মোস্তাফিজ কি আজই নামছেন আইপিএলে?

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৮ ১৮:১০:৫৯
মোস্তাফিজ কি আজই নামছেন আইপিএলে?

সত্য নিউজ: সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের ২৪ ঘণ্টা না পেরোতেই মোস্তাফিজুর রহমানকে নিয়ে এখন জল্পনা কেবল একটাই—রাতে দিল্লির ম্যাচে মাঠে নামবেন কি ফিজ?

গতকাল (শনিবার) রাতে আমিরাতের বিপক্ষে ৪ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট নেওয়া মোস্তাফিজ আজই আবার নামতে পারেন আইপিএলে, দিল্লি ক্যাপিটালসের হয়ে। যদিও ভ্রমণ ক্লান্তি, টানা ম্যাচ খেলার শারীরিক ধকল ইত্যাদি বিবেচনায় বিষয়টি এখনো নিশ্চিত নয়, তবে দিল্লির প্রয়োজনীয়তা বলছে—খেলার সম্ভাবনা প্রবল।

১৪ মে দিল্লির স্কোয়াডে যোগ দেন মোস্তাফিজ, ৬ কোটি রুপিতে। কিন্তু তখনই বাধা হয়ে দাঁড়ায় এনওসি। শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে ১৮ থেকে ২৪ মে পর্যন্ত সাত দিনের জন্য ছাড়পত্র দেয়। এই সময় দিল্লির রয়েছে তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ, যেগুলোর প্রত্যেকটি জিতলেই প্লে-অফে সরাসরি জায়গা মিলবে।

দিল্লি এখন বিদেশি বোলার সংকটে ভুগছে। জ্যাক ফ্রেজার ম্যাগার্ক নিরাপত্তাজনিত কারণে দেশে ফিরে গেছেন। মিচেল স্টার্কও চলে গেছেন পারিবারিক কারণে। ফলে মোস্তাফিজ এখন স্কোয়াডে একমাত্র অভিজ্ঞ বাঁহাতি পেসার। দল চাইছে তাকে দ্রুত মাঠে নামাতে।

২০২২ ও ২০২৩ সালে দিল্লির হয়ে মোস্তাফিজ খেলেছেন এবং ৯টি উইকেটও নিয়েছেন। সেই অভিজ্ঞতাকে এবার কাজে লাগাতে চায় দল। তবে সিদ্ধান্ত এখন টিম ম্যানেজমেন্টের হাতে। তারা কী ঝুঁকি নেবে ক্লান্ত মোস্তাফিজকে খেলিয়ে, নাকি একটু বিশ্রাম দিয়ে পরের ম্যাচে খেলাবে—তা জানা যাবে আজ রাতেই, ম্যাচ শুরুর আগমুহূর্তে।

এক দিনে দুটি আলাদা কন্ডিশনে দুটি আন্তর্জাতিক মানের ম্যাচ খেলা নিঃসন্দেহে বিরল ও চ্যালেঞ্জিং ঘটনা। বাংলাদেশের হয়ে দেশের প্রতিনিধিত্ব করে এরপর বিশ্ব ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় লিগে বিদেশি দলের ভরসা হয়ে ওঠা—এটাই মোস্তাফিজের পরিণত প্রতিভার প্রমাণ।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ