মুসলিম দেশের সাথে ২৩ শিক্ষা চুক্তি বাতিল ভারতের, নেপথ্যে কি?

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৮ ০৯:১২:৪৭
 মুসলিম দেশের সাথে ২৩ শিক্ষা চুক্তি বাতিল ভারতের, নেপথ্যে কি?

ভারতের পাঞ্জাব রাজ্যের ঘরুয়ানে অবস্থিত চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় তুরস্ক ও আজারবাইজানের সঙ্গে থাকা সব ধরনের একাডেমিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। পাকিস্তানের প্রতি প্রকাশ্য সমর্থনের প্রতিবাদে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাজ্যসভার সদস্য সৎনাম সিংহ সন্দু।

সন্ধু বলেন, "তুরস্ক ও আজারবাইজানের তরফ থেকে পাকিস্তানকে প্রকাশ্য সমর্থন ভারতের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি অবজ্ঞাসুলভ আচরণ। তাই আমরা ওই দুটি দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে থাকা সমস্ত একাডেমিক চুক্তি বাতিল করছি।"

বিশ্ববিদ্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বাতিল হওয়া চুক্তিগুলোর সংখ্যা ২৩টি এবং এর আওতায় ছিল আন্তর্জাতিক শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা, শিক্ষক বিনিময় এবং শিক্ষাক্ষেত্রে কৌশলগত অংশীদারিত্ব।

রাজনৈতিক পরিপ্রেক্ষিত

সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পেহেলগামে একটি সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তান আন্তর্জাতিক তদন্তের দাবি জানায়। তুরস্ক সেই দাবি সমর্থন করে এবং আজারবাইজান প্রকাশ্যে পাকিস্তানের দৃষ্টিভঙ্গিকে সমর্থন জানায়। দুই দেশের এমন অবস্থান ভারতের কাছে ‘অগ্রহণযোগ্য’ বলে বিবেচিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আরও বলেন, ভারতীয় শিক্ষার্থীদের এখন সতর্ক থাকতে হবে এবং তুরস্ক বা আজারবাইজানে উচ্চশিক্ষা নেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে হবে। তিনি দেশটির তরুণদের ‘ভারতবান্ধব’ দেশগুলোতে পড়াশোনা করার পরামর্শ দেন।

শিক্ষাক্ষেত্রে কূটনৈতিক বার্তা

এই সিদ্ধান্তকে শুধু একাডেমিক পদক্ষেপ হিসেবে না দেখে অনেকেই এটিকে ভারতের তরফ থেকে একটি কৌশলগত বার্তা হিসেবেও দেখছেন। দীর্ঘদিন ধরে তুরস্ক এবং আজারবাইজান পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। আর চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তটি এমন এক সময়ে এসেছে যখন ভারত তার কূটনৈতিক ও আঞ্চলিক অবস্থান আরও দৃঢ় করছে।

এই পদক্ষেপ শিক্ষাক্ষেত্রে আন্তর্জাতিক সম্পর্কের উপর রাজনৈতিক অবস্থান কীভাবে প্রভাব ফেলতে পারে, তার একটি তাৎপর্যপূর্ণ উদাহরণ। একইসঙ্গে এটি ভারতের তরুণ সমাজ ও শিক্ষানীতির দৃষ্টিভঙ্গিকেও প্রতিফলিত করে বিশ্ববিদ্যালয় কেবল জ্ঞানচর্চার স্থান নয়, রাষ্ট্রীয় মূল্যবোধ রক্ষার ক্ষেত্রও বটে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ