আন্দোলনে সশস্ত্র বাহিনী থেকে চাকরিচ্যুত সদস্যরা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৮ ১৮:৩৫:০৭
আন্দোলনে সশস্ত্র বাহিনী থেকে চাকরিচ্যুত সদস্যরা

সত্য নিউজ:জাতীয় প্রেস ক্লাবের সামনে রবিবার সকালে জড়ো হন শতাধিক সাবেক সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্য। তাদের দাবি—আওয়ামী লীগ সরকারের সময় যাদের সশস্ত্র বাহিনী থেকে চাকরিচ্যুত বা বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল, তাদের পুনর্বহাল করতে হবে। চার দফা দাবিতে এই শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নেন অবসারপ্রাপ্ত সৈনিক থেকে শুরু করে সাবেক কমিশনপ্রাপ্ত কর্মকর্তারাও।

তাদের দাবি, তারা কোনো অপরাধ করেননি। রাজনৈতিক প্রতিহিংসা, পক্ষপাতিত্ব ও ভিন্নমতের কারণে অন্যায়ভাবে তাদের চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই অন্যায়ের প্রতিবাদেই তারা আজ রাজপথে নেমেছেন। তারা বলছেন, দেশের জন্য জীবন বাজি রেখে কাজ করার পর এখন অবহেলা ও অপমানের শিকার হতে হচ্ছে।

বিক্ষোভে অংশ নেওয়া সদস্যরা চারটি মূল দাবি উত্থাপন করেন। এগুলো হলো—চাকরিতে পুনর্বহাল অথবা সমপর্যায়ের অন্য কোনো পদে সম্মানজনক নিয়োগ, বকেয়া বেতন ও সুযোগ-সুবিধার পূর্ণ পরিশোধ, পেনশন ও পরিবারের জন্য সুরক্ষাসহ সকল ধরনের সরকারি সুবিধা নিশ্চিত করা এবং বরখাস্ত হওয়া সৈনিকদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর প্রত্যাহার।

তারা সরকারকে আলোচনায় বসার জন্য ৪৫ মিনিট সময় বেঁধে দেন। দাবি পূরণে কোনো আশ্বাস না পেলে বিক্ষোভকারীরা জাহাঙ্গীর গেট অভিমুখে পদযাত্রার ঘোষণা দেন। পুলিশ ও সেনাবাহিনীর পক্ষ থেকে প্রেস ক্লাব ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।

সাবেক এই সেনা সদস্যরা জানান, তারা সংঘাত চায় না। তারা চান সম্মানজনকভাবে তাদের সমস্যার সমাধান হোক। দীর্ঘ সময় ধরে চাকরি ও মর্যাদা হারিয়ে তারা এখন মানবেতর জীবনযাপন করছেন।

এই আন্দোলন এমন এক সময়ে শুরু হলো, যখন দেশের রাজনীতি ও প্রশাসনে অস্থিরতা চলছে। বিভিন্ন জায়গায় সরকারবিরোধী কর্মসূচির মধ্যে এই সাবেক সেনা সদস্যদের বিক্ষোভ নতুন মাত্রা যোগ করেছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ