ছুটির মুডে অনন্যা পাণ্ডে: ফ্যাশনপ্রেমীদের জন্য নতুন অনুপ্রেরণা

বলিউডের তরুণ তারকা অনন্যা পাণ্ডে আবারও প্রমাণ করলেন কেন তিনি ফ্যাশন ও গ্ল্যামারের ক্ষেত্রে অন্যতম ট্রেন্ডসেটার। মালদ্বীপে ছুটি কাটাতে গিয়ে সাদা বিকিনিতে তার সাম্প্রতিক ফটোশুট সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে। নীল সমুদ্র আর সাদা বালুকাবেলার পটভূমিতে অনন্যার এই উপস্থিতি যেন একেবারে নিখুঁত ট্রপিক্যাল ভ্যাকেশন ভাইবস।
অনন্যার ছুটির ছবি ভক্তদের জন্য চোখের আরাম এবং ফ্যাশনপ্রেমীদের জন্য অনুপ্রেরণা। তিনি প্রমাণ করছেন যে সমুদ্রসৈকতে নিখুঁত স্টাইল মানেই ঝলমলে রঙ নয়, বরং সাদার সরল সৌন্দর্যও হতে পারে সমান আকর্ষণীয়। তার ছবিতে স্বাচ্ছন্দ্য, আত্মবিশ্বাস এবং ফিটনেসের ছাপ স্পষ্ট।
বলিউডে নতুন প্রজন্মের তারকা হিসেবে অনন্যা বারবার নিজের ফ্যাশন সেন্স দিয়ে আলোচনায় এসেছেন—হোক তা রেড কার্পেটের গ্ল্যামার বা নৈমিত্তিক সৈকত লুক। মালদ্বীপ ভ্রমণের এই ফটো ডাম্প তার ইনস্টাগ্রামে দ্রুত মিলিয়ন মিলিয়ন লাইক পেয়েছে এবং ভক্তদের কাছ থেকে প্রশংসার বন্যা বইছে।
স্টাইল বিশেষজ্ঞদের মতে, অনন্যার বিকিনি লুকের মূল আকর্ষণ ছিল এর সরলতা—হালকা অ্যাকসেসরিজ, প্রাকৃতিক মেকআপ ও মিনিমালিস্ট ফ্যাশন স্টেটমেন্ট। এর ফলে তিনি শুধু গ্ল্যামারাস নয়, বরং তরুণদের জন্য বাস্তবসম্মত ফ্যাশন অনুপ্রেরণা হিসেবে ধরা দিয়েছেন।
-শারমিন সুলতানা
গুলিবর্ষণের পর প্রথম প্রকাশ্যে দেখা গেল দিশা পাটানিকে
বলিউড অভিনেত্রী দিশা পাটানি গুলিবর্ষণের ঘটনার পর প্রথমবার জনসমক্ষে দেখা দিলেন। উত্তর প্রদেশের বেয়ারেলিতে অবস্থিত তার বাড়ির সামনে সম্প্রতি ভোর রাতে একাধিক রাউন্ড গুলি ছোড়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। পুলিশ জানিয়েছে, ভোর সাড়ে চারটার দিকে অন্তত দুই রাউন্ড আকাশে গুলি ছোড়া হয়, তবে কেউ আহত হননি। পরে দেলানা ভাই নামে পরিচিত বিরেন্দ্র ও মহেন্দ্র ঘটনাটির দায় স্বীকার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা পোস্ট করেন।
সেই পোস্টে তারা অভিযোগ করেন, দিশার বড় বোন খুশবু পাটানি ধর্মীয় বক্তা অনিরুদ্ধাচার্য মহারাজকে নিয়ে মন্তব্য করে সনাতন ধর্মকে অপমান করেছেন। পোস্টে আরও হুমকি দিয়ে লেখা হয়—এটি কেবল ট্রেলার, ভবিষ্যতে ধর্ম নিয়ে কোনো অসম্মান হলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
প্রসঙ্গত, সাবেক সেনা কর্মকর্তা খুশবু পাটানি সম্প্রতি অনিরুদ্ধাচার্য মহারাজের লিভ-ইন সম্পর্ক নিয়ে মন্তব্যের সমালোচনা করেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ভুলভাবে ধারণা করেন, তার মন্তব্য আসলে প্রেমানন্দ জি মহারাজকে উদ্দেশ করে করা হয়েছে। এ নিয়ে ব্যাপক ট্রোলিং শুরু হলে খুশবু স্পষ্ট করে জানান, তার মন্তব্য শুধুমাত্র অনিরুদ্ধাচার্য মহারাজ সম্পর্কেই ছিল। তিনি অনলাইনে হয়রানি অব্যাহত থাকলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন।
দিশার বাবা জগদীশ পাটানি সংবাদ সংস্থা এএনআই-কে জানান, “খুশবুর বক্তব্য বিকৃত করে উপস্থাপন করা হয়েছে। তাকে প্রেমানন্দ জি মহারাজকে নিয়ে বিতর্কে টেনে আনা হয়েছে। আমরা সনাতনী, সাধু-সন্তদের প্রতি শ্রদ্ধাশীল। খুশবুর মন্তব্য ভুলভাবে প্রচার করা একটি ষড়যন্ত্র।”
এমন পরিস্থিতিতে দিশা পাটানি আপাতত ঘটনার বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে নিউইয়র্কে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তার সাম্প্রতিক উপস্থিতি ভক্তদের দৃষ্টি কেড়েছে। ক্যালভিন ক্লেইনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে তিনি কালো রঙের ব্যাকলেস বডিকন গাউন পরে রেড কার্পেটে উপস্থিত হন। খোলা চুল আর ন্যূনতম মেকআপে দিশার এই গ্ল্যামারাস লুক সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে গেছে। ভক্তরা একদিকে তার ফ্যাশন স্টেটমেন্টের প্রশংসা করছেন, অন্যদিকে বেয়ারেলির ঘটনায় তার প্রতিক্রিয়া জানার অপেক্ষায় রয়েছেন।
-শারমিন সুলতানা
কিংবদন্তি ফরিদা পারভীনের শেষনিঃশ্বাস: শোকস্তব্ধ সংগীতাঙ্গন
দেশবরেণ্য লালনসংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই। দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগে তিনি শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বড় ছেলে ইমাম নিমেরি উপল গণমাধ্যমকে মায়ের মৃত্যুসংবাদ নিশ্চিত করে জানান, “আম্মা রাত ১০টা ১৫ মিনিটে ইন্তেকাল করেছেন। পরিবারের সবার সঙ্গে কথা বলে বিস্তারিত জানানো হবে।” ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তীও তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
কিডনির রোগ, শ্বাসকষ্টসহ নানা জটিলতায় তিনি দীর্ঘদিন ধরে ভুগছিলেন। নিয়মিত ডায়ালাইসিস চলছিল তাঁর। কিন্তু গত ৫ জুলাই ডায়ালাইসিস চলাকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তাঁর অবস্থার উন্নতি হয়নি।
ফরিদা পারভীনের সঙ্গীতযাত্রা শুরু হয় ১৯৬৮ সালে রাজশাহী বেতারে নজরুলসংগীত পরিবেশনের মাধ্যমে। ১৯৭৩ সালে দেশাত্মবোধক গান গেয়ে তিনি জাতীয়ভাবে পরিচিতি পান। তবে তাঁর প্রকৃত পরিচয় লালনসংগীতশিল্পী হিসেবে। এই ধারার গানকে তিনি বিশ্বমঞ্চে পৌঁছে দিয়েছেন। সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৮৭ সালে তিনি একুশে পদক লাভ করেন।
এরপর একে একে অর্জন করেছেন বহু আন্তর্জাতিক স্বীকৃতি। ২০০৮ সালে জাপান সরকারের পক্ষ থেকে তিনি ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কার পান। চলচ্চিত্রে গাওয়া গানের জন্য ১৯৯৩ সালে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে ফরিদা পারভীনকে বলা হয় ‘লালনসংগীতের রাণী’। তাঁর কণ্ঠের মায়াবী ছোঁয়ায় লালনের দর্শন ও সঙ্গীত পৌঁছে গিয়েছিল ঘরে ঘরে, শহর থেকে গ্রাম, এমনকি আন্তর্জাতিক পরিসরেও। তাঁর মৃত্যুতে দেশের সঙ্গীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
দিশা পাটানির বাড়িতে গুলিবর্ষণ: আতঙ্কে পরিবার, কঠোর নিরাপত্তায় বাড়ি ঘিরে ফেলল পুলিশ
বলিউড অভিনেত্রী দিশা পাটানির পরিবার চরম আতঙ্কের মধ্যে রয়েছে। শুক্রবার ভোরে উত্তরপ্রদেশের বারেিলিতে তাঁদের সিভিল লাইন্স এলাকার বাড়িতে দুর্বৃত্তরা গুলি চালায়। অভিনেত্রীর বাবা জগদীশ পাটানি, যিনি একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, ঘটনাটিকে “ভয়াবহ ও নজিরবিহীন” বলে বর্ণনা করেছেন।
শনিবার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জগদীশ পাটানি জানান, অজ্ঞাতপরিচয় দুই হামলাকারী মোটরবাইকে এসে তাঁদের বাড়ির দিকে ৮-১০ রাউন্ড গুলি চালায়। তিনি আরও বলেন,
“গুলিগুলো দেশীয় নয়, বিদেশি তৈরি। আমি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে জেনেছি যে গোল্ডি ব্রার এই ঘটনার দায় স্বীকার করেছে, তবে বিষয়টি এখনও স্পষ্ট নয়। পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। এসএসপি ও এডিজি নিজেরা তদারকি করছেন।”
পুলিশ জানায়, শুক্রবার ভোর রাত সাড়ে তিনটার দিকে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। কোটওয়ালি থানায় এ ঘটনায় একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।
বারেিলির এসএসপি অনুরাগ আর্য জানিয়েছেন,
“পরিবারের নিরাপত্তায় বাড়িতে সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে। এসপি সিটি ও এসপি ক্রাইমের নেতৃত্বে পাঁচটি বিশেষ দল গঠন করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমি ব্যক্তিগতভাবে পরিবারটির সঙ্গে দেখা করেছি এবং তাঁদের নিরাপত্তার আশ্বাস দিয়েছি।”
এ ঘটনায় গোটা এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আশপাশের বাসিন্দারাও পুলিশের বাড়তি নিরাপত্তা ও দ্রুত তদন্ত দাবি করেছেন। সোশ্যাল মিডিয়ায় গোল্ডি ব্রারের নাম ওঠায় বিষয়টি আরও জটিল হয়ে উঠছে, কারণ তিনি ভারতের বেশ কয়েকটি উচ্চপ্রোফাইল অপরাধের সঙ্গে জড়িত বলে পুলিশ দাবি করে। তদন্ত চলছে, এবং পুলিশ খুব শিগগিরই আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে।
-শারমিন সুলতানা
ভেনিস চলচ্চিত্র উৎসব ২০২৫: কারা পেলেন সেরা সম্মাননা
ইতালির ভেনিসে মর্যাদাপূর্ণ ৮২তম ভেনিস চলচ্চিত্র উৎসবের পর্দা নামল শনিবার পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে। বিশ্বের অন্যতম প্রাচীন এই চলচ্চিত্র উৎসবে ২১টি ছবির মধ্য থেকে বিজয়ী বেছে নিয়েছেন আমেরিকান পরিচালক আলেকজান্ডার পেইনের নেতৃত্বাধীন জুরি বোর্ড।
গোল্ডেন লায়ন বা শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার জিতেছে মার্কিন নির্মাতা জিম জারমাশের "ফাদার মাদার সিস্টার ব্রাদার"। সমকালীন মানবসম্পর্কের জটিলতা নিয়ে নির্মিত ছবিটি উৎসবে ব্যাপক সাড়া ফেলে।
সিলভার লায়ন গ্র্যান্ড জুরি পুরস্কার পেয়েছে তিউনিসিয়ার নির্মাতা কাউথার বেন হানিয়ার "দ্য ভয়েস অব হিন্দ রাজাব"। যুদ্ধবিধ্বস্ত জীবনের কণ্ঠস্বর তুলে ধরা এই ছবিটি সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।
শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার জিতেছেন মার্কিন চলচ্চিত্রকার বেনি সাফদি, তার চলচ্চিত্র "দ্য স্ম্যাশিং মেশিন"–এর জন্য।
অভিনয়ে বিশেষ স্বীকৃতির মধ্যে, ভলপি কাপ শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন চীনা শিল্পী শিন ঝিলেই, তার অভিনীত "দ্য সান রাইজেস অন আস অল" ছবির জন্য। অন্যদিকে, ইতালির প্রখ্যাত অভিনেতা টনি সারভিলো পেয়েছেন ভলপি কাপ শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার, পাওলো সোরেন্তিনোর চলচ্চিত্র **"লা গ্রাজিয়া"**তে অসাধারণ অভিনয়ের জন্য।
সেরা চিত্রনাট্যের পুরস্কার গেছে ফরাসি নির্মাতা ভ্যালেরি ডনজেলি–এর হাতে, তার চলচ্চিত্র "আ পিয়েদ দ’উভর" (অ্যাট ওয়ার্ক)–এর জন্য।
বিশেষ জুরি পুরস্কার পেয়েছে ইতালির নির্মাতা জিয়ানফ্রাঙ্কো রোসি–র চলচ্চিত্র "সোত্তো লে নুভোলে" (বিলো দ্য ক্লাউডস)।
এছাড়া মারসেলো মাস্ত্রোয়ানি পুরস্কার, যা তরুণ অভিনেতা–অভিনেত্রীদের জন্য সংরক্ষিত, পেয়েছেন সুইস শিল্পী লুনা ওয়েডলার। তিনি অভিনয় করেছেন ইলদিকো এনিয়েদির "সাইলেন্ট ফ্রেন্ড" ছবিতে।
বৈচিত্র্যময় এই পুরস্কার তালিকা শুধু বিশ্ব চলচ্চিত্রের ভিন্নধর্মী কণ্ঠস্বরই নয়, বরং নতুন প্রজন্মের শিল্পীদের উত্থানকেও আলোকিত করেছে।
-শারমিন সুলতানা
বার্মিংহামে বলিউডের ‘ওজিজি’ রানী: কারিনা কাপুর খানের সিলভার শাড়ি
বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান আবারও সকলের মন জয় করেছেন। সম্প্রতি তিনি ইংল্যান্ডের বার্মিংহামে একটি ইভেন্টে উপস্থিত হন এবং সেখানকার লাল কার্পেটে তাঁর ঝলমলানো সিলভার শাড়ি দর্শকদের তাক লাগিয়ে দেয়।
কারিনার পোশাক এবং গ্ল্যামার শুধুমাত্র ফ্যাশন নয়, বরং তার উপস্থিতি ও আত্মবিশ্বাসের এক সমন্বয়। ছবি ও ভিডিওতে দেখা গেছে, তিনি একাধারে মার্জিত ও স্টাইলিশ লুকে সবাইকে মুগ্ধ করেছেন। এই মুহূর্তের মধ্য দিয়ে কারিনা প্রমাণ করলেন কেন তিনি বলিউডের ‘ওজিজি’ রানী।
ফ্যান ও ফ্যাশন বিশেষজ্ঞরা কারিনার স্টাইলের প্রশংসা করেছেন। তাদের মতে, লাল কার্পেটে তার এমন আত্মবিশ্বাসী ও উজ্জ্বল উপস্থিতি প্রতিটি ফ্যাশনপ্রেমীর জন্য অনুপ্রেরণা।
কারিনা কাপুর খানের এই লুক শুধু পোশাক নয়, বরং একটি বলিউডের স্টাইল স্টেটমেন্ট। তাঁর উপস্থিতি যেকোনো ইভেন্টকে স্মরণীয় করে তুলেছে এবং দর্শকদের মনে একটি দীর্ঘস্থায়ী ছাপ রেখেছে।
-শারমিন সুলতানা
ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস: পোশাক নয়, স্টাইলের প্রদর্শনী
মুম্বাইতে অনুষ্ঠিত হলো ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডস ২০২৫। লাল কার্পেটে জমকালো পরিবেশ, গ্ল্যামার এবং স্টাইলের সমারোহ দেখা গেল। রাতভর চলা অনুষ্ঠানে বলিউডের একাধিক তারকা তাদের সেরা ফ্যাশন গেমটি নিয়ে উপস্থিত হন।
করণ জোহর, আনন্যা পান্ডে, তাপসী পান্নু সহ অনেকেই নিজেরা লাল কার্পেটে ঝলমল করে ওঠেন। বিশেষত আনন্যা ও তাপসীর পোশাকের সংমিশ্রণ, রঙের ব্যবহার এবং এক্সেসরিজ তাদেরকে আলাদা করে তুলে ধরে। করণ জোহরের মার্জিত এবং আধুনিক লুকে দর্শকদের মন কেড়ে নেয়।
অনুষ্ঠানের লাল কার্পেটের এই মুহূর্তগুলো শুধুমাত্র পোশাক নয়, বরং স্টাইলের সঙ্গে আত্মবিশ্বাস, ভঙ্গি এবং ব্যক্তিত্বেরও পরিচয় বহন করে। ফ্যাশন বিশেষজ্ঞদের মতে, এই ধরনের অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে স্টাইলিং শুধু পোশাক নয়, পুরো উপস্থিতিকে প্রভাবিত করে।
লাল কার্পেটে উপস্থিত এই সকল তারকারা নতুন ফ্যাশন ট্রেন্ড স্থাপন করার পাশাপাশি বলিউডের স্টাইল স্ট্যান্ডার্ডও তুলে ধরেছেন। কেউ ক্লাসিক লুক বেছে নিয়েছেন, কেউ আবার সাহসী ও এক্সপেরিমেন্টাল স্টাইল।
ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডস ২০২৫-এর লাল কার্পেট একবারে প্রমাণ করল, বলিউডের ফ্যাশন শুধু পোশাক নয়, এটি একটি সমন্বিত স্টাইল ও পারফরম্যান্সের প্রদর্শনী।
-শারমিন সুলতানা
বলিউডে বহিরাগতদের প্রতি ক্ষোভ, ‘নেপো বেবি’দের পক্ষ নিলেন তনিশা মুখার্জি
বলিউড অভিনেত্রী তনিশা মুখার্জি সম্প্রতি বলিউড সমালোচনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তার ভাষায়, তিনি নিজেকে ‘বলিউড বেবি’ মনে করেন এবং এই শিল্পের প্রতি তার অগাধ ভালোবাসা রয়েছে। তাই যখনই বলিউডকে একতরফাভাবে সমালোচনা করা হয়, তা তাকে গভীরভাবে আঘাত করে। তনিশা মনে করেন, যারা চলচ্চিত্র পরিবার থেকে আসেন তারা শিল্পকে সমৃদ্ধ করতে চান, কিন্তু বাইরে থেকে আসা অনেকেই শুধুমাত্র সুযোগ নিতে আসেন, শিল্পের প্রতি তাদের প্রকৃত আনুগত্য থাকে না।
‘নেপো বেবি’ বিতর্কে খোলামেলা তনিশা
পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তনিশা বলেন, “আমরা বলি Make in India, বলিউডও তো ভারতের সংস্কৃতির অংশ। সবই এখানে তৈরি হচ্ছে—অভিনেতা, বিষয়বস্তু, গল্প। তাহলে কেন আমরা কোনো ছাড় পাচ্ছি না? কেন আমাদের শাস্তি দেওয়া হচ্ছে? কেন আমাদের ক্রমাগত বলিউড-বাশ করা হচ্ছে? এটা আমাকে কষ্ট দেয়। কারণ আমি বলিউড বেবি, আমি আমার ইন্ডাস্ট্রিকে ভালোবাসি। আমি নেপো বেবিদেরও ভালোবাসি। কিন্তু আমি জানতে চাই, কেন আমাদের বারবার আঘাত করা হচ্ছে?”
বহিরাগতদের সমালোচনা
তনিশা বলেন, “যখন কেউ চলচ্চিত্র পরিবার থেকে আসে, তখন তারা ইন্ডাস্ট্রির কথাই আগে ভাবে। তারা শুধু কাজ নিতে আসে না, শিল্পকে কীভাবে এগিয়ে নেওয়া যায় সেটি নিয়েও ভাবে। কিন্তু বাইরে থেকে আসা অনেকে কোনো আনুগত্য ছাড়াই আসে—তাদের উদ্দেশ্য কেবল নেওয়া, দেওয়ার মানসিকতা নেই।”
তিনি আরও যোগ করেন, হয়তো যারা বাইরে থেকে আসেন, তাদের সন্তানরা দ্বিতীয় প্রজন্মে বলিউডে যুক্ত হলে তখন তারা শিল্পকে কিছু ফিরিয়ে দিতে চাইতে পারেন। তিনি উদাহরণ টেনে বলেন, “রোহিত শেঠি থেকে শুরু করে আমার ভগ্নিপতি অজয় দেবগন—তারা স্টান্টম্যানদের খোঁজ-খবর রাখেন। বলিউড পরিবারগুলো সিনেমা বানায় শুধু ব্যবসার জন্য নয়, বরং এমনভাবে বানায় যাতে শিল্প বেড়ে ওঠে ও সমৃদ্ধ হয়।”
তনিশার পারিবারিক পটভূমি
তনিশা মুখার্জি বলিউডের অন্যতম প্রভাবশালী পরিবারের সদস্য। তিনি কিংবদন্তি অভিনেত্রী তনুজা ও প্রযোজক-পরিচালক শোমু মুখার্জির কন্যা। এছাড়া তিনি বলিউড তারকা কাজলের ছোট বোন এবং অভিনেতা অজয় দেবগনের ভগ্নিপত্নী। তার মতে, বলিউড পরিবারের সদস্যরা সবসময়ই ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করেন এবং নতুন প্রজন্মকেও সেই মানসিকতা অনুসরণ করতে হবে।
-শারমিন সুলতানা
রজনীকান্ত–কমল হাসান আবারও একসঙ্গে বড় পর্দায়
দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার (SIIMA)–এর মঞ্চে সিনেমাপ্রেমীদের জন্য এক বিরল আনন্দঘন ঘোষণা দিলেন কিংবদন্তি অভিনেতা কমল হাসান। অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে জানালেন, তামিল সিনেমার আরেক মহাতারকা রজনীকান্তের সঙ্গে তিনি শিগগিরই নতুন একটি ছবিতে অভিনয় করবেন। এই সংবাদ মুহূর্তেই দর্শক ও ভক্তদের মধ্যে উচ্ছ্বাসের সঞ্চার করেছে, কারণ দীর্ঘ বিরতির পর ফের বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের দুই সুপারস্টারকে।
‘কালকি ২৮৯৮ এডি’ ছবির জন্য পুরস্কৃত হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমল হাসান বলেন, “এটি আদৌ কোনো ঐতিহাসিক ঘটনা হয়ে উঠবে কিনা তা আমরা জানি না। তবে দর্শক যদি এই চলচ্চিত্রকে ভালোবাসেন, সেটাই হবে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা সবসময় চেষ্টা করি দর্শকের পছন্দের মতো কাজ উপহার দিতে। বহুদিন ধরেই এমন একটি প্রকল্পের পরিকল্পনা চলছিল। এতদিন আমরা আলাদা কাজ করেছি, এবার একসঙ্গে আসছি আমি আর রজনী।”
তিনি আরও স্পষ্ট করে বলেন, তাদের মধ্যে কোনো প্রতিযোগিতা নেই। কমল হাসানের ভাষায়, “আপনারাই সবসময় প্রতিযোগিতার গল্প তৈরি করেছেন। কিন্তু আমাদের মধ্যে আসলে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। বরং আমরা একে অপরের সাফল্যে আনন্দিত হই। একসঙ্গে কাজ করার সুযোগ আমাদের জন্য বিশেষ এক অধ্যায় হবে। ব্যবসার দিক থেকে এটি হয়তো একটি বিস্ময়কর ঘটনা, তবে অন্তত এখন এটি বাস্তবে রূপ নিচ্ছে। আমরা বহুবার একে অপরের চলচ্চিত্র প্রযোজনা করার ইচ্ছা প্রকাশ করেছি।”
যদিও প্রকল্পের নির্দিষ্ট তথ্য প্রকাশ করেননি কমল হাসান, তবে চলচ্চিত্র দুনিয়ায় জোর গুঞ্জন রয়েছে যে এটি পরিচালনা করতে পারেন জনপ্রিয় পরিচালক লোকেশ কানাগরাজ। তিনি কমল হাসানের সঙ্গে ‘বিক্রম’ ছবিতে কাজ করেছেন এবং সম্প্রতি রজনীকান্তের নতুন ছবি ‘কুলি’–র প্রচার অনুষ্ঠানে জানান, তিনি কমলের বড় ভক্ত এবং তার স্বপ্ন হলো লোকেশ সিনেমাটিক ইউনিভার্সে (LCU) এই দুই কিংবদন্তিকে একত্রে উপস্থাপন করা।
রজনীকান্ত ও কমল হাসান শেষবার একসঙ্গে কাজ করেছিলেন ১৯৭০ ও ৮০–এর দশকে। তাদের যুগলবন্দীতে একের পর এক কালজয়ী ছবি উপহার দিয়েছিল তামিল সিনেমা। ‘অপূর্ব রাগাঙ্গল’, ‘মুন্দ্রু মুদিচু’, ‘অভার্গাল’ ও ‘পাঠিনারু ভায়াথিনিলে’–এর মতো চলচ্চিত্রে তাদের অভিনয় আজও ভক্তদের মনে অমলিন। ফলে দীর্ঘ প্রতীক্ষার পর আবারও তাদের জুটি বাঁধার ঘোষণা দর্শকদের মধ্যে প্রবল উত্তেজনা সৃষ্টি করেছে।
-রাফসান
শান্তির পুরস্কার চাইছেন, অথচ ঝামেলা পাকাচ্ছেন’ সালমানের খোঁচা ট্রাম্পকে
বলিউড সুপারস্টার সালমান খান তার জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ১৯তম সিজন সঞ্চালনা করছেন। সম্প্রতি শনিবারের (৬ সেপ্টেম্বর) পর্বে তিনি এক মন্তব্যের মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন। তিনি সরাসরি নাম না নিলেও, তার মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বলেই মনে করছেন দর্শক ও নেটিজেনরা।
‘বিগ বস’-এর ‘উইকেন্ড কা ভার’ পর্বে সালমান এক প্রতিযোগী ফারহানা ভাটের ওপর ক্ষোভ প্রকাশ করেন। ফারহানা নিজেকে ‘শান্তি কর্মী’ হিসেবে পরিচয় দিলেও, তার ঝগড়া উসকে দেওয়া ও তুচ্ছ বিষয়ে সমস্যা তৈরির অভ্যাস নিয়ে সালমান তাকে তিরস্কার করেন। ভর্ৎসনা করতে গিয়েই হঠাৎ তিনি মন্তব্য করেন, “যে সবচেয়ে বেশি ঝামেলা পাকাচ্ছে, সে নিজেই আবার শান্তিতে পুরস্কার (নোবেল) চাইছে!”
সালমান সরাসরি ট্রাম্পের নাম না নিলেও, দর্শক ও নেটিজেনরা সঙ্গে সঙ্গেই বুঝে যান তার ইঙ্গিত আসলে ট্রাম্পের দিকেই। কারণ, গত কয়েক মাস ধরে ট্রাম্প একাধিক আন্তর্জাতিক দ্বন্দ্ব মেটানোর দাবি করে আসছেন। তার সমর্থকেরা তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার দাবি তুলেছেন। সালমানের এক লাইনের মন্তব্যে যেন গোটা বিতর্কই উঠে আসে।
নতুন এই পর্বটি সম্প্রচারের পর মুহূর্তেই ভাইরাল হয় সালমানের সেই মন্তব্য। টুইটার থেকে রেডিট—সর্বত্র ছড়িয়ে পড়ে ভিডিওটি। এক নেটিজেন মজা করে লিখেছেন, “সালমান আসলেই নিউজ দেখে নাকি!”
উল্লেখ্য, রিয়েলিটি শো-এর পাশাপাশি সালমান খান বড় পর্দাতেও সমানভাবে সক্রিয়। বিগ বসের শুটিংয়ের ফাঁকেই তিনি ব্যস্ত আছেন পরিচালক অপূর্ব লাখিয়ার যুদ্ধভিত্তিক ছবি ‘ব্যাটল অব গালওয়ান’-এর শুটিংয়ে।
পাঠকের মতামত:
- গুলিবর্ষণের পর প্রথম প্রকাশ্যে দেখা গেল দিশা পাটানিকে
- ডিএসই–৩০ সূচকে মিশ্র লেনদেন
- গুপ্তচরবৃত্তির আশঙ্কা, নাসা থেকে বহিষ্কার চীনা গবেষকরা
- ছুটির মুডে অনন্যা পাণ্ডে: ফ্যাশনপ্রেমীদের জন্য নতুন অনুপ্রেরণা
- সরকার পরিবর্তনের ডাক দিলেন ইলন মাস্ক, লন্ডনে বিক্ষোভ
- ন্যাটো সীমান্তে নতুন উত্তেজনা: রাশিয়ার ড্রোন অভিযান প্রসারিত
- ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর বড় সিদ্ধান্ত: সরকারি ছুটি কাটছাঁটের পরিকল্পনা বাতিল
- PRIME1ICBA ফান্ডের সাপ্তাহিক এনএভি প্রকাশ
- মেক্সিকো সিটিতে গ্যাস ট্রাক বিস্ফোরণে নিহত বেড়ে ১৩
- ভিয়ারিয়ালকে হারিয়ে মৌসুমের প্রথম জয় পেল আতলেতিকো
- এমবাপ্পের ঝলকে রিয়াল মাদ্রিদের টানা চতুর্থ জয়
- ২১ সেপ্টেম্বর প্রাথমিক, ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা
- ঢাকায় মার্কিন বাণিজ্য প্রতিনিধি দল, শুল্ক কমানোতে নতুন আশার আলো
- আফগান সীমান্তে পাকিস্তান সেনার বড় ধরনের ক্ষয়ক্ষতি
- ক্যাম্পাস হবে জ্ঞান ও নেতৃত্ব বিকাশের স্থান: শিবির
- এবার মন্ত্রী নির্ধারণে ভিন্নধর্মী উদ্যোগ নেপালে
- আজকের ক্রীড়া সূচি (শনিবার, ১৩ সেপ্টেম্বর)
- ফরিদা পারভীনের মৃত্যুতে ড. ইউনূসের শোক
- শ্রীলঙ্কার ঝড়ে উড়ে গেল বাংলাদেশ, ৩২ বল বাকি থাকতেই লঙ্কানদের দাপুটে জয়!
- কিংবদন্তি ফরিদা পারভীনের শেষনিঃশ্বাস: শোকস্তব্ধ সংগীতাঙ্গন
- জাকসু নির্বাচনে শিবিরের দাপট, ভিপি পদে স্বতন্ত্রের চমক!
- বাংলাদেশে মিথ্যা মামলা: আইনি প্রতিকার ও প্রতিরোধমূলক কৌশল
- শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে অর্থ পাচারের অভিযোগে নতুন করে আলোড়ন
- বাজার ব্যবস্থাপনায় টেকসই সরবরাহই স্থিতিশীলতার মূলমন্ত্র: শেখ বশির উদ্দিন
- নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
- অপারেশন থিয়েটারের আলো: ছায়াহীন বিস্ময়ের বৈজ্ঞানিক রহস্য
- আজকের মুদ্রা বিনিময় হারের বিশ্লেষণ
- বিশ্বের সবচেয়ে ভয়ংকর পাখি: সাউদার্ন ক্যাসোয়ারির রহস্যময়তা ও আতঙ্ক
- জাকসু নির্বাচনের ফলাফল দেওয়ার সময় জানা গেল
- দিশা পাটানির বাড়িতে গুলিবর্ষণ: আতঙ্কে পরিবার, কঠোর নিরাপত্তায় বাড়ি ঘিরে ফেলল পুলিশ
- ম্যানচেস্টার ডার্বির আগে রুবেন আমোরিমের হুঁশিয়ারি: "আমরা ভিন্ন দল"
- ওল্ড ট্রাফোর্ডে ইতিহাস: ফিল সল্টের ঝড়ো সেঞ্চুরিতে ইংল্যান্ডের রেকর্ড জয়
- কিম জং উনের নতুন সামরিক নীতি: একসাথে পারমাণবিক ও প্রচলিত শক্তি বৃদ্ধির ঘোষণা
- মোদি বনাম ভাগবত: বিজেপি–আরএসএস সম্পর্কে ফাটল
- বোলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড: ব্রাজিলের রাজনীতিতে নতুন অনিশ্চয়তা
- ভূমি মন্ত্রণালয়ে বড় নিয়োগ!
- জানুন নিয়মিত সাঁতারের ছয় বড় উপকারিতা
- রাশিয়ার উপকূলে শক্তিশালী ভূমিকম্প, সুনামির আশঙ্কা
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ আওয়ামী লীগ-যুবলীগের ঝটিকা মিছিল
- আজ রাতে এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচ, টিভিতে আরও যা দেখবেন
- ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক চাপ বৃদ্ধির আহ্বান তারেক রহমানের
- নিহত সাংবাদিক শিবলীর পরিবারের পাশে দাঁড়াল ছাত্রশিবির
- আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- সংসদ ভেঙে দিলেন নেপালের নতুন নারী প্রধানমন্ত্রী, নির্বাচনের তারিখ ঘোষণা
- ৪ দাবিতে যুগপৎ আন্দোলনে নামছে ৮ রাজনৈতিক দল
- বাংলাদেশের নির্বাচন নিয়ে কঠিন অঙ্কে ভারত
- জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে সংকট
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভোট গণনা নিয়ে অনিশ্চয়তা
- গণপরিষদ বা হ্যাঁ-না ভোটের দাবি এবি পার্টির ফুয়াদের
- বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে ভারতের জটিল সমীকরণ
- এফটির তথ্যচিত্র: শেখ হাসিনার আমলে বাংলাদেশের হারানো বিলিয়ন ডলারের গল্প
- উন্নয়ন, নিরাপত্তা ও ভূরাজনীতি: জাপান–বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ সমীকরণ
- ডাকসু নির্বাচনের ভোট শেষ, ফলাফলের আগে অস্থির ঢাবি—পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত পরিবেশ
- নেপালে অন্তর্বর্তী সরকার, নেতৃত্বে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি
- ডিএসইতে আজকের লেনদেন শেষে টপ গেইনার তালিকা প্রকাশ
- জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলের অঙ্গীকার জরুরি: বিএনপি নেতা সালাহউদ্দিন
- লিটনের ব্যাটে স্মার্ট জয়: হংকংকে উড়িয়ে দিল বাংলাদেশ
- ফাউন্ডেশনাল ইলেকশন সামনে: জুলাই সনদ বাস্তবায়নে জোর দিলেন ড. ইউনূস
- ডাকসু নির্বাচন: ৪৭১ প্রার্থী, ৩৯ হাজার ভোটার, টানটান নিরাপত্তায় উৎসবমুখর ভোটযুদ্ধ
- নেপালে অস্থিরতা: বাংলাদেশি নাগরিকদের ঘরে থাকার নির্দেশ দূতাবাসের
- প্রথমবার আস্থা ভোটে প্রধানমন্ত্রী বিদায়, ইতিহাস গড়ল ফ্রান্স
- জাকসু নির্বাচন: প্রার্থীদের জন্য আজ বাধ্যতামূলক ডোপ টেস্ট
- উটাহে চার্লি কার্ক হত্যা: রাজনৈতিক সহিংসতার নতুন ধাক্কায় আমেরিকার গণতন্ত্র ও নিরাপত্তা নিয়ে শঙ্কা
- শেখ হাসিনার উত্তরাধিকার প্রশ্ন: আওয়ামী লীগের সামনে এক অমীমাংসিত সংকট
- ডোপ টেস্ট কী, কেন করা হয়, কেন এত এখন জরুরি