাচ্ছে। নাসার বিজ্ঞানী দল আশা করছেন অন্তত ২০২৭ সাল পর্যন্ত মহাকাশযানটির বৈজ্ঞানিক যন্ত্রপাতি সচল রাখা সম্ভব হবে এবং কেউ কেউ আশাবাদী যে এটি আরও দুই থেকে পাঁচ বছর পর্যন্ত আমাদের তথ্য দিয়ে সমৃদ্ধ করবে। শেষ পর্যন্ত ভয়েজার শুধু একটি যন্ত্র নয় বরং এটি অসীম মহাকাশে পৃথিবীর এক নিঃসঙ্গ দূত যা মানব সভ্যতার অস্তিত্বের জানান দিয়ে চলেছে।
পড়ালেখা ও কাজে এআই ব্যবহারের ১০ কার্যকর কৌশল
শিক্ষা ও পেশাজীবনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন আর বিলাসিতা নয়, বরং একটি কার্যকর সহায়ক শক্তি। পড়ালেখা থেকে শুরু করে অফিসের কাজ, গবেষণা কিংবা সৃজনশীল উপস্থাপনা সব ক্ষেত্রেই এআই ব্যবহার সময় বাঁচাচ্ছে, কাজকে করছে আরও নিখুঁত ও আধুনিক। তবে বিশেষজ্ঞদের মতে, এআই কখনোই মানুষের বিকল্প নয়; বরং এটি হতে পারে দক্ষতার পরিপূরক। কীভাবে পড়াশোনা ও কর্মজীবনে এআই ব্যবহার করে নিজেকে আরও এগিয়ে নেওয়া যায় জেনে নেওয়া যাক ১০টি কার্যকর উপায়।
১. স্মার্ট প্রেজেন্টেশন তৈরি
এখন প্রেজেন্টেশন বানাতে ঘণ্টার পর ঘণ্টা স্লাইড ডিজাইনে সময় দেওয়ার প্রয়োজন নেই। গামা এআই কিংবা ক্যানভার মতো প্ল্যাটফর্মে বিষয় ও নির্দেশনা দিলেই এআই স্বয়ংক্রিয়ভাবে স্লাইডের কাঠামো, ডিজাইন ও লেআউট তৈরি করে দেয়। প্রাইম এশিয়া ইউনিভার্সিটির প্রভাষক জিনাত সানজিদা মনে করেন, নিজের চিন্তা ও অভিজ্ঞতার সঙ্গে এআই যুক্ত করলে উপস্থাপনা আরও শক্তিশালী হয়। তবে পুরো কাজ এআইয়ের ওপর ছেড়ে না দিয়ে এটিকে সহযোগী হিসেবে ব্যবহার করাই বুদ্ধিমানের।
২. ক্লাসওয়ার্ক ও অ্যাসাইনমেন্টে সহায়তা
চ্যাটজিপিটি, জেমিনি বা এক্সামএআইয়ের মতো টুল শিক্ষার্থীদের লেখালেখি, বিশ্লেষণ ও তথ্যসংগ্রহে সহায়তা করে। ইউনিভার্সিটি অব স্কলারসের শিক্ষক এইচ এম আতিফ ওয়াফিক জানান, এসব টুল সৃজনশীল চিন্তাকে উসকে দিতে পারে, তবে সরাসরি কপি করলে ধরা পড়ার ঝুঁকি থাকে। এআই থেকে পাওয়া ধারণা যাচাই করে নিজের ভাষায় উপস্থাপন করাই সঠিক পন্থা।
৩. বানান ও ব্যাকরণ সংশোধন
ইংরেজি লেখায় দুর্বলতা কাটাতে গ্রামারলি ও কুইলবট অত্যন্ত কার্যকর। এগুলো শুধু ভুল ধরিয়ে দেয় না, বরং বাক্য গঠনের উন্নয়নেও সহায়তা করে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষক বুশরা হুমায়রা বলেন, এসব টুল শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে, তবে ভুলের কারণ বোঝার চেষ্টাও জরুরি।
৪. বড় পিডিএফ সহজে বোঝা
গবেষণাপত্র বা বইয়ের দীর্ঘ পিডিএফ পড়তে গিয়ে সময় সংকট হলে চ্যাটপিডিএফ বড় সহায়ক। এটি গুরুত্বপূর্ণ অংশ, ফলাফল ও উপসংহার আলাদা করে দেখায়। নির্দিষ্ট প্রশ্ন করলেও সরাসরি উত্তর পাওয়া যায়।
৫. ভিডিও থেকে নোট ও বিশ্লেষণ
ভিডিও লেকচার বা পডকাস্ট থেকে তথ্য সংগ্রহ সহজ করতে অটার এআই ও নোটবুকএলএম ব্যবহার করা যায়। এগুলো ভিডিওর সম্পূর্ণ ট্রান্সক্রিপ্ট তৈরি করে এবং বিভিন্ন বক্তার কণ্ঠ আলাদা করে শনাক্ত করতে পারে।
৬. পেশাদার সিভি তৈরি
জেটি বা রেজুমে ডট আইও–এর মতো এআই টুল শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের জন্য সিভি তৈরিকে সহজ করেছে। এআইইউবির শিক্ষক মোহাম্মাদ আলীর মতে, এসব টুল শুধু ফরম্যাটই নয়, বরং নির্দিষ্ট চাকরির জন্য প্রয়োজনীয় দক্ষতাও তুলে ধরতে সাহায্য করে।
৭. গবেষণায় এআই সহকারী
গবেষণার সবচেয়ে কঠিন ধাপ হলো প্রাসঙ্গিক লিটারেচার খোঁজা। ইলিসিট ও রিসার্চর্যাবিট গবেষণাপত্র খুঁজে দেওয়া, রেফারেন্স ম্যাপ করা ও সারাংশ তৈরিতে দ্রুত সহায়তা দেয়।
৮. কথা থেকে লেখা রূপান্তর
লেকচার বা সাক্ষাৎকার রেকর্ড থেকে লেখা বানাতে স্পিচনোটস কার্যকর একটি টুল। অডিও আপলোড করলেই এটি লিখিত রূপে সাজিয়ে দেয়।
৯. ছবি ও ইনফোগ্রাফিক তৈরি
প্রেজেন্টেশন ও অ্যাসাইনমেন্টের জন্য ক্যানভা, অ্যাডোবি ফায়ারফ্লাই কিংবা মিডজার্নি ব্যবহার করে সহজেই ইনফোগ্রাফিক, পোস্টার ও ভিজ্যুয়াল কনটেন্ট তৈরি করা যায়।
১০. দলীয় কাজ ও প্রকল্প ব্যবস্থাপনা
নোশন এআই পড়ালেখা ও অফিসের দলীয় কাজকে আরও সংগঠিত করে। নোট নেওয়া, ডেটাবেজ তৈরি, কাজের সময়সূচি ঠিক রাখা ও রিমাইন্ডার দেওয়ার মাধ্যমে এটি প্রোডাকটিভিটি বাড়ায়।
বিশেষজ্ঞরা মনে করেন, এআই দক্ষভাবে ব্যবহার করতে পারলে পড়াশোনা ও কর্মজীবনে বড় ধরনের সুবিধা পাওয়া সম্ভব। তবে প্রযুক্তির ওপর অন্ধ নির্ভরশীল না হয়ে মানবিক বিচার, বিশ্লেষণ ও সৃজনশীলতার সঙ্গে এআইকে যুক্ত করাই দীর্ঘমেয়াদে সবচেয়ে ফলপ্রসূ পথ।
মহাবিশ্বের প্রসারণে নতুন সংকট: হাবল টেনশন
মহাবিশ্ব যে ক্রমাগত প্রসারিত হচ্ছে তা আধুনিক জ্যোতির্বিজ্ঞানের অন্যতম মৌলিক সত্য হিসেবে স্বীকৃত হয়েছে অনেক আগেই। এই প্রসারণ কত দ্রুত ঘটে তা নির্ণয়ের জন্য বিজ্ঞানীরা হাবল ধ্রুবক নামের বিশেষ একটি মান ব্যবহার করেন। প্রথমদিকে এই ধ্রুবক নির্ণয় করা তুলনামূলকভাবে সহজ মনে হলেও সময়ের সঙ্গে সঙ্গে এটি আধুনিক মহাকাশবিজ্ঞানের সবচেয়ে জটিল প্রশ্নগুলোর একটি হয়ে দাঁড়িয়েছে।
ঐতিহাসিকভাবে এডউইন হাবল এবং তাঁর সহকর্মী মিল্টন হিউমেসন মহাবিশ্বের গ্যালাক্সিগুলো পৃথিবী থেকে যে গতিতে দূরে সরে যাচ্ছে তার সঙ্গে তাদের দূরত্বের সরাসরি সম্পর্ক খুঁজে পান। তারা দেখান যে কোনো গ্যালাক্সি যত দূরে অবস্থান করে তার পলায়নগতি তত বেশি হয়। এই পর্যবেক্ষণই মহাবিশ্ব সম্প্রসারণ তত্ত্বের ভিত্তি স্থাপন করে।
হাবল প্রথম যে মান নির্ণয় করেছিলেন তাতে হাবল ধ্রুবক ছিল প্রায় পাঁচশ কিলোমিটার প্রতি সেকেন্ড প্রতি মেগাপারসেক। পরবর্তী পর্যবেক্ষণে এই মান অনেকটাই কমে আসে এবং ষাটের দশক নাগাদ এটি প্রায় একশ কিলোমিটার প্রতি সেকেন্ড প্রতি মেগাপারসেকের ঘরে পৌঁছে যায়। কিন্তু তখনও জ্যোতির্বিজ্ঞানীরা একমত হতে পারেননি। কেউ বলছিলেন আসল মান একশ এর কাছাকাছি আবার কেউ বলছিলেন আসল মান পঞ্চাশের ঘরে।
হাবল ধ্রুবকের সঠিক মান নির্ধারণের দায়িত্ব পরে দেওয়া হয় হাবল স্পেস টেলিস্কোপকে। বহু বছর ধরে সুপারনোভা এবং সেফিড তারার আলো বিশ্লেষণ করে তারা দুই হাজার এক সালে ঘোষণা করেন যে ধ্রুবকের মান প্রায় বাহাত্তর কিলোমিটার প্রতি সেকেন্ড প্রতি মেগাপারসেক। তখন মনে করা হয়েছিল সমস্যার সমাধান পাওয়া গেছে এবং বিজ্ঞানীরা সন্তুষ্ট হয়েছিলেন।
কিন্তু অল্প কিছু বছর পরই দেখা গেল মহাবিশ্বের প্রাচীন বিকিরণ অর্থাৎ কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড বিশ্লেষণ করে পাওয়া মান প্রায় আটষট্টি কিলোমিটার প্রতি সেকেন্ড প্রতি মেগাপারসেক। অন্যদিকে অপেক্ষাকৃত নিকটবর্তী মহাবিশ্ব পর্যবেক্ষণ করে এখনও পাওয়া যাচ্ছে বাহাত্তর এর কাছাকাছি মান। দুটি ভিন্ন পদ্ধতিতে পাওয়া দুটি আলাদা মান কোনোভাবেই মিলছে না।
এই অমিলকে বিজ্ঞানীরা হাবল টেনশন নাম দিয়েছেন। তাদের ধারণা মহাবিশ্বের প্রসারণ সম্পর্কে এখনো এমন কিছু রহস্য আছে যা আধুনিক পদার্থবিজ্ঞান পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি। কেউ মনে করছেন হয়তো মহাবিশ্বের প্রসারণ সময়ের সঙ্গে বদলে গেছে আবার কেউ বলছেন অদৃশ্য শক্তি বা পদার্থ এর পেছনে কাজ করছে। কেউ কেউ মনে করছেন প্রচলিত তত্ত্বের কোথাও গুরুতর ফাঁক রয়ে গেছে যা নতুন পদার্থবিজ্ঞানের প্রয়োজনীয়তা নির্দেশ করছে।
বর্তমানে এই প্রশ্ন মহাজাগতিক বিজ্ঞানের সবচেয়ে বড় জটিলতা হিসেবে বিবেচিত হচ্ছে এবং গবেষকরা আশা করছেন ভবিষ্যতের উন্নত টেলিস্কোপ এবং মহাকাশযান এই রহস্যের সমাধান এনে দেবে।
সূত্র: ব্রিটানিকা
২০২৫ সালের জন্য গুগলের ফ্রি অনলাইন কোর্স, ক্যারিয়ার গড়ার হাতছানি
প্রযুক্তি জায়ান্ট গুগল ২০২৫ ও ২৬ সালের জন্য নতুন ফ্রি অনলাইন কোর্স ঘোষণা করেছে যা বিশ্বজুড়ে শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য এক বিশাল সুযোগ হিসেবে দেখা হচ্ছে। এই কোর্সগুলোতে অংশগ্রহণ করার জন্য কোনো ভর্তি বা রেজিস্ট্রেশন ফি প্রয়োজন নেই বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।
বিনা খরচে আইটি ও এআই শেখার সুযোগ
গুগলের মাধ্যমে ১০০ শতাংশ ফ্রি এই অনলাইন কোর্সগুলোতে বর্তমান সময়ের সবচেয়ে চাহিদাসম্পন্ন বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে আইটি সাপোর্ট ডেটা অ্যানালিটিক্স ডিজিটাল মার্কেটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর মতো গুরুত্বপূর্ণ সব বিষয়। প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে এই কোর্সগুলো অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সেলফ পেসড লার্নিং বা নিজের গতিতে শেখা
এই কোর্সগুলোর অন্যতম বড় সুবিধা হলো সেলফ পেসড শেখার ব্যবস্থা। অর্থাৎ নির্দিষ্ট কোনো ধরাবাঁধা সময় নেই। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে শিক্ষার্থীরা তাদের সুবিধামতো সময়ে এই কোর্সগুলো সম্পন্ন করতে পারবেন। ইন্টারনেট সংযোগ থাকলেই যে কেউ এই বিশ্বমানের প্রশিক্ষণে অংশ নিতে পারবেন।
কারা করতে পারবেন
এই কোর্স গুগল জানিয়েছে এই কোর্সগুলো শুরুয়াতি শিক্ষার্থী এবং পেশাজীবী উভয়ের জন্যই উপযুক্ত। যারা একদম নতুন করে কোনো দক্ষতা অর্জন করতে চান অথবা যারা নিজেদের ক্যারিয়ারকে আরও এক ধাপ এগিয়ে নিতে চান তাদের সবার জন্যই এই কোর্সগুলো উন্মুক্ত রাখা হয়েছে। এতে কোনো রেজিস্ট্রেশন ফি নেই ফলে আর্থিক চিন্তা ছাড়াই শেখার সুযোগ মিলছে।
সার্টিফিকেট ও ক্যারিয়ার উন্নয়ন
কোর্স সম্পন্ন করলে গুগল থেকে সার্টিফিকেট পাওয়ার সুযোগও রয়েছে তবে এ ক্ষেত্রে প্ল্যাটফর্মের নির্দিষ্ট শর্তাবলী প্রযোজ্য হবে। এই সার্টিফিকেশন আন্তর্জাতিকভাবে স্বীকৃত যা সিভি বা রিজিউমে যুক্ত করলে চাকরির বাজারে প্রার্থীদের গ্রহণযোগ্যতা বাড়াতে সহায়তা করবে। গুগলের এই কোর্সের মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্তের শিক্ষার্থী ও পেশাজীবীরা নতুন দক্ষতা অর্জন করে নিজেদের ক্যারিয়ারকে আরও সুদৃঢ় করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
আবেদনের লিঙ্ক:Apply Here
ডিএনএ আসলে কীভাবে কাজ করে, সহজ ব্যাখ্যা জানুন
পৃথিবীতে জীবন ধারণের অন্যতম মৌলিক উপাদান হল ডিএনএ বা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। এটি প্রতিটি জীবের কোষে পাওয়া জিনগত তথ্যের ভাণ্ডার, যা জীবনের গঠন, বৃদ্ধি, প্রজনন ও বংশগতির নীলনকশা হিসেবে কাজ করে। নতুন গবেষণা ও প্রযুক্তিগত অগ্রগতির ফলে বিজ্ঞানীরা এখন ডিএনএ সম্পর্কে আগের যেকোনো সময়ের তুলনায় আরও গভীর জ্ঞান অর্জন করেছেন।
ডিএনএ মূলত নিউক্লিওটাইড দিয়ে গঠিত। প্রতিটি নিউক্লিওটাইডে থাকে একটি সুগার অণু (ডিঅক্সিরাইবোজ), একটি ফসফেট গ্রুপ এবং চার ধরনের নাইট্রোজেনসমৃদ্ধ বেস— অ্যাডেনিন (A), থাইমিন (T), গুয়ানিন (G) এবং সাইটোসিন (C)। এই বেসগুলোর নির্দিষ্ট বিন্যাসই গড়ে তোলে জিনগত নির্দেশনা। মানব জিনোমে রয়েছে প্রায় ৩ বিলিয়ন বেজ পেয়ার, যা আমাদের শারীরিক বৈশিষ্ট্য থেকে শুরু করে বিভিন্ন জৈব-প্রক্রিয়া পর্যন্ত সবকিছুর নির্দেশক।
ডিএনএ কোষে প্রোটিন তৈরির নকশা সরবরাহ করে। প্রজননের মাধ্যমে অভিভাবক থেকে সন্তান পর্যন্ত জিনগত বৈশিষ্ট্য সংক্রমিত হওয়ার মূল মাধ্যমও হল এই ডিএনএ। তাই জিনবিজ্ঞানের যেকোনো গবেষণার প্রধান লক্ষ্য থাকে জিনকে শনাক্ত করা, বিশ্লেষণ করা এবং প্রয়োজনে তা পরিবর্তন বা নিয়ন্ত্রণ করা।
ডিএনএর ডাবল–হেলিক্স গঠন আবিষ্কার করেন জেমস ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিক, যার স্বীকৃতিস্বরূপ তারা ১৯৬২ সালে নোবেল পুরস্কার পান। তবে Rosalind Franklin-এর অসাধারণ এক্স-রে ছবি ছাড়া এই আবিষ্কার অসম্ভব ছিল বলে অনেক গবেষক মনে করেন।
বর্তমানে ডিএনএ সম্পাদনার সবচেয়ে আধুনিক প্রযুক্তি হল CRISPR। ব্যাকটেরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা থেকে অনুপ্রাণিত এই পদ্ধতিতে নির্দিষ্ট অংশ কেটে বাদ দেওয়া বা পরিবর্তন করা যায়, যা কৃষি, চিকিৎসা ও জেনেটিক রোগ নিরাময়ে নতুন সম্ভাবনা খুলে দিয়েছে।
এ ছাড়া রিকম্বিন্যান্ট ডিএনএ প্রযুক্তি বিভিন্ন প্রজাতির ডিএনএ যুক্ত করে নতুন জিনগত বৈশিষ্ট্য তৈরি করার সুযোগ দেয়। ক্লোনিং ও সিকোয়েন্সিংয়ের মাধ্যমে বিজ্ঞানীরা জিন আলাদা করে বিশ্লেষণ করতে পারেন এবং তা ভবিষ্যৎ গবেষণায় কাজে লাগাতে পারেন।
ডিএনএ শুধু নিউক্লিয়াসেই সীমাবদ্ধ নয়। মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্টেও রয়েছে ছোট বৃত্তাকার "এক্সট্রানিউক্লিয়ার ডিএনএ"। ধারণা করা হয়, এগুলো একসময় স্বাধীনভাবে বেঁচে থাকা ব্যাকটেরিয়া ছিল, যা বিবর্তনের মাধ্যমে কোষের ভেতরে স্থায়ীভাবে অন্তর্ভুক্ত হয়েছে।
জীববিজ্ঞান, চিকিৎসা, কৃষি, এমনকি মহাকাশ গবেষণাতেও ডিএনএ বিশ্লেষণ আজ অপরিহার্য হয়ে উঠেছে। বিজ্ঞানীদের মতে, জিন প্রকৌশলের অগ্রগতি আগামী দশকগুলোতে মানবজীবনের নানা ক্ষেত্রে রূপান্তরমূলক পরিবর্তন আনবে।
সূত্র: ব্রিটানিকা
ব্ল্যাক হোলের ভেতরে আসলে কী ঘটে
আধুনিক সাইন্স ফিকশন বহুদিন ধরেই ব্ল্যাক হোলকে সময় ভ্রমণ বা সমান্তরাল মহাবিশ্বে যাওয়ার রহস্যময় দরজা হিসেবে উপস্থাপন করে এসেছে। কিন্তু কাল্পনিক কাহিনি বাদ দিলে প্রকৃত বিজ্ঞান কী বলে? ব্ল্যাক হোল আসলে কী এবং এর ভেতরে কী ঘটে, তা এখনো আধুনিক পদার্থবিজ্ঞানের সবচেয়ে জটিল প্রশ্নগুলোর একটি।
বিজ্ঞানীরা ব্যাখ্যা করেন, একটি বিশাল তারার মৃত্যু যখন ঘটে, তখন তার কেন্দ্রটি অবিশ্বাস্য গতিতে ভেতরের দিকে ধসে পড়ে। এই ধসের পর তারাটি সুপারনোভা বিস্ফোরণে উড়ে যায়। তবে কেন্দ্রীয় অংশটি ধসে ধসে এমন এক অবস্থায় পৌঁছায়, যা শূন্য আয়তন ও অসীম ঘনত্ব ধারণ করে এটিকেই বলা হয় singularity বা এককত্ব। এই অসম্ভব ঘনত্বই তৈরি করে ব্ল্যাক হোলের ভয়াবহ আকর্ষণ শক্তি।
এই singularity এতটাই শক্তিশালী যে এটি চার-মাত্রার space-time বা স্থান-কালের বুননকেই টেনে বিকৃত করে দেয়। সহজভাবে কল্পনা করলে, একটি সমতল প্লাস্টিক বোর্ডের ওপর ভারী বস্তুর মতো singularity পুরো space-time কাঠামোকে নিচের দিকে টেনে নেয়। ফলে সময় নিজেই ধীর হয়ে যায়। পৃথিবীতে সময় যেমন প্রবাহিত হয়, ব্ল্যাক হোলের কাছে গিয়ে তা সম্পূর্ণ ভিন্নভাবে চলতে থাকে।
ইভেন্ট হরাইজন যা ব্ল্যাক হোলের প্রান্ত অতিক্রম করার মুহূর্ত থেকে সময় বিপুলভাবে মন্থর হয়ে যায়। ভেতরের দিকে যত এগোনো যায়, সময়ের গতিও তত বিকৃত হতে থাকে। কিছু তত্ত্ব বলছে, কেউ যদি অলৌকিকভাবে এই অংশে টিকে থাকতে পারে, তাহলে সে একই মুহূর্তে অতীত ও ভবিষ্যতের দৃশ্য দেখতে পারে যা বহু জনপ্রিয় সাই-ফাই ধারণার ভিত্তি। যদিও বিজ্ঞান এখনো এই ধারণা পরীক্ষা করার কোনো বাস্তব উপায় খুঁজে পায়নি।
তবে যেটি নিশ্চিত ব্ল্যাক হোলে প্রবেশ করলে কোনো প্রাণী বাঁচতে পারে না। singularity-এর অসম আকর্ষণশক্তি যেকোনো বস্তুকে বিভিন্ন দিকে অসম টানে, ফলে দেহ লম্বা সুতোয় পরিণত হয়, যাকে বিজ্ঞানীরা Spaghettification বলে থাকেন।
ব্ল্যাক হোল শনাক্ত করাই কঠিন, ভেতরে কী ঘটে তা জানা আরও কঠিন। তবু গবেষকেরা মনে করেন, singularity এবং Big Bang তত্ত্বের মধ্যে উল্লেখযোগ্য মিল রয়েছে যা বোঝায় যে মহাবিশ্বের জন্মও এমন এক singularity থেকেই ঘটতে পারে।
অন্ধেরা কীভাবে শোনায় দক্ষ? উত্তরে ক্রস-মডাল প্লাস্টিসিটি
মানুষের মস্তিষ্কের অসাধারণ অভিযোজন-ক্ষমতাকে ‘ক্রস-মডাল প্লাস্টিসিটি’ বলা হয়। এই প্রক্রিয়ায় এক ইন্দ্রিয়ের ঘাটতি পূরণে মস্তিষ্কের অন্য অঞ্চলগুলো নিজেদের পুনর্গঠন করে নতুনভাবে কাজের দায়িত্ব নেয়। অর্থাৎ যে অংশটি ক্ষতিগ্রস্ত বা নিষ্ক্রিয় হয়ে গেছে, সেই স্থানটি দখল করে নেয় স্বাস্থ্যবান অন্য কোনো সংবেদনশীল অঞ্চল। বিজ্ঞানীরা এটিকে মানব মস্তিষ্কের অন্যতম বিস্ময়কর অভিযোজন বলে মনে করেন।
দৃষ্টিহীন বা শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে এর সবচেয়ে সুপ্রতিষ্ঠিত উদাহরণ পাওয়া যায়। শ্রবণশক্তি হারালে অনেকের পার্শ্বদৃষ্টি অস্বাভাবিকভাবে তীক্ষ্ণ হয়ে ওঠে, আবার অন্ধ ব্যক্তিদের স্পর্শ ও শ্রবণ শক্তি অসাধারণভাবে উন্নত হয়। গবেষণায় দেখা গেছে, বধির ব্যক্তিদের মস্তিষ্কের শ্রবণ কর্টেক্স দৃশ্যমান ও স্পর্শ-সংক্রান্ত তথ্য প্রক্রিয়াজাত করতে শুরু করে। অপরদিকে অন্ধ ব্যক্তিদের ভিজ্যুয়াল কর্টেক্স স্পর্শবোধ ও শব্দ প্রক্রিয়াকরণে সক্রিয় থাকে।
এই পুনর্গঠনের মাত্রা পরবর্তীকালের চিকিত্সা যেমন কক্লিয়ার বা রেটিনাল ইমপ্ল্যান্ট কার্যকর হওয়ার সম্ভাবনাকে সরাসরি প্রভাবিত করে। কারণ, যাদের দৃষ্টিশক্তিহীনতার পর ভিজ্যুয়াল কর্টেক্স পুরোপুরি অন্য ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণে চলে গেছে, তাদের ক্ষেত্রে রেটিনাল ইমপ্ল্যান্ট প্রায় অকেজো হয়ে পড়ে।
ক্রস-মডাল প্লাস্টিসিটির প্রকৃতি ব্যক্তি ভেদে ভিন্ন হয়। এতে বয়স, ইন্দ্রিয় অভিজ্ঞতা এবং কোন সংবেদন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে এসব বিষয় গুরুত্বপূর্ণ। উদাহরণ হিসেবে বলা যায়: যারা দীর্ঘদিন গন্ধ বা স্বাদ অনুভব করতে অক্ষম, তাদের ক্ষেত্রে অন্য ইন্দ্রিয়েও কখনো কখনো সংবেদনশীলতা কমে যায়। আবার দৃষ্টিশক্তিহীন শিশুদের খুব অল্প বয়সে প্রয়োজনীয় স্পর্শ-শিক্ষা না দেওয়া হলে তাদের মস্তিষ্ক দ্রুত অভিযোজনের সুযোগ হারিয়ে ফেলে।
অভিজ্ঞতার ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নিয়মিত ব্রেইল পড়া অন্ধ ব্যক্তিদের স্পর্শবোধকে অসাধারণভাবে তীক্ষ্ণ করে তোলে। একইভাবে, বহু বছর সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহারকারী বধির ব্যক্তিদের দৃশ্য-সংক্রান্ত তথ্য শনাক্ত করার ক্ষমতা অন্যদের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়। মস্তিষ্কের যে অঞ্চল যেসব ইন্দ্রিয়ের সঙ্গে দীর্ঘদিন অনুশীলনের মাধ্যমে সংযুক্ত থাকে, সেই অঞ্চলগুলো সময়ের সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্ত স্থান দখল করে নিতে পারে।
ঐতিহাসিকভাবে বিজ্ঞানীরা একসময় মনে করতেন যে প্রতিটি ইন্দ্রিয়ের জন্য নির্দিষ্ট মস্তিষ্ক অঞ্চল ‘হার্ডওয়্যার’-এর মতো স্থায়ীভাবে নির্ধারিত। কিন্তু ২০শ শতকের শেষভাগে নিউরোসায়েন্স প্রমাণ করে যে মানুষের মস্তিষ্ক বহুমাত্রিক সংবেদন তথ্য পরস্পর সংযুক্তভাবে প্রক্রিয়া করে এবং প্রয়োজনমতো গঠন পাল্টাতে সক্ষম।
এই ধারণাকে বৈজ্ঞানিক স্বীকৃতি দেন মার্কিন নিউরোসায়েন্টিস্ট পল বাখ-ই-রিটা, যাঁর ১৯৬০-এর দশকের গবেষণা নিউরোপ্লাস্টিসিটির আলোয় নতুন অধ্যায় সূচনা করে। তাঁর নিজের বাবার স্ট্রোক-পরবর্তী আশ্চর্যজনক সুস্থতা তাঁকে আরও গবেষণায় অনুপ্রাণিত করে। তিনি ‘ট্যাকটাইল ভিশন সাবস্টিটিউশন সিস্টেম’ (TVSS) তৈরি করেন, যাতে জন্মান্ধ ব্যক্তিরা পিঠে কম্পনের মাধ্যমে ক্যামেরা-তোলা মানুষের মুখ বা বস্তুর আকৃতি চিনতে সক্ষম হন। এই পরীক্ষা প্রমাণ করে যে স্পর্শ-তথ্যও ভিজ্যুয়াল কর্টেক্সে পৌঁছে ‘চোখের’ কাজ করতে পারে। পরবর্তীতে প্রযুক্তির উন্নতিতে এমন যন্ত্রও তৈরি হয়, যা জিভের ভেতর দিয়ে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে বধির ব্যক্তিদের ‘শোনা’র অনুভূতি দিতে সক্ষম।
এই আবিষ্কারগুলো দেখায় মানুষের মস্তিষ্ক একটি স্থির কাঠামো নয়, বরং এটি প্রয়োজন অনুযায়ী নিজেকে বদলে নিতে পারে এবং যেকোনো ক্ষতি পুষিয়ে নতুনভাবে কাজ শিখতে পারে। আজও এই গবেষণা পুনর্বাসন চিকিৎসা, শিশু বিকাশ, দৃষ্টিহীনতা ও শ্রবণ প্রতিবন্ধিতা–সম্পর্কিত প্রযুক্তি উন্নয়নে গভীরভাবে প্রভাব রাখছে।
সূত্র: ব্রিটানিকা
আপনি ডান–মস্তিষ্ক নাকি বাঁ? গবেষণা বলছে অন্য কথা
মানুষকে দীর্ঘদিন ধরে দুই দলে ভাগ করা হয়েছে। কেউ নাকি অত্যন্ত যুক্তিবাদী এবং বিশ্লেষণধর্মী, আবার কেউ সৃজনশীল ও কল্পনাপ্রবণ। জনপ্রিয় মনোবিজ্ঞানে প্রচলিত ধারণা হলো, প্রথম দলটি বাঁ মস্তিষ্কপ্রধান এবং দ্বিতীয় দলটি ডান মস্তিষ্কপ্রধান। এই ধারণাকে ঘিরে তৈরি হয়েছে বই, থেরাপি, ব্যক্তিত্ব বিশ্লেষণ পরীক্ষা থেকে শুরু করে প্রশিক্ষণ কোর্স পর্যন্ত একটি ছোট শিল্প।
তবে আধুনিক স্নায়ুবিজ্ঞান বলছে, মানুষের ব্যক্তিত্ব নির্ধারণে মস্তিষ্কের এক পাশের কোনো বিশেষ আধিপত্য নেই। মস্তিষ্কের ডান ও বাঁ উভয় গোলার্ধই একসঙ্গে কাজ করে এবং মানুষের চিন্তা, অনুভূতি ও সৃজনশীলতার পেছনে দুই পাশের সমন্বিত ভূমিকা রয়েছে। ব্রেন ইমেজিং প্রযুক্তি ব্যবহার করে করা সাম্প্রতিক গবেষণায়ও ডান বা বাঁ দিকের কোনো বিশেষ আধিপত্যের প্রমাণ পাওয়া যায়নি।
জনপ্রিয় মিথটির একটি বড় ত্রুটি হলো, সৃজনশীলতা ও যুক্তিবোধের মতো বিষয়গুলোকে অত্যন্ত সরলীকৃতভাবে ব্যাখ্যা করা। উদাহরণ হিসেবে গণিতকে সাধারণত যুক্তিভিত্তিক বিষয় বলা হয়, তাই এটিকে বাঁ মস্তিষ্কের কাজ হিসেবে ধরা হয়। কিন্তু গণিত একই সঙ্গে গভীর সৃজনশীলতা ও কল্পনাশক্তিরও প্রকাশ। আবার শিল্পসৃষ্টিতেও শুধু আবেগ নয়, থাকে কাঠামো, নির্ভুলতা এবং সূক্ষ্ম বিশ্লেষণ। তাই কাউকে কেবল ডান বা বাঁ মস্তিষ্কপ্রধান হিসেবে ভাগ করা বাস্তবতার সাথে মেলে না।
গবেষণালব্ধ প্রমাণের শিকড় রয়েছে কয়েক দশক আগের "স্প্লিট ব্রেন" পর্যবেক্ষণে। মৃগীরোগ নিয়ন্ত্রণে ১৯৪০-এর দশকে করপাস ক্যালোসাম ছেদন নামে একটি অস্ত্রোপচার চালু হয়, যেখানে মস্তিষ্কের দুই গোলার্ধের সংযোগ বিচ্ছিন্ন করা হতো। এসব রোগীর আচরণ বিশ্লেষণে দেখা যায়, উভয় দিকের মধ্যে কিছু দায়িত্ব ভাগাভাগি থাকলেও তারা স্বাভাবিকভাবে বুদ্ধি ও আবেগ প্রকাশ করতে পারে। এই ফলাফলের ভিত্তিতে কিছু ভুল ব্যাখ্যা থেকেই ডান–বাঁ মস্তিষ্কপ্রধান মিথটি জনপ্রিয়তা পেয়েছে।
তাহলে কেন মানুষ এই ধারণায় বিশ্বাসী? বিশেষজ্ঞরা বলছেন, মানুষ নিজেকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করতে ভালোবাসে এবং নিজের সম্পর্কে ইতিবাচক বর্ণনা সহজেই গ্রহণ করে। এটিকে বলা হয় বারনাম ইফেক্ট। সাধারণ, সবার জন্য প্রযোজ্য বর্ণনাকেও মানুষ নিজের জন্য সঠিক বলে মনে করে। ডান মস্তিষ্ক বা বাঁ মস্তিষ্ক ব্যক্তিত্ব বিভাজনও ঠিক এই ধরনেরই একটি জনপ্রিয়, কিন্তু বৈজ্ঞানিকভাবে দুর্বল ধারণা।
স্নায়ুবিজ্ঞানীরা বলছেন, মানুষের সৃজনশীলতা, বুদ্ধিমত্তা, যুক্তিবোধ বা আবেগ কোনো কিছুই মস্তিষ্কের এক পাশের ওপর নির্ভর করে না। বরং পুরো মস্তিষ্ক একসঙ্গে কাজ করে, এবং দুটি গোলার্ধের সমন্বয়ই মানুষের অনন্য চিন্তা, ব্যক্তিত্ব ও প্রতিভা গড়ে তোলে।
সূত্র: ব্রিটানিকা
পাঠকের মতামত:
- ১ বছরের শিশুও মুক্তিযোদ্ধা: ৫৪ বছরের লজ্জাজনক চিত্র
- আইপিএলের নিলামসহ টিভিতে আজকের খেলার সময়সূচি
- সাভারে শ্রদ্ধা জানিয়ে দিনের সূচনা করলেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা
- সবার ওপরে মুক্তিযুদ্ধ, বিতর্কের কোনো সুযোগ নেই
- প্রতিশোধ নয় গণতান্ত্রিক বাংলাদেশ চাই: তারেক রহমান
- আমরা নিরাপদ না থাকলে শত্রুরাও নিরাপদ থাকবে না: মাহফুজ
- ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করলেই বিপদ: জানুন কেন
- শীতে ঠোঁট ফাটা রোধে জাদুকরী ৫টি টিপস
- আমি হালুয়া-রুটি খাওয়া সাংবাদিক নই: রিমান্ড শুনানিতে আনিসের হুঙ্কার
- সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে হাদি
- চোখের যে ৫ লক্ষণে বুঝবেন কিডনি নষ্ট হচ্ছে
- হাদির ওপর হামলায় ক্ষুব্ধ জামায়াত আমির দিলেন সিইসিকে হুঁশিয়ারি
- শকুনেরা আবারও স্বাধীনতা খামচে ধরছে: সারজিস
- জিয়ার রহমানের ডাকেই ১৬ ডিসেম্বর বিজয় অর্জিত: তারেক রহমান
- ঘুমেও নিরাপত্তা নেই: লুট হওয়া অস্ত্রে কাঁপছে খুলনা
- সিঙ্গাপুরের পথে হাদি, চিকিৎসকদের আশার বাণী
- পোস্টাল ভোটে বিপ্লব: ফেব্রুয়ারির ভোটে প্রবাসীদের ব্যাপক সাড়া
- হাদিকে হত্যাচেষ্টায় ফয়সালসহ যাদের নাম এল মামলায়
- উপদেষ্টার সামনেই পদত্যাগের হুমকি দিলেন সাদিক
- ১৬ ডিসেম্বর বের হওয়ার আগে যে সতর্কতা জানা জরুরি
- ১৬ ডিসেম্বর দুপুরে মেট্রোরেল যাত্রীদের জন্য সতর্কতা
- একসঙ্গে আট ট্রেজারি বন্ডের লেনদেন সাময়িক বন্ধ
- কলকাতার কলঙ্ক মুছতে দিল্লিতে মেসির রাজকীয় নিরাপত্তা
- হাদির ঘটনা বিচ্ছিন্ন, নির্বাচনে প্রভাব ফেলবে না: সিইসি
- জুলাই পরবর্তী ষড়যন্ত্রে আনিস ও শাওনের নাম
- সৌরজগতের সীমানা পেরিয়ে ঐতিহাসিক মাইলফলকের পথে নাসা
- বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ, সময় শেষ আজ বিকেলে
- ডেট বোর্ডে স্থবিরতা, লেনদেন সীমিত কয়েকটি বন্ডে
- শীতে পুরুষদের স্মার্ট লুকের ৮টি দুর্দান্ত আউটফিট
- শেয়ারবাজারে সতর্কতা, প্রধান তিন সূচকই নিম্নমুখী
- ডিএসই–৩০ সূচকে কোন শেয়ারে বাড়ল লেনদেন
- এক লাফে ভরি প্রতি স্বর্ণের দাম বাড়ল যত
- সিনেমার স্টাইলে পুলিশকে বোকা বানইয়ে পালালো দুই হামলাকারী
- কেমন থাকবে আগামী পাঁচ দিনের আবহাওয়া জানাল অধিদপ্তর
- পুষ্পা টুর রেকর্ড ভাঙল রণবীরের ধুরন্ধর
- শেয়ারহোল্ডারদের জন্য দুঃসংবাদ দিল মাকসন্স স্পিনিং
- স্বর্ণের নতুন বাজার দর: ১৫ ডিসেম্বর ২০২৫
- মেডিকেল ভর্তি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের নিয়ম জানুন
- ডিএসইতে আজ একাধিক ফান্ডের ডেইলি এনএভি ঘোষণা
- ডলারসহ বিভিন্ন বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার
- ১৫ ডিসেম্বর গাজীপুর মুক্ত দিবস: একাত্তরের সেই গৌরবোজ্জ্বল ইতিহাস
- সেমাই পিঠা/চুষি পিঠার ঘরোয়া স্বাদের সহজ রেসিপি
- মুখের দুর্গন্ধ দূর করার সহজ উপায়, বিব্রতকর পরিস্থিতি এড়াতে করণীয়
- নজরদারি ফাঁকি দিয়ে ডিজিটাল ধোঁকায় ভারতে পালালেন হাদির হামলাকারীরা
- অস্ট্রেলিয়ার বিচে উৎসবে হামলা, হামলাকারী বাবা ও ছেলের পরিচয় প্রকাশ
- আজকের রাশিফল: জেনে নিন সোমবার কার কেমন কাটবে
- শুক্রাণুর মান ধ্বংস করছে অনিদ্রা ,পুরুষের জন্য বড় সতর্কবার্তা
- পড়ালেখা ও কাজে এআই ব্যবহারের ১০ কার্যকর কৌশল
- সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
- নির্বাচন কমিশনের রিপোর্টে চিহ্নিত ১২ হাজার ঝুঁকিপূর্ণ কেন্দ্র
- যেভাবে জানা যাবে স্কুল ভর্তি লটারির ফল
- দুইদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়
- স্কুলভর্তির ডিজিটাল লটারি শুরু, ফল প্রকাশের সময় জানা গেল
- চিকিৎসক জানাল ওসমান হাদীর বর্তমান অবস্থা
- শনি-রবিবার বিদ্যুৎ থাকবে না বহু এলাকায়
- মাধ্যমিক স্কুলে ভর্তি শুরুর সময়সূচি প্রকাশ
- রাজশাহীতে নলকূপে আটকে পড়া শিশুকে বের করতে সুরঙ্গ খনন
- এমপি হওয়ার আগেই ভিআইপি প্রোটোকল পেলেন হাদি: ডা. মাহমুদা মিতু
- রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত বিদ্যুৎহীন যেসব এলাকা
- তানোরে ৩২ ঘণ্টা পর উদ্ধার শিশুসাজিদ, কেমন আছে সে
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ শুরু, একটি আসনের জন্য লড়াই যতজনের
- শীতে ত্বক শুষ্ক ও র্যাশ কেন হয়, জানুন সমাধান
- দেশের বাজারে স্বর্ণের দামের নতুন রেকর্ড
- বুধবার ঢাকায় কোন মার্কেট বন্ধ আজই জেনে নিন
- ইনকিলাব মঞ্চের ওসমান হাদি গুলিবিদ্ধ








