ধানমন্ডির ২৭ নম্বর এখন ‘শহীদ ফারহান ফাইয়াজ সড়ক’

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৮ ১৭:০২:৫৮
ধানমন্ডির ২৭ নম্বর এখন ‘শহীদ ফারহান ফাইয়াজ সড়ক’

সত্য নিউজ:ধানমন্ডির পরিচিত পুরাতন ২৭ নম্বর রোড এখন নতুন পরিচয়ে—এখন থেকে এই সড়কের নাম ‘শহীদ ফারহান ফাইয়াজ সড়ক’। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) শহীদ ফারহানুল ইসলাম ভূঁইয়ার স্মরণে এই নামকরণ করেছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রোববার তার ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে এ তথ্য জানান। তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ফারহান ফাইয়াজের আত্মত্যাগ স্মরণে ধানমন্ডির ২৭ নম্বর রোডকে তার নামে নামকরণ করা হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে নামফলক উন্মোচন করা হয়েছে।”

২০২৪ সালের ১৮ জুলাই ধানমন্ডির এই সড়কের রাপা প্লাজা ও জেনেটিক প্লাজার মাঝামাঝি স্থানে সরকারি দমন-পীড়নের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির ছাত্র ফারহান ফাইয়াজ বুকের বাম পাশে গুলিবিদ্ধ হন। পরবর্তীতে তার মৃত্যু ঘটে এবং তিনি শহীদ হিসেবে স্মরণীয় হয়ে ওঠেন।

নামফলক উন্মোচনের মধ্য দিয়ে শহীদ ফারহানকে রাষ্ট্রীয় ও সামাজিকভাবে সম্মান জানানো হলো বলে মন্তব্য করেন উপদেষ্টা সজীব ভূঁইয়া। তিনি আরও বলেন, “এই নামকরণ শুধু একটি সড়কের নাম বদল নয়, এটি আমাদের গণতান্ত্রিক সংগ্রামের এক অনন্য দলিল।”

শহরের ব্যস্ত এলাকা ধানমন্ডির হৃদয়ে এমন এক ছাত্রনেতার নামে রাস্তার নামকরণ, অনেকের কাছে প্রতীক হয়ে দাঁড়িয়েছে—তরুণদের স্বপ্ন, সাহস ও সংগ্রামের প্রতিচ্ছবি হিসেবে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, শহীদদের স্মরণে এরকম আরও উদ্যোগ ভবিষ্যতে নেওয়া হবে। স্থানীয় বাসিন্দারা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং ফারহান ফাইয়াজের স্মৃতি সংরক্ষণে প্রশাসনের এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ