রাওয়ালপিন্ডিতে রানের ঝড়, প্লে-অফে করাচি কিংস

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৮ ০৯:১৩:৫৮
রাওয়ালপিন্ডিতে রানের ঝড়, প্লে-অফে করাচি কিংস

সত্য নিউজ: রাওয়ালপিন্ডির মাঠে রঙিন আতশবাজির পাশাপাশি ঝলসে উঠল ক্রিকেটও। পাকিস্তান সুপার লিগ (পিএসএল)–এ এক রোমাঞ্চকর ম্যাচে ৪৫১ রানের উত্তাল লড়াইয়ে করাচি কিংস ২৩৭ রান তুলে ২৩ রানে হারিয়ে দিল পেশোয়ার জালমিকে। এই জয়ে নিশ্চিত হলো করাচির প্লে-অফ।

করাচির ইনিংসে শুরুটা জমিয়ে দেন ডেভিড ওয়ার্নার ও জেমস ভিন্স। ওয়ার্নার খেলেন ঝড়ো ৫০ বলে ৮৬ রানের ইনিংস। পাওয়ারপ্লেতে তিন ওভারে উড ভালো বোলিং করলেও অন্য বোলাররা ছিলেন ছন্নছাড়া। করাচি প্রথম ছয় ওভারে তোলে ৫৭ রান।

শেষদিকে খুশদিল শাহ ১৫ বলে অপরাজিত ৪৩ রান করে ঝড় তোলেন। তার সঙ্গে ছক্কা-চারে উজ্জ্বল ছিলেন মোহাম্মদ নবিও। আলি রেজা ও আহমেদ দানিয়ালের শেষ দুই ওভারে আসে ৫২ রান। এই দুজন মিলে তাদের ৮ ওভারে দেন ১২৬ রান।

রান তাড়ায় শুরুতে মোহাম্মদ হারিস ফিরে গেলেও বাবর আজম ও সাইম আয়ুব দুর্দান্ত জুটি গড়েন। পাওয়ারপ্লেতে ৫৯ রান তোলে দল। বাবর ৪৯ বলে ৯৪ রান করেন—যেখানে ছিল অসাধারণ সব শট, যা ছাপিয়ে যায় ওয়ার্নারের ইনিংসকেও।

তবে শেষটায় ব্যর্থ জালমি। ১১ বলে পড়ে যায় তিনটি উইকেট—এর মধ্যে রান নিতে গিয়ে বাবরের রানআউট ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। তিনি ছয় রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন। আব্বাস আফ্রিদির স্লোয়ারে আউট হন সাইম, আর টম কোলার-ক্যাডমোর কিছু করতে পারেননি।

শেষ দুই ওভারে জালমি তোলে ২৮ রান, তবুও ম্যাচ বাঁচাতে পারেনি। শেষ হাসি হেসেছে করাচি কিংস।

এখন লাহোরে হবে প্লে-অফ। আর পেশোয়ার জালমির সামনে রোববার রাতের ম্যাচ কার্যত এক ‘নকআউট’, প্রতিপক্ষ লাহোর কালান্দার্স। এই ম্যাচেই নির্ধারণ হবে তাদের কপাল।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ