অবৈধ রায়ে মেয়র হওয়ার শখ কেন?-মাসউদ

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৯ ১৫:৩৬:৩২
অবৈধ রায়ে মেয়র হওয়ার শখ কেন?-মাসউদ

সত্য নিউজঃস্থানীয় সরকার নির্বাচন নিয়ে ফেসবুকে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ। তিনি অবৈধ নির্বাচনের মাধ্যমে মেয়র হওয়ার চেষ্টা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

সোমবার (১৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে হান্নান মাসউদ লেখেন,“স্থানীয় সরকার নির্বাচন দিন, বৈধ নির্বাচনের মাধ্যমে বৈধভাবে নির্বাচিত হয়েই মেয়রের দায়িত্ব গ্রহণ করুন।”

তিনি আরও লেখেন,“অবৈধ নির্বাচনের পর আদালত আর নির্বাচন কমিশনকে জিম্মি করে অবৈধ রায়ের মাধ্যমে মেয়র হওয়ার শখ কেন!”

তার এই মন্তব্যে বর্তমান স্থানীয় সরকার ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবের বিষয়টি উঠে আসে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, হান্নান মাসউদের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে, একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি ক্রমেই জোরালো হচ্ছে।

হান্নান মাসউদ এর আগে বিভিন্ন জাতীয় ইস্যুতে সোচ্চার ছিলেন এবং দলীয়ভাবে নাগরিক অধিকার ও নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

তবে এ বিষয়ে নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট কারও পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ