‘নতুন সৈরাচার উত্থানের মুখে বাংলাদেশ'- সালিমুল্লাহ খান

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২০ ০০:৪৯:৪৭
‘নতুন সৈরাচার উত্থানের মুখে বাংলাদেশ'- সালিমুল্লাহ খান

সত্য নিউজ :চট্টগ্রাম সরকারি সিটি কলেজে অনুষ্ঠিত এক সেমিনারে বিশিষ্ট চিন্তাবিদ ও অধ্যাপক ড. সালিমুল্লাহ খান সতর্ক করেছেন, বাংলাদেশে একটি নতুন ধরণের কর্তৃত্ববাদ মাথাচাড়া দিয়ে উঠছে। তিনি বলেন, যারা একসময় নিপীড়িত ছিলেন, তারাই এখন নিপীড়ক হয়ে উঠছেন—এটি ইতিহাসের একটি চক্র।

‘রাষ্ট্র, জাতি ও জনগণ: সংকটের তিনটি রূপ’ শীর্ষক আলোচনায় অধ্যাপক খান বলেন, বাংলাদেশের বর্তমান নিপীড়নের চর্চা হঠাৎ করে শুরু হয়নি। এর সূচনা বিএনপির শাসনামলে র‍্যাব গঠনের মধ্য দিয়ে হয়, যার ধারাবাহিকতা এখনও চলছে। তিনি বলেন, “র‍্যাব দিয়ে খুন শুরু করেছিল বিএনপি, কিন্তু আওয়ামী লীগ তা থামায়নি।” তিনি অতীত ও বর্তমান উভয় শাসনের জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দেন।

সাময়িক সরকারের বিষয়ে সালিমুল্লাহ খান বলেন, এটি এখনই খারিজ করে দেওয়ার সময় নয়। তার মতে, এই সরকার ব্যর্থ হলে তা জাতির সম্মিলিত ব্যর্থতা হিসেবে বিবেচিত হবে। তিনি বলেন, “ড. মুহাম্মদ ইউনূসকে দেওয়া প্রস্তাব যদি তিনি না নেন, তবে এই পরিস্থিতির দায় আমরা সবাইকে নিতে হবে।”

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, এই সমস্যা এখন আন্তর্জাতিক ভূ-রাজনীতির অংশ হয়ে উঠেছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও চীনের দ্বন্দ্বের ফলে বিষয়টি জটিল হচ্ছে। তিনি রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পক্ষে মানবিক ও বাস্তবসম্মত সমাধানের আহ্বান জানান।

সেমিনারটির আয়োজন করে কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। অধ্যাপক সালিমুল্লাহ খানের বিশ্লেষণধর্মী বক্তব্য ছাত্র-শিক্ষক মহলে ব্যাপক আলোড়ন তোলে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ