‘মৃত মানুষ লাইভে আসে?’

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৯ ২৩:৩৭:২৩
‘মৃত মানুষ লাইভে আসে?’

সত্য নিউজ:ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণিকে নিয়ে সম্প্রতি ছড়িয়ে পড়া মিথ্যা গুজব ঘিরে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সংবাদ ছড়িয়ে পড়ে যেখানে দাবি করা হয়, ‘পরীমণির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে’। এ বিভ্রান্তিকর গুজবের জবাবে নিজেই ফেসবুক লাইভে এসে প্রতিবাদ করেছেন অভিনেত্রী।

রোববার রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভে এসে পরীমণি বলেন, "আমি বেঁচে আছি। মৃত মানুষকে কখনও লাইভে আসতে দেখেছো?" এমন কটাক্ষ করে গুজব ছড়ানো ব্যক্তিদের এক হাত নেন তিনি।

পরীমণি বলেন, “আমি তখন বডির (শুটিংয়ের) কাজ করছিলাম। হঠাৎ ফোন হাতে নিয়ে দেখ মিসড কল আর এসএমএসে ভরা। কেউ একজন গুজব ছড়িয়েছে আমি মারা গেছি! ভাবা যায়! কেউ যদি আপনাকে ফোন দিয়ে বলে আপনার এক আত্মীয় মারা গেছে, আপনি তো স্তব্ধ হয়ে যাবেন। আমার অবস্থাটাও তেমন ছিল।”

তিনি আরও বলেন, “আমার নামে এরকম নিউজ করে কার স্বার্থসিদ্ধি হচ্ছে? দেশে যখনই বড় কোনো ইস্যু উঠে যেমন আলুর দাম, চালের সংকট তখনই আমার নামে ভুয়া খবর ছড়িয়ে দেওয়া হয়। যেন মানুষ আসল সমস্যা ভুলে যায়।”

পরীমণি জানান, এ ধরনের গুজব তাকে যেমন ব্যক্তিগতভাবে আঘাত করে, তেমনি তার পরিবার ও ভক্তদের মধ্যেও আতঙ্ক তৈরি করে। তিনি এমন গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ইঙ্গিতও দেন।

লাইভটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং অনেকেই পরীমণির প্রতিবাদী অবস্থানকে স্বাগত জানিয়েছেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ