ইমনের সেঞ্চুরিতে আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের জয়

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৮ ১০:১৮:২২
ইমনের সেঞ্চুরিতে আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের জয়

সত্য নিউজ: পারভেজ হোসেন ইমনের দুর্দান্ত সেঞ্চুরি আর বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জয়ে সূচনা করলো বাংলাদেশ। দুবাইয়ে অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ২৭ রানে জয় পেয়েছে টাইগাররা।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ঝড়ো ইনিংস খেলেন ইমন। মাত্র ৫৪ বলে ১০০ রান করে গড়েন বাংলাদেশের ইতিহাসে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড। তার ইনিংসে ছিল ৮টি ছক্কা ও ৭টি চার। এটি বাংলাদেশের হয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরি—এর আগে একমাত্র সেঞ্চুরি ছিল তামিম ইকবালের।

তবে বাকিদের ব্যর্থতায় বড় জুটি গড়ে উঠেনি। তানজিদ হাসান তামিম (৯ বলে ১০), লিটন দাস (৮ বলে ১১), তাওহিদ হৃদয় ও শেখ মেহেদী প্রত্যাশা মেটাতে পারেননি। তবুও ইমনের ব্যাটে ভর করে বাংলাদেশ ৭ উইকেটে ১৯১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে।

জবাবে ব্যাট করতে নেমে আমিরাত ভালো শুরু করলেও বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৬৪ রানে থেমে যায় তাদের ইনিংস। প্রথম ৩ ওভারে বিনা উইকেটে ৩৮ রান তুললেও এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা।

ওয়াসিম হামিদ (৩২ বলে ৫০) ও রাহুল চোপড়া (২২ বলে ৩৫) কিছুটা লড়াই করলেও তানজিম সাকিবের ডাবল আঘাতে ম্যাচের মোড় ঘুরে যায়। পরে হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত স্পেলে শেষ ওভারে প্রয়োজনীয় ৩৪ রান তুলতে ব্যর্থ হয় আমিরাত।

বাংলাদেশের পক্ষে হাসান মাহমুদ ৩টি, মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব ও শেখ মেহেদী ২টি করে উইকেট নেন। যদিও শেখ মেহেদী ও তানভীর ইসলামের বোলিং ছিল কিছুটা খরচাল।

এই জয়ের ফলে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। আগামীকাল একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ