ছেড়ে দিলে বলতেন ‘ছাড়লেন’, তাই আটক: স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৯ ১৪:২৪:৫০
ছেড়ে দিলে বলতেন ‘ছাড়লেন’, তাই আটক: স্বরাষ্ট্র উপদেষ্টা

সত্য নিউজ:জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে বিমানবন্দরে আটক নিয়ে মুখ খুলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, “বিমানবন্দরে ফারিয়াকে ছেড়ে দিলে বলা হতো, কেন তাকে ছেড়ে দেওয়া হলো। মামলা থাকলে আটক করতেই হয়।”

সোমবার (১৯ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তিনি আরও বলেন, “উনার (নুসরাত ফারিয়া) বিরুদ্ধে তদন্ত শেষ হয়নি। দেশের বিদ্যমান আইন ও বিদেশযাত্রা নিষেধাজ্ঞা সংক্রান্ত নীতির আওতায় তাকে থামানো হয়েছে।”

অন্যদিকে, ফারিয়ার গ্রেপ্তার নিয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকীর মন্তব্য সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “তিনি কী বলেছেন আমি জানি না। মতপ্রকাশের অধিকার সবার আছে, তবে এটি তার ব্যক্তিগত মত।”

এদিন সকালে ভাটারা থানায় দায়ের করা এনামুল হক হত্যা চেষ্টা মামলায় ফারিয়াকে আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। জামিন শুনানির পরবর্তী তারিখ ঠিক করা হয়েছে ২২ মে।

সংস্কৃতি উপদেষ্টা ফারুকী ফারিয়ার গ্রেপ্তারকে "বিব্রতকর" বলে মন্তব্য করে ফেসবুকে লিখেছেন, “আমি এই ইন্ডাস্ট্রির মানুষ ছিলাম, আবারও ফিরবো। সেই জায়গা থেকে বলছি, ফারিয়ার গ্রেপ্তার আমাদের জন্য বিব্রতকর।”

সামাজিক মাধ্যমে এই ইস্যু নিয়ে চলছে ব্যাপক আলোচনা। অনেকে বলছেন, একজন শিল্পী হিসেবে তার প্রতি আরো সংবেদনশীল হওয়া উচিত ছিল, আবার কেউ বলছেন—আইনের ঊর্ধ্বে কেউ নয়।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ