সেনানিবাসে হামলার ছক? বরখাস্ত সৈনিক নাইমুলসহ গ্রেপ্তার ৩

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৮ ০০:৫৪:৫০
সেনানিবাসে হামলার ছক? বরখাস্ত সৈনিক নাইমুলসহ গ্রেপ্তার ৩

সত্যনিউজ: ঢাকা সেনানিবাস ঘিরে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ও উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনীর বরখাস্ত সৈনিক নাইমুল ইসলাম ও তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বরখাস্ত সৈনিক নাইমুল ইসলাম গত ৫ আগস্টের পর থেকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সেনাবাহিনী থেকে অব্যাহতি পাওয়া কয়েকজন সদস্যকে সঙ্গে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সরকার ও সামরিক বাহিনীর বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিয়ে আসছিলেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমেও উগ্র প্রচার চালিয়ে যাচ্ছিলেন।

আইএসপিআর জানায়, রোববার সেনানিবাস এলাকায় পরিকল্পিত এক বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে বড় ধরনের বিশৃঙ্খলার ছক তৈরি করেছিলেন নাইমুল। তারই অংশ হিসেবে শনিবার দুপুর ২টার দিকে খিলক্ষেতের বটতলা বাজার এলাকায় সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল নাইমুলের সঙ্গে আলোচনার চেষ্টা করলে, তিনি ও তাঁর সহযোগীরা একজন সেনাসদস্যের ওপর অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান।

এই ঘটনায় কাছাকাছি সেনা ক্যাম্প থেকে টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং নাইমুলসহ তিনজনকে গ্রেপ্তার করে। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আইএসপিআরের আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮ মে (রোববার) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কচুক্ষেত সড়ক, বিজয় সরণি, জাহাংগীর গেট, বিএএফ শাহীন কলেজ, মহাখালী ফ্লাইওভার, সৈনিক ক্লাব মোড়, ভাষানটেক, মাটিকাটা, ইসিবি চত্বর ও আশপাশের এলাকায় সকল ধরনের জনসমাবেশ নিষিদ্ধ থাকবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলেজানানোহয়েছে

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ