“এই দমন বন্ধ করো রাষ্ট্র”-নাজিফা তুষি

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৯ ১৭:৩৩:০৫
“এই দমন বন্ধ করো রাষ্ট্র”-নাজিফা তুষি

সত্য নিউজ:নুসরাত ফারিয়ার গ্রেপ্তারকে কেন্দ্র করে উত্তাল দেশের সাংস্কৃতিক অঙ্গন। এবার এ বিষয়ে মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী ও ‘হাওয়া’ সিনেমাখ্যাত নাজিফা তুষি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ প্রতিক্রিয়ায় তিনি রাষ্ট্রের ভূমিকা ও বৈষম্য নিয়ে সরব হন।

তুষি বলেন, একজন অভিনেতা কোথায় ও কী অভিনয় করবেন, তা তাঁর একান্ত ব্যক্তিগত অধিকার। শিল্পী হিসেবে একজনের কাজ নির্বাচন করার স্বাধীনতা থাকা উচিত। যদি কোনো শিল্পীর মনে হয়, কোনো চরিত্র বা কাজ করা তাঁর দায়িত্ব, তাহলে সেটি তিনি করতেই পারেন। ঠিক যেমন একজন সাধারণ নাগরিকের নিজের মত প্রকাশের অধিকার রয়েছে, তেমনি একজন শিল্পীরও শিল্পচর্চার অধিকার থাকা উচিত।

তিনি আরও বলেন, একটি শিল্প কখনো কেবল বিনোদনের জন্য হয় না। অনেক সময় তা বাস্তবতা তুলে ধরে, ইতিহাসকে সামনে আনে, ভাবায়, প্রশ্ন তোলে। শিল্পের বিষয়বস্তু হতে পারে প্রেম, রাজনীতি, মানুষ, দেশ — যা কিছু আমাদের ঘিরে রয়েছে। তাই কোনো ঐতিহাসিক চরিত্রে অভিনয় করাই অপরাধ হতে পারে না।

তুষি মনে করেন, একটি রাষ্ট্রে নানা মতাদর্শের মানুষ বসবাস করেন এবং সেই মতাদর্শে বিশ্বাস না করলেই কাউকে দমন করা যায় না। বরং মতের পার্থক্য থাকা সত্ত্বেও সকলের মতকে সহ্য করা, এটিই গণতন্ত্রের সৌন্দর্য।

এসময় তিনি রাষ্ট্রীয় বৈষম্য এবং তার স্থায়ী রূপ নিয়েও প্রশ্ন তোলেন। কোটা সংস্কার আন্দোলনের সময়কার স্লোগান “কোটা না মেধা, বৈষম্য না সাম্য” স্মরণ করে তিনি বলেন, আজও সেই সাম্য ও মেধার জয় দেখতে পাচ্ছি না। রাষ্ট্র এখনো বৈষম্যের বৃত্তেই ঘুরপাক খাচ্ছে।

নুসরাত ফারিয়ার প্রতি অনাচার নিয়ে তুষির বক্তব্য ছিল আরও তীব্র। তিনি বলেন, যখন বারবার অন্যায় ঘটতে থাকে, তখন আর চুপ থাকা যায় না। একজন শিল্পী ও সহকর্মী হিসেবে তিনি এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য।

তার ভাষায়, “আমি একজন অভিনেত্রী হয়ে আমার সহকর্মীদের সাথে ঘটে যাওয়া বার বার অন্যায়ের বিরুদ্ধে আমার স্বর উচ্চ করে বলতে চাই … এই অন্যায় আমি মেনে নিবো না। এই দমন বন্ধ করো রাষ্ট্র…”

তুষির এই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সংস্কৃতিমনা মানুষ, সহশিল্পীরা অনেকেই তুষির সাহসী অবস্থানকে স্বাগত জানাচ্ছেন। কেউ কেউ বলছেন, এই অবস্থান শুধু একজন সহকর্মীর নয়, বরং সমগ্র শিল্পী সমাজের সম্মিলিত চেতনার প্রতিফলন।

রাষ্ট্রীয় পর্যায় থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তুষির মতো প্রভাবশালী শিল্পীদের প্রকাশ্য প্রতিবাদে বিষয়টি নতুন মাত্রা পেয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ