ঠিকাদারের তালিকায় ইউএনও’র নাম!

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৯ ১২:৫৩:১২
ঠিকাদারের তালিকায় ইউএনও’র নাম!

সত্য নিউজ,ঠাকুরগাঁও, ১৯ মে ২০২৫:

ঠাকুরগাঁওয়ে ইউনিয়ন ভূমি অফিস সংস্কার প্রকল্পের ঠিকাদার তালিকায় একজন সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নাম উঠে আসায় জেলাজুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। সরকারি কর্মকর্তা হয়েও ঠিকাদার তালিকায় নাম থাকা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। উঠেছে প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ।

২০২৩–২৪ অর্থবছরে ঠাকুরগাঁও জেলার পাঁচটি উপজেলার মোট ১৬টি ইউনিয়ন ভূমি অফিস সংস্কারে বরাদ্দ দেওয়া হয় ৪৯ লাখ টাকা। এর মধ্যে রানীশংকৈলের দুটি প্রকল্পে বরাদ্দ প্রায় ১০ লাখ টাকা। ঠিকাদারি কার্যক্রম সম্পন্ন হয় টেন্ডারের মাধ্যমে। তবে রানীশংকৈল উপজেলার সাবেক ইউএনও রকিবুল হাসানের নাম একটি প্রকল্পের ঠিকাদার তালিকায় উঠে আসে।

বর্তমানে পীরগঞ্জে কর্মরত এই কর্মকর্তা নিজে জানিয়েছেন, “আমার নাম থাকার প্রশ্নই আসে না। এটি কারিগরি ত্রুটি হতে পারে।”

অন্যদিকে, প্রকল্প সংশ্লিষ্ট কয়েকটি এলাকায় কাজের মান নিয়েও প্রশ্ন তুলছেন সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা। অভিযোগ উঠেছে, অনেক জায়গায় নির্ধারিত মান অনুযায়ী কাজ হয়নি।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক এ ঘটনায় যথাযথ তদন্তের আশ্বাস দিয়ে বলেন, “উপজেলা নির্বাহী কর্মকর্তা কখনোই ঠিকাদারি করতে পারেন না। প্রকল্পে অনিয়ম থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়রা মনে করছেন, এ ঘটনায় প্রশাসনের নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা দেওয়া প্রয়োজন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ